এক তালাশির জীবনের গল্প
➡️এক তালাশির জীবনের গল্প↘️
আসসালামু আলাইকুম 🎿
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল
আলামীনের দরবারে যিনি আমাকে একজন সুস্থ মানুষ
হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন।
আলহামদুলিল্লাহ 🌋
🎈হাজারো দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির
দূত হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি। 🎈
,🚸আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার জন্মদাতা মা-
বাবার প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে লালন
পালন করে বড় করেছেন।🚸
🎈আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রিয় শিক্ষক,
মেন্টর, লাখো তরুণ তরুণীর স্বপ্নদ্রষ্টা, দিক হারা মানুষের
পথপ্রদর্শক, হতাশাগ্রস্ত মানুষের আশার প্রদীপ "জনাব
ইকবাল বাহার জাহিদ" স্যারের প্রতি,,
আমার পরিচয়
🌐🌐🌐🌐🌐🌐🌐
🌹আমি ইকাবাল মুন্সি (তালাশি) আমার জন্ম সিলেট বিভাগের, হবিগঞ্জ সদর উপজেলা রাজিউরা ইউনিয়নের বালিকান্দির গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। আমি মুসলিম পরিবারের সন্তান ছোট বেলা তেকেই ইসলামকে ভালবাসি পরিবারগত ইসলাম প্রিয়,,আমরা ৬ ভাই ৩ বোন,ভাইদের মধ্যে ৫ আর ভাই বোনদের মধ্যে ৭
নাম্বার,।আমার বাবা
একজন ডাক্তার সেই সাথে একজন সুনাম ধন্য আলেম,
আমার মা একজন গৃহিণী।🌹
🌹আমার জীবনের গল্প।🌹
🌹 আমার পড়া লেখার জীবন 🌹
আমার পড়ালেখা শুরু হয় চরিপুর সরকারি প্রাইমারি স্কুল থেকে, ক্লাস ৩য় শ্রেণির পর বাংলাদেশ শিখন স্কুল নামে এক ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে তেক সমাপনী পরীক্ষা দেই,
আমি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে
অধ্যয়ন করেছিলাম নিজ গ্রামে। আমার প্রাইমারি শেষ হয় নিজ গ্রামে,। আমার মাধ্যমিক শুরু এবং শেষ হয় উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে। আমি উচ্চ মাধ্যমিক হবিগঞ্জ তেকে শেষ করে, আমি অনার্য সম্পুর্ন না করেই, এর মধ্যে প্রবাসে আসা হয়েছে,।ইচ্ছা আছিল সেনাবাহিনী হওয়ার কিন্তু হয়ত আল্লাহ ভালো কিছু রাকছেন বলে ২/৩ বার বিভিন্ন পদে আবেদন করে অ হয় নাই। পরা লেখার মধ্যে অনেক বিজনেস এর জন্য দেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি হয়েছে,ইনপুট করার খুব ইচ্ছা ছোট বেলা তেকেই,,নারকেল সবজি,শুপারি,কাপড়,বই,ব্যাগ, বেল্ট ইত্যাদি নিয়ে, কম্পানির বিভিন্ন ডিলার শিপ এর জন্য আগ্রহ অনেক ছিল,এই সকল আইডিয়া জন্য দেশের ৬৪ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ ৩০ টি জেলা ভ্রমণ হয়েছে,,।বিদেশ আসার উদ্দেশ্যে ইলেকট্রিক কাজের জন্য "ডুয়েট মালটি পার পাস ট্রেনিং "সেন্টার তেকে ৬ মাসের ইলেকট্রিক্যাল ট্রেনিং নিয়ে আসি প্রবাসে আসি, পরিস্থিতি বাবা মা ভাইয়ের ইচ্ছায় প্রবাসে আসতে বাধ্য হইছি,উল্লেখযোগ্য কারন রাজনৈতি আর সাংসারিক বড় কারণ। আমার বড় ভাই ২ জন সৌদি আরব প্রবাসী,
🌹 কর্ম জীবনের সুচনা🌹
ব্যাক্তিগত ভাবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে জরিত না,কোন দিন জড়িত হওয়ার ইচ্ছা অ নাই,,কোন ব্যাক্তিকে ভালোবাসি তার ব্যাক্তিগত ভালো কাজের জন্য,, মাজে মধ্যে দেশের নাগরিক 🇧🇩হিসাবে একজন দেশপ্রেমিক হিসাবে দায়বদ্ধতা তেকে কিছু লেখা লেখি করি,🤐
পড়ালেখা পাশাপাশি আমি বিভিন্ন বিজনেস আইডিয়া শুরু করি, লেখা পড়া পাশাপাশি হবিগঞ্জ জেলার সহ কয়েকটি প্রত্রিকায় সাংবাদিকতা কাজ করি,,যেমন ; হবিগঞ্জ সমাচার,কালজয়ি,জাগরণ, জননী, ইত্যাদি অনলাইন প্রত্রিকা PBN 24,,,amar bangla news ইত্যাদি,,হবিগঞ্জ বালিকান্দী হিফজুল কোরঅান সংগঠন,আমরা মানবিক, ছাত্র কন্ঠ, রক্ত দান মানবসেবা, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করি। তার পর HSC পর
আমি বিদেশে আসার উদ্দেশ্য ,আমি চাইছিলাম কোন একটা ব্যাবসা করার জন্য। তারপর ২০২১এর ফেব্রুয়ারী ১৮ তারিখ আমি ফ্রি ভিসায় সৌদি পাড়ি জমাই।আলহামদুলিল্লাহ অল্প দিন al Bawani তে লেবার (অনু-৩০০০sr) চাকরি করার পর ইলেকট্রিক্যাল মুয়াল্লেম হই,,কম্পানির নিয়ম লেভার বেতন দিবে তাই এই কম্পানি তেকে চলে আসি,বাইতুল নামে এক কম্পানিতে ইলেকট্রিক্যাল(অনু -4000sr) হিসাবে চাকরি করি, ,৩ মাস করার পর হঠাৎ আমার মাথায় চিন্তা আসল এখানে সকল বড় বড় অফিসার সেফটি অফিসার তারা পাকিস্তানিরা, ভাবলাম কেমনে কি করলে সেফটি অফিসার হয়া জায়,,খুজ নিয়ে তারা যে প্রশিক্ষণ নিয়ে সেফটি অফিসার হয় এই প্রশিক্ষণ নেই,,চাকরি অবস্থায়,,America Osha sefety Department ট্রেনিং নেই ,এইখানে চাকরি থাকা অবস্থায় ৪ মাস পর আমার সারটিপেকেট আসে,এখন আমি ইন্টারভিউ দিয়ে MBL কম্পানিতে সেফটি অফিসার(অনু-৬০০০/৭০০০sr) হিসেবে আছি,
🌹প্রিয় ফাউন্ডেশনের সাথে পরিচিত🌹
আসলে ছোট বেলা তেকেই বিজনেস এর প্রতি আগ্রহ আছে অনেক নটিপেশন ভিডিও দেখতাম হঠাৎ একদিন " ইকবাল বাহার স্যারের " ভিডিও দেখে উনার কথা শুনি,, আর আমার নাম ইকবাল হওয়ায় উনার প্রতি একটু আগ্রহ হয়,,তার পর রেজিষ্ট্রেশন করতে নিজে নিজে খুজ করে দেখি,, ৯ ম ব্যাচে সময় দিতে না পেরে ১০ ব্যাচে ৩৭৩৭৮ এই নাম্বারে রেজিষ্ট্রেশন করি,,রেজিষ্ট্রেশন প্রবাসে আসার ১বছর আগেই করি,,স্যারের বিভিন্ন বক্তব্য দেখে
আমি "নিজের বলার মত গল্প" গ্রুপের খবর পাই। ২য় সম্মেলনে জাই, বাংলাদেশ জয়েন হইছি,এখন সৌদি আরব থেকে গ্রুপে জয়েন হয়েছি। অনেক চিন্তা সাধনার পর বিজনেস করব বলে সিদ্ধান্ত নিয়েছি,,আপনাদের প্রিয় স্যার এর অনুপ্রেরণা নিজে একটা ব্রান্ড নিয়ে আগাইতেছি ,আমার "MunsiBaRi" নামে একটা ব্রান্ড আপনাদের কাছে নিয়ে আসব আসা করছি ইনসাল্লাহ, ইচ্ছা আছে এই ব্রান্ডের নামে একটা মানবিক ফাউন্ডেশন হবে, নাম হবে "মুন্সিবাড়ি ফাউন্ডেশন",, ২০২৩ সালে শুরুতে আমার প্রিয় স্যার " ইকবাল বাহার স্যারের হাতে আমার প্রথম শুরুম উদ্ভোদন হবে ইনসাল্লাহ,
➡️ভুল পথে তেকে সঠিক পথ খুজে বের করা🤐
যদিও এর মধ্যে অনেক অনলাইনের কাজে মধ্যে জরিত হই,যেমন bitcoin, cryptocurrency, Experts option, bainace, এর মত ইত্যাদি জগতে ডুকে জাই,,এর মধ্যে অনেক টাকা ইনভেস্ট করে অনেক টাকা উঠাইতে অ পারি প্রত্যেকটা প্রত্যেক আলাদা আইডি এবং কাড সংগ্রহ করি আলহামদুলিল্লাহ এই কাজে অ লাভ হয় কোন ক্ষতি হয় ,,হঠাৎ মাথায় চিন্তা আসল আমি মুসলিম হিসাবে এই গুলা কি হালাল নাকি হারাম,তার পর প্রিয় নিজের দেশ বাংলাদেশ কতটা সাপোর্ট করে এখন এর কোন উত্তর পাই নাই তার কারনে এর তেকে পিরে আসি ইচ্ছা করলে লাক্ষ লাক্ষ টাকা বিজনেস করা জাইত,,এখান তেকে,এখন একটাই সপ্ন অল্প লাভে আমার হালাল বিজনেস করব এবং আবার নিজের একটা গল্প লেখব।
.
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন
এখান থেকে শিক্ষা নিয়ে ভালো মানুষ হতে পারি । একজন
ভালো উদ্যোক্তা হতে পারি এবং দেশ ও দেশের মানুষের
সাহায্য করতে পারি। আমাদের গ্রুপের মাধ্যমে আমাদের
দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে চাই।
ইনশাআল্লাহ,,,,,,
পরিশেষে সবাই কে অনেক ধন্যবাদ ভালোবাসা আপনার
মূল্যবান সময় নিয়ে আমার বাস্তব গল্পটা পড়ার জন্য।
অনেক অনেক কৃতজ্ঞতা আবারও প্রিয় স্যারের প্রতি
ভালোবেসে আমাদের জন্য চমৎকার সুন্দর ফাউন্ডেশন
তৈরি করে দেবার জন্য। দোয়া আর ভালোবাসা সব সময়।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে - ৮০৭
তারিখ ২৮-০৫-২০২২
🏟নামঃ ইকবাল মুন্সি (তালাশি)
🏟ব্যাচঃ১০
🏟রেজিষ্ট্রেশনঃ ৩৭৩৭৮
🏟থানাঃ হবিগঞ্জ সদর ।
🏟জেলাঃ হবিগঞ্জ ।
🏟বর্তমান অবস্থানঃ রিয়াদ, সৌদি।
🧭পেশাঃ সেফটি অফিসার
👔বিজনেসঃ MunsiBaRi brand