নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ঢাকা জেলার মিরপুর জোন কতৃক ঈদের আনন্দ ভাগাভাগি কর্মসূচী
ঐস্বর্গীক এক ঈদ পালন করলাম সব মিলিয়ে।
গতকাল থেকেই মন ভিশন বিষন্ন খারাপ ছিলো বিভিন্ন কারনে বাবা, মা ছাড়া ঢাকাতে ঈদ করবো মেনে নিতে কষ্ট হচ্ছিল খুব বেশি।
কিন্তু নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মিরপুর জোন কতৃক আজকের এ ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে নিমিষেই যেনো সব কষ্ট গুলো হালকা হয়ে গেলো।
স্যালুট প্রিয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যার।
সবাইকে ঈদ মোবারক।
জাহাঙ্গীর খান
৪র্থ ব্যাচ, রেজি নং ৬৬, মডারেটর

 
                             
                            
                            