সফলতা একদিনে আসেনা। তবে লেগে থাকলে একদিন না একদিন সফলতা আমাদের প্রত্যেকের জীবনে আসবেই
✌️আমি আপনারদের ছোট্ট বোন, সবাই ভালোবেসে পাশে থাকবেন। আজ আমি আমার জীবনের গল্প বলতে চলে আসলাম।
#আমার_জীবনের_গল্প🥰
,,,৷৷ ,,,,৷৷ ,,,,,,,,, #গল্প।।।।।।।।।।।।।।।
#আসসালামু_আলাইকুম_ওয়ারহমাতুল্লাহি।।
সবাই কেমন আছেন??
আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন "আলহামদুলিল্লাহ"।।
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।।
আজকে আমি আমার জীবন থেকে কিছু কিছু ভালো লাগা খারাপ লাগার মুহূর্ত, স্মৃতি গল্প আকারে এই প্রিয় প্লাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প - ফাউন্ডেশন" এর মাধ্যমে আপনাদের সবার কাছে তুলে ধরার চেষ্টা করবো।।
#সত্যি_কথা_বলতে গেলে আমার এই ছোট জীবনের সম্পূর্ণ গল্প টা এতো বড় একটা প্লাটফর্মে তুলে ধরার সময় এখনো হয়নি!! আমি এখনো নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি!! তবুও এই ফাউন্ডেশনের আজীবন গর্বিত একজন সদস্য হয়ে থাকার জন্য নিজের জীবন সম্পর্কে কিছু লেখাটা জরুরী।। আমার সম্পর্কে যদি কেউ কিছু নাই জানেন, আমাকে যদি নাই চিনেন তাহলে আমাকে কি করে বিশ্বাস করবেন,কি করে ভরসা করবেন, বা আমার উদ্দ্যোগের শুভাকাঙ্ক্ষীই বা কি করে হবেন..! আর তার জন্যই সামান্য হলেও আজ আমার জীবন সম্পর্কে কিছু বলতে চাই আপনাদের কাছে.....
সবার কাছে বিনীত ভাবে অনুরোধ সবাই মনোযোগ দিয়ে আমার গল্পটা পড়ে যাবেন এবং আমার মায়ের জন্য আর আমার জন্য দোয়া করবেন❣️......
🕋🕋 সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে আপনাকে তার সমস্ত সৃষ্টি জগৎকে যার যা প্রয়োজন তাকে সেটা দিয়ে সুস্থ এবং নেক হায়াত দারাজ করে তার এই সুন্দর মায়াময় পৃথিবীতে, ত্রিভুবনে আশ্রয় দিয়েছেন।। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া #আলহামদুলিল্লাহ_আলহামদুলিল্লাহ_আলহামদুলিল্লাহ
🥰🥰 তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার প্রাণ প্রিয় মেন্টর জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের প্রতি❣️ যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা প্লাটফর্ম উপহার স্বরুপ পেয়েছি🥰 সেই স্যারের প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।।❣️
এবং মহান আল্লাহ তায়া’লার কাছে প্রার্থনা করছি, স্যারকে এবং স্যারের পরিবারকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন।। আমিন🤲
#শুরু করার আগে একটু বলে নেই... মার্তৃগর্ভে বয়স ৩ মাস হওয়া থেকে যেই অনাগত শিশুকে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লাগে সবাই (একমাত্র গর্ভধারিনী মা ছাড়া) আবার এতো বাধাবিপত্তি কাটিয়ে যদি জন্ম নেয় একটা কালো কুৎসিত কন্যা সন্তান!! তাহলে তার মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকার লড়াইটা যে কতোটা ভয়াবহ!! সেটা বোঝার মতো মানুষ খুব কম পাওয়া যাবে...।
কথায় আছে....... ❣️রাখে আল্লাহ মারে কে! মারে আল্লাহ রাখে কে!❣️
চলুন তাহলে শুরু করা যাক..... 👇👇👇👇👇
প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন......
🥰যে যেখানে যেমন আছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো সব সময়।। ❣️আলহামদুলিল্লাহ❣️
"জীবন খুব সুন্দর" কারণ জীবন টা আল্লাহর দেয়া একটা উপহার🥰 আর এই উপহারটার যথাযথ মর্যাদায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য...
আমাদের জীবনের লড়াইটা মূলত শুরুটা হয় মার্তৃগর্ভ থেকে।। অনেক যুদ্ধের পরে আমারা মায়ের গর্ভে নিজের জন্য নির্দিষ্ট একটু জায়গায় দখল করে নিতে সক্ষম হই।। তারপর একটু একটু করে বেড়ে উঠতে থাকি।। ছেলে-মেয়ে প্রত্যেকের পৃথিবীর আলো দেখার নিয়ম বা প্রক্রিয়া এক।।
একটা অনাগত বাচ্চার পৃথিবীতে আগমন নিয়ে মা-বাবা দুইজনের অনেক অনেক আশা স্বপ্ন থাকে।। তবে সব থেকে বেশি কষ্ট আত্মত্যাগ করতে হয় একজন মা কে!! (তার জন্য অবশ্য আল্লাহ তায়া’লা মায়ের মর্যাদা বাবার তুলনায় ৩× বেশি আর বাবার জন্য সেখানে মাত্র ১× বরাদ্দ করে দিয়েছেন🥰)
#শিশু_কাল মায়ের থেকে শোনা, আমি এক প্রকার মরে বেঁচেছি! রোগা ছিলাম! বাঁচবো মা বুঝতে পারেনি।। মা কিছু খেতে পারতো না, শুধু লবণ আর লেবু পাতা পানি দিয়ে কচলিয়ে ভাতের পানি খেতো।। কারণ কিছু খাইলেই আমি অসুস্থ হয়ে যেতাম।। তাই অপুষ্টি মা মেয়ে দুজনকেই কুপোকাত করতে সময় নেয় নি।। তারপর একটু একটু করে বড় হওয়া।।
#আমার_নাম
আমাকে অবশ্য যার যে নামে ভালো লাগে সে সেই নামেই ডাকে। যেমনঃ সুমা, সোমা, সুমি, সুমনা, শীমা, রেশমা।। কেউ কেউ আবার আমার বোনের নামেই আমাকে ডাকে।। বোনের নামঃ আফরোজা আক্তার লিমা।। তো এই লিমা নামে অনেকেই ডাকে অনেকেই চিনে।।
ছোট বেলায় "সুমা" নামে বেশি ডাকা হতো।। আমার এই "সুমা" নাম টা পছন্দ ছিলো না! কারণ মুসলমানদের এই নাম শুনতে পাইনি খুব একটা।। আর যা দুই একজনের শুনেছি তারা ছিলো হিন্দু ধর্মের! তাই আমার মনে হতো এটা হিন্দুদের নাম! এই নাম নিয়ে মাকে খুব জ্বালিয়েছি।। মাঝ রাতে উঠেও কান্না করছি এমনও অনেক রাত গেছে।। তো মা আর সহ্য করতে না পেরে চরম সত্যি কথাটা আমাকে বলতে বাধ্য হয়েছে! যে, আমাকে পেয়ে কেউই খুশি হয়নি, এমন কি কেউ আমার জন্য একটা নাম ও ঠিক করে দেয়নি।। মায়ের ওই অবস্থা ছিলো না যে তার মেয়ের জন্য একটা নাম রাখবে।। অনেক অসুস্থ ছিলো।। মনেই ছিলো না যে মেয়ের নাম রাখা হয়নি!!
গ্রামে বাচ্চা হলে পোলিও খাওয়াতে, বাচ্চার ওজন মাপতে, টিকা দিতে বাড়ি বাড়ি লোক আসতো।। তো তখন তারাই আমার নাম রাখে আর তাদের কাজ সম্পূর্ণ করে যায়... আর এর পর থেকেই আস্তে আস্তে জানতে পারি, আমাকে অবহেলার কারণ! আমাকে ভালো না বাসার কারণ! আমার কোনো দায়িত্ব না নেয়ার কারণ! আমাকে সব কিছু থেকে বঞ্চিত করার কারণ!
#বললে অনেক কিছু বলার আছে, কিন্তু থাক আজ আর বলবোনা এই বিষয় নিয়ে......
#ভালোবাসা_পাওয়া
ভালোবাসার মানুষ বলতে আমি আমার "মা" আর বড় বোনকেই বুঝি❣️🥰
কারণ এই দুইজন ছাড়া আমার পরিবার পরিজন আর কারো থেকে আজ পর্যন্ত অবহেলা, বিভিন্ন কটুক্তি, অমানুষিক মন্তব্য ছাড়া ভালোবাসার ছিটা-ফোটাও পাইনি🥰 আর পাবো বলে আশাও নেই!!
#ছোট_বেলার_কিছু_অভ্যাস_কিছু_স্মৃতি
যেহেতু বরিশালের মেয়ে। গ্রাম এলাকা আর সেখানেই বড় হওয়া। গাছ-পালা, খাল-বিল-পুকুর সব কিছুই ছিলো ভরপুর।। তাই দস্যিপনাটাও ছিলো প্রচুর😍 গাছের মাথা থেকে পড়ে অজ্ঞান হওয়া! মাছ ধরতে গিয়ে খালি পাতিল নিয়ে হাত পা কেটে রক্তাক্ত হয়ে বাড়ি ফেরা! রান্নাবাটি খেলতে গিয়ে দাঁও দিয়ে তরকারির খোসা কাটার সময় বে খেয়ালে পায়ের আঙ্গুল ৯০% কেটে ফেলা! এমন কি অন্যের উপকার করতে গিয়ে কল পাড়ে পড়ে গিয়ে হাত কেটে সেখানেই অজ্ঞান আবার ৪ টা সেলাই পর্যন্ত দেয়া লাগছে! কি নেই আমার ডিকশনারিতে🥴 আমি ছিলাম এক প্রকার পানি পোকা আর গেছো মেয়ে🤣 গাছে উঠা আর পানি নিয়ে থাকা ছিলো ভীষণ পছন্দের একটা কাজ🥴 রাগ হলে হয়তো গাছে উঠে বসে থাকতাম নয়তো খাল/পুকুরে পানির মধ্যে নেমে বসে থাকতাম🤐 ছোট বেলায় ভীষণ রাগী ছিলাম।। সাত চড়ে রা কাটতাম না! হোপ দিয়ে চোখ বড় বড় করে ফুলে বসে থাকতাম🥴😁 আর একটা বাজে অভ্যাস ছিলো! যে কারো উপরে রাগ হলে তারে কিছু বলতাম না, দৌড়ে এসে আপুকে কামড় দিয়ে দিতাম🥺 আর সেই কামড় ছিলো অনেক ভয়ানক🤐 আমার বোনটার হাতে এখনো হালকা একটা কামড়ের দাগ আছে🥺 #Sorry রে আপু😭 আমি ইচ্ছা করে দিতাম না😔 এখনো আমার রাগ হলে মাথা গরম হয়ে গেলে কি যে করি, কারে কি বলি, নিজেও জানিনা! হুশেই থাকিনা😭 খুব বাজে একটা অভ্যাস😔 অবশ্য আমার আই সব অত্যাচার "মা" আর "আপু"কেই সহ্য করতে হয়।। জাতে পাগল হলেও তালে ঠিক ছিলাম🥴 বাহিরের কারো সাথে কোনো প্রকার ঝামেলায় জড়াতাম না🥱
#চেষ্টা করছি নিজের এই অভ্যাসকে কন্ট্রোল করতে😇
#আমাদের_দুই_বোনের_সম্পর্ক
আমরা দুই বোনই রাগী🙂 প্রচুর মারামারি করতাম🤣আবার গলায় গলায় ভাব ছিলো🥰 তবে ও এমন ছিলো, আমি যদি ১০ টা মাইর দিতাম আপু আমারে একটা দিতো🙄 আমার ২০ টা থাপ্পড়ের সমান ছিলো আপুর একটা থাপ্পড়😭 সেই মাইরের কথা চিন্তা করলে এখনো ব্যাথা অনুভব করি🥴🤣
আপু যে আমাকে কতোটা ভালোবাসে সেটা আমি যখন অসুস্থ হতাম তখন বুঝতাম🥰 যেহেতু পানি পোকা ছিলাম, দিনে ৩/৪ ঘন্টা খালে পুকুরে সাতার কেটেই কাটাইতাম।। তো কানে, নাকে পানি যাইতো, অনেক সময় ডুবে গিয়ে প্রচুর পানি খাইতাম🥴 আর তার ফল স্বরুপ রাতের বেলা কানের ব্যাথায় মা আর আপুর ঘুমকে বিসর্জন দেয়া লাগতো😭 ব্যাথা আমার হলেও কষ্ট টা মা আর আপুই মনে হতো বেশি পাইতো🥺 এখনো আমাদের হয়তো ১/২ বছর পর দেখা হয়। কিন্তু যদি শোনে আমি অসুস্থ কান্নাকাটি শুরু করে দেয়🥺 আপু আমাকে যতটা ভালোবাসে আমি মনে হয় তার ৪ ভাগের ১ ভাগও ভালোবাসিনা🙂 (অবশ্য আমি কারো প্রতি ভালোবাসাটা একটু কম প্রকাশ করি)
#শিক্ষা_জীবন
আমার শিক্ষা জীবন বড়ই বৈচিত্র্যময়! আমার জীবনে স্কুল, মাদ্রাসা, কলেজ নিয়ে মোট ৮ টা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হয়েছে।। আলহামদুলিল্লাহ❣️ পড়াশোনায় আমি খুব একটা ভালোনা।। যদিও একটু ভালো করতাম তাও ঘুরতে ঘুরতে ঘেটে ঘ হয়ে গেছে।। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে, অনেক বাধাবিপত্তি কাটিয়ে আল্লাহর রহমতে মায়ের অক্লান্ত পরিশ্রমে নিজের চেষ্টায় উচ্চমাধ্যমিক শেষ করেছি।।আলহামদুলিল্লাহ🤲 আরও কিছু দূর যাওয়ার ইচ্ছা আছে। ইনশা-আল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন🤲❣️ জীবনে অনেক হোচট খেয়েছি, এখনো খাচ্ছি, হয়তো আরও অনেক হোচট খাওয়া বাকি আছে! তবে আমাকে উঠে দাঁড়াতেই হবে.....ইনশা-আল্লাহ🥰
#দায়িত্ব_নেয়া
একটা সন্তানের পিছনে পরিবারের ভূমিকা অপরিসীম।। সেখানে আমার পিছনে ভুমিকা বলতে সবটা মায়ের❣️বাবা নেই মা অসুস্থ আবার কিছু পারিবারিক সমস্যার কারণে মায়ের দায়িত্ব এবং নিজের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হয়।। থাকা, খাওয়া-পরা, পড়াশোনা সব কিছুর দায়িত্ব নিতে হয়।। যেই বয়সে অন্যকে দেখেছি বাবার টাকায় ছোট বড় সব চাওয়া পাওয়া পূরণ করে আর সেই বয়সে আমি আমার আর আমার মায়ের ছোট সংসারের দায়িত্ব পালন করছি।। আলহামদুলিল্লাহ🤲🥰❣️
#বন্ধু_বান্ধবী
স্কুল কলেজে বন্ধু-বান্ধব নিয়ে হৈ-হুল্লোড় করার মতো সময় বা মন মানসিকতা এবং টাকা কোনোটাই ছিলোনা।। কারণ সৌন্দর্য, পারিবারিক সচ্ছলতা ছাড়া বন্ধুত্ব হয়না।। (নিজের অভিজ্ঞতা থেকে বলছি)।। আর আমি মানুষের সাথে খুব কম মিশতাম, কম কথা বলতাবম।। কারণ সেই সব মানুষের ব্যবহার, চোখের দৃষ্টি তাদের থেকে দূরে সরিয়ে রাখতো আমাকে।। তবে আমার বেস্টফ্রেন্ড হিসেবে "মা" কেই জানি🥰 মায়ের সাথে আমি প্রচুর কথা বলি🥰 সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ🤲❣️
#আত্মীয়স্বজন
একটা পরিবার মানে আত্মীয়স্বজন নিয়ে পরিপূর্ণ।। আর একটা শিশুর মানুষিক ভাবে আর সুস্থ ভাবে বেড়ে ওঠার জন্য আত্মীয়স্বজনের নেগেটিভ/পজেটিভ মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভুমিকা পালন করে।। তবে আমাদের দেশে আত্মীয়স্বজনের থেকে পজেটিভ মন্তব্যের থেকে নেগেটিভ মন্তব্যটাই অনেকাংশে বেশি পাওয়া যায়!!
একটা পরিবারের যেকোনো মানুষের সমালোচনা বাহিরের কেউ করতে সাহস পায়না! যদি না সেই আলোচনায় মুখ্য চরিত্রে আপনজন না থেকে।।
#আমার_আগ্রহ
আমি বিভিন্ন কাজ শিখতে ভালোবাসি🥰 ছোট থেকেই কিছু শেখা নিয়ে অবহেলা ছিলোনা। যখন যেই কাজ শেখার সুযোগ পেয়েছি তাহ ছাড়া করিনি🥰 তবে এগুলো খুবই সামান্য! আমাকে জীবনে আরও অনেক কিছু করতে হবে।৷ বিশেষ করে মায়ের জন্য আমাকে অনেক কিছু করতে হবে।। মায়ের সাথে বন্ধুত্ব হওয়ার সুবাদে মায়ের অনেক অপূর্ণতা আমি জানতে পারি।। তাই একটু হলেও সেই অপূর্ণ ইচ্ছা গুলো পূরণ করার আছে।।ইনশা-আল্লাহ🤲🥰❣️
আমি যখন ৭ম শ্রেণিতে পড়ি তখন মাত্র দর্জি কাজ শিখি।। প্রায় ১৮ টা আইটেম।। ৫ হাজার টাকা ধার করে সেলাই মেশিন কিনি।।আর সেই দর্জি কাজ করেই মেশিনের জন্য ধার করা টাকা শোধ দেই এবং নিজের বাকি পড়াশোনার যতটা সম্ভব খরচ চালাই।। কলেজে থাকাকালীন আরও কয়েকটা কাজের প্রশিক্ষণ নেই।। (সরকারি একটা সংস্থা থেকে) যেমনঃ মাশরুম চাষ, ব্লক কাটিক এবং পুথির শো-পিচ, বিউটিফিকেশন এবং বিজনেসের উপর।।
আমার চিন্তা ছিলো সুযোগ যেহেতু পেয়েছি সেটাকে কাজে লাগাই। ভবিষ্যতে কোনটা কখন প্রয়োজন হয় তাতো জানিনা তখন ভেঙ্গে পরতে হবেনা।।🥰 আমি কিছুদিন আগে এই গ্রুপে জয়েন হই এবং এই গ্রুপের দায়িত্বশীলদের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করি।। এবং প্রতিদিন অনেক ব্যাস্ত থেকেও সারাদিন টিউশনি করে রাতের বেলা মিট-আপে অংশ গ্রহণ করে আরও নতুন নতুন শিক্ষা অর্জন করার চেষ্টা করছি।। ইনশা-আল্লাহ🤲🥰❣️
#শ্রদ্ধ্যেয়_প্রিয়_মেন্টর_জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার এর কথায় আমি যা বুঝেছি সেটা হলো....যে কোনো ভালো কাজ বা উদ্দেশ্যের সাথে লেগে থাকতে হবে! সফলতা একদিনে আসেনা। তবে লেগে থাকলে একদিন না একদিন সফলতা আমাদের প্রত্যেকের জীবনে আসবেই...ইনশা-আল্লাহ❣️
অনেক কিছু লিখে ফেলেছি। সবাইকে একটা অনুরোধ ভুল-ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন....
আজ এই পর্যন্তই থাক।। সবাই সবার শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকবো এবং আপনারাও থাকবেন।। ইনশা-আল্লাহ।।❣️ প্রিয় প্লাটফর্মের প্রিয় মেন্টর জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার এবং ফাউন্ডেশনের সকল দায়িত্বশীলদের এবং সকল সদস্য ভাই-বোনদের অবিরাম ভালোবাসা🥰❣️
এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গল্পটা মনোযোগ দিয়ে পড়ার জন্য❣️❣️❣️
আমায় সবাই সাথে রাখবেন, আমি বিশ্বাস করি, আপনারা আমায় সহযোগীতা করবেন।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮১৪
তারিখ ০৬-০৬-২০২২
সোমা ইসলাম
ব্যাচ নাম্বারঃ ১৮
রেজিষ্ট্রেশন নাম্বারঃ ৯৫৬৯৮
নিজ জেলাঃ বরিশাল
থানাঃ বানারীপাড়া
বর্তমান জেলাঃ মুন্সিগঞ্জ সদর
আমার পেইজঃ সই - Soi Creation
আমার পেইজে যে সকল পন্য আছে তা হলো- বিভিন্ন শাড়ি, থ্রী-পিচ, গাউন, লেহেঙ্গা, জুয়েলারি ইত্যাদি