পরিশ্রম কখনো বিফলে যায় না।
✍️✍️✍
জীবনের গল্প লেখার জন্য একটু প্রচেষ্টা
✍️✍️✍️
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله 💮
গল্পে গল্পে না বলা নিজের কিছু কথা,,
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন,,
সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে এখনো পর্যন্ত সুস্থ এবং নিরাপদ রেখেছেন..!
শুকরিয়া অাদায় করছি অালহামদুলিল্লাহ্
♦♦♦♦♦♦♦♦
শ্রদ্ধার ও ভালোবাসার সাথে স্মরণ করতে চাই, আমার মমতাময়ী #মাতা_পিতার প্রতি, যাদের জন্য আমি এই সুন্দর পৃথিবীতে আলোর মুখ দেখেছি এবং মহান সৃষ্টিকর্তার সৌন্দর্যকে উপভোগ করতে পারছি। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। ♥️
সেই সাথে শ্রদ্ধার নিয়ে স্মরণ করছি আমাদের সকলেরই প্রিয় মেন্টর ও শিক্ষক এবং তরুণ প্রজন্মের আইডল-আইকন, লক্ষ লক্ষ তরুণ উদ্যোক্তা তৈরির কারিগর যিনি স্বপ্ন হারা মানুষদের স্বপ্ন দেখান সবার প্রিয় মুখ মাননীয় #iqbal_bahar_zahid স্যার,, যার সুন্দর স্বপ্ন ও পরিকল্পনার মাধ্যমে আমরা মনমুগ্ধকর একটা প্ল্যাটফর্ম উপহার হিসেবে পেয়েছি,,। যার শিক্ষা বুকে ধারণ করে লক্ষ লক্ষ বেকার শিক্ষিত তরুণ-তরুণীর বাস্তব জীবনে নিজের একটা গল্প তৈরি করতেছেন। যে গল্পে থাকছে সফলতা-ব্যর্থতা দুঃখ-কষ্ট গেরা মহা সংগ্রামী একটা জীবন কাহিনী। যিনি আমাদেরকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করে দিতে বিনা স্বার্থে নিরলসভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই প্রিয় স্যারের প্রতি আমার পক্ষ থেকে আবারো লাখো স্যালুট। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রয়েল ডিস্ট্রিক নোয়াখালী জেলার কৃতি সন্তান আমাদের সকলেরই পছন্দের প্রিয় একজন মানুষ যিনি আমাদের #নোয়াখালী জেলার গর্ব এবং পথপ্রদর্শক সকলের স্নেহভাজন শ্রদ্ধাভাজন জনাব #আব্দুল_করিম_মুন্না ভাইকে, সেইসাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি রয়েল ডিস্ট্রিক নোয়াখালী জেলার সকল দায়িত্বশীল ও আজীবন সদস্যদের প্রতি এবং প্রিয় স্যারের ফাউন্ডেশনে বাংলাদেশ থেকে 64 জেলা ও বিভিন্ন দেশের 50 টিরও বেশি সকল আজীবন সদস্য ও দায়িত্বশীলদের প্রতি।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল প্রিয় দায়িত্বশীল ভাই-বোনদের জীবন গল্প পড়ে এবং অনুপ্রেরণা নিয়ে নিজের না বলা গল্প লিখতে সাহস করেছি। নিজের পরিবারের মতো বিশ্বস্ত ও ভালো মানুষের পরিবার মনে করি প্রিয় #স্যারের এই প্লাটফর্মকে। তাই না বলা কিছু কথা শেয়ার করছি।
🪴🪴🪴
আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো একটা গল্প লুকিয়ে আছে, হয়তো কেউ বলতে পারে না বা বলার জন্য কোন সুযোগ হয় না, তার গল্পটা কিভাবে শুরু হয় আর কিভাবে শেষ হয়।🪴🪴🪴
💐💐💐💐💐💐
আমার পরিচয়টা দিচ্ছি:
আমি Mukim Billah
বাবা: মাওলানা নুরনবী, ইমাম,
মা: মিনারা বেগম (গৃহিণী)
আমরা তিন ভাই তিন বোন,
আমার বড় ভাই MD Nayem Hossain (প্রধান শিক্ষক, চট্টগ্রাম)
ছোট ভাই M Mahadi Hassan (শিক্ষার্থী, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ)
আমার ছোট তিন বোন
#তাহমিনা_অাক্তার_তামান্না,
#রোমানা_অাক্তার
#সালমা_অাক্তার_সুমাইয়া
সকলে পড়াশুনায় অাছেন
আমি আমার বাবা মায়ের মেজো ছেলে যাইহোক এই হলো আমার ছোট পরিচয়।
💐💐💐💐💐💐
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
ছোট্ট একটা জীবনের কথা বলি নিজের
আমি “মুকিম বিল্যাহ্”
#নোয়াখালী জেলার #সুবর্ণচর উপজেলায়
একটি মধ্যভিত্ত পরিবারে অামার জন্ম।
একটা কথা বিশ্বাস করি প্রতিটি মানুষের জন্য ব্যর্থতা সাফল্যের শিখরে পৌছাবার পথ। ব্যর্থতার মাঝেই সাফল্য নিহিত থাকে। যে মানুষগুলো যত বেশী ব্যর্থতায় পতিত হয়, সে মানুষগুলো তত বেশী সাফল্যের শিখরে পৌছায়। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সকল মানুষ অনেক জ্ঞানী-গুনী ও মহামনীষী পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে তাদের অধিকাংশের জীবনের বেশীরভাগ সময় ব্যার্থতায় কেটেছে। এই প্রেক্ষিতে সিনিয়র টম ওয়াটসনের কথায় “যদি সফল হতে চাও তবে ব্যার্থতার হার দ্বিগুন করে নাও” সফলতা লাভের পর ব্যার্থতা মানুষের নজরে পড়েনা। মানুষ অতীতকে একেবারে ভুলে যায়। সবাই ছবির একদিকটাই দেখে এবং ভাবে লোকটি ভাগ্যবান! ঠিক সময় ঠিক যায়গায় ছিলো বলেই সে সফল হয়েছে।
♦♦ অামার শৈশবে অনেক কষ্টের গ্লানি টেনে বড় হয় সে মহান ইতিহাস ব্যাখ্যা নাই বা করলাম। কৈশরকাল ২০১৪ সালে ছেলেটি মাত্র অনার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ভর্তি হয় কিছুদিনের মধ্যে নিজে চলার জন্য একটি চাকুরী খন্ডকালীন শিক্ষক এর পদ নেয় একটি কিন্ডার গার্ডেন স্কুলে। সে রীতিমত তার পড়াশুনা ও চালিয়ে যায়। এর মাঝে ২০১৫ সালে তার অনেক বন্ধু-বান্ধব গড়ে উঠে। এদরে মধ্যে একজনের সাথে তার গভীর বন্ধুত্ব হয়। চলতে থাকে পড়াশুনা আর আলাপ-আলোপনা। এর মাঝে টিউশনি পায় বেশ কয়েকটি, ও একটি কোচিং সেন্টার এর সহকারী পরিচালক ও গণিতের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন যেতে না যেতেই তার গভীর বন্ধুত্ব অপর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসে। ছেলেটি ভেঙ্গে পড়ে কোথাও ভালোভাবে চলাচল করতে পারছেনা। টিউশনে ভালোভাবে পড়াতে পারছেনা। তার কিছুদিনের মধ্যে কিন্ডার গার্ডেন এর চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়। পরের সপ্তাহে টিউশন থেকে খবর আসে শিক্ষার্থীরা গ্রামে চলে যাবে। এমতাবস্তায় তার শহরে খরচ পোহানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। একমাস পর তার কোচিং এর পরিচালক তাকে দায়িত্বে রাখতে অনিহা প্রকাশ করে। এখন সে ছেলেটি মানষিক ভাবে ভেঙ্গে পড়ে। অনেকটা দেওলিয়া হয়ে গ্রামে চলে যায় সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
নিরালায় একাকি মনে মনে ভাবতে থাকে ব্যর্থ হলেই কি সব শেষ?
পৃথিবীর মানুষরা কি ব্যর্থ হয়নি?
ব্যর্থতার লোক গুলো কি থেমে গিয়েছিল?
ভয় ও সন্দেহ মনকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয়।
♦♦♦♦♦♦
আবার বাড়ি থেকে মাত্র ১০০ টাকা নিয়ে বের হয় শহরের উদ্দেশ্যে গাড়িভাড়া চলে যায় সেই টাকা। চট্টগ্রামের অলংকার নেমে গেলে তার পকট শূণ্যে অবস্থান হবে তাই নামার পূর্বে বাস হেল্পার থেকে চেয়ে ৫টাকা নেয়। কারণ অলংকার থেকে তার পূর্বের ঠিকানায় টেম্পু ভাড়া ৫টাকা।
→শহরে পৌছে জীবন যুদ্ধ পুনরায় শুরু করে রাতের পর রাত তার কাজ চলতে থাকে।
→বিভাগীয় স্যারদের সাথে কথা বলে পুনরায়
→#পড়ালেখা আবার শুরু করে।
→বন্ধুদের সাথে যোগাযোগ করে আবার
→#টিউশন_মিডিয়াতে যোগ দিল। এর মাঝে দিনের বেলা বিভিন্ন
→ #স্কুল গুলোতে ঘুরতে যেত।কথা বলতো সকল শিক্ষকদের সাথে। ভালো লাগতো #শিক্ষকতা পেশা।
→কয়েক মাসের পর ২০১৬ সালে নিজেই একটি “#র্যাডিক্স_কোচিং_সেন্টার” নামে একটি কোচিং সেন্টার দেয় মাত্র ৯ জন শিক্ষার্থী দিয়ে। বর্তমানে ২০২২ সালে তা ১৫০ জন শিক্ষার্থীর বেশি পড়াশুনা করছে।
♦২০১৭ সালে একটি স্কুলের #সহকারী_প্রধান_শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৮ সালের শুরুর দিকে #প্রধান_শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন।
♦মাঝামাঝিতে এসে হারানো পূর্বের স্কুলের প্রতি জেত কাজ করে যেখান থেকে আমাকে অব্যাহতি দেয়া হয়েছিল কোন কারণ ছাড়া।
♦২০১৮ সালের শেষের দিকে পূর্বে যে স্কুল থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল সেই স্কুল সম্পূর্ণ মালিকানা ক্রয় করে বর্তমানে সম্পূর্ণ মালিকানায় #পরিচালক_ও_প্রধান_শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। সে আর কেউ না আপনাদের সকলের একজন সাথী “মুকিম বিল্যাহ্”। বর্তমানে আমার ৪টি প্রাইভেট স্কুল যা প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলমান এবং ১টি কোচিং সেন্টার যা তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে।
♥♦ এ সকল কিছু মহান মাবুদের সাহায্য এবং আমাদের সকলের প্রিয় মেন্টর জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের অবদান বলবো যার ভিডিওতে ২টা কথার কারনে আজ আমি এই অবস্থানে দাড়াতে পারছি। সেগুলো হলো ----
১। লেগে থাকুন সফলতা একদিন না একদিন ধরা দিবে।
২। পরিশ্রম কখনো বিফলে যায় না।
আমি ওনাকে তখন থেকে #ইকবাল_বাহার_ভাইয়া বলে ডাকতাম।
#কি দুঃখ কখনো সামনে দাড়িয়ে সরাসরি বলার সুযোগ হয়নি। খুবই আগ্রহ আজ অব্দি ওনার সাথে বসে আমার কথাগুলো ওনাকে বলবো। উনার সেই দিন টার ভিডিও টা এখনো আমার কাছে সংরক্ষন করে রেখেছি ।
♦♦♦♦♦♦♦♦♦♦
♥♥♥♥
সুতরাং আত্মবিশ্বাস নিয়ে সানন্দে এগিয়ে চলা সকলের জন্য একান্ত প্রয়োজন।
যদি মনে সন্দেহ থাকে তুমি পারবে কিনা! তাহলে মনে রেখ তুমি হেরেই গেছ।
জিতবে ভাবলে জয় তোমার হবেই।
কারণ, সাফল্যে থাকে মনের ইচ্ছা শক্তি মনের কাঠামোতে।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৩৭
তারিখ ২২-০৭-২০২২ইং
--------------- মুকিম বিল্যাহ্
--------------- ব্যাচ নং -১০ম
--------------- রেজিঃ- ১৬২৮৯
--------------- উপজেলা- সুবর্ণচর
--------------- জেলা- নোয়াখালী
বর্তমান অবস্থানঃ
--------------- খুলশী, চট্টগ্রাম।
--------------- ফাউন্ডার এন্ড প্রিন্সিপাল
--------------- গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী