এই_পথই_কি_সফলতার_পথ ???
এই_পথই_কি_সফলতার_পথ ???
২১_বছরের_আরমান_এখন_কোন_পযার্য়ে 🙄
কিছু_কথা_বলবো_আজকে
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🥀
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক,
জনাব @Iqbal Bahar Zahid 💝 স্যারের প্রতি।
যিনি আমাদেরকে এতো সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন। যার নাম #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
যেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রতিনিয়ত শিখছি। 👇
আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তায়ালার উপর যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন।
আমার জীবনের ঘুরে দাড়ানোর দিনটি ছিল ২২-১১-২০১৯ Md Roni ভাইয়ের সাথে লালবাগ জোনের প্রথম মিটআপে যাই। আরেকটা কথা হলো আমি এই দিনেই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হই।
ওই দিন সবার যে আন্তরিকতা দেখছি আমি তা দেখেই মুগ্ধ হয়ে গেছি।
তখন আমি HCS 1st year এর Commerce এর একজন ছাএ ছিলাম। আশা ছিল একজন ব্যাংকার হবো।৷
কলেজের ক্লাস শেষ করে পড়াশোনার পাশাপাশি একটা অফিসে জব ও করতাম।
তারপর আস্তে আস্তে গ্রুপে সময় দেয়া শুরু করি।
ধীরে ধীরে বুঝতে থাকি জানতে থাকি শিখতে থাকি।
তারপর নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম একজন উদ্যাক্তা হবো।
পড়াশোনা + চাকরি দুইটাই আল্লাহর রহমতে চালিয়ে চাচ্ছি।
এবার স্যারের কথা অনুযায়ী মাথায় আসলো চাকরির পাশাপাশি আমাকে যে কোনো কিছু একটা করতে হবে।
সর্ব প্রথম শুরু করলাম Event এর পাঞ্জাবি দিয়ে।
মোটামুটি কিছু দিন অনেক গুলো Event এর পাঞ্জাবি ডেলিভারি করছি অনলাইনে।
এখন পড়াশোনা +চাকরি +অনলাইন ব্যবসা শুরু করলাম। কিছু দিন বেশ ভালোই কাটছে তারপর একটা অর্ডার নিয়ে পাঞ্জাবি ডেলিভারি করলাম কিন্তুু টাকা পাই নি এবং কিছু টাকা লস ও খাইছি যা এখনো পাই নি।
আমি যেহেতু একটা অফিসে চাকরি করি + পড়াশোনা করি এই জন্য অনলাইনে বেশি সময় দিতে পারতাম না। আর লস টা খাওয়ার পর কেনো যানি আর সামনে আগাইতেও মন টানে না।
তখন আমি Event এর পাঞ্জাবি নিয়ে কাজ করা বন্ধ করে দি।
তারপরও আমি আমাদের স্যারের কথা মাথায় রেখে কিছু একটা করতে চেয়েছি।
এখন অফিসে বেশ ভালোই সময় দেয়া শুরু করছি। আমাদের অফিস মূলত Plastic Rawmetarils (প্লাস্টিকের কাচামাল) এর বিক্রি করে।
এবার মাথায় আসলো অফিসে থেকেই কিছু করবো। যেহেতু আমি চাকরি করতাম + পড়াশোনা করতাম তাই আমার কাছে কোনো টাকা জমানো ছিল না।
তখন আমি আমার আব্বুকে বিষয়টি বুঝিয়ে বলি যে চাকরির পাশাপাশি একটু ব্যবসা করা যায় তাহলে Extra কিছু টাকা লাভ করা যাবে। পরে আব্বু আমাকে ১৫০,০০০ টাকা দেয়।
আমার Boss অনেক ভালো মনের মানুষ।
পরে আমি আমার বসকে বলি আমার কাছে ১৫০,০০০ আছে এই গুলো আমি কাজে লাগাতে চাই। আমার বসও আমাকে সেই সুযোগ করে দিয়েছে ।
সেই টাকা দিয়ে আমি কম দাম থাকতে কিছু মাল কিনে রাখি আবার দাম বাড়লে আমি বিক্রি করে পেলি। আবার ক্রয় করি আবার বিক্রি করি এই ভাবে শুরু করলাম আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাভবান হতে থাকি।
তারপর আমি একটা ভ্যারাইটিজ স্টোরের দোকান নিয়েছি। এবং আমার ওই দোকানে ২ জন লোক ও নিয়োগ দিয়েছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই চলে।
পড়াশোনা + চাকরি + নিজের ২ টা ব্যবসা চালিয়ে যাওয়ার পর ।
এখন আমার ২ টা ট্রেড লাইসেন্স আছে।
১. Plastic Rawmetarils (H.R Enterprise)
২.Varieties store (H.R Varieties Store)
আলহামদুলিল্লাহ
আমার Plastic Rawmetarils এর মাসিক সেল ১ কোটি ৮০ লক্ষ +
এবং ভ্যারাইটিজ স্টোরের মাসিক সেল প্রায় ৩ লক্ষ+...
আমি এখন
এই ভাবে চালিয়ে চালিয়ে আল্লাহর রহমতে এখন
কোনো কোনো মাসে
১ লক্ষ+ ইনকাম করি।
আমার এই পর্যায়ে আসার পিছনে সর্ব প্রথম স্যারের অবদান সব চেয়ে বেশি। তারপর আমার মা-বাবা। তারপর আমার বস।
আজ এখানেই শেষ।
ইনশাআল্লাহ একদিন আমি সফল হলে
আমার সফলতার গল্প সবার সামনে এসে বলবো।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮০২
তারিখ ১৮-০৫-২০২২
নামঃ আরমান হোসেন
ব্যাচঃ সপ্তম
রেজিঃ৬৪৯০
লালবাগ জোন
জেলাঃ লক্ষীপুর