জীবন টা কি আসলেই লেখনীতে ফুটিয়ে তোলা যায়?
জীবন টা কি আসলেই লেখনীতে ফুটিয়ে তোলা যায়!
এ ভাবনাটাই আমরা দীর্ঘ কয়েক মাস কেটেছে.....
অনেকের জীবনের গল্প পড়ার সৌভাগ্য হয়েছে প্রিয় ফাউন্ডেশন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বদৌলতে যে গল্প গুলো আমার ভাবনার বেড়াজাল ভেঙে দিয়ে আমাকেও লিখতে সাহস যুগিয়েছ, দিয়েছে অনুপ্রেরণা।
আমি আজও বিশ্বাস করি লেখনীতে জীবনকে উপস্থাপন করা যায় না তবুও জীবনের কিছু চিত্র তুলে ধরে নিজেকে হালকা করার বৃথা চেষ্টা।
আর এ চেষ্টা টা আমাকে করতে শিখিয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
প্রত্যেকটা মানুষের জীবনের গল্প থাকে আর সেই গল্পটা হয় সুখ-দুঃখ হাসি কান্না সব মিলিয়ে আমারও তার ব্যতিক্রম নয়।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।
প্রথমেই শুকরিয়া আদায় করছি যিনি আমাকে সৃষ্টির করেছেন ও সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, রিজিকের সু ব্যবস্থা করেছেন, সম্মানিত করেছেন , আলহামদুলিল্লাহ।
লাখো-কোটি দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে।
🌿ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রাণপ্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, মানুষ গড়ার কারিগর, লাখো তরুণ তরুণী স্বপ্নদ্রষ্টা @Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন।
ফাউন্ডেশনে যুক্ত না হলে জানতেই পারতাম না এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে ভালো মানুষি চর্চা হয় , ফাউন্ডেশনের ভাইবোনগুলো একজন একজনের প্রতি এত আন্তরিক যেটা ভাষায় বলে বুঝাতে পারব না,
একজনের বিপদ আসলে দশজন ঝাঁপিয়ে পড়েন কিভাবে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা যায়।
ভালো খারাপ মিলিয়ে এই দুনিয়া তবে ফাউন্ডেশনের ভাই বোন গুলো অনেক ভালো
প্রিয় স্যার সহ ফাউন্ডেশন এর সকল দায়িত্বশীল ও আজীবন মেম্বার সকল ভাই-বোনদের জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা প্রত্যেকের জীবনে সফলতা কামনা করছি।
পরিবারে সবার ছোট আদুরে ছিলাম আমি।আমার শৈশব কেটেছে খুবিই আনন্দে। শৈশবে সকলের আদর ও ভালোবাসায়, কখন বড় হয়ে গেছি বুঝতে পারিনি।
প্রিয় সব বন্ধুদের অনেক মিস করি আজও। শৈশবের অনেক স্মৃতি কখনো হাসায় আবার কখনো কাঁদায়।
দুরন্ত শৈশব আসলেই স্মৃতিময় অধ্যায়। খেলাধুলায় আমি খুব পারদর্শী ছিলাম।
অনেক খেলাধুলা করতাম অনেক পুরস্কার পেয়েছি। পড়াশুনায় আমি খুব মেধাবী ছিলাম। মেধা তালিকায় আমার নাম থাকতো সব সময়। এভাবেই চলছিলো শিক্ষা জীবনে।
প্রিয় বাবাকে হারানোর কষ্ট:
সুখেই দিন কাটছিলো আমার, মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম।
হঠাৎ কাল বৈশাখী ঝরে বাবাকে হারিয়ে সুখের ঘরে নেমে এলো অমানিশার অন্ধকার। আমাদের পরিবারে বাবাই ছিলো এক মাএ উপার্জনকারী।
হঠ্যাৎ বাবা অসুস্থ হয়ে মারা যাওয়ায়,সংকীর্ণ হয়ে গেল আমার পৃথিবী। বাবা মারা যাবার পর আমার পরিবার ও আমি অসহায় হয়ে পড়লাম।
ভেবেই পারছিলাম না কী করবো কিভাবে আমাদের পরিবারটা চলবে। সেই অবস্থান থেকে ঢাল স্বরূপ আমার মা পরিবারের হাল ধরেন। পাশাপাশি আমার বড় ভাইবোনরা ও।
আমি অনেক জিদ করি কিভাবে পড়াশুনা করে নিজে প্রতিষ্ঠিত হতে পারবো। বাবা হীন পৃথিবীটা আমার অনেক কষ্টে কেটেছে।
জীবনের গুরত্বপূণ সময়গুলো খুব মিস করি বাবাকে। আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেনো বাবা কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমীন।
আমার বাবার সব কাজ কথা স্মৃতি মনে হলে কান্নায় বুক ভারী হয়ে যায়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।
আমার মায়ের অবদানঃ
বাবা বিহীন আমার মা আমাদের সংসারটাকে ও আমাদেরকে শক্ত হাতে সামলেছেন, নিজের কথা চিন্তা না করে সবকিছু এক হাতে করেছেন আমাদের কে একসাথে নিয়ে চলেছেন বাবার অভাব বুঝতে দেয়নি কখনো সুখে দুখে সবসময় পাশে ছিল এখনো আছে।
একটা মানুষ নিজের সুখের কথা ভুলে গিয়ে
নিজের জীবনের কথা ভুলে গিয়ে, আমাদের কে মানুষ করেছন শুধু মা বলেই সম্ভব হয়েছে
মা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এত বড় তেগ করা ।
প্রতিটি মা জান্নাত স্বরূপ সন্তানের জন্য। আমার মা আমার জীবন গড়ার জন্য অনেক ত্যাগ করছেন। মায়ের এই নিঃস্বার্থভালোবাসা কখনোই শোধ হয়ার নয়। মায়ের জন্য আমি আজ জীবনের এতটুকু পথ পাড়ি দিয়ে অনার্স তৃতীয় বর্ষে আসতে পেরেছি। আমার রেজাল্ট প্রতিটি ক্লাসে ফাষ্টক্লাস। আমি নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের অনেকগুলো স্বপ্ন পূরণ করবো। আজকে মা ছিল বলে জীবনের এত গুরুত্বপূর্ণ সময় গুলো সুন্দর ভাবে পার করে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সবটুকু অবদান মায়ের।
আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মাকে জেনো আল্লাহ রাব্বুল আলামীন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন আমীন।
আর মায়ের স্বপ্ন যেনো আমি পূরণ করতে পারি। দুনিয়াতে মা বড় ধন, মায়ের মত অমূল্য রতন আর কিছু নেই, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার কাছে আমার মা,
ফাউন্ডেশনের যুক্ত হওয়ার মূহুর্তঃ
১২ তম ব্যাচে এক বড় ভাইয়ার মাধ্যমে আমার এই ফাইন্ডেশনে যুক্ত হওয়া।
স্যারের সেশন আর ভিডিওগুলো আমাকে দারুণভাবে অনুপ্ররণা জোগায়।
স্যারের কথাগুলো আমার মনে সব সময় আঘাত করে দশজনে পারলে আমি কেন পারব না আমি ও পারবো উদ্যোক্তা হতে।
স্যার এর অনুপ্রেরণায় চাকরি নামক সোনার হরিণের পিছনে দৌঁড়ানো ছেড়ে দিয়ে উদ্যোক্তা হবার পথে হাঁটতেছি কারণ স্যার শিখিয়েছেন এই দুনিয়াতে সবচেয়ে বড় পদ হচ্ছে উদ্যোক্তা পদ।
স্যারের সাথে সুর মিলিয়ে আমি একদিন গর্ব করে বলতে চাই
আমি একজন উদ্যোক্তা আর এটা আমি গর্বের সহিতি বলব ইনশাআল্লাহ।
স্যার বলেন উদ্যোক্তারা হচ্ছে দক্ষ মানবসম্পদ আমরা চাইলে চাকরিও করতে পারি আমরা চাইলে বিজনেস করতে পারি আমরা সব করতে পারি জীবন যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি ।
যেটা হয়তো এসির নিচে বসে চাকরি করলে পারতাম না ,
স্যারের স্লোগান থেকে আমি অনুপ্রেরণা পাই
স্বপ্ন দেখুন,
সাহস করুন,
শুরু করুন,
লেগে থাকুন,
সাফল্য আসবে,
স্বপ্ন দেখেছি, সাহস করেছি, শুরু করেছি, এখন শুধু লেগে থাকার প্রচেষ্টায় আছি। এই ফাউন্ডেশনটা ভালো লাগার করণ। পাঠবই এর বাহিরে অনেক জ্ঞান অর্জন করা যায়।
নিজেকে প্রকাশ করা যায় নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা গুলো বের হয়ে আসে অটোমেটিক শুধুমাত্র সেশন গুলোকে পড়ার কারণে বুকে ধারণ করার কারণে।
আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় স্যার আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফাউন্ডেশনের আমার সকল প্রিয় ভাই ও বোনদেরকে।
আমার স্বপ্ন ঃ
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চাই নিজে কাজ করতে চাই নিজের শেখা শিক্ষা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই,,
ভবিষ্যৎ এ এটা নিয়ে আরো বড় প্লান আছে আমার,,, কম পক্ষে অসহায়
২০ জন নারীকে বিনামূল্যে শিক্ষা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার স্বপ্ন আমার।
যেন তারা চাকুরীর পেছনে না ঘুরে সফল উদ্যোক্তা হতে পারে। দেশ ও পরিবারে গর্ব করে মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি একজন মানবিক মানুষ হতে চাই এইটা আমার স্বপ্ন।
ছোটবেলা থেকেই মানবিক কাজ করে আসছি, মানবিক কাজগুলো করতে আমার ভালো লাগে সব সময় এখন ও করি ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ 😊
ফাউন্ডেশন থেকে প্রাপ্তিঃ
১.লাখো সেরা প্লাটফর্মের একজন গর্বিত আজীবন সদস্য পদ লাভ।
২.ভলান্টিয়ারিং করার কাজ
৩. মানবীয় গুণাবলি অর্জন
৪. কথা বলার জরতা কাটাতে পেরেছি
৫.সেরা একজন শিক্ষক পেয়েছি যিনি সব সময় আমাদের ভাগ্য পরিবর্তন করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন।
৬.লেখার দক্ষতা অর্জন করতে পেরেছি
৭. নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পেরেছি
৮.পিতামাতাকে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে হয় কিভাবে সেইটা শিখেছি, শিখেছি কিভাবে বলতে হয় মা তোমাকে ভালোবাসি বাবা তোমাকে ভালোবাসি।
৯.ব্যবসা পরিচালনা করার নানা কৌশল অর্জন করেছি শিখেছি কিভাবে একজন দক্ষ লিডার হতে হয়।
১০.নেটওয়ার্ক বৃদ্ধি সহ, সু সুসম্পর্ক তৈরির সেতুবন্ধন, ও নিজেকে ব্রান্ডিং করার সুযোগ পেয়েছি।
সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের লেখা এখানেই সমাপ্ত করলাম, সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন, আর অবশ্যই নিরাপদে পথ চলবেন
সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনাদের প্রত্যেকের সুন্দর ভবিষ্যত কামনা করছি।
সেই সাথে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার জীবনের গল্পটি পড়লে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের মঙ্গল করুন ,আমার লেখায় যদি কোন ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন
ভাল থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৯১
তারিখ -২৮-০৪-২০২২
🌹 মিতু আক্তার
🌹ব্যাচ নংঃ ১২
🌹রেজিষ্ট্রেশন নংঃ ৩২১১৭
🌹জেলাঃ শরীয়তপুর সদর