এই শিক্ষা লেগে থাকা ভালো গুন ভালো মানসিক চর্চা কথা বলার জড়তা
'''''বিসমিল্লাহির রহমানির রাহিম""""
আসসালামু আলাইকুম
♥দিগত দিনে স্ট্যাটাস অফ দ্যা ডে হওয়ার অনুভুতি প্রকাশ❤
#প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সৃষ্টি করেছেন।
#কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি
আমাদের সবার প্রিয় আইকন,আইডল, #মেন্টর_জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যাররে, প্রতি যার ফলে এতো সুন্দর একটা ফাউন্ডেশন আমাদের উপহার দিয়েছেন। #নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশন তৈরি করে আমাদের হাজারো স্বপ্নবাজ তরুণ-তরুনীকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখার ও ভালমানুষী চর্চা করার অনুপ্রেরনা দিয়ে সমাজ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
*আমি কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই স্ট্যাটাস অফ দ্যা ডে-টিমের দায়িত্বরত ভাইয়া ও আপুদের প্রতি যারা হাজারো ব্যস্ততার মধ্যেও দিয়ে প্রতিদিনের হাজারও ভাই ও বোনদের সুন্দর সুন্দর পোস্ট বাছাই করে স্ট্যাটাস অফ দ্য ডে হিসেবে লেখাটি নির্বাচন করেন।
আলহামদুলিল্লাহ সেই হাজার ভাই বোনদের মধ্যেও থেকে আমি একজন হতে পেরেছি আমি ধন্য।
অনুপ্রেরণাঃ
#নিজর_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত হয়ে আমার জীবনের ছোট্ট একটি গল্প শেয়ার করার সুযোগ পায় এবং সেখান থেকে আমি প্রথম বারের মত স্ট্যাটাস অফ দ্যা ডে মনোনীত হয়েছিলাম আর এই অনুভূতি ছিল কোটি টাকার সম্পদ এর থেকেও বেশি।
এবং আমার জীবনের সবথেকে বড় পাওয়া ও বড় সম্মান ছিল। তারই ধারাবাহিকতা কয়েক বার স্ট্যাটাস অফ দ্য ডে হতে সক্ষম হয়। কখনো ভাবিনি যে আমার এই লেখাগুলো স্ট্যাটাস অফ দ্যা ডে মনোনীত হবে। আমি এরকম ভালোবাসার জায়গা আর কখন কোথাও পাই নাই যেটা নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের কাছ থেকে পেয়েছি এবং চিররিনী। স্ট্যাটাস অফ দ্যা ডে হতে পেরে আমি যে খুশি অভিভুত ফিল করেছি তা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। শুধু বলবো অসিম এক ভালোবাসা কাজ করছে নিজের ভিতরে।
সব প্রথম কিভাবে একজন ভালো মানুষ হতে হয়!
হতে হলে নিজেকে অন্য এক পর্যায় নিয়ে যেতে হবে যদি বলি কার মতো জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার, ছাড়া কার নাম নেই বলেন যিনি নিজেই একজন অসিম মনের এবং অনেক বড় মনের একজন ভালো মানুষ যিনার মতো মানুষ আর একটা দেখেছি কি না আমার মনে পরে না আমার আইডল, আইকন, তবে "ইকবাল বাহার জাহিদ" স্যারের মতো হতে পারব না কোন দিন! কিন্তু চেষ্টা কখনো থেমে নেই ভবিষ্যতে থেমে থাকবে না ইনশা-আল্লাহ। প্রিয় স্যারের ছাত্র যে মনে প্রাণ লালন করি।
ফাউন্ডেশন থেকে প্রথম কি শিখতে পেলাম!
প্রথম মতো ফাউন্ডেশনে যুক্ত হয়ে প্রিয় স্যারের, শিক্ষা থেকে জানতে এবং শিখতে পারলাম প্রথম মতো নিজের পরিচয় কিভাবে পরিচয় দিতে হয় এবং বুক ফুলিয়ে দিতে হয় সেটা যদি বলি অন্যের পরিচয়ে এ নয় যেমন বড় বড় রাজনীতি পদে থাকা মামা খালু ইত্যাদি এটা কোন দিন বড় পরিচয় নয়। বড় পরিচয় আপনি কেমন মানুষ আপনার গুন গুলো কি যেমন, আপনি সদা সত্য একজন বিনয়ী মানুষ কারো সাথে খারাপ আচরণ করেন না অযথা কারো কথা নিয়ে সমালোচনা করেন না, কাউকে বিপদের দিকে সম্মুখীন করে থাকেন না আর সব থেকে বড় গুন অন্যের ভালো দেখে খুশী হতে পারেন।
আজ আমি নিজেও সেই গুন গুলো তৈরি করতে পারছি। আজ নিজের পরিচয়টা নিজে বুক ফুলিয়ে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি প্রিয় স্যারের শিক্ষা।
কিভাবে লেগে থাকতে হয়!
প্রিয় স্যারের শিক্ষা থেকে যা শিখতে পেলাম কিভাবে লেগে থাকতে হয়। লেগে থাকা একটা কঠিন জিনিস যায় সহজে বলা যায়, উদাহরণ সুলভ প্রিয় মেন্টর আমাদের মতো ছাত্রদের ১ তম ব্যাচ থেকে ১৮ তম ব্যাচ পযর্ন্ত হাজার ছাত্র ছাত্রীদের প্রতিনিয়ত সেশন এবং ভিডিও আকারে এবং বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে ও নিজের প্রতিষ্ঠান সামলিয়ে নিজেকে লেগে রাখা কি চারটি খানিক কথা। যায় প্রিয় স্যার আমাদের করিয়ে দেখিয়েছেন। শিখতে পেলাম লেগে থাকার মানে কি এবং চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত প্রিয় স্যারের, প্রকৃত ছাত্র হওয়ার যখন থেকে যুক্ত আছি।
মানবিক শিক্ষা
কিভাবে একজন মানবিক মানুষ হওয়া যায় কিভাবে মানুষকে সহযোগিতা করে ভালোবাসা বিলানো যায়। নিজের স্বার্থ থেকে যতটুকু সম্ভব করে যাচ্ছি এটা একটা বড় হাওয়া প্রিয় স্যারের শিক্ষা থেকে! দান করলে জাগ্রত হয় মানবিক মন যেই দানে নিজেকে অনেক বেশি প্রশান্তি কর মনে হয়।
সর্বোপরি এখন কার শিক্ষা এবং গুন যদি বলি সেটা হচ্ছে লেখার গুন প্রিয় স্যার, সব সময় বলে থাকেন আপনারা আপনাদের জীবনের গল্প আকারে লিখুন যারা উদ্যোক্তা সেল পোস্ট করেন তারা মঙ্গল বার হাটবারের দিনে একটু ব্যতিক্রম ভাবে সেল পোস্ট করুন গল্পে গল্পে, মানুষ কে একটু অন্য ভাবে ইমপ্রেস করুণ তাতে আপনার লেখার মানও বেড়ে যাবে সেল পোস্টে সেল বৃদ্ধি পাবে। স্যার আরো বলেন অন্যদের পোস্টে গঠনমূলক কমেন্ট করুন লিখতে অভ্যস্ত হবেন। আমি ২০১৫ সাল এর শুরু থেকে ফেসবুক চালাই কিন্তু সাহস করে কোন দিন দুই লাইন লিখতে পারি নাই! এমনকি ফাউন্ডেশনে যুক্ত হয়েও নিজের পরিচয় টা লিখতে পারি নাই নিজের জীবনের প্রথম গল্প লিখব একমাসের কাছাকাছি লেগে গিয়েছে, আর আজ দেখুন নয়টা থেকে বারোটা পযর্ন্ত অর্থাৎ তিন ঘন্টায় লেখা লিখে ফেলাম।
আজ যদি ফাউন্ডেশনে যুক্ত হতে না পারতাম হয় তোবা এই শিক্ষা লেগে থাকা ভালো গুন ভালো মানসিক চর্চা কথা বলার জড়তা কাটানো মানবিক মানুষ অন্যের ভালো দেখে খুশী হতে পারা।
আর সব থেকে বড় কথা আমার লেখা দিয়ে মানুষের মনে ভিতরে ডুকতে পারা এই সব কিছু মাঝে যিনি প্রধান ভূমিকায় তিনি আমার সুপার হিরো আইডল, আইকন, এটা বললে ভুল হবে শুধু আমার না লাখো লাখো তরুণ তরুণীর আইডল আইকন, সুপার হিরো জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার। স্যালুট জানাই স্যার আপনাকে।
স্ট্যাটাস অফ দ্যা ডে কিভাবে হবেন এবং এর মানে কি আপনার জীবন থেকে নেওয়া দুঃখ কষ্টের গল্প অর্থাৎ আপনি ছোট থেকে বড় হয়েছেন আপনার জীবনের গল্প অবশ্যই আছে আপনি সেই আপনার জীবনের গল্প কে গল্প লেখা মাধ্যমে ফুটিয়ে তুলবেন অবশ্যই সুন্দর শিক্ষা নিয় মন ছুয়ে যাওয়ার মতো গল্প হতে হবে। এবং নিজের লেখা ও জীবন থেকে নেয়া গল্প হতে হবে।
মানে সাড়া দিন আপনার লেখাটি হাজারো লেখার মাঝে থেকে গুনগত মান দেখে দায়িত্বশীল ভাইয়া আপুরা আপনার সেই লেখা কে স্ট্যাটাস অফ দ্যা ডে হিসাবে নির্বাচিত করবেন ওটা কে স্ট্যাটাস অফ দ্যা ডে বলা হয় তৎক্ষনাতই আপনি ফাউন্ডেশনের একজন গর্বিত কমিউনিটি ভলেনটিয়ার পদ পেয়ে যাবেন।
শিক্ষার কোন শেষ নেই যত শিখব তো জ্ঞানের ভান্ডার কে প্রসার করতে পারব।
❤ভুল ক্রটি হয়ে থাকলে নিজ গুনে সুন্দর দৃষ্টিতে দেখবেন।❤
*পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
স্ট্যাটাস অফ দ্যা ৮০১
তারিখ ১৭-০৫-২০২২
❤শুভেচ্ছান্তে❤
________________
👨মো:ওমর ফারুক
📝রেজিস্ট্রেশন টিম মেম্বার
👫কমিউনিটি ভলান্টিয়ার
🎀২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার
👭প্রমোশন ও প্রমোটিং টিম মেম্বার
🖋 রেজি:১৭২৫২
🎓 ব্যাচ:১০ দশম
💉 রক্তের গ্রুপ ও পজিটিভ
🇧🇩 জেলাঃ বগুড়া
🇲🇺 বতর্মান অবস্থান মরিশাস প্রবাসী