যেখানে আমরা নতুন প্রাণ সৃষ্টি করতে পারি,সেখানে জীবনের পরিবর্তন ঘটানো খুব বেশিও কঠিন কিছু নয়।
🎉🎉🎉SOD ৮০০ তম দিন উৎযাপন 🎉🎉🎉
উৎসবে আনন্দে বাঙালি জাতি সর্বদাই ১ধাপ এগিয়ে।তারই ধারাবাহিকতায় আবারও উৎযাপিত হতে চলেছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর ৮০০ তম SOD পোস্ট পর্ব।
আসসালামু আলাইকুম সুপ্রিয় হৃদয়স্পর্শী সকল আজীবন সদস্যবৃন্দ।আশাকরি সকলেই সৃস্টিকর্তার কৃপা ও মেহেরবাণীতে সকলেই তুষ্ট ও তৃপ্ত আছেন।
আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও ভালবাসায় আমিও পরিতুষ্ট আছি।
শুরুতেই আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি।
★★আমি Sonia Salman.
★★★★একজন উদ্যোক্তা(প্রচেস্টারত)
★★★★★★★★একজন ভালমানুষ(প্রচেস্টারত)
প্রিয় প্লার্টফর্মে যুক্ত আছি ১৩ তম ব্যাচ থেকে।কাজ করছি ভলান্টিয়ার হিসেবে।কেননা আমি যতটুকু সাপোর্ট পেয়েছি/ পাচ্ছি। আমি চাই আমিও যেন সেটা দিতে পারি অন্যান্য সদস্যদের।তবেই তো এগিয়ে যাবে প্রিয় স্যারের এই অনবদ্য সৃষ্টি " নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন।
যাই হোক মুল প্রসংগে আসি; আজকে যেহেতু ৮০০তম SOD পোস্ট,তাই চলুন শুরুই জেনে নেই SOD পোস্ট কি/ SOD কি?
আমরা অনেকেই হয়তো জানিনা SOD কি? বিশেষ করে ১৮ তম ব্যাচের নতুন সদস্যরা।যদি আমরা নাই জানি,তাহলে SOD অংশগ্রহণ করবে কিভাবে? কিংবা এর ফলাফল লাভ করবেই বা কিভাবে?
SOD এর Full meaning হলো Statas of the day.মানে দিনের সেরা লেখা।আরো সহজ ভাবে বলতে গেলে,প্লাটফর্মে ১দিনে আপলোডকৃত সকল পোস্টগুলোর মধ্যে সেরা লেখা।
কি ভয় লাগছে শুনে? ভাবছেন,৩ লক্ষ সদস্যের প্লাটফর্মে রোজ হাজার হাজার পোস্ট আপলোড হচ্ছে। কত জ্ঞানী গুণী সিনিয়র ব্যক্তিবর্গ রয়েছেন,যারা নিয়মিত পোস্ট আপলোড করছে।তাদের মধ্য থেকে আপনার লেখা সেরা হবে কিভাবে?
★আঁধার দেখে পাচ্ছো কেনো মিথ্যে তুমি ভয়?
শক্তি-সাহস জ্ঞানের আলোয় ভয়কে করো জয়।★
নিজের মাঝে confidence থাকলেই এতগুলো পোস্টের মাঝেও SOD হওয়া যায়।যার প্রমান আমি নিজেও।যদিও যখন আমার SOD হয়েছিলো প্রথম বার তখন জানতামও না SOD কি? SOD হওয়ার পরই বুঝতে পেরেছিলাম SOD কি/ এর আনন্দ ও প্রাপ্তি কতটা!
SOD হলে লাভ কিঃ
প্রথমত SOD মানে দিনের সেরা লেখা হিসেবে যখন সিলেক্ট হয়৷ নিজের লেখাটা,তখন আলাদা রকম একটা অনুভুতি কাজ করে নিজের ভিতর।সকলের এত এত অভিনন্দনগুলো প্রাপ্তির খাতা পরিপূর্ণ করে।মানসিক প্রফুল্লতা ও নতুন উদ্দীপনা কাজ করে তখন।আমিও পারি এরকম একটা আত্মবিশ্বাস নতুন করে জন্ম নেয় তখন।এগুলো কি কম পাওয়া বলেন তো?
এছারাও SOD হলে তৎক্ষনাৎ তাকে Community volunteer হিসেবে গগনা করা হয় তাকে এই প্লাটফর্মে।একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তখন পরিচিতি লাভ করা যায় সহজেই।
SOD কিভাবে লিখবো? আমি তো ভাল/ গুছিয়ে লিখতে পারিনাঃ
মুক্ত করো ভয়,
আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়
পারিনা/ পারবোনা এই ধরনের কোন কথা নেই।যারা বলে তারা দূর্বল চিত্তের ভীতু লোক।একটু চেষ্টা করলেই সম্ভব।আমরা কোন কিছু শিখে,পুরোপুরি পারদর্শী হয়ে জন্মাই না।জন্মানোর পর প্রয়োজনের তাগিদেই আমরা শিখি।ঠিক তেমনি এটাও শিখে নিতে পারবো নিজের প্রয়োজনে।
এজন্য প্রথমত প্রচুর পরতে হবে।সেটা যে কোন কিছু হতে পারে।কোন কিছু শিখতে হলে আগে জানতে হবে,আর জানার জন্য পরতেহবে।
এজন্য SOD পোস্টগুলো হতে পারে best solution. অন্যরা কিভাবে SOD লিখে,লেখার ধরন,বাচন ভংগি,শব্দচয়ন, বাক্যালাপ সবকিছু খুটিয়ে খুটিয়ে দেখতে পরে।প্রতিদিনের SOD গুলো নিয়মিত পরলেই লেখার প্রতি যথেষ্ট অভিজ্ঞতা হবে,যা পরবর্তীতে SOD হতে সহায়তা করবে।
SOD কেন নিয়মিত পড়তে হবেঃ
জ্ঞান অর্জনের একমাত্র উৎস হলো অভিজ্ঞতা ।
আর SODগুলো বেশিরভাগই অভিজ্ঞতা দিয়ে মোড়ানো কিছু লেখা। জীবনের গল্পগুলো আমাদের বাস্তবমুখী শিক্ষা দিয়ে থাকে।তাদের জীবনের স্ট্রাগল গুলো পরলে,তাদের ঘুরে দাড়ানোর গল্পগুলো পড়লে নিজেদের জীবনের স্ট্রাগলগুলো সত্যিকার অর্থেই মলিন মনে হয়।নিজের ভিতর আত্মবিশ্বাস দৃঢ় হয়,হ্যা আমিও পারবো।
জীবনে এগিয়ে যেতে এর থেকে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে।এছাড়া গল্পে গল্পে সেল পোস্টগুলো৷ আমাদের সেল করার বিভিন্ন আইডিয়া শিখায়।সেল করার অভিনব আইডিয়াগুলো বেশ কিছুটা কিন্তু এই সেলপোস্টেই লুকিয়ে থাকে।
তাই সেল বৃদ্ধির জন্য হলেও SOD পড়া উচিত।
SOD থেকে আমার প্রাপ্তিঃ
বেশ কয়েকবারই SOD হয়েছি,কিন্তু প্রতিবারই আলাদা আলাদা অনুভুতি ও প্রাপ্তির সেই আনন্দ অনুভব করেছি।তাছারা আমার এই প্লাটফর্মে আসাও এরকমই জীবনের গল্প পড়তে পড়তে।
যখন আমি নিজেও হাল ছেরে দিয়েছিলাম,হার মেনে নিয়েছিলাম জীবনের থেকে।মৃত্যু ভয়ে আচ্ছন্ন থাকতাম সর্বদা,ঐ সময়টা বই পড়াই ছিলো একমাত্র কাজ আমার।সারাক্ষণ গল্পের বই পরতাম।কিন্তু বই কেনার এতটা সামর্থ/উপায় না থাকায় মোবাইলে পড়া শুরু করি।বিভিন্ন ধরনের গল্প খুজে পড়তে পড়তেই পেয়ে যাই "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" কে।
এখানের জীবনের গল্পগুলোই মোটিভেট করে আমায়।আত্মবিশ্বাসী হই,তারা পারলে আমি কেন পারবো না।অনেক গল্প পড়তে পড়তেই রেজিষ্ট্রেশন করি।মায়ার পড়ি এই প্লাটফর্মের।যা এখন এই প্লাটফর্মের একজন ভলান্টিয়ার হিসেবে গ্রহন করেছে আমায়।
আসলে আমরা চাইলেই পারি পরিবর্তন ঘটাতে।
যেখানে আমরা নতুন প্রাণ সৃষ্টি করতে পারি,সেখানে জীবনের পরিবর্তন ঘটানো খুব বেশিও কঠিন কিছু নয়।নিজের লক্ষটাকে ঠিক রেখে পরিশ্রমের সাথে লেগে থাকলে সফলতা নিশ্চিত।
পরিশেষে এটাই বলতে চাই,
কিছু লোক জ্ঞানের ঝর্ণা থেকে জ্ঞান পান করেন, আর কিছু লোক গার্গল করেন। SOD ও ঠিক জ্ঞানের ঝর্ণা একটা।
এখন আপনি ঠিক করুন আপনি কোনটা করবেন,পান করবেন নাকি গার্গল।
Choice is yours.
📌স্ট্যাটাস অফ দ্যা ডে -৮০০
তারিখ ১৬-০৫-২০২২
সকলের স্নেহপাণি
সোনিয়া সালমান
রেজিষ্ট্রেশন নংঃ৫৭২১৪
ব্যাচ নংঃ১৩
উপজেলা এম্বাসাডর
24/7 লাইভ সাপোর্ট টিম মেম্বার
কেরানীগঞ্জ জোন
সিগন্যাচার পন্যঃ ইসলামিক গিফট প্যাকেজ
সাথে পাবেন এই মধুময় মৌসুমের ফর্মালিন মুক্ত আম ও লিচু।সরাসরি বাগান থেকে