বাবা মানে কি?
❤❤❤ বাবা ❤❤❤
আজ খুব লিখতে ইচ্ছে হচ্ছে "বাবা" শব্দটি নিয়ে। "মা" কে নিয়ে খুব লেখালেখি হয় কিন্তু বাবাকে নিয়ে হয় না। আজ "বাবা" শব্দটিকে লেখনীতে আবদ্ধ করার একটা ব্যর্থ প্রয়াস চালাই।
বাবা খুব পরিচিত শব্দ আমাদের কাছে। জন্মের পর থেকেই সকল ইচ্ছে পূরণ আর সকল আবদারের একজনই মানুষ এই বাবা।
বাবা কখনো সন্তানকে মুখ ফুটে বলে না বা বলতে পারে না যে "তোকে খুব ভালোবাসি" কিন্তু মায়ের কথায় বোঝা হয়ে যায় যে মা কত্ত ভালোবাসে। বাবা কখনো বলবে না ভালোবাসি কিন্তু তোমার পছন্দের জিনিসগুলো ঠিক ই তোমার ঘুম ভাঙার সাথে সাথে তোমার কাছে চলে আসে। মা বকা দিলে বাবার কাছে গিয়ে মায়ের নামে নালিশ দিয়ে বাবার কাছ থেকে চকলেট আদায় করা সবারই জন্মগত অধিকার।
বাবা আছে বলেই শত কষ্টের মাঝে সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ানো হয়। বাবা আছে বলেই প্রতিদিনের চায়ের টাকা বাচিয়ে তোমার এক মাসের পড়াশুনার খরচ জোগাড় হয়। বাবা মানেই অনেক বড় চ্যালেঞ্জ নেয়ার সাহস করা।
বাবা থাকলে সব কিছুই আমার। বাবা থাকলে পছন্দের জামাটা আমার। বাবা থাকলে পুরো খেলনার বাজার আমার। বাবা থাকলে ঘুমানোর জন্য বাবার কাধ-ও আমার। বাবা থাকলে মায়ের নতুন শাড়ী থাকে। বাবা থাকলে মায়ের মুখের হাসি থাকে।
বাবাকে ঘামাতে দেখি, তবুও রাত ১২ টায় ঘুম থেকে উঠে গেলে নিজের ঘুম নষ্ট করে আমাকে ঘুম পাড়ানোর ভিতর কোনো বিরক্তিকর ভাব দেখি না।
বাবাকে ঘামতে দেখি তবু ক্লান্ত হতে দেখি না।
বাবা পাশে থাকলে সকল ঝড়ের মাঝেও নিশ্চিন্তে ঘুমানোর অধিকার আমার।
"বাবা" নামক ব্যক্তিটার সাথে খুব আত্মিক সম্পর্ক আমাদের। সম্পর্কটা ছোট থেকেই অবহেলিত হয় নানা উপায়ে। হয়তো কখনো উচ্চস্বরে কথা বলে হয়তো বা "তুমি বেশি বোঝো " এমন কিছু শব্দ দিয়ে। তবুও বাবা করে যায় আমাদের জন্য, দিয়ে যায় তার সব।
বাবা মানেই কড়া রোদের মাঝেও একটুকরো ছায়া খুঁজে পাওয়া। বাবা মানেই প্রতিদিন বাবার প্লেটের খাবার তোমার প্লেটে আসা। বাবা মানেই আজকে আমার এতো টাকা লাগবে।
বাবা মানেই হাটি হাটি পা পা শুরু। বাবা মানেই শতবার হোচট খাওয়ার পরেও সেই হাত ধরেই উঠে দাড়ানোর আরেক প্রচেষ্টা।
বাবা মানেই "এগিয়ে যাও আমি আছি তো!!!!"
বাবা মানেই জীবন যুদ্ধে জয়ী নির্ভীক এক সৈনিক,,,,,,,,।💖
হে আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে দুনিয়া এবং আখিরাতের কল্যান দান করুন,
আমিন🤲
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮২০
তারিখ ১৬-০৬-২০২২ইং
🎀 মশিউর নেয়ামুল
ব্যাচঃ ১৫
রেজিষ্ট্রেশন নংঃ ৭৪২৮৮
জেলাঃ লক্ষ্মীপুর
উপজেলাঃ রামগঞ্জ
ব্লাড গ্রুপঃ A+
উওরা ঢাকা থেকে -
🎀 কাজ করছি - 🔔 এক্সপোর্ট গার্মেন্টস নিয়ে
🔔 পাবনার তাঁতের লুঙ্গি নিয়ে
🔔 রাঙ্গামাটির তাঁতের গামছা নিয়ে
🔔 হোমমেড আচার নিয়ে
যোগাযোগ অফিসঃ
হাউসঃ ২ (৩য় তলা) / রোডঃ ১১ / সেক্টরঃ ৬ /
উওরা ঢাকা- ১২৩০
☎️ 01967476586
💖 উদ্যােক্তা- Mosiur Stock Lot
পেইজটি লাইক দিয়ে ঘুরে দেখতে অনুরোধ করছি।
😍 জাযাকাল্লাহ খাইরান।