সেশন থেকে আমি জেনে গেছি কিভাবে নতুন করে বাঁচতে হয় কিভাবে স্বপ্ন দেখতে হয়
জীবনের গল্প,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,, গল্পটা পড়ার অনুরোধ রইল,,,,,,,,,,,
🌿বিসমিল্লাহির রাহমানির রাহিম
🌹সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
___প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে যিনি আমাকে সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাকলুকাত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন এবং এখনো আমাকে সুস্থ ও ভালো রেখেছেন আলহামদুল্লিহ৷
___আমি চিররিনি ও কৃতজ্ঞ আমার মা বাবার প্রতি যারা আমাকে ভালোবাসা ও মায়া মমতা দিয়ে বড় করে তুলেছেন৷ যাদের ছায়া তলে কাটিয়ে দিয়েছি জীবনের অনেক গুলো বছর৷
____আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আজকে স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে এতো সুন্দর ভালোবাসার প্লাটফর্ম পেয়েছি৷ পেয়েছি হাজারো ও ভালো মানুষের পরিবার৷৷৷
🥀চলে যাচ্ছি গল্পের মূল পর্বে
পাঁচটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মত আমার জন্ম হয়েছিল একটা মধ্যবিত্ত পরিবারে৷ আমার পরিবারের আর্থিক অবস্থা ততটা ভাল ছিলনা৷ বাবার আয়েই চলত আমাদের পরিবার৷ আমরা পাঁচ ভাই-বোন ছিলাম৷ তিন ভাই ও দুই বোন৷ আমার বাবা-মা ভাইবোন মিলে আমাদের পরিবার৷
আমার বাড়ি বরিশালের বরগুনা জেলায়৷ আমার বাবার চাকরিসূত্রে আমাদের পরিবার নিয়ে বহু বছর ধরে চট্টগ্রামে থাকতেন৷সেখানে সবাইকে নিয়ে খুবই আনন্দে কাটছিল আমাদের দিন৷ পরিবার নিয়ে খুবই সুখে শান্তিতে দিন জাপন করছিলাম৷ আমার বাবা ছিল একজন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীতে চাকরি করতেন। বাবার পাশাপাশি আমিও একটা চাকরিতে জয়েন করি৷ আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খুব সুখের ছিল আমাদের পরিবার৷ হঠাৎ করে আমার মুক্তিযোদ্ধা বাবা সিদ্ধান্ত নিল একটা ব্যবসা শুরু করবে৷ যা একান্তই আমাদের হবে৷ নিজেদের নামে হবে৷ নিজস্ব পরিচয় হবে৷আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় কিছুদিনের মধ্যে বড় করে কাপড়ের ব্যবসা শুরু করা হলো৷ টেলারিং দোকান করা হলো৷ ছোট ভাই টেলারিং কার জানতেন, বড় ভাই ও ছোট ভাইয়ের কাছ থেকে টেলারিংটা শিখে নিলেন দূরত্ব সময়ের মধ্যে৷ কয়েকজন কর্মী সহ দুই ভাই মিলে বেশ জমজমাট ব্যাপার৷ বাবা-মা-ভাই-বোন সবাইকে নিয়ে সুখের সংসার ছিল৷ বেশ ভালোই চলছিল আমাদের৷ আমি বাবা মা ভাই বোন এবং আমাদের ব্যবসা নিয়ে মেতে থাকত সবাই৷ আনন্দ আর সুখের যেন জোয়ার বই তো সব সময়৷কিন্তু জীবন বড় বৈচিত্রময় জীবনের বাঁকে লুকিয়ে স্বপ্নভঙ্গের দুর্বিষহ যন্ত্রণা৷ হঠাৎই ব্যবসার প্রচন্ড রকম ক্ষতি হতে শুরু করল৷ একপর্যায়ে এসে ব্যবসাটা বন্ধ হয়ে গেল৷ এরমধ্যে আমার বাবা চাকরি থেকে রিটায়ার্ড করেছিলেন৷ এত জনের পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে টিকে থাকা খুবই কষ্টকর হয়ে গেল৷ এরমধ্যে আমিও যে ফ্যাক্টরিতে চাকরি করতাম সেই ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ হয়ে যায়৷ তখন কি করবো কিছুই বুঝতে পারছিলাম না৷ বাবার সিদ্ধান্তে সবাই গ্রামের বাড়ীতে বরগুনায় চলে আসলাম৷ আমি একা রয়ে গেলাম চট্টগ্রামে৷ বরগুনাতে চললো আমাদের আবার শূন্য থেকে শুরু করার গল্প৷ গ্রামের বাড়িতে আমার বাবা ও ভাইয়েরা নতুন করে কৃষি খামার মাছ চাষ পশুপালন দিয়ে শুরু হলো ভিন্নরূপে নতুন যাত্রা৷ আমিও চট্টগ্রামের নতুন করে একটা গাড়ির ব্যবসা শুরু করলাম৷ আমি আমার বাবাকে বলছি চিন্তা করিয়েন না৷ আমিতো আছি৷ প্রতিমাসে আমি বাড়িতে টাকা পাঠাবো৷ সবাইকে নিয়ে আবার শুরু হল আমাদের নতুন সংসার৷ আল্লাহ যখন পরীক্ষা নেওয়া শুরু করে তখন চারদিক থেকে সমস্যা চলে আসে৷৷৷৷৷
একটা ঘূর্ণিঝড় সব কিছু শেষ করে দেয় আমাদের৷৷৷৷ আমি দেশের বাড়ি চলে আসি৷ আবার সবাইকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিলাম৷ বাবা বললে আমি যাবে না তোমরা যাও৷ বাবা মা ও বড় ভাই তারা রয়ে গেলেন দেশের বাড়িতে৷
🌹আমি চট্টগ্রামে গাড়ির ব্যবসাটা বড় করে শুরু করি৷ খুবই ভালোই চলছিল আমাদের৷ এভাবেই কয়েকটি বছর চলে যায়৷
দীর্ঘ একবছর পর
আমার বাবা সিদ্ধান্ত নিল চট্টগ্রামে বেরাতে আসবে৷ আমরা খুবই খুশি বাবা আসবে আমাদের কাছে৷
কিছুদিনের মধ্যে বাবা চলে আসলো৷ আসার কিছুদিনের মধ্যে হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়ল৷
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলো৷যখন ডাক্তার আসলো দেখে বলে আর নেই৷ তখন আর নিজেকে সামলাতে পারি নি৷আমার বাবা মৃত্যু সময় দুই বোনও আমার মাকে পাশে পায়নি৷ কারন তারা ছিল দেশের বাড়িতে৷ এখনি এদিকে ভাই দেখে বাবা আর পৃথিবীর বুকে নেই৷ বাবা বলে চিৎকার দিয়ে ওঠে আমার ছোট ভাই আমাকে ধরে বলে বাবাতো আর নাই কাকে ডাকবো বাবা বলে৷😥😥
ওদিকে বাড়িতে খবর পাঠালাম যেন কান্নার বন্যা বসে গেল৷বোনদের মোটে থামাতে পারেনি৷ কিছুক্ষণ পর পর আম্মু শুধু গ্যান হারাচ্ছে৷ কাউকে সান্তনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না৷ এই কথা গুলো লিখতে লিখতে আমার দুচোখ দিয়ে পানি টপ টপ করে পরছিল৷ সকলে আমার বাবার জন্য দোয়া করবেন৷ আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন আমিন৷
👉বাবা মারা যাওয়ার পর আমার পরিবারের অবস্থা
বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারের নেমে আসে ঘুর অন্ধকার৷ 😰😰
বাবা মারা যাওয়ার কিছুদিন পর গাড়ির ব্যবসায় লস খাই৷ হঠাৎ করে বন্ধ হয়ে যায়৷ তখন কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না৷৷
আবারও নতুন লড়াই,
পরিবারের সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে বিদেশ যাবো৷৷৷
যাইহোক সব কিছু ঠিক করে চারমাসের মধ্যে চলে আসলাম সৌদি আরব৷৷
🌹প্রবাস জীবনের গল্পঃ
মনের মাঝে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে পারি জমাই ২০১৭ সালের ০৬ই আগস্ট৷ প্রবাসে আসার জন্য অনেক টাকা ব্যয় করতে হয়৷৷৷
হায় ভাগ্য! তুমি সেখানেও স্বাদ দিলে না!
দালাল নামক একপ্রকার মানুষ রূপি নরপশুদের খপ্পরে পড়ে নির্মমভাবে ক্ষতিগ্রস্ত হই। দালাল বলছিল আসার সাথে সাথে কাজ দিবে কিন্তু আসার পর কোন কাজ দেয়নি৷ প্রায় সাত মাস কোন কাজ পাইনি তখন সৌদির কোন ভাষা বুঝতাম না৷৷ নিজেকে একা একা লাগতো৷ কারন কারো সাথে কথা বলতে পারতাম না৷৷ বাড়ির সবাই আমাকে সাহস দেয়৷ আমার মা আমার জন্য সব সময় দোয়া করেন এবং বলেন বাবা তুমি কোন চিন্তা করিও না সব ঠিক হয়ে যাবে৷ প্রতিদিন আমাকে ফোন দিয়ে সাহস দিতো আমার মা৷৷৷
কিছু দিন পর আমি নিজেই একটা কাজ খুঁজে পাই৷ আলহামদুলিল্লাহ৷ দীর্ঘ সাত মাস পর একটা কাজ খুঁজে পেয়েছি তখন খুব খুশি হই৷৷৷ আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়৷
_____বলা হয় আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। দুঃখের সমুদ্র পাড়ি দিলেই আশায় আলোর চিকচিকে বালুচরে সোনালী রোদ উপভোগ করা যায়। সময়ে সাথে সাথে আমার অবস্থার পরিবর্তন হল, ভাইদের হাল না ছেড়ে ঘুড়ে দাঁড়ানোর তীব্র প্রচেষ্টায় আজ আমাদের অবস্থা ফিরেছে।পরিবার নিয়ে এখন খুবই সুখের সংসার৷
____আমার এই প্লাটফর্মে আশা
আমার ছোট বেলার বন্ধু দুবাই কান্ট্রি এম্বাসাডর Md Masud Rana ভাইয়ের হাত ধরে আমার আশা৷
নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে জয়েন হওয়ার পর প্রিয় স্যারের একের পর এক সেশন পড়তে লাগলাম কিভাবে হতাশাগ্রস্ত থেকে বেরিয়ে আসতে হয় কিভাবে নতুন করে ঘুরে দাঁড়াতে হয় প্রিয় স্যারের সেশন থেকে আমি জেনে গেছি কিভাবে নতুন করে বাঁচতে হয় কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় সর্বোপরি কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় প্রিয় স্যার আমাদের কে শিখিয়ে যাচ্ছেন প্রিয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন উপহার দেওয়ার জন্য এখানে না আসলে আমি কখনো এত এত ভালো মানুষের দেখা পেতাম না
🌹আমার স্বপ্ন🌹
আমি সব সময় স্বপ্ন দেখি আমি একজন সফল উদ্যোক্তা হওয়ার৷ নিজের ফ্যামিলির পাশাপাশি আরো অনেক হতদরিদ্র মানুষের সাহায্য করবো গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াবো আরো কিছু বেকার ভাই-বোনদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব নিজে ভালো থাকার পাশাপাশি অন্যদেরকেও যেন ভালো রাখতে পারি অন্তত একজন মানুষের জীবন হলেও যেন বদলে দিতে পারি সকলেই আমার জন্য দোয়া করবেন আমিন।
সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবং শুভকামনা রইল৷ সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন৷
প্রিয় ভাই ও বোনেরা এতক্ষন যারা কষ্ট করে আমার জীবনের গল্প পড়েছেন সবাইকে আমার অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি সকলেই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮০৪
তারিখ ২০-০৫-২০২২
মোঃ রফিকুল ইসলাম খোকন
👉ব্যাচ নং ১৩
👉রেজিঃনং ৫৭৪১৭
🇧🇩নিজ :জেলা বরগুনা
🇧🇩থানা :পাথরঘাটা
👉বর্তমান অবস্থান সৌদি আরব রিয়াদ,একজন রেমিটেন্স যোদ্ধা।