আরও দুই একজন ভাইকে নিজ অর্থের ধারা উদ্যোক্তা হতে সহযোগিতা করছি।।
#আসসালামু_আলাইকুম_ওয়া_রাহমাতুল্লাহ।
♥♥শুরু করছি পরম করুণাময় মহান রাব্বুল আলামিন এর নামে।
♦♦প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ্ এর দরবারে এবং সালাম ও দরুদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় স্যার,মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি আমাদের জন্য বিশাল ভাল মানুষের পরিবার তৈরি করে দিয়েছেন।।
♣♣প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে আমার জীবনের কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি।
♥♥আমি একজন কৃষক পরিবারের সন্তান। আমরা চার ভাই বোন,তিন বোন বড় আর আমি সবার ছোট। পরিবারের ছোট ছেলে হিসাবে সবার আদর, স্নেহ ও ভালবাসায় আমার বেড়ে ওঠা। শত কষ্টের মাঝেও বাবা-মা আমায় আগলে রেখেছেন তাদের ভালবাসায়।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার মায়ের হঠাৎ এক্সিডেন্ট। আমি তখন মাত্র অষ্টম শ্রেণীতে পরি । আমার মা কে প্রথমে আমাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হল। কিন্তু সেখানকার ডাক্তার রা অপারগতা প্রকাশ করে রেফার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে। সেখানে চিকিৎসা চলে এক মাসের ও বেশি সময় ধরে। সেই সময়ে দেখেছি হাসপাতালে বেডে মায়ের আর্তনাদ। কত কষ্টের আর নির্মম সেই দিনগুলো যা এখন ভাবলেও চোখে পানি চলে আসে। ওই সময় টা তে না পারছি আমার মায়ের কাছে হাসপাতালে থাকতে না পারছি ঠিকমতো পড়াশোনা করতে।।মা এর এত কষ্ট আমি নিজ চোখে দেখেছি কিন্তু মায়ের জন্য তখন তেমন কিছুই করতে পারি নাই। আমার মা দীর্ঘ কয়েকটি মাস একা একা চলতে পারে নি।তাকে আমি ও আমার বোনেরা মিলে সকল ধরনের সেবা যত্ন,ড্রেসিং করেছি। কাছে থেকে দেখেছি মায়ের চোখে কষ্টের পানি। না পারছে খাইতে না পারছে একা চলাফেরা করতে। এত কষ্ট সহ্য করেও আমাদের কে বুঝতে দেয়নি। সবসময় আমাদেরকে সাহস যুগিয়েছে।।
মা বাড়িতে না থাকার কষ্টটা তখন হাড়ে হাড়ে টের পেয়েছি। এখনো মাঝে মাঝে সেই মায়ের হাহাকার কষ্টের কথা অনুভব করি। তখন থেকে মায়ের প্রতি ভালবাসা আরও বেড়ে গেছে। যতদিন বেঁচে থাকবো মা-বাবা কে আমার প্রাণের চাইতেও বেশি ভালবেসে যাবো। সবাই আমার মা-বাবার জন্য দোয়া করবেন আল্লাহ্ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। ডাক্তার রা প্রায় হতাশা হয়ে বলেছিল বাঁচবে না আর বেশিদিন। যদিও বা ভাগ্যক্রমে বাঁচে বড়জোর দুই বছর বাঁচবে।।
♥♥এইভাবে দীর্ঘদিন চিকিৎসা শেষে মহান আল্লাহ্ এর রহমতে আমার মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আল্লাহ্ এর রহমতে আমার মা এখনো সুস্থ আছেন।তারপর আমার বাবা একটা কোম্পানিতে চাকরির সুবাদে চট্রগ্রামে যান। তখন আমার উপর মা কে দেখাশুনা এবং সংসারের গুরু দায়িত্ব পড়ে যায়।।
♦♦সবকিছু সামলেও চলমান রাখি আমার পড়াশোনা।। মা-বাবার দোয়ায় ও আল্লাহ্ এর রহমতে আমি মাদরাসা থেকে দাখিল (এস,এস,সি,) ২০০৬ইং সালে, আলিম (এইস,এস,সি) ২০০৮ ইং সালে এবং পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করি ২০১২ ইং সালে । ২০১৩ ইং থেকে চাকরিতে যুক্ত আছি এবং পরিবারের সবাইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ।পরিবারের সবার দোয়া এবং মা-বাবার ভালবাসাই আমার একমাত্র চলার পাথেয়।
♥♥ আমি ছোট থেকেই ভিন্ন কিছু করার প্রতি বেশি মনোযোগী ছিলাম। গতানুগতিক কোন কিছুই আমার ভাল লাগতো না। তারপর যখন আমি আমাদের প্রিয় প্লাটফর্ম ''নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন '' এ যুক্ত হলাম, প্রিয় স্যারের প্রতিদিনের সেশন গুলো পড়া শুরু করলাম তখন থেকেই মনের ভিতরে উদ্যোক্তা হবার সেই বাসনা টা আবার জেগে ওঠা শুরু হল। তখন থেকেই লেগে আছি প্রিয় প্লাটফর্ম এ, প্রিয় স্যার এবং গ্রুপের ভাই ও বোনদের কাছে থেকে নতুন নতুন কিছু শিখছি আর উদ্যোক্তা ও একজন ভাল মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি।নিয়মিত সেশন চর্চা ক্লাস ও স্যারের প্রতিদিনের সেশন এবং ভিডিও গুলো দেখে নতুন নতুন কিছু শিখতে পেরেছি। কথা বলার জড়তা কাটানোর চেষ্টা করে যাচ্ছি। কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে,ভাল ব্যবহার করতে হবে, মা-বাবা ও পরিবার এর সবার সাথে যোগাযোগ ও বন্ধন আরও অটুট রাখতে হবে সবই প্রিয় স্যারের সেশন থেকে শিখছি। সমাজে কিভাবে একজন ভাল মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে সেই শিক্ষাটাও এই প্রিয় প্লাটফর্ম থেকে শিখছি।। প্রিয় স্যার,প্রিয় অভিভাবক আমাদের সবার প্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতিটা শিক্ষা বুকে ধারণ করে সামনের দিনগুলো কাজে লাগাবো এবং একজন সফল উদ্যোক্তা হয়ে সমাজের কিছু বেকার, অসহায় মানুষের কর্মসংস্থান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্ ।ইতিমধ্যে আমার উদ্যোক্তা জীবন শুরু করে দিয়েছি চাকরির পাশাপাশি এবং আরও দুই একজন ভাইকে নিজ অর্থের ধারা উদ্যোক্তা হতে সহযোগিতা করছি।।
♥♥আর সবার কাছে দোয়া চাই সবার প্রিয় শিক্ষক ইকবাল বাহার জাহিদ স্যার ও তার পরিবারের জন্য। আল্লাহ্ যেন স্যারের পরিবারের সকলকে সবসময় ভাল রাখেন এবং নেক হায়াত দান করেন। আমিন।।
♥♥সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থেকে ছোট ভাই হিসাবে সহযোগিতা করবেন এবং লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি আন্তরিক সালাম ও ভালবাসা রইল।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮২৪
তারিখ ২৭-০৬-২০২২ইং
নাম: মোঃ রবিউল ইসলাম
নিজ জেলা: সিরাজগঞ্জ
উপজেলাঃ কাজিপুর
বর্তমান অবস্থান : পাবনা সদর
ব্যাচ নং-১৩
রেজিস্ট্রেশন নং-৫৪৭৩৩
রক্তের গ্রুপ : বি পজিটিভ
আমার ফেইসবুক পেইজ লিংক :https://www.facebook.com/AdilAdibaOnlineShoppingCenter/