জীবনটা ভালো ভাবে রাঙাতে পারব সাজাতে পারব একজন ভালো মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবে।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু । 📨অন্য ধর্মের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।
📌পরম করুনাময় মহান আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহপাক যেন আমার কথাগুলো সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
😍বিসমিল্লাহির রহমানুর রাহিম😍
📌সকল প্রশংসা মহান রব্বুল আলামীনের দরবারে যিনি আমাকে সৃষ্টি করছেন শ্রেষ্ঠ হিসেবে। সকল নিয়ামত দান করেছেন আমাদের জন্য।
🙏প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় কারো মনের কষ্ট লেগে থাকলে ক্ষমা করে দিবেন।
💫কোথা থেকে লেখা শুরু করব আমি জানিনা।
তবু একটা লজিক দিয়ে শুরু করি)-
👨🏫একদম গ্রামের একজন ছাত্র /ছাএী কোন শিক্ষকের কাছে টিউশনি করাতে গেলে 300 থেকে 500 টাকা দিতে হয় একটি সাবজেক্টে।
👨🏫আবার যদি শহরে কোন ছাত্র/ছাএী টিউশন করতে চায় তাহলে বাবা-মার গুনতে হয় 5000 থেকে 10000 টাকা
💻🖥️এমনকি অনলাইনে যে কোন কোর্স করতে চাইলে টাকা গুনতে হয় 10 থেকে 20 হাজার টাকা
কিন্তু প্রিয় মেন্টর 🏅🏅🏅 জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
🎲আমার উপরের সকল লজিক উলটপালট করে দিয়েছেন। এবং সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
🧔বাবা, দাদার মুখে গল্প শুনেছি আগে পাঠশালাতে বিনামূল্যে পাঠ্যবই শিক্ষা প্রদান করা হতো।
🔎কিন্তু আজ বাপ-দাদাদের মুখের গল্প গুলো সত্যিই করেছেন এই যুগের হাজারো তরুণ-তরুণী লাখো-কোটি উদ্যোক্তাদের হৃদয়ের স্পন্দন। আমার চোখে
বিশ্বসেরা-🗡️ সিনবাদ জনাব ইকবাল বাহার জাহিদ স্যার
📣 কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এতো সুন্দর একটি প্লাটফর্ম তৈরি করেছেন, যেখানে কোটি, কোটি তরুণ তরুণী উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেযাচ্ছে।
এই প্লাটফর্মের মাধ্যমে নিজেকে খুজে পেয়েছি। ইনশাআল্লাহ অনেক দূর যেতে চাই। আপনাদের সাথে থেকে।
💝আমি আপনাদের সাকিবুল হাসান।
জন্ম ঃ২১/০৮/১৯৯৭ইং।ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা বেশি পছন্দ করতাম।
পড়াশোনা এসএসসি, এইচএসসি, এবং ডিগ্রী শেষ করে হাঁপিয়ে উঠেছি।
💖💖💖💖স্বপ্ন💖💖💖💖
স্বয়নে স্বপনে স্বপ্ন ছিল ক্রিকেটার হব বড় হয়ে -
এলাকায় ছোট-বড় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতাম
এমনকি বগুড়া জেলা টিমের হয়ে সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলেছি।
পরে লক্ষ পুরোণের জন্য চলে আসলাম ঢাকাতে।
ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব ক্রিকেট একাডেমিভর্তি হয়ে গেলাম।
😁😁😁মজার বিষয় স্বপ্ন আর আমার পূরণ হলো না কিন্তু স্বপ্ন সুপার শপে একটা চাকরি হয়ে গেল।
💔💔টানা দেড় বছর চাকরি করি। চাকরি করা অবস্থায় আমারও মাথায় অন্য কোম্পানির যাওয়ার চিন্তা চলে আসে।
👉একটা সার্কুলার দেখি এবং এপ্লাই করি
🤝🤝🤝আমার আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চাকরিটা হয়ে যায়।
📌📌কম্পানি আমাকে পোস্টিং দেয় চুয়াডাঙ্গা,, কিন্তু চরাঙ্গা নামটা পছন্দ না হওয়ায়🤭
এডমিন কে আমি আবার ধরে বসি দয়া করে আমাকে অন্য জায়গায় পোস্টিং দেন।
স্যার আমার কথা শুনে এবং খুজে কোথায় ফাঁকা আছে দেখতে পাই কক্সবাজারে ফাঁকা আছে।
📌আমাকে বলে সাকিব আপনি কি কক্সবাজারে চাকরি করবেন। আমিতো কক্সবাজারের কথা শুনেই মহাখুশি জীবনে কখনো কক্সবাজার যায়নি স্যার কে সঙ্গে সঙ্গে বলি জি স্যার আমি রাজি এবং আমি যেতে চাই।
📌এবার জীবনের সঠিক মুহূর্ত টা চলে আসে। আমি কাজ করি এবং যখন মন খারাপ থাকে সমুদ্রের পাশে চলে যায়। এভাবে কাজ করতে থাকে দীর্ঘ সাড়ে তিনটা বছর।
সততা কঠোর পরিশ্রম এবং চৌকস বুদ্ধি দিয়ে এক কোটি টাকার মার্কেট আমি দেড় কোটি টাকার মার্কেট করে দিয়ে আসি।
এবং সকল স্যার আমাকে প্রচন্ড ভালোবাসতো আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি খুবই খুশি।
📣📣📣📣জীবনের টার্নিং পয়েন্ট 📣📣📣📣
🗒️আমি কক্সবাজারের গ্রামে গঞ্জে শহরে অর্ডার কাটতে থাকি কোম্পানির পণ্যের।🧩
📌তখন থেকে আমার ভিতর কেমন যেন শুরু হতে থাকে
এত কষ্ট করে মানুষের কোম্পানির জন্য এতকিছু করছি?
📌এরচেয়ে তো আমার বাসায় আমাদের ব্যবসাটা দেখলে আরো ভালো হতো। প্রতিনিয়ত মাথায় এই কথাগুলো ঘুরতে থাকে।
মনে হয় বাবাকে যদি হেল্প করতাম।
বাবা ব্যবসা সহযোগিতা করতাম তাহলে বাবার ব্যবসায় তো অনেক অনেক ভালো কিছু হতো।
মাঝে মাঝে রাতে ঘুম আসত না এই বিষয় গুলার জন্য।
🍽️একদিন নিজে বাসায় খাওয়ার জন্য বাজার করতে বের হলাম *শুটকি * কিনতে
শুটকির চেহারা এবং কোয়ালিটি দেখে তো আমার চোখ মাথায় 🤭🤭🤭😱😱😱😱
🤐🤐এত সুন্দর এবং পরিষ্কার ঝক ঝকে ছিল যা আমি কখনো দেখিনি
📌আমার প্রাণের শহর শেরপুর ও বগুড়া।
😎বগুড়া জেলার লোক,জন
শুটকি, মাছ অনেক পছন্দ করে।
এমন কি আমার বাবা, মা।
📌কিন্তু আমার শেরপুর, বগুড়া বাসি বাজারে যে শুটকি পাই। তা অসাস্থকর, কোয়ালেটি সম্পণ না।
এই টা জানতে পারলাম। কক্সবাজার এসে।
📌কিছু অসাধু ব্যবসায়ী, বেশি টাকার লোভে, খারাপ মানের শুটকি কিনে বেশি দামে বিক্রয় করে।-(
(আমার উওর বঙ্গে)
এবং বাংলাদেশের সকল স্থানে।
👉👉তখন থেকেই ঠিক করে নিয়েছি। শুটকি প্রিয় মানুষের ঘরে, ভেজাল মুক্ত, বিষ মুক্ত ১০০% কোয়ালেটি সম্পণ, শুকনো শুটকি নিয়ে কাজ করবো। এবং পৌছিয়ে দিবো সবার ঘড়ে ঘড়ে।
আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসাই আমার পথচলা শুরু
*******অনলাইন বিজনেসে****
📌একদিকে চাকুুরি আর চাকরির পড়ে ফ্রী সময়গুলো ভাবতে থাকি বিজনেস আইডিয়া নিয়ে,
🧗♂️ছোট ছোট গ্রুপে এড হতে থাকি তাদের লেখালেখি ফলো করতে থাকে,।
📌এবার আসলো সেই কাঙ্খিত দিন টা নিজের বিজনেস কে নিয়ে ভাবছি বিজনেসের নাম ঠিক করতে লেগে গেল 12 টা দিন তারপরও একটা সুন্দর নাম সিলেক্ট করলাম
🎈বটতলার বউ বাজার 🎈
জি হ্যাঁ এটাই আমার বিজনেস নাম।
📌আসলে বিজনেসটা আমার রক্তে। আমার দাদা সোনালী আঁশ পাট নিয়ে যমুনা নদীর পাশে হাট গুলোতে বিজনেস করত।
আমার বাবা ধান-চালের বিজনেস করেন।
সততা কঠোর পরিশ্রমের মাধ্যমে তার বিজনেসটা প্রশার করতে থাকেন।।
📌আমার মা গৃহিণী তবুও বাবাকে অনেক সাহায্য-সহযোগিতা করে আসছেন সব সময়।
🔎🔎🔎বিদেশি /বিদেশিনি🔎🔎🔎
📌বিদেশ বিষয়টা আমার কাছে খুবইগুরুত্বপূর্ণ। যে সকল ভাই ও বোনেরা দেশের মায়া ত্যাগ করে বিদেশে আছেন।
তাঁর পরিবার সকল মানুষের মুখে হাসি এবং সুখে রাখার জন্য, দিনরাত এক করে পরিশ্রম করেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা অবিরাম সবসময়।
👨👨👦👦আমার বড় ভাইয়ের নাম আরিফুল ইসলাম-13 বছর মালয়েশিয়া জহুরবারু ছিলেন।
মেজ ভাইয়ের নাম শাহিন। সিঙ্গাপুর ছিলেন।
📌📌নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন,
অনেকদিন হলো গ্রুপটাকে ফলো করে আসছি।
হঠাৎ টকদিন ঝটপট রেজিস্ট্রেশন করে নিলাম আমার বন্ধু মিজানুর রহমান কক্সবাজার তার সাহায্যে।
🤗এরপরে কিভাবে আগাবো কিভাবে কাজ করব কিভাবে শুরুকরব মাথায় কাজ করছিল না।
📌 নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন , এক বড় ভাই কে বেশ কিছু দিন ফলো করি।ও তার সকল কর্মকান্ড এবং পোস্টে নাম তার Abdul Karim Munna | সৈদিআরব থাকেন।
🆔আমার ধারণা ছিল সে আমার সাথে অতটা ভালোভাবে কথা বলবেনা সহযোগিতা করবে না করলেও অল্প।
🤭🤭আমার ধারণা পুরোটাই একদম ভুল ছিল, উনিআমার সাথে সুন্দর এবং মার্জিত ব্যবহার করেছেন আমাকে সবসময় মনিটরিং করছে।
, কিভাবে আমি 👉লাভোবান হব তার জন্য সে তার মূল্যবান সময় নষ্ট করে আমাকে গাইড করছেন।
কারণ এটা তো তারই 👉 জনাব ইকবাল বাহার জাহিদ স্যার শিক্ষা।
📣📣গ্রামের একটা প্রবাদ আছে পাতিলের একটা ভাত টিপ দিলে বুঝা যায় ভাত হয়েছে কি হয় নাই।
একজনকে দেই বোঝা যায় গ্রুপটা থেকে আমি কতো কী আশা করতে পারি, আর কত সহযোগিতা পেতে পারি।
আমার বিশ্বাস এই গ্রুপের সাথে থাকলে জীবনে অনেক কিছু শিখতে পারব। এবং জীবনটা ভালো ভাবে রাঙাতে পারব সাজাতে পারব একজন ভালো মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবে।
💝💝💝💝💝অবশেষে যাদের নিয়ে বলতে চাই আমার কলিজার টুকরা
💖💖এডমিন এবং মডারেটর 💝💝প্যানেলের যারা আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে ভালোবাসার গ্রুপটি এই পর্যায়ে চলে এসেছে। আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম সারাজীবন থাকবে শ্রদ্ধা-সম্মান সবসময়।
💖💖যারা এত কষ্ট করে ধৈর্য নিয়ে আমার লেখা গুলা পড়লেন তাদের প্রতি আমার পরিবার এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ
🔎🔎🧗♂️🧗♂️আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন অনেক দূর যেতে পারি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৩৪
তারিখ ১৯-০৭-২০২২ইং
সাকিবুল হাসান।
🔰রেজিঃ১০১৬৬৭
🔰ব্যাচ ঃ১৮
🔰জেলা বগুড়া
🔰থানা ঃ শেরপুর
🔰বতর্মান অবস্থান ঃ কদমতলী ঢাকা
🔰ফেইজবুক লিংক https://www.facebook.com/f.sakibarobi
আমার পেইজঃhttps://www.facebook.com/boubazarbangladesh/
আমার ওয়েবসাইট ঃ www.boubazarbd.com
ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম।