শুধু মাত্র একটু সময় ব্যায় করতে হচ্ছে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
২/৭/২০২২
👉স্বপ্ন দেখুন সাহস করুন
শুরু করুন লেগে থাকুন
সফলতা আসবেই.
👉স্যারের সম্পর্কে আমার অনুভূতি .......
আসসালামু আলাইকুম।
👉 আজ প্রথম বারের মতো সাহস করে লিখতে বসলাম। আর আমার এই লেখা একজন মহা নায়ক কে নিয়ে যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্রতি নিয়ত নতুন নতুন অনেক কিছুই শিখছি।
জি হ্যাঁ....
একজন মহা নায়ক এর কথা বলছিলাম যে মহা নায়ক প্রতি নিয়ত আমাদেরকে শিখিয়ে যাবার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই মহান সূর্দৃষ্টি সম্পন্ন মহা মানব আমাদের সবার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি রইল গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।
👉পৃথিবীতে স্বপ্নবাজ মানুষের অভাব নেই তারা সবাই স্বপ্ন দেখে নিজ নিজ প্রয়োজন মেটানোর জন্য। সেখানে আমাদের প্রিয় স্যার অন্য সবার চাইতে ব্যাতিক্রমী একটি চরিত্র। তিনি স্বপ্ন দেখেন আমাদেরকে নিয়ে। আমাদের কিসে ভালো, কিসে মন্দ আমাদের জন্য কি করলে ভালো হবে?
আর কি করলে মন্দ হবে?
এই নিয়েই তার যত ভাবনা। আমাদের যেনো ভালো হয় এই নিয়েই সারাক্ষণ স্বপ্ন দেখেন স্বপ্ন বুনেন হৃদয়ের গহীনে।
👉 সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমাদের মাঝে বিতরণ করেন নিত্য নতুন সেশন যা চর্চা করে আমরা নতুন নতুন স্কিল অর্জন করি এবং অমাদের উদ্যোক্তা জীবন বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি অবিরাম। আর এই চেষ্টার ফলেই অনেকেই এখন এক-এক জন সফল উদ্যোক্তা হিসাবে আমাদের মাঝে অবির্ভূত হয়েছেন।
যারা কখনো কোনো সময় কোনো দিন চিন্তাই করনি কোনো একটা উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হবে। তারাই এখন প্রিয় প্লাটফর্মের প্রিয় স্যারের ৯০ দিনের প্রশিক্ষণ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আপন মহিমায়। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে যার উদাহরণ হাজার হাজার। আবার কেউবা বিফল হয়েছেন কিন্তুু তাই বলে হাল ছেড়ে দেননি। আবার নতুন করে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্যারের নতুন নতুন সেশন চর্চার মাধ্যমে। এখানে আমাদের না দিতে হচ্ছে কোনো অর্থ না,দিতে হচ্ছে কোন পরিশ্রম। আমি নিশ্চিত করে বলতে পারি আমরা যদি ৯০ টা সেশন মনোযোগ দিয়ে সম্পুর্ন করতে পারি তাহলে এই পরিশ্রম আমরা ভালোবাসে আমাদের জীবন পরিবর্তন করার তাগিতে করে যা যাবো।
👉 শুধু মাত্র একটু সময় ব্যায় করতে হচ্ছে। আর এই সময় টুকু ব্যায় করার মাধ্যমে আমরা পাচ্ছি ঘুরে দাঁড়ানোর রসদ। আমরা প্রতি দিন কত সময় যে অপচয় করছি অযথা তার কোনো হিসাব নাই। এই অযাচিত সময় ব্যায় না করে স্যারের ৯০ দিনের যে শিক্ষা তার পিছনে কিছু সময় ব্যায় করলে জীবনের পরিবর্তন অনিবার্য। কারণ টানা ৯০ দিনের শিক্ষার মধ্যেই আছে জীবনের বলার মতো একটা গল্প তৈরী করার সকল রসদ-পাতি। তিনি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছেন অবিরাম। তিনি অঙ্গীকার করেছেন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি কাজ করে যাবেন আমাদের জন্য।
আমি স্যারের একটা সেশন পড়েই এই ফাউন্ডেশনের প্রেমে পড়ে যাই। আর সেই সেশনটা ছিল আমার প্রথম সেশন। যে সেশনে স্যার চমৎকার ভাবে আমাদের জীবনের হিসাব দিয়ে দিয়েছেন৷ এর আগে কখনো ভাবিনি এমন করে। সেই সেশনটা ছিল,,,,
আমাদের একটা জীবনের (গড় আয়ু ৭২ বছর ধরে) -
২৩ টা বছর শুধু ঘুমিয়েই কাটাই,
৭ বছর খেতে চলে যায়,
৮ বছর বাথরুমে কাটাই আর
১০ বছর কাটে যানজটে
কাজ (পড়াশুনা, চাকরী/ব্যবসা) আর বিনোদন ও অন্যান্য কাজের জন্য থাকে মাত্র ২৪ বছর !!!
এবার আপনিই বলেন আমাদের সময় নষ্ট করা কি উচিৎ???
👉 নিজের জীবনের কিছু কথা
👉 আমি নুরুল ইসলাম
আমি একজন মধ্যবিত্য পরিবারের সন্তান আমার বাবা একজন কৃষক। সাথে কিছু ব্যবসা করতো এই দিয়ে কনো মতো আমাদের সংসার চলতো। আমারা দুই ভাই দুই বোন আমি সবার বড়। আমার নিজ জেলা রাজবাড়ী সদর। ৪নংআলীপুর ইউনিয়ন গ্রাম আলাদিপুর। এই ছোট্টো গ্রামেই বড় হই। আমি যখন ক্লাস ফাইবে পড়ি তখন থেকে সংসারের ব্যপারে কিছু কিছু বুঝি।তখন থেকে দেখছি বাবা সংসার চালাতে খুব হিমশিম খাচ্ছে। ঐখান থেকেই ভাবলাম আমারও কিছু একটা করার দরকার। তারপর থেকে মাঝে মধ্যে বাবার সাথে কৃষি কাজে সাহায্য করতাম। এভাবেই চলতে থাকলো আমাদের সংসার।তারপরে কয়েক বছর পর আমি অনেক কষ্টের বিনিময়ে S S C পরিক্ষা দিলাম 2000 সালে। তার পরই শুরু হলো আমার জীবন যুদ্ধ। পারি দিলাম বিদেশে কারণ আমার বাবার অনেক কষ্ট হছছিলো সংসার চালাতে।
👉বাবা মায়ের কথা না বললেই না ঃ-
👉👳♀️👳♀️আমার বাবা👳♀️👳♀️
আমার বাবা সম্পর্কে যত বলব মনে হবে কম বলছি, সব থেকে বড় কথা আমার বাবা একজন সৎ ও পরোপকারী, একজন পজিটিভ ভালো মনের মানুষ। বাবা খুব দানশীল, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আমার বাবা আমাদের সাথে সব সময় একটা কথা বলে থাকে যে কারো কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে না। কিছু দেয়ার চেষ্টা করবা। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার বাবা দুইবছর যাবত অনেক অসুস্থ অনেক ডাঃ দেখিয়েছি কোন লাভ হয়নি।শরীলে কোন রোগ পাওয়া যায়নি।সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
👉🧕🧕 আমার মা 🧕🧕
মা আমি তোমাকে অনেক বেশি ভালবাসি। আমার মা একজন গৃহিনী। আমার মা পাঁচ ওয়াক্ত নামাজ পরেন এবং অনেক পর্দাশিল। জীবনে অনেক কষ্ট করেছেন। সংসারের পুরো প্রেসার মায়ের উপরেই পড়ে। মা আমাদের সবাই কে এমন ভাবে লালন পালন করেছে যে।গ্রামের মানুষ কখনো কনো অভিযোগ আনেন নাই। আমার মা,বাবার সেবা করতে করতে অসুস্থ ।দোয়া করবেন সবাই আমার মায়ের জন্য।
মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন থাকবে।ভালবাসা অবিরাম। মা,,, বাবা।
👉 প্রবাসী জীবন
13/10/2000 ইং
প্রবাস যাত্রা আমার মামা প্রবাসে ছিলো মামার মাধ্যমে বাহারাইনে আসলাম। কষ্ট কি জিনিস দেশে তেমন বুঝি নাই। বাহারাইনে আসার পরে কনো কাজ যানিনা কি করবো তাও যানি না। আবার বাবা মা ভাই বোন সবাকে ছেড়ে আসার যে কষ্ট তাও সইতে পারি না। রাতে ঘুম আসতোনা বসে বসে কাদতাম এভাবে কিছু দিন যাবার পরে একটু স্বাভাবিক হলাম। পরে একমাস অতিবাহিত হবার পরে মামা একটা কাজ যোগার করে দিলো। তাও গাড়ী পরিস্কার করার কাজ। কারন আমিতো কনো কাজ যানিনা। যাই হোক কয়েক মাস করতে করতে কাজ গুলো চলে যায় কারন গাড়ীটাও ওদের মন মতো পরিস্কার করতে পারতাম না । তখন আবার কি করবো আবার একজনের মাধ্যমে বিল্ডিংয়ের কাজে যাই সেখানে ও অনেক কষ্ট যাই হোক কয়েক মাস করলাম। পরে কষ্ট সইতে না পেরে সে কাজটাও ছেড়ে দেই। পরে আবার কম বেতনে একটা দোকানে কাজ নেই।সেখানে প্রায় এক বছর কাজ করি এই কাজের ফাকে ফাকে গাড়ী চালানো শিখি। এখন আমি একটা খেলা দুলার একটা ক্লাবে কাজ করি। এভাবেই কেটেগেলো দির্ঘ 22 টা বছর প্রবাসে।
👉 ফাউন্ডেশনে যুক্ত হয়ার আগে।
ফাউন্ডেশনে যুক্ত হয়ার আগে আমি ঠিক মতো কারো সাথে কথা বলতে পারতাম না। সেই কথা বলার জড়তা কাটালাম। মানুষের সাথে কি ভাবে কথা বলতে হয় যানতাম না। অনলাইন বিজনেস কি সেটা যানতাম না। পার্টনারে কি ভাবে ব্যবসা করতে হয় যানতাম না। প্রেজেন্টেশন কি ভাবে দিতে হয় যানতাম না। আরো অনেক কিছু যানতাম না।
👉ফাউন্ডেশনে যুক্ত হয়ার পরে।
অনলাইন বিজনেস কি সেটা যানলাম। বিজনেস কি ভাবে করতে হয় সেটা জানলাম। পার্টনারশিপ ব্যবসা কি ভাবে করতে হয় জানলাম। টিমকে কি ভাবে লিড দিতে হয় জানলাম আরো ইত্যাদি জিনিস শিখলাম এখানে।
👉ফাউন্ডেশনে যুক্ত হয়ার মাধ্যম।
আমার এক কলিগ মোঃ লিটন ভাই সব সময় দেখি মিটিং করে। জিজ্ঞাস করলাম ভাই এটা কিসের মিটিং। তখন
মোঃ লিটন ভাই বললো। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের। তখন আমি কিছু কথা শুনি সবার, ভালোই লাগলো। তখন লিটন ভাইকে বললাম আমিও যুক্ত হবো। যোগাযোগ করতে থাকলাম। দেখলাম এক ভাই পোস্ট দিছে কেউ রেজিস্ট্রেশন করতে চাইলে যোগাযোগ করেন। তখন ঐ ভাইকে আমার সবগুলো তথ্য পাঠাই। ভাইয়া আমাকে রেজিষ্ট্রেশন করে দেন। সেই থেকে সেশন চর্চা করা শুরু ।
👉স্যার সব সময় একটা কথা বলেন সবাই হয় তো উদ্যোক্তা হবে না তবে আমি নিশ্চিত বলতে পারি আপনার জীবন বদলে যাবে।
আমি ও আমার জীবন কে বদলাতে চাই, হতে চাই একজন ভাল মানুষ। দাড়াতে চাই অসহায় মানুষের পাশে, পুর্ণ করতে চাই নিজের সপ্ন ও তৈরি করতে চাই কিছু মানুষের ভাগ্য। যাতে করে নিজেই নিজের বলার মত একটা গল্প তৈরি করতে পারি। জানিনা পুরন হবে কি না আমার সপ্ন। তবে হাটছি সেই সপ্ন পুরনের লক্ষে।শুরু করছি কিছু কাজ সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন আমার সপ্ন পুরন করতে পারি।
👉 এতক্ষন ধৈর্য্যধরে আমার জীবনের বাস্তব কিছু কথা গুলো পড়ার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দোয়া রইলো সবার প্রতি।
👉 পরিশেষে বলতে চাই স্যার আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে নিজ নিজ জীবনে কাজে লাগিয়ে আমরা যেনো ভালো মানুষ হয়ে সমাজে মাথা উচু করে চলতে পারি মহান রাব্বুল আলামিন যেন আমাদরে প্রত্যেকে সেই তৌফিক দান করেন।
আমিন আমিন আমিন
সবাই আমার জন্য দোয়া করবেন।
👉বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার আবেদন রইল সবার প্রতি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮২৯
তারিখ ০২-০৭-২০২২ইং
মোঃনুরুল ইসলাম
ব্যাচ নংঃ১৭
রেজিঃনংঃ৮৮৮৩৩
জেলাঃরাজবাড়ী সদর
আজীবন সদস্য
এগ্রোফরাম সদস্য
বর্তমানে আমি আছি বাহারাইন