কথায় কাত কথায় মাত কথায় জাত কথায় ভাত
💠💠💠গল্পে কথায় সেরা সেলপোস্ট💠💠💠
কথায় কাত
কথায় মাত
কথায় জাত
কথায় ভাত
বাঙ্গালিরা তার শ্রুতিমধুর কথাদ্বারা বিশ্ব জয় করে এসেছে।তাদের কথার জাদুতে মাতিয়ে রাখতে পেয়েছে পৃথিবীকে।কথার এই শৈল্পিক কারুকাজে এতটাই পারদর্শী বাঙালি, যেখানেই অবস্থান করুক না কেন,তার কথাতেই সেখানে সকলের মন জয় করতে পারে নিমিষেই।
কথায় কথায় চলুন একটা মজার গল্প সেয়ার করে আসিঃ
বিক্রয়শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কথা বা বাচনভঙ্গিমা।যে যত নিপুণভাবে কাস্টমার এর সাথে কথা বলে তার মন জয় করে নিতে পারে,কাস্টমার ততটাই জোড়ালোভাবে তার চিরস্থায়ী ক্রেতা হয়ে দাড়ায়।এটাই কথার জাদুতে বিক্রয়বৃদ্ধি।
মূল গল্পে আসা যাকঃ
গতকাল রাতে একজন জৈনক ব্যক্তির আগমন আমার ইনবক্সে। আমাদের কথোপকথনগুলো এরকম ছিলো অনেকটা:
আসসালামু আলাইকুম। কেমন আছ?
------------ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাল আছি? আপু কিছু বিষয়ে জানার ছিলো আপনার থেকে।যেহেতু আপনি অনলাইনে বিসনেজ করেন?
---------------জ্বী অবশ্যই। বলুন কি জানতে চান?
অনলাইনে বিসনেজ এর নামে লোক ঠকান কেন আপনারা?অনলাইনে এরকম নোংরা বিসনেজ করে লাভ কি আপনাদের?
-------------খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে এজন্য।
আসলে সকল মানুষের ব্যক্তিত্ব,মানসিকতা একই রকম হয়না।সকল মানুষ একই ধরনের নয় তাই।মন্দ- ভালো নিয়েই মানবজগৎ।যেমন রাত এবং দিন নিয়েই পৃথিবী। নিজেদের কার্যকলাপের মাধ্যমেই নিজেদের আচরন ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলি আমরা সর্বদা।এজন্যই সহজেই আমাদেরকে পৃথক করতে পারা যায়।আর এভাবেই পৃথককরণ প্রক্রিয়ার মাধ্যমেই আমরা খারাপ থেকে দুরে ও ভাল মানুষের নিকট অবস্থান করতে পারি।তার থেকে সেবা নিতে পারি।।
২য়ত অনলাইনে এমন নোংরা ব্যবসা করে কি লাভ?উত্তর প্রথমেই বলেছি,,,সকল মানুষই খারাপ নয়।তাই তাদের বিসনেস পলিসিও খারাপ নয়।আমাদের শুধু সঠিক মানুষ ও সঠিক প্রতিস্ঠান থেকে ক্রয় করতে হবে।।।।আসলে দুর্গন্ধ যেমন সুবাসের চেয়ে দ্রুত গতিতে ছড়ায়,ঠিক তেমনি খারাপ কাজগুলোও ভাল কাজের তুলনায় দ্রুত ছড়ায়।।
একটু নিজেই ভেবে দেখুন,অনলাইন থেকে কেনার পর ভাল প্রডাক্ট পেয়ে কতজন রিভিউ দিয়েছেন?
অথচ পন্য খারাপ হলে তার রিভিউ ঠিকই ছড়িয়ে দেওয়া হয় অনলাইনে। যেটা বেশি প্রচার হবে,সেটাই তো সকলের নজরে আসবে? তাই বলে কি ভাল বিক্রেতা নেই অনলাইনে,,, নাকি কেউ ভাল পন্য পাচ্ছে না অনলাইন থেকে? ভাল ঠিকই আছে,আমরা শুধু খুজে পাইনা হয়তোবা।।
★★★কৃতজ্ঞতা আপু সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।আসলেই আমরা যেটা দেখি,সেটাই বিশ্বাস করি।কিন্তু ভালো কিছু খোজার চেষ্টা কমই করি।
(বিঃদ্রঃ 💕💕💕কথাতেই কাত💕💕💕💕💕)
------------আসলে অনলাইনে বিসনেজ করারটা অনেক বেশি সহজ অফলাইনের তুলনায়।এখানে অফলাইনের দোকান/ শপ সাজানোর জন্য অনেকগুলো প্রডাক্ট কিনে স্টক করে বিসনেজ শুরু করতে হয়না।দোকান/ শপ নেওয়ার জন্যও বাড়তে টাকা খরচ হয়না।মোবাইলের মাধ্যমেই অল্প কিছু প্রডাক্ট নিয়ে শুরু করা যায়।।।তাছারা রিসেলিং প্রক্রিয়া তো আছেই।এটাতেও পন্য কিনতেও হয়না।মূল বিক্রেতা হতে কিছু পন্যের ছবি/ ভিডিও কালেক্ট করে সেল করতে পারে।অর্ডার নিশ্চিত হলে মূল বিক্রেতা পন্যটি পাঠিয়ে দেয়।অনেক সহজে রিসেলার হয়েও সেল করা যায়।।।
এত সুযোগ সুবিধা অনলাইনে ঘরে বসেই করা সম্ভব বলে অনলাইনে বিসনেজ এর প্রসার এতটা বেড়েছে।তাছারা করোনায় আমরা ঘরবন্দী ছিলাম। তখন বাইরে গিয়ে কেনাকাটা করার সুযোগ না থাকায় সকলেই প্রায় অনলাইনমুখি হয়ে গেছে।এছারাও উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে আমাদের দেশও।পরিবর্তন তো আসবেই।তাই অফলাইনের পাশাপাশি অনলাইনেও ব্যাপক প্রসারতা বৃদ্ধি পেয়েছে বর্তমানে।।
★★★আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন।যে কোন প্রশ্নের উত্তরও কতটা সহজে সাবলিল ভাষায় বুঝিয়ে দিলেন।এখন বুঝতে পারছি,,অনলাইনে ভাল মানুষ ও ভাল বিক্রেতা অবশ্যই আছে।আমাদের শুধু খুজে নিতে হবে তাদেরকে।।
(বিঃ দ্রঃ 💕💕💕💕কথাতেই মাত💕💕💕💕)
★★★কিছু মনে না করলে আরেকটা প্রশ্ন করতে পারি?
------------জ্বি অবশ্যই।
★★★আমি শুরুতেই অনেকটা বাজে ভাবে আক্রমন করেই প্রশ্নগুলো করেছিলাম? এরপরও আপনি কোন রিয়েক্ট না করে সহজভাবে সেগুলো গ্রহন করছেন, এবং উত্তর দিয়েছেন? কিভাবে সম্ভব এগুলো?আসলে আমি লজ্জিত কিছুটা! কিছু মনে করেন নি তো আমার প্রশ্নগুলোতে?
-------------যেহেতু অনলাইনে কাজ করি,তাই এই বিষয়ে জানার কৌতুহল থাকতেই পারে অনেকের।তাছারা আমার কথা,আমার আচরন এগুলোর মাধ্যমেই আমার পরিচিতি আপনি সহজেই বুঝতে পারবেন।আর মানুষের পরিচয় তার আচরনেই।নামে নয়।
আপনার জানার কৌতুহল হয়েছে,তাই প্রশ্ন করেছেন? আমার উত্তর জানা ছিলো,তাই সহজেই সেটার উত্তর দিতে পেরেছি।।।তাছারা যে কোন বিষয়কেই সহজভাবে পজিটিভলি নিতে হয়।এতে জীবনে চলার পথটাও সহজ ও সরল হয়।।।
★★★আপনার প্রতিটি কথাতেই মুগ্ধ হচ্ছি আমি।সত্যি আপনার কথা বলার দক্ষতা অসাধারণ।
(বিঃ দ্রঃ 💕💕💕💕কথাতেই জাত💕💕💕💕)
★★★আপু আমি আপনার "" ইসলামিক গিফট প্যাকেজ"""" টি নিতে চাচ্ছি।আপনার গিফট প্যাকেজটি খুব ভাল লেগেছে আমার।আমার মা- বাবার জন্য নিতে চাচ্ছি।২টো প্যাকেজ সুন্দরকরে প্যাক করে পাঠিয়ে দিবেন প্লিজ এই ঠিকানায়।।
*****************
আর আপনার বিকাশ নাম্বারটি দিবেন।আমি হাদিয়া পাঠিয়ে দিচ্ছি প্যাকেজের।।
-------------কৃতজ্ঞতা ভাইয়া আমার থেকে প্যাকেজগুলো নেওয়ার জন্য।আসলেই প্যাকেজটি খুবই সুন্দর ও মূল্যবান।যা নিয়মিত ব্যবহারে ব্যক্তি জীবনের সকল সমস্যা দুর হয়,এবং দুনিয়া ও আখিরাতের পথ সুগম হয়।। আন্টি প আংকেল এর জন্য অনেক অনেক দোয়া রইলো।
বিকাশঃ************
(বিঃ দ্রঃ 💕💕💕💕কথাতেই ভাত💕💕💕💕)
★★★অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু আপনাকে এতটা সময় নিয়ে কথা বলার জন্য।আপনার জন্যও অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনার ব্যবসায়িক সফলতা কামনা করছি।।।ভাল থাকবেন সর্বদা। আল্লাহ হাফেজ।।।
-----------ফি আমানিল্লাহ।।
এই হলো আমার বিক্রয়গল্প।।যদিও ভাইয়াটি কেনার উদ্দেশ্য নিয়ে আমাকে নক করেনি।অনলাইন সম্পর্কে তার ভ্রান্তধারনাগুলো নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন/ কথা শোনাতেই নক করেছিলো।কিন্তু সেই কথার মায়ায় জড়িয়েই তিনি হয়ে গেলেন আমার ক্রেতা।।।
তাই আমাদের সর্বদাই সুন্দরভাবে কথা বলতে হবে সকলের সাথে।বিশেষকরে কথাচর্চা করতে হবে নিয়মিত।।।এতেই আমাদের বাচনভঙ্গি শ্রুতিমধুর হবে সর্বদাই।।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮২৫
তারিখ ২৮-০৬-২০২২ইং
সোনিয়া সালমান
কন্টেন্ট রাইটার
রেজিষ্ট্রেশন নংঃ৫৭২১৪
ব্যাচ নংঃ১৩
24/7 লাইভ সাপোর্ট টিম
কেরানীগঞ্জ জোন
কাজ করছি" ইসলামিক গিফট প্যাকেজ" নিয়ে।।
হাদিয়াঃ১০০০ টাকা