নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্ম আমায় এমন পুরস্কার দিয়েছে,যা আমি কখনো পাইনি।
আসসালামু আলাইকুম
#স্ট্যাটাস_অফ_দ্যা_ডে_এর_৮০০_তম_দিনের_অনুভুতি
আলহামদুলিল্লাহ প্রথমেই শুকরিয়া আদায় করছি আমাদের একমাত্র মালিক,আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি। যিনি আমাকে এখনো সুন্দর পৃথিবী দেখার সুযোগ দিচ্ছেন,সুস্থভাবে বাচিয়ে রেখেছেন।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি,প্রিয় মেন্টর,আমার জীবনের প্রিয় শিক্ষক Iqbal Bahar Zahid স্যারের।
যিনি এই "নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্ম তৈরি করেছেন।আর আমাকে তার ছাত্রী হিসেবে প্লাটফর্ম এর এক কোণে জায়গা করে দিয়েছেন।আসলে স্যার কে কিভাবে কৃতজ্ঞতা জানালে আমার মনের সবটুকু প্রকাশ করতে পারবো,আমি জানিনা।কারণ এই প্লাটফর্ম আমায় এত কিছু দিয়েছে,যা আমি আমার জীবনের ফেলে আসা দিন গুলোতে পাইনি।
এখানে এসে এমন কিছু ভাই বোন পেয়েছি,যাদের ভালবাসা আমায় কাদিয়েছে,সত্যি অনেক সুখে কান্না চলে আসে।
♦চাকরি করবোনা চাকরি দেব এই স্লোগান কে সামনে রেখে
মাত্র ১৬৪ জন নিয়ে যে ছোট্ট গ্রুপ তৈরি করেছিলেন আমাদের মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার।
এখন এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৫লক্ষ +, আর এটা এখন আর গ্রুপ নয়,একটা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ।
"নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" আমার সবচেয়ে প্রিয় প্লাটফর্ম।যাকে মনে হয় আমার পরিবারের একটা অংশ।মাঝে মাঝে মনে হয় আরো আগে কেন যুক্ত হলাম না এই গ্রুপে।
তবুও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া,পরে হলেও তো আমি এখানে আসতে পেরেছি।আমি সত্যিই গর্বিত এই প্লাটফর্মের একজন শিক্ষার্থী হতে পেরে
♦আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে ইকবাল বাহার জাহিদ স্যারের মত একজন কে গাইডলাইন হিসেবে পেয়েছি।
প্রিয় স্যারের সেশন থেকে এবং ফাউন্ডেশনের কিছু ভাই বোনের অনুপ্রেরণায় আমি নিজেও সাহস করে স্বপ্ন দেখা শুরু করেছি,এবং লেগে আছি সততার সাথে।
ইনশাআল্লাহ একদিন আমারও নিজের বলার মত একটা গল্প তৈরি হবে।
প্লাটফর্ম নিয়ে অনেক কথা বলে ফেললাম,আসলে ছোট একটা পোষ্টে প্রিয় প্লাটফর্ম নিয়ে আমার লেখা শেষ হবেনা।
স্ট্যাটাস অফ দ্যা ডে এর আইডিয়া টা যে ভাইয়ার মাথায় আসছে,তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা।স্যালুট প্রিয় ভাই Nurun Nabi Riyaz
আর প্রিয় মেন্টর এর কাছে কৃতজ্ঞ, যিনি এই ভালো উদ্যোগ টিকে সাপোর্ট করেছিলেন।যার কারনে আজ আমাদের ভাই বোনেরা লেখক লেখিকা হতে পারছে।
কারণ এই স্ট্যাটাস অফ দ্যা ডে আছে বলেই আমরা অনেকেই
অনেক আবেগ নিয়ে অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে লেখা শুরু করি,আমাদের না বলা কথা গুলো এখানে প্রকাশ করি।আর যখন Sod হয় লেখাটা,তখন তো লেখার আগ্রহ আরো বেড়ে যায়।সবাই যখন অভিনন্দন জানায়,তখনকার অনুভুতিটা প্রকাশ করার মতো না।
♦️এক সময় আমি শুধু ভাবতাম সবাই এত সুন্দর করে কি করে লিখে, আমি কেন পারিনা।
আসলে তখন লেখার সাহস ই করিনি।
তারপর একদিন সাহস করে এই প্লাটফর্মে যুক্ত হওয়ার অনুভূতি লিখে পোষ্ট করলাম।
আমার লেখা প্রথম পোষ্ট যখন প্রথমবার স্ট্যাটাস অফ দ্যা ডে হয় আমার লেখা,সেদিন আমার কান্না চলে আসছিলো।আমি সত্যিই খুব অবাক হয়ে ছিলাম,কারণ আমি ভাবতেও পারিনি আমার লেখাটা SOD হবে।(৫৪ নাম্বার SOD)
সেই লেখাটা ছিলো গ্রুপে আমার প্রথম পোষ্ট, আর তখন শুধু একজনকেই SOD করা হতো।
তারপর থেকে আমার লেখার স্পৃহা যেন আরো চার গুণ বেড়ে গেলো।
এর পর আরো কয়েকটা লেখা আমার SOD হয় আলহামদুলিল্লাহ।
এখন তো আমি ছোট করে লিখতে গেলেও লেখা অনেক বড় হয়ে যায়😊
আমি জীবনে কোন প্রতিযোগিতায় নাম দেইনি,কখনো কোন পুরস্কার পাইনি।তাতে আমার একটু ও আফসোস নেই।
কারণ আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান "নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্ম আমায় এমন পুরস্কার দিয়েছে,যা আমি কখনো পাইনি।
এই প্লাটফর্ম থেকে আমি যে সম্মান, স্নেহ, ভালবাসা পেয়েছি।সেটা পৃথিবীর সব সার্টিফিকেট কে হার মানায়।
আমি বিশ্বাস করি,এই স্ট্যাটাস অফ দ্যা ডে এর নিয়ম টা নিঃসন্দেহে আমাদের এগিয়ে যাওয়ার আরেকটি বড় ধাপ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সেই ভাই বোনদের। যারা আমাকে সবসময় সাহস যোগাতে সাহায্য করে।
নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে সবার সামনে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে এই প্লাটফর্ম ❤️নিজের বলার মতো একটা গল্প ফাইন্ডেশন ❤️
প্রিয় স্যার এবং প্লাটফর্ম এর সকল ভাই বোনদের জন্যে অন্তর থেকে আন্তরিক দোয়া ও ভালবাসা।💞💞💞
পরিশেষে যারা এই SOD টিম এর সাথে কাজ করছেন,তাদের সবার কাছে সত্যিই কৃতজ্ঞ।আপনাদের জন্যে অন্তর থেকে আন্তরিক দোয়া ও ভালবাসা।
বিশেষ করে কৃতজ্ঞতা জানাই Md Iqbal Hossain ভাইকে।
আমার অগোছালো লেখাটা কষ্ট করে পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ।
ভুল ভ্রান্তি হলে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮০০
তারিখ ১৬-০৫-২০২২
আফিফা ইসলাম রোজিনা
উপজেলা এম্বাসেডর, বন্দর
নারায়ণগঞ্জ জেলা
৭ম ব্যাচ,
রেজি নং ৫৬৬৯