অন্তত একজন মানুষের ভাগ্য যাতে বদলাতে পারি।
🌻🌻🌻🌻🌻জীবনের গল্প
😪অভিশ্পত বেকার জীবন থেকে উঠে আসা এক নারী।
গল্পটা পড়ার অনুরোধ রইলো,,,,,,,,,,,,,,,
🤚আসসালামুআলাইকুম.
🤲সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার যিনি আমাকে সৃষ্টি করেছেন ও সুস্থ রেখেছেন।
🤲শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা-মাকে। যাদের কারনে এসেছি এই পৃথিবীতে। বড় হয়েছি তাদের অকৃত্রিম ভালোবাসায়। যাদের ঋণ কখনো শোধ হবার নয়।
👉 ❤️❤️কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি এই ভালবাসার প্লাটফর্ম । নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। ভালো মানুষ গড়ার কারিগর। পথহারা বেকারদের পথের দিশারি।
আমাদের সবার অভিভাবক প্রিয় মেন্টর
জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। স্যার এর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
➡️ চলে যাচ্ছি মূল পর্বেঃ
🔶 আমার পরিচয়-
আমার নাম জান্নাত ছামা । মৌলভীবাজার জেলায় কুলাউড়া উপজেলার মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। এক ভাই এক বোন আমরা। বাবা আমি অর্নাস দ্বিতীয় বর্ষ থাকাকালীন সময়ে হঠাৎ মৃত্যুবরণ করেন। আমাদের আর্থিক অবস্থায় মুটামুটি ভালো ছিল।
🔶 আমার শিক্ষা জীবন -
পড়াশোনায় তেমন খারাপ ছিলাম না। প্রাইমারি স্কুল শেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগে ভর্তি হয়।যেহেতু অধ্যয়নরত অবস্থা বাবা মারা যান সেহেতু পড়ালেখা চালিয়ে যেতে একটু সমস্যা হয়েছিল।কিন্তু আল্লাহর রহমত চাচার সহযোগিতায় আমি আমার মাস্টার্স ডিগ্রীটা সম্পূর্ণ করি।
🔷 কর্ম জীবন -
২০১৯ সালে ইন্টারনীশীপ ও প্রাইভেট পড়ানোর মাধ্য আমার চাকরি জীবন শুরু হয় । কিন্তু কিছু ব্যাক্তিগত কারণে হোস্টল ছেড়ে বাড়িতে আসার কারণে টিউশনিটি ছাড়তে হয় শুরু হয় অভিশপ্ত বেকার জীবন। বাড়িতে এসে অনেক জায়গায় একটা চাকরির জন্য সাক্ষাৎকার দিলাম কিন্তু একটা চাকরি আমার কপালে জুটলো না। কোম্পানিতে চাকরি কর মিনিমাম ২/৩ বছরের অভিজ্ঞতা লাগে। অনেক চাকরির জন্য আবেদন করতে পারিনাই অভিজ্ঞতা নেই বলে। বেকারত্ব একসময় আমাকে ডিপ্রশনে নিয়ে য়ায়। আমার এ অবস্হা দেখে আমার এক ব্ন্ধু আমাকে ঘরে বসে কাপড় বিক্রয় পরামর্শ দেয়।যদি প্রথমে আমার ইচ্ছে ছিলনা পরে তার অনুপ্রেরণা ব্যাবসা শুরু করতে রাজি হয়।কিন্তু তখন ইনভেষ্টমেণ্ট নিয়ে সমস্যা দেখা দেয়। কেউ আমাকে এ কাজে কোন রকম অর্থ দিতে রাজি হননি।মায়ের কাজ থেকে জোরাজুরি করে ৩ হাজার টাকা নিয়ে প্রথম দফায় কাপড় নিয়ে আসি।২০২১ সালের অক্টোবর মাসে আমার ব্যাবসার যাত্রা শুরু হয়।ছোট ভাই একটা দর সহযোগিতায়া ফেইসবুকে একটা পেইজ খুলি। যদি প্রথম দফার কাপড় আত্মীয় মাধ্যমে সব সেল হয় য়ায়।কিন্তু খুব অল্প পরিমাণে মুনাফা অর্জন হয়। কিন্তু তখন বিপত্তি শুরু হয় আমার চাকরির চেষ্টা বাধ দিয়ে ব্যাবসা শুরু করাটাকে আমার পরিবারে মানুষ ভালোভাবে নেইনি। তখন আমার উপরে ব্যাবসা বন্ধ করার চাপ আসে। কিন্তু আমার ছোট বেলা থেকে নিজে স্বাধীনভাবে কাজ করার উদ্দেশ্য থেকে আমি নিজের জেদ বলবৎ রেখে ব্যাবসাটা চালিয়ে যাই।কিন্তু কিছু দিন পড়ে ব্যাবসায় মন্দা ভাব দেখা দেয়। আমি আবোরো হতাশ হয়ে ব্যাবসা বন্ধ করার সিন্ধান্ত নেই। ঠিক এ সময় এ গ্রুপের একজন কুলাউড়া আপুর সাথে পরিচিত হয়।আপুর পরামর্শে নিজের বলার মতো ফাউন্ডেশনের গ্রুপে রেজিষ্ট্রেশন করি এবং ৯০ দিনের সেশন চর্চায় অংশহগ্রহন করিদিলো।স্যারের প্রতিদিন সেশন চর্চায় কথা গুলো মন দিয়ে শুনে নিজের জীবন সেই অনুযায়ী পরিচালিত করতে থাকি। এখন যখন কিছু হতাশায় ভুগি তখন স্যারের লেগে থাকুন সাফল্য আসবে ঐ কথা মনে করে আবার পুরোদ্যমে কাজে ঝাপিয়ে পড়ি। স্যার বলেছিলেন অন্যের কথায় কান না দিয়ে নিজের উপর আত্নবিশ্বাস রেখে কাজ চালিয়ে যেতে এখন আমি সে অনুয়ায়ী চলি।গ্রাম থেকে ব্যাবসা করাটা অনেক কষ্টে ছিলো।যেহেতু এ কাজে ফ্যামিলির কেউ সাপোর্ট ছিলোনা পন্য ডেলিভারি থেকে শুরু করে পন্য স্টক করা সব কাজ নিজে একা করেছি।অনেক সময় না খেয়ে ঘন্টার পর ঘন্টা পন্য ডেলিভারির জন্য কাস্টমারের বাসার সামনে দাঁড়িয়েছি।নিজের আত্মীয় স্বজনের কাছে অনেক কটু কথা শুনতে হয়েছে। কিন্তু এখন যখন সাফল্য অর্জন করতেছি সবাই প্রশংসা করতেছি।এ গ্রুপে জয়েন হবার পর নিজ জেলারঅনেক আপু ভাইয়া ব্যাক্তিগতভাবে পরামর্শ দিয়ে সাহায্য করছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি
ইকবাল বাহার জাহিদ স্যারের একটা বাণী 👉
🌼 স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন ও লেগে থকুন - সফলতা আসবে করেউটিউব
❤️ আর তখনই স্যারের সেই কথাটি আমার মনে পড়ে গেল "লেগে থাকুন"
👉 স্যার একটা কথা বলেছিলেন কাস্টমারের পছন্দ কি এবং কাস্টমার কি চাইতেছে সেটা আপনাকে বুঝতে হবে। মার্কেট এনালাইসিস করতে হবে । কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করলে আপনার বিক্রি বৃদ্ধি পাবে এবং আপনি ব্যবসায়ে সফল হতে পারবেন।
পরিশেষে ঠিক আমি সেই কাজটাই করি। মানুষের চাহিদা অনুযায়ী ব্যাবসার পন্য নির্বাচন করি।
👉 স্যার আরো একটা কথা বলেছিলেন। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে পাগল বলবে তখন মনে করবেন আপনি ভালো কিছু করতে যাচ্ছেন। আপনি সফলতার অনেক কাছাকাছি আছেন।
কে কি বল্লো সেই দিকে কান না দিয়ে নিজের লক্ষ ঠিক করে কাজ করতে থাকুন। দেখবেন সফল আপনিই হবেন।
👉 স্যার বলেছিলেন যেটা আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, আপনি পারবেন কি না ভাবছেন। সাহস করে শুরু করে দেন দেখবেন একটা সময় সেটা আপনার কাছে সোজা মনে হবে। সত্যি তাই।
👉 স্যার আরো একটা কথা বলেছিলেন। কাজকে ভালবাসুন, কাজের সাথে প্রেম করুন তখন কাজ করতে আপনি অনেক আনন্দ পাবেন।
🔷 আমার স্বপ্ন -
যাই হোক আমার আর একটা স্বপ্ন আছে। সেটা হচ্ছে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে। সেই ছোট বেলা থেকে এই স্বপ্ন। নিজের বলার মতো একটা গল্প তৈরি করবো আমি সব সময় স্বপ্ন দেখি একজন সফল উদ্যোক্তা হওয়ার৷ নিজের ফ্যামিলির পাশাপাশি আরো অনেক হতদরিদ্র মানুষের সাহায্য করবো। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। বেকার ভাই-বোনদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। নিজে ভালো থাকার পাশাপাশি অন্যদেরকেও যেন ভালো রাখতে পারি অন্তত একজন মানুষের ভাগ্য যাতে বদলাতে পারি।
❤️ প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা, কৃতজ্ঞতা এবং দোয়া। সৃষ্টিকর্তা যেন স্যারকে সুস্থ রাখেন। যেন আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাক
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ
মোতালেব হোসেন ভাইয়া
রাশিদা চৌধুরী আপু
সবাই আমার ও আমার পরিবারের ও আমার ছোট উদ্দ্যকেরজন্য আশীর্বাদ করবেন।
🙏পরিশেষে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মহা মূল্যবান সময় ব্যায় করে আমার জীবনের গল্প পড়ার জন্য।
এই গল্পটা আমার বাস্তব জীবন নিয়েই লেখা। যদি আমার গল্প পড়ে আপনাদের ভালো লাগে অথবা এই গল্পটা থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে সুন্দর এবং গঠনমূলক মন্তব্য আশা করবো
📌স্ট্যাটাস অফ দ্যা ডে -৮২৮
তারিখ -০২-০৭-২০২২ইং
✅নামঃ জান্নাত ছামা
✅ব্যাচ নং - ১৭
✅রেজিষ্ট্রেশন নং- ৮৪২৮৬
✅জেলা. মৌলভীবাজার
✅বর্তমান ঠিকানা - মৌলভীবাজার
ফেসবুক পেইজ লিংক - https://www.facebook.com/Jannatfashion-100910141727644/
আপনারা সবাই আমার কাছে পাবেন থ্রী পিস কসমেটিক চায়না পন্য।