প্রিয় ফাউন্ডেশন ও ভলেন্টিয়ার আমি
#আসসালামু আলাইকুম সকলকে
#নিজের_বলার মত একটা গল্প ফাউন্ডেশানের উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি আমি #জেসমিন #আক্তার_জুঁই প্রিয় ফাউন্ডেশনে আছি ৭ম ব্যাচ থেকে। আমার নিজ জেলা বগুড়া। আমি সিরাজগঞ্জের বউ ও বর্তমানে আছি ঢাকা মিরপুরে।
💞💞প্রিয় ফাউন্ডেশন ও ভলেন্টিয়ার আমি 💞💞
২০১৮ সালের মাঝে আমার কোন শুভাকাঙ্ক্ষী আমাকে এই ফাউন্ডেশনে ইনভাইট করেছে। আমি প্রায়ই দেখতাম যে এই ফাউন্ডেশনের পোষ্ট। স্যারের পেজ এ লাইক দিই তারপর থেকে আমার সামনে পোস্টগুলো আরও আসতে থাকে। আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার তার চমৎকার উপস্থাপনা ও যে কোন অনুষ্ঠানের প্রোগ্রাম ইউটিউব এর মাধ্যমে আমার সামনে আসতে থাকে। আর আমি আনন্দিত হতে থাকি ও স্যারের পোস্টে কমেন্ট করি। বিভিন্ন গেষ্টদের কথা শুনতে থাকি খুব ভাল লাগে তাদের শিক্ষণীয় উপস্থাপন।
💗হঠাৎ দেখি ওখানে কমেন্ট করছে আমারই আপন ভাই পলাশ। তখন আমারতো আরো আনন্দ হচ্ছিল। এবং বুঝতে বাকি ছিল না যে এই পলাশ ভাইয়া আমাকে ইনভাইট করেছে গ্রুপে। এভাবেই স্যারের বিভিন্ন পোস্ট আমার সামনে আসতে থাকে এবং আমি কমেন্ট করতে থাকি। আমার খুব ভালো লাগে।
💞বাহ সামনে একটা পোস্ট দেখলাম মহা সম্মেলন নিয়ে লেখা। সেটাকে ঘিরে অনেক আয়োজন চলেছে। ভাইয়াকে বললাম আমিও যাব এই সম্মেলনে। এরইমধ্যে 🌹 Protul Pathak দাদার পোস্ট আমার সামনে আসে ওটাও কমেন্ট করি ও দাদার সাথে পরিচিত হই। এদিকে আমি ও আমার মেয়ে 🌹 #Aohona ডিসিশন নিলাম সম্মেলনে যাব। হাতে সময় খুবই কম। টিকিটের সেল শেষের দিকে। 🌹Protul Pathak দাদাকে বললাম টিকিট নিব। দাদা বললেন আপনি মিরপুর থেকে 🌹 Asha Sporshomoni আপুর কাছ থেকে নেন। আমি নতুন, বিধায় Asha Sporshomoni আপুকে চিনি না। আবারো 🌹#পলাশ ভাইয়াকে বললাম আমি সম্মেলনে যাব।
💞💞ভাইয়া সকাল আটটার মধ্যে মিরপুর ইনডোর স্টেডিয়ামের গেটে থাকতে বলল। আমরা গেলাম তারপর ভাইয়া সহ সবাই একসাথে নীল রঙের গেঞ্জি নিলাম তারপর সেটা পড়ে গ্যালারিতে প্রবেশ করলাম।
💞💞 ওয়াওওও। চমৎকার প্রোগ্রাম 64 জেলা থেকে বিভিন্ন মানুষ ও প্রবাসীরাও কষ্ট করে চলে এসেছেন সেই প্রোগ্রামের যোগ দিতে। আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে। 🌹#অহনা প্রিয় মেন্টরের অটোগ্রাফ নিতে পেরে এবং 🌹 Ayman Sadiq ভাই এর কথা শুনে মহা খুশি।
🔷🔷১ম দিকে গ্রুপে রেজিষ্ট্রেশন নং ছাড়া এমনিই পোস্ট হত। 🔷🔷
💞💞#রেজিস্ট্রেশন, একদিন হঠাৎ জানতে পারলাম রেজিস্ট্রেশন চলছে গ্রুপে। রেজিস্ট্রেশন না করলে নাকি পোস্ট এপ্রুভ হবে না। আমি তখনও জানতাম না যে আমার রেজিস্ট্রেশন করতে হবে। বাচ্চাদের স্কুল খোলা। ওদের আনা নেওয়া এবং কম্পিউটার এর বিজনেস ও সংসারের চাপে আর রেজিষ্ট্রেশন করা হয় নি। তারপর বেশ কয়েক মাস পর আমি ১০ম ব্যাচে রেজিস্ট্রেশন করি।
🔷ফাউন্ডেশনে জয়নিং ডেট অনুযায়ী আমার ব্যাচ নং হওয়ার কথা ৭ম। কিন্তু আমি সেটা না জানার কারণে ১০ম দিয়ে রেজিষ্ট্রেশন করি এবং ফাউন্ডেশনের আজীবন গর্বিত সদস্য হই। আর আমার রেজিষ্ট্রেশন নং ১৫২৩৩। এটা আমার পরিচয়। 🔷
💗গ্রুপে পোস্ট দিলে ব্যাচ ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পোস্ট দিলে তবেই পোস্ট এপ্রুভ হবে নতুবা না। আমি অনেক পোস্ট দিতাম। 💗
❤️কমিউনিটি ভলান্টিয়ার 💞
আমি অনেক ছোট ছোট পোস্ট করে করতাম। একদিন কোরবানি ঈদকে নিয়ে একটি গল্প লিখে পোস্ট করি এবং সেটাতে প্রচুর কমেন্ট পড়তে থাকে। রাত্রে শুনি সেটা SOD হয়েছে। আর SOD হলেই কমিউনিটি ভলান্টিয়ার হওয়া যায়। সুতরাং আমি একজন গর্বিত কমিউনিটি ভলান্টিয়ার হলাম। এরপর থেকে মোট ১৫ বার SOD হয়েছি আলহামদুলিল্লাহ।
🔷❤️ অনেক ধন্যবাদ কোর ও মডারেটর 🌹 Md Iqbal Hossain ভাই ও Cm Hasan ভাই ও Mahbub Hasan ভাই কে। চমৎকার বিচক্ষণতায় তারা কমিউনিটি ভলেন্টিয়ার তৈরি করে থাকেন। সাথে অবশ্য আরও অনেকে থাকেন।
💞💞রেজিষ্ট্রেশন টিম মেম্বার 💞💞 প্রিয় #Cm Hasan ভাই লিখলেন কে কে রেজিস্ট্রেশন এর কাজ করতে চাই বা ভলেন্টিয়ারিং করতে চান নাম দেন। আমি নাম দিলাম। ভাইয়া আমাদেরকে বুঝিয়ে দিলেন ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সুপার ভলেন্টিয়ার ও রেজিস্ট্রেশন করতে হবে। শুরু হলো অভিযান। কে কতটা রেজিষ্টেশন করতে পারি।
😍আলহামদুলিল্লাহ আমি #জেসমিন_আকতার_জুঁই মার্চ মাসে ২০২১ সালে আমি ১৪০০+রেজিষ্ট্রেশন করে ১ম স্থান অর্জন করি। তখন স্পন্সর হিসাবে মডারেটর ও কান্ট্রি এম্বাসেডর 🌹 Abu Taher ভাই স্যারের লেখা ২টা বই আমাকে উপহার দেন 🔷বৃষ্টি সবার জন্য পড়ে কিন্তু ভিজে কেউ কেউ। 🔷নিজের বলার মত একটা গল্প।
🔷প্রিয় মেন্টরের লেখা বই পেয়ে আমি মহা খুশি হই এবং কাজের প্রতি উৎসাহ পাই। এজন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আবু তাহের ভাই কে🔷
💥এদিকে আমিও কারেকশন করে নিই আমার ব্যাচ নংটা। আলহামদুলিল্লাহ পেয়ে যায় ৭ম ব্যাচ।💥
💚ফাউন্ডেশন এগিয়ে চলে। আমরাও রেজিষ্ট্রেশন করতে থাকি। জেলা মেসেঞ্জারে এড করতে থাকি। 💚
💚দেখতে দেখতে আজ ফাউন্ডেশনের রেজিষ্ট্রিকৃত আজীবন সদস্যসংখ্যা 100000+ আলহামদুলিল্লাহ।💚
🤩🥰চলছে ১৮তম ব্যাচ। রাত জেগে আমি অনেক কাজ করেছি, ফাউন্ডেশনের ভলান্টিয়ারিং করেছি। কিন্তু এই রেজিস্ট্রেশনের 100000 সংখ্যাটা যেই রেজিষ্ট্রেশন করে পাবে তাকে মডারেটর 🌹 Jahangir Khan ভাই ফাউন্ডারঃ @Euphoria Shops এরপক্ষ থেকে পুরস্কার দিবেন বলে ঘোষণা করেন রেজিষ্ট্রেশন টিমে। ওয়াও, তারপর সবার সে-কি আগ্রহ। কে পাবে সেই সংখ্যা। টান টান উত্তেজনা। রেজিষ্ট্রেশন করবে এমন সদস্য খুঁজার জন্য প্রচুর পোস্ট ও কমেন্ট রিপ্লাই চলছে আমিও করছি।🥰🥰
💥এদিকে রাত গভীর। ৩.৩০ মিঃ। আমি রেজিষ্ট্রেশন করালাম। নাম্বার আসলো ৯৯৯৯৫।
💥আরেকটা করতে গেলাম, হয়েও আসছিল প্রায় কিন্তু নেটওয়ার্ক ডিসটার্ব এর কারণে মোবাইল কাজ করছিল না।😭 আবার যখন নতুন করে করতে গেলাম তখন সংখ্যা নাম্বার আসলো 100003 😭। হাই আল্লাহ আমি হতাশ। মনটা খারাপ। কি আর করা হাতে আরেকটা ছিল সেটাও রেজিষ্ট্রেশন করলাম ওটার সংখ্যা আসলো 100005।
💥🤔এটা শেষ করে মনটা খারাপই ছিল। এদিকে ফজরের আযান শেষ হয়ে গেছে। তাই ওযু করে নামাজ পড়লাম ও বাইরে কিছুক্ষণ হেটে আসলাম। তারপর নাস্তা করলাম, চায়ে চুমুক দিতে দিতে দেখি রেজিস্ট্রেশন টিমে অভিনন্দন এর বন্যা বয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ প্রিয় 🌹. JA Pervaj ভাই 100000 এই নম্বারটা রেজিষ্ট্রেশন করেছেন। অভিনন্দন ভাই কে। যাক সবাই খুব খুশী হয়েছি। সঙ্গে সঙ্গে প্রিয় #জাহাঙ্গীর ভাই অভিনন্দন পোস্ট করেন।
💥ওয়াও চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের রেজিষ্ট্রেশন টিম ও ফাউন্ডেশন।💥
💞💞কথা বলার জড়তা 💞💞কাটানোর ভিডিও সেশন করেছি এবং তাতে অনেক উপকার হয়েছে। প্রিয় স্যার বলেছেন আপনাদের কথা বলার জড়তা কাটানোর ১ম ভিডিও টা ও শেষের ভিডির মধ্যে পার্থক্য আপনারাই বুঝতে পারবেন। কথাটা আসলেই সত্যি। ৪৫টি কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশন করেছি আমি, আলহামদুলিল্লাহ আমার অনেক উন্নতি হয়েছে। এখন নিমিষেই কথা বলতে পারি।
💞💞 Live Support টিমে কাজ করছি 💞💞
এখানে নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে ২৪/৭ প্রতিনিয়ত যে কাজ করে যাচ্ছে
১। প্রোফাইল এর Login Email ও Password ভুলে গেছেন।
২। Login করতে পারছেন না।
৩। প্রোফাইল এ ব্যাচ নং দেখায় না। ৪। রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু রেজিষ্ট্রেশন নং ও ব্যাচ নং ভুলে গেছেন। ৫। রেজিষ্ট্রেশন এর সময় ব্যাচ নং ভুল করেছেন সংশোধন করবেন। ৬। Email Address পরিবর্তন করতে চান। ৭। আগের ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে নতুন ফেসবুক আইডি এড করতে চান। ৮। রেজিষ্ট্রেশন এর সময় নামের বানান ভুল করেছেন এখন বানান ঠিক করতে চান। ৯। প্রোফাইল আপডেট করতে চান। ১০। জেলা/জোন মেসেঞ্জারে যুক্ত করা। ১১। ২৪/৭ লাইভ সাপোর্ট টিম ওয়েব সাইড আসা বিভিন্ন মেসেজ এর উত্তর, প্রশ্ন উত্তর ও সমাধান দিয়ে থাকেন।
আলহামদুলিল্লাহ্ আমাদের সকল Web Support Volunteer দের সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত আমাদের সর্বমোট Web Support total: 107657. এটা আমাদের টিমের জন্য একটি মাইলফলক ।
💞💞অনলাইন হাট💞💞
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে অন লাইন হাট। ভয়াবহ করোনার সময় প্রিয় মেন্টর যখন সকল উদ্যোক্তাদের নিয়ে চিন্তিত। তখন তাদের বিজনেস রানিং রাখা যায় তার জন্য তিনি আবিস্কার করলেন প্রতি মঙ্গলবার অনলাইন হাট । সকল উদ্যোক্তারা তাদের পণ্যগুলো পোস্ট করে এবং যার যেটা দরকার সে সেটা কিনে নেয়। মাশাআল্লাহ চমৎকার এই হাট। দেখে মনে হয় সেই ছোট্ট বেলা ফিরে পেলাম। কি নাই এই হাটে, সবটা আছে। গাড়ি থেকে শুরু করে কোরবানি গরু ছাগল পর্যন্ত পাওয়া যায় এই হাটে।
💥হাটে আমারও কমবেশি সেল হয়। বাদাম, শুঁটকি, ড্রেস সেল করেছি এই হাটে আলহামদুলিল্লাহ। 💥
এখানে চলে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে চমৎকার সমন্বয় ও বিশ্বাস । নেটওয়ার্ক বৃদ্ধি, উদ্যোক্তা বৃদ্ধি , সবটা এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আমরা পেয়ে থাকি।
💞💞টপ টেন 💞💞অর্জন করেছি মোট ৪ বার।
প্রচুর পোস্ট ও কমেন্ট, কমেন্ট রিপ্লাই করেছি। এটার জন্য মডারেটর ভাই ও বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের অক্লান্ত পরিশ্রম ও চমৎকার একটিভিটি দিয়ে দিন রাত এক করে প্রত্যকটি পোস্ট চেক করে তবেই এ্যাপ্রুভ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ অনেক দোয়া করি তাদের জন্য।
আমাকে গাইড করেছিলেন 🌹 Mohammed Iftekher Alam ভাই ও #আবু তাহের ভাই । অনেক ধন্যবাদ ও দোয়া তাদের জন্য।
💞💞ব্লাড ডোনেশন মেনেজমেন্ট টিম 💞💞
প্রতিদিন অসংখ্য মানুষের পাশে ব্লাড সহযোগীতা করছি আমরা ব্লাড ডোনেশন মেনেজমেন্ট টিম আলহামদুলিল্লাহ। এটা পরিচালনা করছেন Jamshed Hossain Bappy ভাই, #জাহাঙ্গীর ভাই, ইকবাল হোসেন ভাই সহ আরও অনেকে। আমিও ভলেন্টিয়ারিং করে যাচ্ছি এখানে সহ অনেক ব্লাডটিমে।
💞💞কোরআন শিক্ষা💞💞 ক্লাসের ১ম ব্যাচের ছাত্রী আমি আলহামদুলিল্লাহ। ভালোবেসে পরিচালনা করছেন 🌹 Jamshed Hossain Bappy ভাই।
আলহামদুলিল্লাহ আমি গর্বিত এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্য হতে পেরে। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর জনাব 🌹 ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। এখানে আমি ভালো মানুষের হওয়ার সন্ধান পেয়েছি। পেয়েছি অগনিত ভালো মানুষ প্রিয় ভাই ও বোন।। এছাড়াও ভলেন্টিয়ারিং করিছি প্রোফাইল মনিটরিং টিমে, Social Media Feedback Team। দায়িত্ব পালন করছি মিরপুর মডেল জোন এর জোন এম্বাসেডর হিসেবে।
আবারো সালাম ও ভালোবাসা রইলো সকলের প্রতি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮১৬
তারিখ ০৮-০৬-২০২২ইং
Jasmine Akther Jui
💢 #জোন এ্যাম্বাসেডর মিরপুর মডেল জোন।
🟦🏆টপ 20 ক্লাব টিম মেম্বার। টপ 10.
💥24/7 Live Support Team Member
💕প্রোফাইল মনিটরিং টিম মেম্বার
💥রেজিস্ট্রেশান টিম মেম্বার,
💥ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিম মেম্বার
🌺৭ম ব্যাচ, রেজিস্ট্রেশান নং ১৫২৩৩
✳️জেলা বগুড়া ও সিরাজগঞ্জ
⭕বর্তমান অবস্থান মিরপুর, ঢাকা।
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন