আমি নিজেকে এবং নিজের ব্যাবসা প্রতিষ্ঠানকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে চাই,
আসসালামু আলাইকুম,
*শুরুতেই কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের
নিকট,যিনি আমাকে ও আমার পরিবার পরিজনকে সুস্থ রেখেছেন,ভালে রেখেছেন আলহামদুলিল্লাহ।☺️
*বিনম্র শ্রদ্ধা জানাই প্রিয় মেন্টর, এ যুগের সেরা জীবন্ত কিংবদন্তী, আমাদের সকলের প্রিয় শিক্ষা গুরু Iqbal Bahar Zahid স্যারের প্রতি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন একটি ভালেবাসার পরিবার।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। ❤️☺️☺️
জীবন কখনো হাসায় কখনো ও বা কাঁদায়,
হাসি কান্নার এই পার্থিব জীবনে সুখ ও দুঃখ ও থাকবে একই সুতায় গাথা।🙂🙂
আজ আমার প্রিয় ভাই ও বোনদের, মাঝে নিজের জীবনের গল্প তুলে ধরলাম।
সবাইকে পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। 🙏🙏
★★আমার ছেলেবেলা★★🥰🥰
আমার ছেলেবেলা কেটেছে নরসিংদী জেলার,
মাধবদী থানার ভগীরথপুর গ্রামে।
৫ ভাই বোনের মধ্যে আমি ৩য়,
আমার বড় ২ বোন। ২মেয়ের পর আমি ১ম ছেলে।☺️
মা- বাবার চোখের মণি। নানা ও দাদা বাড়িতে ১ম ছেলে সন্তান ছিলাম বিধায় সবাই অনেক ভালোবাসতাে আমাকে।আমার বড় দুবোন ও আমাকে অনেক আদর করত।
**আমার শিক্ষা জীবন **
আমি ছোট থেকেই খুব মেধাবী শিক্ষার্থী ছিলাম।আমি সবসময়ই বার্ষিক পরীক্ষায় খুব ভাল রেজাল্ট করতাম।প্রথম স্থান অর্জন করতাম। এবং স্কুল থেকে আমাকে মেধাবী প্রাইজও দেয় । ☺️ তারপর মাধ্যমিক পরীক্ষা দেই,আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট নিয়ে পাশ করি।
** জীবনের উত্থান পাথান*
পরিবারে বাবাই একমাত্র উপার্জন করত।বাবাকে সহযোগিতা করার জন্য মাধ্যমিক পাশ এর পরে পার্ট টাইম জব নেই।পাশাপাশি বাবার কাজেও সাহায্য করতাম। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।অসুখের প্রভাব বাবার উপর এতোটাই পরে যে উনি উনার কাজ করার শক্তি ও সাহস দুটোই হারিয়ে ফেলেন 😓। ছোট থেকে আমি যেনো ভুল পথে না যাই তাই বাবা আমাকে সব সময় শাসন করতেন। বাবাকে ভীষণ ভয় পেতাম
বাবা অসুস্থ হওয়ার পর আমার সাথে আর কথা বলেন না,বাবার এমন পরিবর্তন আমাকে ভীষণ কষ্ট দিত।বাবাকে কিছু বলার সাহস ও পাচ্ছিলাম না।একদিন,আমার অসুস্থ বাবা ঘুমিয়ে ছিলেন। তার দিকে তাকিয়ে আমি খুব কান্না করি।😭 আমার কান্না শুনে বাবা জেগে যায়, তখন আমি কাঁদতে কাঁদতে বাবাকে বলি, আমাকে শাসন করো,তবুও আমার সাথে একটু কথা বলো। সেদিন প্রথম বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি☺️
আমার এই ছোট্ট জীবনে আমার পরিবারের সবার অবদান অনেক।বাবা যেমন বটবৃক্ষ হয়ে ছায়া দিয়েছে।
তেমনি আমার মা,
❤️🥰🥰
আমার সারাজীবনে আমার মা
আমার জন্য অনেক কষ্টে করছেন, আমি ছোট্ট থেকে দেখে আসছি মা একটা ইউনিসেফ কোম্পানি জব করতে,আবার বাসায় এসে ফ্যামেলি যাবতীয় কাজ করতে।এত কাজ মা কিভাবে করতো,মা বাবা কে কখনো ক্লান্ত হতে দেখেনি
মা জব ও সংসার দুইটা
গুছিয়ে রাখতেন, আমার দেখা সত্যি কারের যোদ্ধা আমার বাবা,ও,মা।
আমাকে ভালো মানুষ করার জন্য,সন্তানকে সফল করার জন্য মা বাবা নিরলস পরিশ্রম করে।যা সন্তান হয়ে আমরা বুঝিনা।
যেহেতু আমার পার্টটাইম জব করে,বা টুকটাক করে আমাদের সংসার চলছিল না।
পরিবারের সবাই সিদ্ধান্ত নিলো,আমাকে দেশের বাহিরে পাঠাবে।টাকা জোগাড় করতে
কমবেশি অনেক কষ্ট হয়েছে।😓😓
এখনো আমার জন্য চেষ্টা করেই যাচ্ছেন।
আমি যেন জীবনে সাকসেসফুল হতে পারি।❤️❤️আমি আমার মা'কে খুব ভালোবাসি,মায়ের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করে যাচ্ছি।
দোয়া করবেন আমার মা ও বাবার জন্য,আল্লাহ যেনো তাদের কে সুস্থ রাখে।😍😍
রাব্বি হামহুমা কামা রাব্বা ইয়ানী সগীরা।।।🤲🤲
★★আমার কর্মজীবন★★
ভালো কোনো চাকরী পাচ্ছিলাম না।
টুকি টাকি পার্ট,টাইম জব দিয়ে আর সংসার চলছিল না,🙂🙂
যেহেতু প্রবাসে যাওয়া নিয়ে কথা চলছিল।
হঠাৎ করে আমার বিদেশ, যাওয়ার তারিখ ঠিক হয়ে যায়। 🙂😓😓
আমি যখন জানতে পারি, আজ আমার ফ্লাইট তখন, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল।
কারণ,প্রানের চেয়ে প্রিয় বাবা,মা,ভাই,বোনদের ছেড়ে কীভাবে থাকবো?😭😭
এয়ারপোর্টে যখন সবার থেকে বিদায় নিচ্ছিলাম,
তখন আমার খেলার সাথী,আমার একমাএ ছোট ভাই,
এত কান্না করছিলো।💔🙂😓😓
ছোট থেকেই আমরা দুই ভাই একসাথে খেলতাম☺️🥰
মারমারি ঝগড়া সব একসাথে করতাম।
সেদিন প্রথম বুঝেছি,সে আমাকে কত ভালবাসে।🥰
সবাইকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে আসলাম, যারা প্রবাসে থাকে একমাত্র তারাই জানে পরিবারকে কতটা মিস করে।😓🙂🙂
প্রবাস জীবনে তখন নতুন, তারপর একদিন ছিনতাই কারীর কবলে পরি।😓😓
দুই ছিনতাইকারী আমার টাকা পয়সা সব নিয়ে যায়,। মোবাইল মেমোরিতে আমার পরিবারের সবার ছবি ছিলো।আমি তাদের অনুরোধ করি,অন্তত মেমোরিটা যেন আমাকে দিয়ে যায়।🙏
তারা অস্ত্র নিয়ে আমাকে মারতে আসে,কথা বললে মেরে ফেলবে।
আমার তখন মনে হলো।
মা,বাবা,কে বুঝি আর দেখা হলো না,😭😭
তারা আমার সাথে থাকা সব কিছু নিয়ে আমাকে,টেক্সি থেকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়।
১ সপ্তাহ আমার সাথে কারোর যোগাযোগ ছিল না ১ সপ্তাহ পরে আমার মায়ের সাথে কথা হয়।
মা সব শুনে কান্নায় ভেঙ্গে পরে ।😓
তারপর থেকে সময় মত টাকা পাঠানো শুরু করলাম, মা বাবার মুখে হাসি ফুটলো, ☺️☺️
কিন্তুু এই মুখ বেশি দিন রইলো না,
আমি অবৈধ হয়ে গেলাম।
বৈধ কাগজ করার জন্য যাকে টাকা দিলাম। একজন নামধারী হুজুরকে, কিন্তুু সে আমাদের ৩০জন এর টাকা নিয়ে পালালাে। 😓
অবৈধ হয়ে আর থাকা সম্ভব নয়। মালয়েশিয়া পুলিশ তখন কড়াভাবে অবৈধ ধরার তল্লাশী করতে লাগলো।এভাবে আর কতদিন!! অবশেষে বাধ্য হয়ে চলে আসলাম দেশে, আসার পর আমার বোন ও আমার বাবাকে এয়ারপোর্টে দেখে, আমার শরীর যেন প্রান ফিরে পায়।
কিন্তু শূন্য হয়ে আসার জন্য আমার ভিতরটাও চৌচির হয়ে যাচ্ছিল।
আমি বোনকে জড়িয়ে ধরে কান্না করে দেই। 😭
আমার মা আমাকে দেখে যেনো প্রান ফিরে পায় আমি আর আমার মা একে অন্যকে জড়িয়ে ধরে অনেক কান্না করি,😭
*** আমার বিবাহিত জীবন ***
মালয়েশিয়া থেকে আসার পর বেকার অবস্থায় এদিক সেদিক ঘুরা ঘুরি করি, তখন আমার সাথে দেখা হয়(স্ত্রীর) তার , কিছু দিন এভাবেই কথা বলতে থাকি।একটা সময় আমাদের সম্পর্ক তৈরী হয়।
অন্যদিকে,ওদের বাড়িতে ওকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। 😓
আর এদিকে,আমি বেকার যাই হোক অনেক চড়াই ওতরাই পার হয়ে।বাবা মারমত নিয়ে বিয়ে করলাম। পেলাম আমার মনের মানুষকে।
কিন্তুু আমি ছোট একটা চাকরী করি পার্টটাইম এটাতে চলা বেশ দায়, মনে চাইলেও বউকে কিছু দিতে পারি না।
এটা যে কতটা কষ্টের, যাদের ইনকাম কম তারাই একমাএ বুঝে।স্যার এবং চামেলী ম্যামের গল্প আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে।আগে জানলে নিজের ক্যারিয়ার গড়তাম তারপর সংসার। যা হোক, ভালোবাসার মানুষের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলছি আমার পথে।
**ফাউন্ডেশনের সাথে পরিচয় এবং উদ্যোক্তা জীবন *
যখন ভাবছিলাম কী করবো কী করা যায়?
কীভাবে আয় রােজগার বাড়ানো যায়,
ঠিক তখনই আমার বড় আপু Tania Islam Daliaএর একটি পোস্ট দেখলাম এই ফাউন্ডেশনকে নিয়ে,
তখন আমি আপুর মাধ্যমে নরসিংদী জেলার এম্বাসাডর, রায়হানুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করলাম, এখন আমি প্রতিদিন সেশন ক্লাসে যুক্ত হই।
কৃতজ্ঞতা প্রকাশ করছি নরসিংদী জেলার সকল কোর ভলান্টিয়ার, মডারেটর,জেলা এম্বাসাডর, উপজেলা এম্বাসাডর, ক্যাম্পাস এম্বাসাডর সহ সকল আজীবন গর্বিত সদস্যেদের প্রতি।
বিজনেস শুরু করা থেকে আরম্ভ করে বিজনেস চালানো সব এখানেই পাচ্ছি।
স্যারের একটি সেশনে আগে নিজের পায়ে দাঁড়ানো নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা,😍
**আমার স্বপ্ন **
আমি নিজেকে এবং নিজের ব্যাবসা প্রতিষ্ঠানকে দেশ বিদেশি,
ছড়িয়ে দিতে চাই,
সবাই আমার জন্য দোয়া করবেন।🤲🤲
আমি যেন নিজেকে একজন সফল উদ্যােক্তা হিসেবে, আমার জীবনের সফলতার গল্পটুকু স্বপ্নের মঞ্চে স্যারের ইউটিভি লাইভে তুলে ধরতে পারি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮১৫
তারিখ ০৭-০৬-২০২২ইং
সাইফুল ইসলাম ফয়সাল।
ব্যাচ ১৭,
রেজিষ্ট্রেশন নং ৯১২৩৭
থানা মাধবদী।
জেলা নরসিংদী।