শুরুতেই বইয়ের সূচনালগ্নে স্যারের বাণী, সফলতার ৪ "স" সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ।
#নিজের_মত_একটা_ফাউন্ডেশন
আমার এই প্লাটফর্মে যুক্ত হবার গল্প : -
এই প্লাটফর্মে যুক্ত আছি আমি ১১তম ব্যাচ থেকে ৷ কিন্তু প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার কে চিনি আরও অনেক আগ থেকেই ৷ কিভাবে স্যার কে চিনি সেই গল্পই এখন লিখবো।
আজ থেকে ৩ বছর আগের কথা। তখন আমার জীবনে হঠাৎ দুঃসময় নেমে আসে। লোককে বলতে শুনেছি, দুঃখ যখন আসে সর্বদিক থেকে আসে। সবদিক থেকে ধাক্কা আসে। আমারও ঠিক সব দিক থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিলো। এমনকি সেই দুঃসময়ে আমার মাও অসুস্থ ছিলেন। তিনি টানা ২ সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন৷ প্রায় ১ মাস অসুস্থ ছিলেন৷ সেই সাথে আমার মনও ছিলো ভীষণ খারাপ।
তখন আমাকে আমার পরিবারের কথা অনুযায়ী চলতে হত। পরিবারের নীতির বাইরে তেমন বেশি কিছু একটা করতে পারতাম না ৷ যার জন্য বাহিরে কারও সাথে তেমন মেলামেশা ছিলো না। কিন্তু নিজের অজান্তেই একজন মানুষের প্রতি আমার ধীরে ধীরে ভালোবাসা জন্মে যায়।তার প্রতি জমানো ভালোবাসাটা এতটাই গভীরে পৌছেছিলো যে সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না। তার প্রতি সঞ্চিত এই ভালোবাসা কখনও তাকে বলার সাহস হয়ে উঠেনি। তাই এই ভালোবাসাটা আড়াল থেকেই হতো। কিন্তু আমার সময়গুলো যখন তীব্র মন খারাপি নিয়ে কাটছিলো ঠিক সে সময় সেই মানুষটার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমার বয়স তখন একদমই কম ছিলো। কৈশোর চলছিলো। তাই এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা আমাকে ভীষণভাবে অস্থির করে তুলেছিলো। সেই অস্থিরতা সামাল দিতে গিয়ে আমি ক্রমাগত বিচলিত হচ্ছিলাম। এমনকি, আমার সবকিছু তখন একদমই এলোমেলো হয়ে গিয়েছিল। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমি আবার আমার জীবন কে নতুন ভাবে গোছানোর জন্য ভাবতে লাগলাম। আমি চাইলাম, আমার ভবিষ্যতের কর্ম নিয়ে একটু জানতে। যেন এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি।
যখন থেকে আমি বুঝতে শিখেছি, তখন থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিলো। যেহেতু আমার ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিলো৷ বই পড়ার অভ্যাসও ছিলো ছোটবেলা থেকেই৷ তাই ব্যবসা সংক্রান্ত কি কি বই আছে সেটা জানার জন্য আমি রকমারি.কমে সার্চ করলাম। প্রথমেই আসলো প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের লেখা বই "নিজের বলার মত একটা গল্প " বইটা। অর্ডার করে ফেললাম। হাতে আসার পর পড়তে শুরু করলাম।
শুরুতেই বইয়ের সূচনালগ্নে স্যারের বাণী,
সফলতার ৪ "স" সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ।
এই চমৎকার বাণিটি আমাকে বিমোহিত করেছিলো। আমি বাণীটা পড়ে ভীষণ মুগ্ধ ও অভিভূত হয়েছিলাম। কথাটা এমনভাবে আমার হৃদয়ে ছুঁয়ে গেলো যে, তৎক্ষণাৎ সেটা হৃদয়ে গেঁথে গেলো। এই বাণিটা আমাকে শিখিয়েছিলো, জীবনে সফল হতে কি কি প্রয়োজন আর কাকে সফল মানুষ বলা হয়।
স্যারের আরেকটা বাণী,
স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবেই।
এই বাণিটি আমাকে জীবনের স্বপ্নগুলো নিয়ে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করেছিলো। সর্বোপরি প্রতিটা সেশন পড়া শেষে হৃদয়ে আমি অন্যরকম এক উদ্দীপনা অনুভব করেছিলাম।যেটা ওই সময়ে আমার খুব প্রয়োজন ছিলো। সেই অনুপ্রেরণা স্যারের এই বইটা আমাকে যুগিয়েছিলো। এজন্য স্যারের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ।
স্যারের বই পড়া শেষে আমি ভাবতেছিলাম, কিভাবে স্যারের সাথে যোগাযোগ করবো ? কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে, এই নামে স্যারের একটা অনলাইন প্লাটফর্ম আছে। করোনার শুরুতে সর্বপ্রথম লকডাউনের ভিতর আমার ফেইসবুক ফ্রেন্ডলিস্টের একজন এই গ্রুপের সদস্য হওয়ার পর সেই অনুভূতি তার টাইমলাইনে পোস্ট করেছিলো। সেই পোস্ট থেকেই আমি এই প্লাটফর্মের সন্ধান পাই। তারপর থেকে আমি এখানকার একজন গর্বিত সদস্য আলহামদুলিল্লাহ।
পরিশেষে বলতে চাই, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন জীবনে নিজের বলার মত গল্প তৈরী করতে পারি। এই গ্রুপের সবার জন্য আমার ভালোবাসা ও সবসময়ের জন্য নিরন্তর শুভ কামনা রইলো।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮০৭
তারিখ ২৮-০৫-২০২২
তৌহিদুল ইসলাম
জেলা : - শরীয়তপুর
বর্তমান ঠিকানা : - মিরপুর , ঢাকা
ব্যাচ নং - ১১
রেজিঃ নং - ২৫৮১৭