ভালো মানুষ হয়েও কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় তার বিশ্বাস এখান থেকেই জন্ম হয়।আমি ভাগ্যবান যে এখানে যুক্ত হতে পেরেছি।
✨✨✨✨আসসালামু আলাইকুম✨✨✨
প্রিয় প্ল্যাটফর্মের প্রিয় মানুষগুলো আশা করি অনেক ভালো এবং সুস্থ আছেন।।প্রথমেই অভিনন্দন জানাই প্রিয় প্ল্যাটফর্মের ১০০০০০ রেজিস্ট্রার্ড মেম্বার পূর্ন হবার জন্য ।সেই সাথে নিজে একজন আজীবন রেজিস্টার্ড মেম্বার হিসেবে গর্ব বোধ করছি।
💢প্রিয় প্ল্যাটফর্ম থেকে কি কি পেয়েছি যুক্ত হয়ে:
সারা পৃথিবী যখন ঘুমের ঘোরে নিমজ্জিত।গভীর রাতে রাজ্যের জনগণের কি অবস্থা দেখার জন্য ঘুরে বেড়াতেন একজন মহান ব্যক্তি।আমরা জানি তিনি আমাদের মহান খলিফা হযরত ওমর (রা:)।একটা ঘুনে ধরা সমাজের পরিবর্তনের জন্য একজন ওমর চাইলেই আসবেন না।কেউ আসবে না অসহায়দের পাশে দাড়িয়ে বেচেঁ থাকার স্বপ্ন দেখাতে।
ওমর যুগের যবনিকা পতন হয়েছে কিন্তু তার রেখে যাওয়া কর্ম তার অনুসারীদের মাঝে যুগের যুগের পর যুগ বিস্তার লাভ করে আসছে।
বেকারত্ব নামক কালো অভিশাপে যখন জাতি বিভ্রান্ত, হতাশাগ্রস্থ।মাদকের সহজ বিস্তার যখন যুবকদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছিলো ঠিক তখনই একজন স্বপ্নবাজ ভাবলেন কিভাবে এই জনগোষ্ঠীকে আলোর পথ দেখানো যায়।হতাশার জীবন ফেলে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় । সেই মহান মানুষ যিনি কোন স্বার্থ ছাড়াই শুধু দেশকে ভালোবেসে কাজ করে হাজারো যুবকের হাসির কারণ হয়েছেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার।
২০২১ সালের অক্টোবর মাসে যুক্ত হবার পর থেকে আমার সব চেয়ে বড় প্রাপ্তি ছিল এই মহান মানুষের সান্নিধ্য পাওয়া।
আরো যা পেয়েছি:
💢কথা বলার সাহস:
যেখানে দশজন মানুষের সামনে কথা বলতে গেলে হাঁটু কাপাকাপি করতো সেখানে প্রথম দিন সেশন চর্চায় যুক্ত হয়ে বুঝতে পেরেছি কথা বলা কত সহজ।এখন নিয়মিত সবার সামনে কথা বলতে পারি,সঞ্চালনা করতে পারি,হোস্টিং করতে পারি ,মানুষকে মোটিভেট করতে পারি।
💢সেশন চর্চা:
স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও এই শব্দটির সাথে পরিচিত ছিলাম না।প্রিয় প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বুঝতে পারলাম এটা বাংলাদেশের সেরা আবিষ্কার যেখানে পজিটিভিটি চর্চা হয় প্রতিনিয়ত।যেখানে নিজের জেলার কাউকেই চিনতাম না তারা এখন আত্মার আত্মীয়। আত্মিক সম্পর্ক সকল জেলার ভাই বোনের সাথে ,দেশের বাইরের ভাই বোনের সাথে।সত্যিই এটা ভাষায় প্রকাশ করার মত না।
💢জেলা ভিত্তিক মেসেঞ্জার গ্রুপ:
এর আগে কখনো শুনিনি একটা ফাউন্ডেশনের প্রত্যেক জেলা উপজেলায় মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে শিক্ষা প্রদানের কথা।এই প্ল্যাটফর্ম আমাকে সেই জিনিসটি উপহার দিয়েছে যেখানে একদিন উপস্থিত না থাকলে কেমন অস্থির হয়ে যাই।
💢দায়িত্বের সুশৃংখল বণ্টন:
কমিউনিটি ভলেন্টিয়ার,উপজেলা অ্যাম্বাসেডর, জেলা অ্যাম্বাসেডর,কান্ট্রি অ্যাম্বাসেডর,মডারেটর, কোর ভলেন্টিয়ার এইভাবে সুশৃঙ্খলভাবে দায়িত্ব বণ্টন এই ফাউন্ডেশনেই প্রথম পেয়েছি।
💢অজস্র ভালোবাসার মানুষ:
এই ফাউন্ডেশনে এসেই পেয়েছি ভালোবাসার হাজারো ভাই বোন,এক ঝাঁক এক্টিভ ভলেন্টিয়ার যাদের সাথে একদিন যুক্ত থাকতে না পারলে কেমন ফাঁকা ফাঁকা লাগে।একটি পরিবার পেয়েছি যেখানে একে অন্যের কষ্টে ছুটে আসি।
💢নিজে কমিউনিটি ভলেন্টিয়ার হওয়া:
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভালো ফল করার পর অনুভূতি কেমন হয় সেটা সবাই জানি কিন্তু কমিউনিটি ভলেন্টিয়ার হওয়ার পর এক অন্য রকম অনুভুতি পেয়েছি।আমার লেখা দেশ ও দেশের বাইরে স্ট্যাটাস অব দ্যা ডে হবে এটা ভেবেই অন্য রকম অনুভুতি ছিল।
💢অসহায়দের পাশে দাড়ানো:
খরা,বন্যায় যখন জনজীবন বিপর্যস্ত, শীতে জর্জরিত তখন কিভাবে ছায়া হয়ে তাদের পাশে দাড়াতে সেটা শিখিয়েছে প্রিয় প্ল্যাটফর্ম
💢দেশের প্রথম অনলাইন হাট:
আর কোন ফাউন্ডেশনের বা প্রতিষ্ঠানের অনলাইন হাটের নজির নেই সেখানে প্রিয় প্ল্যাটফর্মে প্রতি মঙ্গলবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত টানা বারো ঘণ্টা অনলাইন হাট অনুষ্ঠিত হয়।নতুন উদ্যোক্তাদের জন্য এটা কি পরিমান সুযোগ তা বলে শেষ করা যাবে না
💢 আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা:
এই ফাউন্ডেশনের প্রত্যেকটা প্রডাক্টের ক্রেতাও আমরা বিক্রেতাও আমরা।ক্রয় বিক্রয়ের মাধ্যমেও যে সু-সম্পর্ক তৈরী হয় এই ধারণাও এইখানে পেয়েছি।
💢কখনো খারাপ পন্য বা সেবা দেব না:
প্রতিদিন সেশন চর্চায় এই শপথ করানো হয় যে আমরা কখনো খারাপ পন্য বা সেবা দেব না।আরো সেখানে হয় আমরা পন্য বিক্রি করি না বিক্রি করি বিশ্বাস।
💢নিজের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য ট্রেনিং:
সহীহ শুদ্ধ কুরআন তিলাওয়াত,ইংরেজি শিক্ষা,আইসিটি ট্রেনিং,কৃষি বিষয়ক ট্রেনিং ইত্যাদি এই প্ল্যাটফর্মে দেওয়া হয় একদম বিনা মূল্যে।এটা কি কেউ স্বপ্নেও ভাবতে পারবেন?
💢আমরা সবাই ভালো মানুষ:
প্রিয় মেন্টর এই শিক্ষা আমাদের ভিতরে এই বাক্যকে বুকে লালন করান সে আমি একজন ভালো মানুষ । একজন ভালো মানুষ কখনো কারো ক্ষতি করে না।
💢নারীদের সম্মান করা:
প্রিয় প্ল্যাটফর্মের জিরো টলারেন্স হল নারীদের অসম্মানের বেপারে।এখানে যুক্ত সকল বোনকে সম্মান প্রদর্শন করতে হয় আপন বোনের মত।
💢বাবা মার সেবা যত্ন করার শিক্ষা:
আগে কোন কোন বিষয়ে কথা বলতে গিয়ে উচ্চস্বরে কথা বলে ফেলতাম বাবা মার সাথে।এখন এই উপলব্ধি হয়েছে যে কিভাবে নরম সুরে তাদের সাথে কথা বলতে হয় ।এখন আর আগের মত হয় না।
💢সব চেয়ে বড় স্বপ্ন একজন বড় উদ্যোক্তা হওয়া:
ভালো মানুষ হয়েও কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় তার বিশ্বাস এখান থেকেই জন্ম হয়।আমি ভাগ্যবান যে এখানে যুক্ত হতে পেরেছি।
আরো এত এত বিষয় পেয়েছি প্রিয় প্ল্যাটফর্মে যা লিখে শেষ করা যাবে না।আমি গর্বিত এই ফাউন্ডেশনের সাথে জড়িত হতে পেরে।প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি অজস্র দোয়া ও ভালোবাসা আমাকে এই ফাউন্ডেশনের একজন আজীবন গর্বিত কমিউনিটি সদস্য হিসেবে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় মেন্টরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য।
💠শুভেচ্ছান্তে💠
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের একজন আজীবন গর্বিত সদস্য
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮১৭
তারিখ ১০-০৬-২০২২
☑️ মোঃ নাসিম
☑️ব্যাচ-১৬
☑️এগ্রো ফোরাম ভলেন্টিয়ার
☑️কমিউনিটি ভলেন্টিয়ার
☑️উপজেলা অ্যাম্বাসেডর নন্দীগ্রাম,বগুড়া
☑️বগুড়া জেলা প্রচার টিম সদস্য
☑️রেজিস্ট্রেশন নং-৭৯১৯১
☑️ব্লাড গ্রুপ- B+
☑️Owner of বগুড়ার দই
☑️Owner of বগুড়া মার্ট
☑️জেলা- বগুড়া
https://www.facebook.com/bogurardoi22/
https://www.facebook.com/boguramart22/