অনেক মানুষের কর্সংস্থানের ব্যবস্থা করতে পারি সেই স্বপ্ন দেখি
🌺🌺🌺 প্রিয় " নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " এর ১ লাখ রেজিষ্ট্রিকৃত মেম্বার হওয়ায় দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমার আজকের এ লেখা।🌺🌺🌺
আসসালামু আলাইকুম।।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।।
প্রথমেই শুকরিয়া করছি মহান আল্লাহ তায়ালার দরবারে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে আমাদের পাঠানোর জন্য এবং সুস্থতার সাথে নিজের পাশাপাশি আমাদের সকলেরই চেষ্টা আরো দশজনকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে আমরা সকলেই কাজ করার সুযোগ পেয়েছি " নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" এ। যার প্রতিষ্ঠাতা প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার। যাঁর কারণে আমরা এতো বিশাল একটি ভালোমানুষদের পরিবার পেয়েছি,যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা,আন্তরিকতার কোন অভাব নেই। আর সব থেকে বড় সুযোগ আমরা উদ্যোক্তা হবার দারুণ একটা স্পৃহা এখান থেকে পাচ্ছি,বিনা মূল্যে প্রশিক্ষণ পাচ্ছি যেগুলো কাজে লাগিয়ে প্রিয় এই প্লাটফর্মে এক একজন সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছি কারণ লাখো লাখো ক্রেতা পাচ্ছি এখান থেকেই। নিজেদের পণ্য বা সেবা সহজেই এখানে সেল করতে পারছি। এখানে আমরা নিজেদের প্রয়োজনীয় যা লাগছে পেয়ে যাচ্ছি সহজেই আবার বিক্রি ও করছি কোনো মার্কেটিং খরচ ছাড়াই। অর্থ্যাৎ এখানে আমরা সবাই ক্রেতা ও বিক্রেতা। এত সুযোগ বাংলাদেশের আর কোনো ফাউন্ডেশনেই নেই। আলহামদুলিল্লাহ আমি এ ফাউন্ডেশনের একজন সদস্য হতে পেরে গর্ববোধ করছি।
গতকাল প্রিয় ফাউন্ডেশনের ১ লাখ রেজিষ্ট্রিকৃত মেম্বার হওয়ায় প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি এবং আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল রেজিষ্টেশন টিমের ভলান্টিয়ার ভাই বোনদের প্রতি।
🌹🌹অভিনন্দন রেজিষ্ট্রেশন টিম।।🌹🌹
ধন্যবাদ সকল ভলান্টিয়ার ভাই বোনদের সহযোগিতার জন্য এবং বিশেষ ধন্যবাদ আজীবন রেজিষ্ট্রিকৃত মেম্বারদের প্রতি।
রেজিস্টেশন মনিটরিং টিম লিডারদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
🌹🌹আজকে প্রিয় ফাউন্ডেশনের ১ লাখ রেজিষ্ট্রিকৃত মেম্বার হওয়ায় প্রিয় স্যারের ঘোষণা অনুযায়ী আনন্দঘন এই দিনে গল্প আকারে প্লাটফর্ম থেকে পাওয়া আমার আবেগ অনুভূতি, প্রাপ্তি, ভালোবাসা ও ভালোলাগা সবার সাথে শেয়ার করবো।🌹🌹
🌹🌹 আমি ফ্যামিলিগত কারণে আমার চাকুরীটা যখন ছেড়ে দেই তখন খুব বেশি হতাশার মধ্যে পড়ে যাই। চাকুরী করা অবস্থায় যে ব্যক্তিস্বাধীনতা ছিলো বা পরিবারে আমার গুরুত্ব যতটা ছিলো তা আস্তে আস্তে কমতে শুরু করে। কেনো জানি আমার নিজের কাছেই মনে হতে থাকে সংসারের যত কাজই করি না কেনো এটা আমার নিজস্ব কোনো পরিচয় বহন করে না। আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন চাকুরী করতাম নিজের একটা আইডেনটিটি ছিলো আর্থিকভাবে কিছু করছি,বলতে পারছি আমি একজন চাকুরীজীবী,সম্মানটা অন্য রকম। যেদিন থেকে চাকুরী ছেড়ে দিলাম সেদিন থেকেই যখন কেউ জিজ্ঞেস করতো কি করো,আস্তে করে বলতাম কিছু করি না,এমনভাবে বলতাম যেনো আমি নিজেই শুনতে না পাই,বুকের মধ্যে ধক করে উঠতো,একটা কষ্টের অনুভূতি সবসময় চেপে থাকতো।
এরপর থেকে চেষ্টা করতে থাকি ঘরে বসে অনলাইনে বিজনেস করা যায় কিনা। একে একে কয়েকটা গ্রুপে জয়েন করি। কিছুদিন করে সময়ও দিতে থাকি। কিন্তু ঐসব গ্রুপে প্রচুর সময় দেয়ার পাশাপাশি অনেক টাকা খরচ করে ট্রেনিং করতে হয় বলে আমার কাছে মনে হয় এগুলোও এক ধরনের গ্রুপ খুলে তারা নিজেরা আয়ের ধান্দা করছে। আবার কিছুদিন ভীষণ হতাশার মধ্যে ডুবে যাই।😢😢
হঠাৎ আমার বোন একটা ভিডিও পাঠায়,সেটা দেখি। এরকম প্রায় দিনই সে আমাকে ভিডিও সেশান পাঠাতে থাকে। কিছু দেখি,আবার কিছু দেখি না। দেখতাম শুধু একটা কারণে আপা ফোন দিয়ে জিজ্ঞেস করলে যাতে মিথ্যে বলতে না হয় তাই মাঝে মাঝে কিছু দেখতাম। মনে হতো এরকম ভিডিও বানিয়ে অনেকেই তাঁর চ্যানেল চালায় টাকা ইনকামের জন্য,তাই আগ্রহ নিয়ে তেমন দেখা হতো না। একদিন আপা হঠাৎ আবার প্রায় ৪৫ মিনিটের একটা ভিডিও পাঠায় আমার ম্যাসেঞ্জারে। আমি তো পড়ে গেলাম মহা বিপদে! এতো সময় নষ্ট করে এটা দেখবো,এতো ধৈর্য্য তো নেই কারণ আমি কিছু একটা করবো এ চিন্তা থেকে কিভাবে বের হবো সেটার কারণে অনেকটা হতাশায় ডুবে ছিলাম। আবার পরে ভাবলাম আপা তো জিজ্ঞেস করবে ভিডিওটি দেখেছিস? কি জবাব দিবো? মিথ্যে তো বলতে পারবো না। বিপদে পড়ে গেলাম এবং শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটাই দেখলাম। আমি আবার দেখলাম ভিডিওটি। অবাক হয়ে সেই উদ্যোক্তার সফল হবার গল্প শুনছিলাম। সে এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাজকে ভালোবেসে লেগে থেকে আজ সে তাঁর সাফল্য ছিনিয়ে এনেছে। আমি নিজের হতাশা থেকে বের হয়ে আসার চেষ্টা করলাম। সেই ৪৫ মিনিটের গল্প আমার জীবনের মোড় ঘুরিয়ে দিলো। মনকে বুঝালাম আমাকে আগে শিখতে হবে,জানতে হবে,তারপর উদ্যোক্তা জীবনে নামতে হবে। নিজেই খুঁজে বের করলাম সেই ভিডিওতে বলা গল্পের মানুষটির স্বপ্নের গ্রুপ 🌹🌹"নিজের _বলার _মতো _একটা_গল্প" 🌹🌹ফাউন্ডেশন। লিংক খুঁজে বের করেই রেজিষ্ট্রেশন করে ফেলি আমি ১৪ তম ব্যাচে জয়েন করি।
🌹🌹আমার সব থেকে বেশি অবাক লেগেছে যে বিষয়গুলো তা হলো-
১। স্বপ্ন দেখুন,সাহস করুন,শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবেই। এই স্লোগানটি আমাকে আবার নতুনভাবে ভাবায়। সুপ্ত স্বপ্নকে আবার জাগিয়ে তোলার সাহস পেলাম,আলহামদুলিল্লাহ।
২। আমাদের প্রিয় প্লাটফর্মে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়ার বিষয়টি যা অন্য গ্রুপে অনেক টাকার বিনিময়ে করিয়ে থাকে।
৩। এখানে লিখিত ও ভিডিও আকারে প্রতিদিন সেশানগুলো আয়ত্ব করা যায়।
৪। দেশের ৬৪ টি জেলা ও প্রবাসের প্রায় ৫০ টিরও বেশি দেশ আমাদের এ গ্রুপের সাথে কাজ করছে। এতো বড় বিশাল নেটওয়ার্ক বাংলাদেশে আর একটিও নেই। বিশাল বাজার এটা,যা একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার জন্য বড় সুযোগ সফলতা ছিনিয়ে আনার জন্য।
৫। একজন সফল উদ্যোক্তার জীবন গল্পের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
৬। যোগাযোগের প্রধান মাধ্যম হলো নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। আর এই ফাউন্ডেশনে কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশানের মাধ্যমে আমরা নিজের সমস্ত জড়তাকে কাটিয়ে নিজেকে সবার মাঝে স্মার্ট হিসেবে উপস্থাপনের সুযোগও পেয়ে যাচ্ছি বিনা মূল্যে।
৭। সব থেকে বড় একটা বিষয় হলো সেশানগুলো কেউ যদি আয়ত্ব করে সে একজন ভালো ও মানবিক মানুষ হবে ইনশাআল্লাহ ,এটা আমাকে খুব আকৃষ্ট করে।
🌹🌹সেই থেকে গ্রুপের প্রতি মায়ায় পড়ে যাই এবং শত প্রতিকূলতার মাঝেও টানা ৯০ দিনের সেশানগুলো শেষ করি এবং ভিডিও সেশানও করি কয়েকটা। সেই সাথে আস্তে আস্তে পোস্টগুলো পড়ার চেষ্টা করতে থাকি,কে কি লিখছে সেগুলো শেখার চেষ্টা করি। একদিন সাহস করে পরিচিতি পোস্ট দেই
সাথে সাথে প্রিয় গ্রুপের ভাই বোনেরা গ্রহণ করে নেয়,এই আন্তরিকতা আমি অন্য কোন গ্রুপে পাইনি। আমি একটা পেইজ খুলে আমার ছোট ব্যবসাটা আস্তে আস্তে শুরু করে দিই। অনলাইনে অনেকের সাথে পরিচিত হওয়াতে এখানে অনেকটা সেল করছি আবার ভাইবোনদের প্রোডাক্টগুলো কিনছি প্রতিনিয়ত,বিশ্বাসের একটা ভিত্তি মজবুত হয়েছে।।
কারণ এখানে_ _ _
🌹🌹আমরা পণ্য কিনি না, কিনি বিশ্বাস।
আমরাই ক্রেতা,আমরাই বিক্রেতা🌹🌹
-বাণীতে জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
ভালোই চলছিল.....
হঠাৎ আমার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়,যার ফলে গ্রুপ থেকে অনেক দূরে সরে যাই। 😢😢দীর্ঘ অনেকদিন পর ১৫ তম ব্যাচের শেষের দিকে নিজেকে হতাশা থেকে বের করে আনার চেষ্টা করতে থাকি। আলহামদুলিল্লাহ প্রিয় স্যারের সেশানগুলো আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।
🌹🌹এ গ্রুপ থেকে আমার একটা বড় পাওয়া হতাশা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। 🌹🌹
🌹🌹গল্প লেখা প্রতিযোগিতায় এ পর্যন্ত ৬ বার আমি প্রিয় প্লাটফর্মে "স্ট্যাটাস অব দা ডে" নির্বাচিত হয়েছি।
এই অর্জনের ফলে গ্রুপে এখন আরো বেশি মানুষ আমায় চেনে প্রাপ্তিগুলো আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দেয়।🌹🌹
🌹🌹ফাউন্ডেশনে আমার প্রিয় স্যার থেকে বড় আরেকটি প্রাপ্তি সম্প্রতি আমাকে সাভার উপজেলা এম্বাসেডর হিসেবে দায়িত্ব দিয়েছেন,কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় স্যারের প্রতি। এবং আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সাভার জোনের সকল দায়িত্বশীলদের প্রতি। সবই সম্ভব হয়েছে নিজেকে প্রিয় গ্রুপে যথাযথভাবে ব্র্যান্ডিং করার ফলে।🌹🌹
🌹🌹আমার পরিবারের অনেককেই এই গ্রুপে জয়েন করিয়েছি। আরো খুশির খবর হলো আমাকে বিশ্বাস করে সৌদি প্রবাসী এক ভাই আমার সাথে বিজনেস করছে। তিনি আমার রিপিট কাস্টমার এখন। আমরা কেউ কাউকে দেখিনি শুধুমাত্র এ গ্রুপের মাধ্যমেই পরিচয়,বিশ্বাস,ব্যবসা। মাঝে মাঝে খুব অবাক লাগে এ ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে। সবই সম্ভব হয়েছে আমাদের প্রিয় মেন্টরের অক্লান্ত চেষ্টায়।🌹🌹
🌹🌹আমাদের ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ অনুষ্ঠিত হয়ে গেলো। আলহামদুলিল্লাহ আমি সেখানে উপস্থিত থাকতে পেরে গর্ববোধ করছি। প্রিয় মেন্টরকে খুব কাছ থেকে দেখা,অনেক জ্ঞানী গুনী মানুষের সানিধ্য পাওয়া,তাঁদের কাছ থেকে সরাসরি অনেক মেসেজ পেয়েছি যা আমার উদ্যোক্তা জীবনকে আরো সফলতার দিকে নিয়ে যাবে। সব থেকে মজার বিষয় হলো ফাউন্ডেশনের পুরো বাংলাদেশের প্রিয় ভাইবোনদের সাথে সরাসরি দেখা করার,কথা বলার সুযোগ হয়েছে,কে কি নিয়ে কাজ করছে জানতে পেরেছি, স্টলের মাধ্যমেও নিজেদের ব্র্যান্ডিং আরো বেড়ে গেছে সবার মাঝে এ এক বিশাল প্রাপ্তি। দেখা হওয়ার পর ভাইবোনদের মধ্যে আরো হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে।🌹🌹
🌹🌹আমার ইচ্ছে এই গ্রুপের ভাইবোনদের সাথে নিয়েই এগিয়ে যাবো বহুদূর। অনেক মানুষের কর্সংস্থানের ব্যবস্থা করতে পারি সেই স্বপ্ন দেখি প্রতিনিয়ত। দোয়া করবেন সবাই।🌹🌹
🌹🌹 পুরো বাংলাদেশকে একই ছাতার নিচে নিয়ে আসার যে মহতী প্রয়াস তার সাথে আমরাও একাত্নতা ঘোষনা করছি এবং প্রিয় মেন্টরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি।🌹🌹
লেখায় কোনো ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
🌹🌹আমি সবসময়ই সবাইকে একটা কথা বলি----
""""পাশে থাকবেন""""
""""পাশে রাখবেন'"""'"
💦 আজকে এই আনন্দঘন মূহুর্তে বিশেষ অফার নিয়ে চলে আসলাম ক্রেতাদের মাঝে। তাই আর দেরি নয় ঝটপট পছন্দ করে নিয়ে নিতে পারেন সূঁই সূতার নিজস্ব ডিজাইনে করা হাতের কাজের এই সুন্দর পাঞ্জাবিগুলো। দেখতে যেমন সুন্দর তেমনি পরতেও বেশ আরামদায়ক।
💦পছন্দ হলে এখনই অর্ডার করতে পারেন।
১। হাতের কাজের পাঞ্জাবি
🥀রেগুলার প্রাইজ= ১২৫০/-
🥀আজ পাচ্ছেন =১১০০/-
📌স্ট্যাটাস অফ দ্যা ডে -৮১৬
তারিখ ৮-০৬-২০২২
সালমা আক্তার
সাভার উপজেলা এম্বাসেডর
ব্যাচঃ১৪
রেজিঃ ৬২৭৭১
জেলাঃ ঢাকা
উপজেলাঃ সাভার।