পরিবার সমাজ দেশ তথা রাষ্ট্রের ভালো ভালো কাজে নিজেকে যুক্ত করা যায় সেই শিক্ষা গ্রহনের সনদ
🔸স্বপ্ন দেখুন সাহস করুন
লেগে থাকুন সফলতা আসবেই🔸
🔻বিসমিল্লাহির রাহমানির রাহিম 🔻
🌹সবাইকে আসসালামু আলাইকুম 🌹
❣️সার্টিফিকেট পাওয়ার অনুভূতি ❣️
✍️ আজ প্রথম বারের মতো সাহস করে লিখতে বসলাম। আর আমার এই লেখা একজন মহা নায়ক কে নিয়ে যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্রতি নিয়ত নতুন নতুন অনেক কিছুই শিখছি।
জি একজন মহা নায়ক এর কথা বলছিলাম যে মহা নায়ক প্রতি নিয়ত আমাদেরকে শিখিয়ে যাবার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই মহান দূর দৃষ্টি সম্পন্ন মহা মানব আমাদের সবার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি রইল গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা♥️
✍️ পৃথিবীতে স্বপ্নবাজ মানুষের অভাব নেই তারা সবাই স্বপ্ন দেখে নিজ নিজ প্রয়োজন মেটানোর জন্য। সেখানে আমাদের প্রিয় স্যার অন্য সবার চাইতে ব্যাতিক্রমী একটি চরিত্র। তিনি স্বপ্ন দেখেন আমাদেরকে নিয়ে। আমাদের কিসে ভালো কিসে মন্দ আমাদের জন্য কি করলে ভালো হবে, আর কি করলে মন্দ হবে এই নিয়েই তার যত ভাবনা। আমাদের যেনো ভালো হয় এই নিয়েই সারাক্ষণ স্বপ্ন দেখেন স্বপ্ন বোনেন হৃদয়ের গহীনে🔻
✍️ এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমাদের মাঝে বিতরণ করেন নিত্য নতুন সেশন যা চর্চা করে আমরা নতুন নতুন স্কিল অর্জন করি। এবং অমাদের উদ্যোক্তা জীবনে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি অবিরাম। আর এই চেষ্টার ফলেই অনেকেই এখন এক এক জন সফল উদ্যোক্তা হিসাবে আমাদের মাঝে অর্বিরভূত হয়েছেন। যারা কখনো কোনো সময় কোনো দিন চিন্তাই করনি কোনো একটা উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হবে। তারাই এখন প্রিয় প্লাটফর্মের প্রিয় স্যারের ৯০ দিনের প্রশিক্ষণ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আপন মহিমায়। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে যার উদাহরণ হাজার হাজার। আবার কেউবা বিফল হয়েছেন কিন্তুু তাই বলে হাল ছেড়ে দেননি। আবার নতুন করে শিক্ষা নিয়ে ঘুরে দারাবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্যারের নতুন নতুন সেশন চর্চার মাধ্যমে। এখানে আমাদের না, দিতে হচ্ছে কোনো অর্থ না,দিতে হচ্ছে কাইক পরিশ্রম।
✍️ শুধু মাত্র একটু সময় ব্যায় করতে হচ্ছে। আর এই সময় টুকু ব্যায় করার মাধ্যমে আমরা পাচ্ছি ঘুরে দারাবার রসদ। আমরা প্রতি দিন কত সময় যে অপচয় করছি অযথা তার কোনো হিসাব নাই। এই অযাচিত সময় ব্যায় না করে স্যারের ৯০ দিনের যে শিক্ষা তার পিছনে কিছু সময় ব্যায় করলে জীবনের পরিবর্তন অনিবার্য। কারণ টানা ৯০ দিনের শিক্ষার মধ্যেই আছে জীবনের বলার মতো একটা গল্প তৌরী করবার সকল রসদপাতি। তিনি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছেন অবিরাম। তিনি অঙ্গীকার করেছেন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি কাজ করে যাবেন আমাদের জন্য।
তার দূর দৃষ্টির আর একটি নিদর্শন বতর্মানে চলমান সার্টিফিকেট বিতরণ কর্মসূচি। যার মাধ্যমে আমারা আমাদের ৯০ দিনের শিক্ষার স্বকৃতী পেয়েছি।
✍️ এখন সার্টিফিকেট পাবার অনুভূতিতে কিছু কথা।
অবশেষে প্রতিক্ষার অবশান ঘটিয়ে হাতে পেলাম প্রিয় প্লটফর্মের প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার স্বাক্ষিরত সার্টিফিকেট। আর তাই অনুপ্রাণিত হয়ে সার্টিফিকেট বা সনদ সম্পর্কে কিছু লিখতে বসলাম। আশা করি সবাই ধ্যর্য সহকারে পড়বেন এবং আপনাদের মতামত জানাবেন।
✍️ সর্ব প্রথমে প্রিয় প্লাটফর্মের জনক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে ধন্যবাদ জানিয়ে সার্টিফিকেট বা সনদ সম্পর্কে দুই একটি কথা।
প্রিয় স্যার আমাদের সবার জন্যে যে উদ্যোগ নিয়েছেন তা কল্পণাতিত। তার নতুন নতুন উদ্ভাবনী চিন্তা চেতনার মাধ্যমে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অবিরত। তরই ফলশ্রুতিতে আজকে আমাদের এই সনদ তথা সার্টিফিকেট বিতরনের ব্যবস্থা করেছেন। আসলে এই সার্টিফিকেট আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার কোনো ডিগ্রির সার্টিফিকেট নয়।
এটি আমাদের মানবিকতা শিক্ষার সনদ।
✍️ নিজেকে পরিপূর্ণ ভাবে প্রস্তুুত করার সনদ। সামাজিকতা শিক্ষার সনদ।
পরিবার সমাজ দেশ তথা রাষ্ট্রের ভালো ভালো কাজে নিজেকে যুক্ত করা যায় সেই শিক্ষা গ্রহনের সনদ।
এই সনদ সারা দেশের ও সারা পৃথিবীর বাংলা ভাষা ভাষী সমমনা লক্ষ্য লক্ষ্য যুবক যুবতীর যোগাযোগ স্থাপনের সনদ।
এই সনদ অসম্ভবকে অতি সহজে সম্ভব করার সনদ।
এই সনদ আর্থিক মুক্তি লাভের সনদ।
এই সনদ আমাদের জীবন পরিবর্তনের সনদ।
আমি পারবনা আমার দ্বারা হবেনা এই মানষিকতা পরিবর্তনের সনদ।
নিজেকে নতুন করে আবিষ্কার করার সনদ।
নিজের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সনদ।
✍️ এক কথায় আমাদের জীবনকে সুন্দর সাবলীল ভাবে পরিচালনা করবার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই আমাদের এই সনদ।
পরিশেষে বলতে চাই স্যার আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে নিজ নিজ জীবনে কাজে লাগিয়ে আমরা যেনো ভালো মানুষ হয়ে সমাজে মাথা উচু করে চলতে পারি মহান রাব্বুল আলামিন যেন আমাদরে প্রত্যেকে সেই তৌফিক দান করেন।
আমিন আমিন আমিন
সবাই আমার জন্য দোয়া করবেন।
বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার আবেদন রইল সবার প্রতি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮২২
তারিখ ২০-০৬-২০২২ইং
ধন্যবান্তে
আমি মোঃনাজমুল হক
ব্যাচ নংঃ১২
রেজিঃনংঃ৪৭৪৯০
উপজেলাঃপাংশা
জেলাঃরাজবাড়ী
বর্তমানে আমি আছি সৌদি আরবে।