তবে শুধু এই টুকু বলতে পারি এই ফাউন্ডেশন না পেলে আমি হয়তো এতোদিনে অন্ধকারে ডুবে যেতাম
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতু।
#প্রিয়_ফাউন্ডেশনের_এতো_দিনের_আমার_জার্নি_এবং_পাওয়া
আমি শুরুতেই শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার নিকট কারণ মহান করুণাময় আমাদের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ্।
ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসার সাথে স্মরন করছি করছি প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
যার অক্লান্ত প্রচেষ্টায় আমরা এমন একটা ভালো মানুষের পরিবার পেয়েছি। যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ভালো মানুষ, একটি সুশীল উদ্যোক্তা সমাজ ও পরিবেশ।
যার অনুপ্রেরণায় আজ আমার লেখা সকলের মাঝে উপস্থাপন করার সাহস পেয়েছি। পেয়েছি লক্ষ মানুষের মানুষের উৎসাহ অনুপ্রেরণা।
#যুক্ত_হওয়া
সময় ২০২০ সাল চলছে মহামারী করোনা বাংলাদেশ সহ সারা বিশ্ব স্থব্ধ। সেই সাথে আমি মানসিক ভাবে স্থব্ধ। ফেইজবুক ব্যবহার করি অনেক আগে থেকেই। মানসিক টেনশন কমানোর জন্য আমি চাইতাম নিজেকে বিভিন্ন ভালো কাজে ব্যস্ত রাখার। আমি আগে থেকেই জানতাম যে বিভিন্ন সংগঠন বিভিন্ন সামাজিক ভালো কাজ করে থাকে। তাই ফেইজবুকে সারাদিন শুধু সংগঠন খুজতাম। এর মধ্যে অনেক গ্রুপের সাথেই যুক্ত হইছিলাম কিন্তু যা ভেবে যুক্ত হওয়া তা আমি পাই নাই। হটাৎ একদিন আমার চোখে পরলো নিজের বলার মতো
আমার চোখ আটকে গেলো সেই গ্রুপে। আমার সবসময়ের অভ্যাস কোন গ্রুপে সামনে আসলে সেই গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গুরে দেখতাম এই প্রিয় গ্রুপ দেখার পরেও তার ব্যতিক্রম হয় নাই। অনেকক্ষন যাবৎ গুরে সব দেখে অনেক ভালো লাগলো। ইচ্ছে করলো যুক্ত হবার কিন্তু কিভাবে যুক্ত হবো তাতো আমি বুজতে পারছি না। আমার আরেকটা অভ্যাস আমি সময়ের কাজ সময়েই করতে পছন্দ করি, পরে করবো বলতে আমার জিবনের ডায়েরিতে নাই। কয়েকজনের পোষ্ট দেখলাম ব্যাচ এবং রেজিস্ট্রেশন নং দেওয়া তারমানে বুজে নিলাম আমাকেও রেজিস্ট্রেশন করতে হবে। আমি লিংক খোজা শুরু করলাম এবং পেয়েও গেলাম। বিস্তারিত দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম কিন্তু ব্যাচ নং টা আমি মনে করেছিলাম আমি যেই সালে এসএসসি পরিক্ষা দিছি তা হবে আমিও তাই দিলাম। যাই হোক রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরিচয় পোষ্ট করলাম সেই পোষ্ট দেখে আমার পজিটিভ শরীয়তপুর জেলার দায়ীত্বশীলরা যেমন Mohammad Dulal আংকেল আমার প্রিয় এক ব্যক্তি এবং ফজিলাতুন্নেছা রাবেয়া আমার প্রিয় আপু আমাকে জেলা মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেন। ফজিলেতুন্নেছা রাবেয়া আপুর সাথে কিছুদিন কথা বলার পরে বুজতে পারলাম আমার ব্যাচ নং ভুল, আপুকে সব বল্লাম পরে আপু ঠিক করে দিছে।
#অনুভুতি
সত্যি বলতে সকল অনুভুতি লেখাতে এবং বলাতে প্রকাশ করা সম্ভব হয় না। তেমনি এই ফাউন্ডেশনে আছি আমি তার অনুভুতি কোন ভাষা দিয়েই প্রকাশ করতে পারবো না। তবে শুধু এই টুকু বলতে পারি এই ফাউন্ডেশন না পেলে আমি হয়তো এতোদিনে অন্ধকারে ডুবে যেতাম, বাঁচতাম কিনা সন্দেহ। আমাদের বেচে থাকার জন্য অক্সিজেন যেমন দরকার। আমি বলবো আমার এখনো বেচে থাকার জন্য যেমন অক্সিজেন সাপোর্ট দিছে তেমনি এই ফাউন্ডেশন তথা আমাদের সকলের চোখের মনি প্রিয় স্যার এবং প্রিয় মানুষগুলোর অনুপ্রেরনায় বেচে আছি আলহামদুলিল্লাহ্।
#আমার_পাওয়া
অনেক কিছু পেয়েছি আমি এই প্রিয় ফাউন্ডেশন থেকে।
কথায় আছে "যেমন কর্ম, তেমন ফল"। কথাটা বিশ্বাস করি আমি। একটু আমি আমার অভিজ্ঞতা এবং জিবনের কিছু কথা বলবো। ছোট থেকেই গনিতে অনেক পারদর্শী ছিলাম। ক্লাস নাইনে যখন গ্রুপ নিতে হবে আমার ইচ্ছা ছিলো কমার্স নিবো কারন তাহলে ব্যাংকে চাকুরি নিতে পারবো এবং চাইলে ব্যবসাও করতে পারবো। ক্লাসও কিছুদিন করলাম কিন্তু বাবা কমার্স নিতে দিবে না চাপিয়ে দিলো আর্স কারন বাবার ইচ্ছা ছিলো উকিল বানাবে। আমি পড়লাম ঠিকই কিন্তু বাবার ইচ্ছা পুরন হলো না। আর্স নিয়ে পড়ার পর থেকে আমার স্বপ্ন ইচ্ছে সব মরে গেছিলো, মনে মনে ভাবতাম গ্রাজুয়েশন শেষে কোনরকম একটা চাকুরি করবো সাথে সংসার করবো জিবন পার করে দিবো কিন্তু এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর এসব চিন্তা মাথা থেকে চলে গেলো ফিরে গেলাম সেই আগের চিন্তায়। ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি আমার ইচ্ছা এবং চেষ্টা দিয়ে আমি আজ একজন ছোট উদ্যোক্তা স্বপ্ন দেখি বিশাল উদ্যোক্তা/ব্যবসায়ি হবার। আমি এখন শুধু একা স্বপ্ন দেখে থেমে নাই বাবাকে আমার স্বপ্নের কথা বলেছি সেও চায় এখন আমি একজন বড় এবং সফল ব্যবসায়ি হই। আমার উদ্যোক্তা হওয়ার পিছনে প্রিয় স্যারের অবদান তো কখনোই অস্বিকার করতে পারবো না কারন এই ফাউন্ডেশনে যুক্ত না হলেও আমি কোনদিনও উদ্যক্তা হওয়া তো দুরের কথা এই চিন্তা মাথায় কখনোই আসতো না। স্যারের অবদানের পাশাপাশি পজিটিভ শরীয়তপুর জেলার সকলের অনুপ্রেরনা ও রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য স্যার সহ পজিটিভ শরীয়তপুর জেলার সকল সদস্য যাদেরকে অভিবাবক বলে সম্বোধন করেন এবং মানেন শ্রদ্ধেয় siraj আংকেল এবং #mohammad_dulal আংকেল, পজিটিভ শরীয়তপুর জেলার অহংকার ফাউন্ডেশনের সন্মানীত মডারেটর প্রিয় Jahangir Khan ভাই, Md Aliakbor প্রিয় ভাই, #ফজিলেতুন্নেছা_রাবেয়া আপু, প্রিয় Md Zahid Jobayer ভাই, Md Arfan Uddin Alamin ভাই, Mazi Saokat ভাই, MD Ripon Ali ভাই এবং প্রিয় Md Imam Hossain ভাই। সেই সাথে পেয়েছি পজিটিভ শরীয়তপুর জেলা সহ সারাদেশে বিভিন্ন ভাই-বোনদের। সকলে সবসময় আমার পাশে রয়েছেন কাজে এবং বিপদে আমাকে তাদের মুল্যবান সময় দিয়ে পরামর্শ দিয়ে থাকেন। আমার উদ্যোগের পন্য এই ফাউন্ডেশনেই বিক্রয় করে থাকি দিন দিন আমার ক্রেতার সংখ্যা বেড়ে চলছে আলহামদুলিল্লাহ। আমি এই প্রিয় ফাউন্ডেশনে সময় দিয়েছি এবং আমার উদ্যোগের পিছনে সময় দিয়েছি বলেই দিন দিন বিক্রি বাড়ছে নতুন নতুন ক্রেতা তৈরি হচ্ছে।
পরিশেষে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পজিটিভ শরীয়তপুর সহ অনেক জেলার মানুষই আমার পাশে ছিলেন আছেন সকলের নাম এখানে তুলে ধরি নাই কারন সকলের নাম লিখলে পোষ্ট অনেক বড় হয়ে যাবে।
আমার লেখাতে কোন বানান অথবা ভাষাতে যদি কোন ভুল কারো চোখে পড়ে সঠিকটা বুজে পড়ে নিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ্ হাফেজ---
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮১৬
তারিখ ০৮-০৬-২০২২
জান্নাতুল ফেরদৌসী
টপ ২০ ক্লাবের সদস্য।
সোশাল মিডিয়া ফিডব্যাক টীমের সদস্য।
সাপ্তাহিক হাট মনিটরিং টীমের সদস্য।
উপজেলা এম্বাসেডর।
ব্যাচঃ১৩
রেজিনং-৫৪৭১১
সখিপুর,শরীয়তপুর।
ওনার ওফ:- Dream's Target.