এই প্লাটফর্মে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। প্রতিদিন নতুন কিছু শিখতে পারছি।
🌷বিসমিল্লাহির রাহমানির রাহিম🌷
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু
🌺আমার জীবনের গল্প🌺
🍁সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রবের প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং মানবজাতি হিসেবে এই পৃথিবীতে প্রেরন করেছেন।
🍁দরূদ ও সালাম প্রেরন করছি প্রিয় নবীর (সাঃ)প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কিছুই সৃষ্টি করতেন না
🍁শুকরিয়া আদায় করছি আমার মা বাবার প্রতি যারা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন এবং অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন।
🍁কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যার নিরলস প্রচেষ্টার ফসল আজকের এই @নিজের বলার মত একটি গল্প@ ফাউন্ডেশন। যিনি নিস্বার্থভাবে কাজ করে চলেছেন লাখো তরুণ তরুণীর ভাগ্য পরিবর্তনে।
🌷আমার পরিচয় 🌷
আমার জন্ম 1983 সালের 31 ডিসেম্বর ব্রাহ্মনবাড়ীয়া জেলার বর্তমানে বিজয়নগর উপজেলার সাটিরপাড়া গ্রামে। আমরা তিন ভাই বোনের মধ্যে আমি সবার বড়।
বাবা কৃষি কাজের পাশাপাশি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
বর্তমানে অবসর সময়ে কৃষি নিয়ে সময় পার করেন। আমার মা ছিলেন গৃহিণী।
🌷আমার শিক্ষা জীবন 🌷
গ্রামের স্কুল থেকে প্রাইমারি এবং মাধ্যমিক শেষ করে ব্রাহ্মনবাড়ীয়া সরকারি কলেজ থেকে উচ্ছমাধ্যমিক ও বি বি এস ( ব্যচেলর অফ বিজনেস স্টাডিজ) এর উপর গ্র্যাজুয়েশন করে ঢাকা কলেজে মাস্টার্স এ ভর্তি হই। কিন্তু পারিবারিক দায়িত্ব নিতে গিয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিতে পারিনি।
🌷আমার জীবন যুদ্ধ 🌷
আমার জীবনের প্রথম যুদ্ধটা শুরু হয় আমার গর্ভধারীনি মা যখন এই পৃথিবী থেকে বিদায় নেন। 2009 সালের জুলাই মাসে আমার মা খুবই অসুস্থ হয়ে পরেন। একদিন হঠাৎ করে আমার মার পেটে প্রচণ্ড ব্যথা। সাথেসাথে সিএনজি অটোরিকশায় করে ব্রাহ্মনবাড়ীয়া শহরে বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করি। ডাক্তার প্রথমে ভেবেছিলেন এপিন্ডিসাইটিস এর ব্যথা তাই অস্ত্রোপচার করা লাগতে পারে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর কিছুই পেলেননা। শুধু কিছু ইনজেকশন দিয়ে তিন দিন ভর্তি থাকতে বললেন। আমার বাবা তখন সৌদি আরব থাকেন। আমার ছোট ভাই এবং ছোট বোন তারা তেমন কিছু বুঝে না শুধু কান্না করে। বড় সন্তান হিসেবে আমাকে সবকিছু করতে হয়। হাসপাতালে আমি আমার মার সেবা করি আর চোখের পানি ফেলি। তিন দিন পর মাকে বাড়ীতে নিয়ে গেলাম কিন্তু ব্যথা কমে আবার বাড়ে। কিছু দিন পর ডাক্তারের পরামর্শে আমার মাকে ঢাকা নিয়ে গেলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালাম।সেখানেও অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর কোন কিছু করতে পারলো না। আবার বাড়িতে নিয়ে আসলাম। কিছুদিন পর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। আবার ঢাকা নিয়ে ভর্তি করালাম। এদিকে টাকা পয়সা সব শেষ কি করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুদিন রাখার পর আবার বাড়িতে নিয়ে আসলাম। কিছুদিন পর 2009 সালের 25 ডিসেম্বর আমার মা আমার হাতের উপর মাথা রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেদিনের কষ্ট বলে বুঝাতে পারব না। তার কিছুদিন পর আমার বাবা সৌদি আরব থেকে ফিরে আসলেন কিন্তু আমার মাকে পেলেননা। মায়ের চিকিৎসা করাতে গিয়ে আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেল। চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে গেলাম। কিন্তু আত্মবিশ্বাস ছিল কিছু একটা করতে পারব কারন আমার মা আমার জন্য দোয়া করে গেছেন। সবার উদ্দেশ্যে একটি কথা বলব। যাদের মা বাবা দুনিয়াতে বেচে আছে তারা সবছেয়ে সুখি কারন যাদের মা বাবা বেচে নেই তারা আনুভব করতে পারে মা বাবা হারানোর ব্যাথা। আমি সবাইকে আহ্বান জানাব মা বাবার যত্ন নিন। তাদের দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে।
🌷আমার ঘুরে দাড়ানোর পল্প🌷
আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার আশা নিয়ে 2011 সালের 11 জুলাই দুবাইয়ের মাটিতে পা রাখলাম। চাকরি মোটামুটি খারাপ ছিলনা কিন্তু মনটা বসছিলনা এখানে। অনেক চেষ্টা করে এখানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এভাবে কয়েক বছর যাওয়ার পর ব্যবসার প্রতি আগ্রহী হয়ে উঠলাম। কারন আমার মনের মধ্যে ভয় কাজ করত যদি কোন সময় চাকরি চলে যায় তাহলে আমার বেকআপ কি আছে। তখন চিন্তা করলাম চাকরির পাশাপাশি একটা পার্টটাইম ব্যবসা কিভাবে করা যায়। যে কথা আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের প্রতিনিয়ত বলে যাচ্ছেন। কিছুদিন পর আমি বাংলাদেশের কিছু টি শার্ট রিসেলার হিসাবে বিক্রি শুরু করি চাকরির পাশাপাশি। আল্লাহর রহমতে কিছু দিনের ভিতর বড় কিছু অর্ডার পেলাম এবং দিন দিন অর্ডারের সংখ্যা বাড়তে থাকল তার একটাই কারন বলে আমি মনে করি, আমি আমার কমিটমেন্ট ঠিক রাখতাম এবং কোনদিন বেশি প্রাইস দিতামনা যেটা আমাদের প্রিয় স্যার আমাদেরকে সবসময় বলেন। যখন বড় অর্ডার পেতে শুরু করলাম তখন আমি প্রাইস কমিয়ে পাইকারি বিক্রি শুরু করলাম। তার পাশাপাশি কাস্টমার কিছু চায়না পন্যের চাহিদা দিল। কিন্তু যারা দুবাইতে চায়নিজ পন্য বিক্রি করছিল তাদের কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে নিতে হয়। তাই চিন্তা করলাম নিজে কিভাবে সরাসরি চায়না থেকে আমদানি করতে পারি। আমি যেখানে চাকরি করতাম সেটা ছিল একটি চায়নিজ কোম্পানি সেই সুবাদে তাদের সাথে আমার ভাল বুঝাপড়া ছিল। সেখানে আমার এক চাইনিজ বসের সহযোগিতায় সরাসরি চায়না থেকে পন্য আমদানি শুরু করি। পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস আইটেম। আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যেই আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই কারণ দুটি একসাথে সামলাতে আমি হিমশিম খাচ্ছিলাম। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালই চলছে।
🌷ফাউন্ডেশনের সাথে যেভাবে যুক্ত হলাম🌷
ইউটিউবে মাঝেমধ্যে স্যারের ভিডিও চোখের সামনে চলে আসত কিন্তু কোনদিন মনযোগ দিয়ে দেখিনি। হঠাৎ একদিন 28 জানুয়ারী 2022 সালে একদিন ইউটিউবে একটি ভিডিও আমার সামনে আসল যেখানে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার কোন একটি সম্মেলনের মঞ্চে বক্তব্য দিচ্ছেন তরূণদের উদ্দেশ্যে। তারপর আমি ঐ ইউটিউব চ্যানেলের কয়েকটি ভিডিও মনোযোগ সহকারে দেখলাম। আমার কাছে প্রতিটি ভিডিও খুবই ভাল লাগল এবং আমার মনে হল সবগুলোর ভিডিওর কথা আমার জীবনের সাথে উতপ্রোতভাবে জড়িত। সাথেসাথেই আমি কমেন্ট করলাম আমি এই গ্রুপে রেজিস্ট্রেশন করতে চাই। শ্রদ্ধার সাথে স্বরন করছি আমার প্রিয় ভাই জে এ পারভেজ ভাইকে যিনি আমাকে এই গ্রুপে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন এবং আরো স্বরন করছি সম্মানিত মডারেটর জিয়াউর রহমান ভাইকে যিনি আমাকে দুবাই মেসেন্জার গ্রুপে যুক্ত করেছিলেন। তার সাথে আরও স্বরন করছি মো: সোহরাব হোসেন ভাইকে যিনি আমাকে ব্রাহ্মনবিড়ীয়া মেসেন্জার গ্রুপে যুক্ত করেছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনিক দুবাই টিমের সকল দায়িত্বশীল ভাইদের প্রতি যাদের অনুপ্রেরণায় আমি এতদূর আসতে পেরেছি। এই প্লাটফর্মে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। প্রতিদিন নতুন কিছু শিখতে পারছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রানপ্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার ফসল আজকের এই প্লাটফর্ম 🌷নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন🌷
🌷পরিশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যারা এতক্ষন ধৈর্যসহকারে আমার জীবনের গল্পটি পড়েছেন। সকলের সুসাস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি।
স্ট্যাটাস অফ দ্যা ডে ৮২৪
তারিখ ২৭-০৬-২০২২ইং
💐 মোহাম্মদ মোশারফ হোসেন
💐ব্যাচ: 17
💐রেজিঃ 84191
💐এগ্রো ফোরাম ভলান্টিয়ার
💐ব্লাড গ্রুপ : B+
💐জেলা : ব্রাহ্মনবাড়ীয়া
💐 বর্তমান অবস্থান : দুবাই,রেমিট্যান্স যোদ্ধা
💐ফেসবুক লিংক:https://www.facebook.com/musharrof.hussain.71066