জানতে পেরেছি,শিখতে চেষ্টা করেছি,কিভাবে নিজেকে ব্রান্ডিং করতে হবে।
❤আমার জীবনের গল্প❤
"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সম্মানিত প্রিয় মেন্টর ইকবাল বাহার স্যারের প্রতি সালাম কৃতজ্ঞতা,ভালোবাসা প্রকাশ করছি সেই প্রাণপ্রিয় বর্তমান প্রজন্মের কিংবদন্তির জন্য যিনি অসংখ্য তরুণ তরুণীদের সমাজের অসহায় ও গরিব মানুষের বন্ধু,দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ প্রিয় আমার আপনার লাখো তরুণের শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার প্রতি।এবং আমার সম্মানিত উদ্যোক্তা ভাই-বোনদের প্রতি হাজার সালাম।আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি।
🌸🌸আমার জীবনের গল্প ও সংক্ষেপে পরিচয় -
আমি এক মধ্যবিত্ত মুসলিম পরিবারের সন্তান।আমার বাড়ি চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা উপজেলার অন্তর্গত পূর্ব বরৈয়া গ্রামে
আমার পিতা মরহুম আবদুল মালেক
মাতার নাম মোচছাম্মদ খালেদা বেগম।আমরা চার ভাই, তিন বোন,আমি সবার বড়, আমরা খুব গরীব আমরা আর্থিক ভাবে খুব কষ্টে ছিলাম,বাবা ছোট কাট চাকরি করত অনেক কম বেতন ছিল,আমরা চার ভাই তিন বোন মা কে নিয়ে খুব কষ্ট ছিলাম আমরা।আমার নানার জমি ও খেত কামার ছিল ঐ খানে থেকে তরি তরকারি দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করত। হঠাত ২০০৩ ইংরেজি বাবার কেনছার ধরা কায় অনেক চিকিৎসা করার পর বাবা ২০০৪ ইংরেজি মৃত্যু বরণ করেন- ইন্নালিললাহি ওয়াইননা ইলাহি রাজিউন। বাবা মৃত্যুর পরে ঐ সময় পারিবারের হাল ধরতে হয় আমার,কি করব হঠাত জানি না হঠাৎ এক বড় ভাই আমাকে একটা কীটনাশক কোম্পানিতে চাকরি ঠিক করে দেন,ঐ টা দিয়ে কোন রকম আমার পরিবার চলত।
🌸🌸মানুষ কতটা অসহায় হলে নিজের একটা অবস্থান তৈরি করার জন্য মরিয়া হয়ে ওঠে তার উৎকৃষ্ট উদাহরণ আমি নিজেই।
🌸🌸নিজের জীবনের গল্প গুলো মনে হলে আজও ভিতরটা হাহাকার করে ওঠে। সেই দিন গুলোর শিক্ষা আজ আমার জীবন পাল্টে দিয়েছে, আলহামদুলিল্লাহ।
🌸🌸আমার ছোট্ট জীবনের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি সকলেই আমার এই লাইফ হিস্ট্রি টা ভালোবেসে একটু পড়বেন।
================///===
🌸🌸আমি মোহাম্মদ রেজাউল করিম ভালোবেসে প্রিয় ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি তারিখ০৪/০৭/২০২২ ইংরেজি
১৮ নম্বর ব্যাচ থেকে রেজিটিশন
নাং ১০১৯৩৪
🌸🌸আমি আনলাইনে কাজ করছি কিছু ইসলামী পণ্য নিয়ে ও সুন্নীতি ভাল মানের সুন্দর টুপি,জাইনামাজ,আতর,এই সব নিয়ে।
🌸🌸আমার উদ্যোক্তা জীবন নিয়ে কিছু বলার আগে আমি জানাতে চাই আমার জীবনের ছোট্ট কিছু অধ্যায়ের গল্প। আমি ১৮ বছর বয়সে বাবা কে হারিয়েছি আমার পরিবারের হালধরছি ভাই বোনদের মাঝে আমি সবার বড়। আমি বড় হওয়ায় অনেক কষ্ট করে বড় হয়েছি, আমার শিক্ষাগত যোগ্যতা মাদরাসায় থেকে পড়াশোনা করে আলিম বা H A C পাশ করেছি।
🌸🌸 ২০০৪ ইংরেজি সালে শুরু করি আমার সংসার জীবন।আমার সংসার জীবনের হালধরা শুরু হয় এক প্রকার সংগ্রাম।তখন সব সময় মনে হতো যদি নিজের মতো করে কিছু করতে পারতাম।
🌸🌸সংসার হলেও নিজের জীবনের তো একটা চাহিদা থাকে যার নাম আত্মপরিচয়। আমি মরিয়া হয়ে উঠি নিজের একটি আত্মপরিচয় তৈরি করতে। আমার এই চেষ্টার সুবাদে একদিন আমার এক বড় ভাই কুয়েত প্রবাসীর সাথে আমার কথা হয়।
🌸🌸সে আমাকে জানায় প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের এই প্লাটফর্ম এর কথা। তার দেয়া সন্ধ্যনে ও সহযোগিতায় আমি এই প্লাটফর্মে যুক্ত হই।
🌸🌸এই প্লাটফর্ম থেকে আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করি এবং স্যারের প্রতিদিনের সেশন চর্চার নিয়মিত যুক্ত হয়ে এর মধ্যে দিয়েই নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ।
🌸🌸গ্রুপে যুক্ত হওয়ার পর থেকেই আমি শিখতে পেরেছি, জানতে পেরেছি,শিখতে চেষ্টা করেছি,কিভাবে নিজেকে ব্রান্ডিং করতে হবে। নিজেকে ও নিজের বিজনেসকে ব্রান্ডিং করার বিভিন্ন বিষয়ে আমাকে সব ধরনের সহযোগিতা করে গেছেন আমাদের চট্টগ্রাম জেলার ও বিভিন্ন সেশনের দায়িত্বশীল ভাই ও বোনেরা। তারা সবাই অত্যন্ত আন্তরিক।
🌸🌸এখানে এসেই আমি শিখেছি কিভাবে নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে কাজ করলে আমি ভালো কিছু করতে পারব। এই গ্রুপে যুক্ত হতে না পারলে হয়তো নিজের একটা পরিচয় গড়ার স্বপ্ন টুকু দেখতে পেতাম না।
🌸🌸আমাদের এমন একটা সময় কেটেছে যে ২ বেলা খেতে পারাই অনেক কষ্টের ছিলো।
এখন স্যারের অনুপ্রেরণায় এই উদ্যোক্তার জীবনে এসে বুঝতে পারি, আলহামদুলিল্লাহ এবং সামনে আরও ভালোকিছু করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ।
🌸🌸আমি শুধু কাজ নয়, আমার আশে পাশের যারা আছে ও প্রবাসীদের কে নিয়ে আমি কিছু করতে চাই। আমি একজন উদ্দ্যোক্তা এটা আমার অহংকার নয় এটা আমার গর্ব ও অনুপ্রেরণা শক্তি।। এই অনুপ্রেরণা শক্তিই আমার সামনে এগিয়ে যাওয়ার অবলম্বন।
🌸🌸আমি নতুন নতুন অনেক কিছু শিখে যাচ্ছি প্রতিনিয়ত।ভলান্টিয়ারিং কিভাবে করতে হয়।কিভাবে স্বপ্ন দেখতে হয় সাহস করতে হয় শুরু করতে হয় এবং লেগে থাকতে হয় কিভাবে। প্রতিদিন স্যারের সেশন থেকেই শিখে যাচ্ছি আলহামদুলিল্লাহ ।আলহামদুলিল্লাহ,
🌸🌸আর এই সব শিক্ষা করা সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর রহমত এবং আমাদের সম্মানিত প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের অবদান ও ভালোবাসার এই প্লাটফর্ম এর কারণে।ভালোবাসার গুরুত্বপূর্ণ ৯০ দিনের সেশন গুলো নিয়মিত চর্চা করার মাধ্যমেই। আমি আশা করি আল্লাহর রহমতে এবং স্যার ও আপনাদের সকলের দোয়াই আমি আমার লক্ষ্যে পৌছাতে পারব।ইনশাআল্লাহ আমি ও বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব আমার সম্মানিত স্যারের ভালোবাসায় ও নিজের বলার মত গল্প ফাউন্ডেশন প্ল্যাটফর্ম এর মাধ্যমে আমিও পারবো একদিন ইনশাআল্লাহ।
🌸🌸পরিশেষে:-🌸🌸
একটি কথা না বললেই নয়, আমি গর্বিত প্রিয় নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর আজীবন সদস্য হতে পেরে। আমি গর্বিত প্রিয় মেন্টরের একজন নগণ্য ছাত্র হতে পেরে,স্যারের জন্য অনেক দোয়া করি সারা টি জীবন আল্লাহ স্যার কে নেক হায়াত দান করুক আমিন।🤲🤲
🌷সকলকে অসংখ্য ধন্যবাদ🌷আমার জীবনের গল্প টা সবাই কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি।আল্লাহ আপনাদের সবাইকে সফলতা দান করুক।
🌸🌸আমার লেখায় যদি যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করে দিও সবাই। আর আমার ভুল গুলো ধরে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব।আমি আপনাদের থেকে দোয়া ও ভালবাসা চেয়ে বিদায় নিচ্ছি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৩৯
তারিখ ২৮-০৭-২০২২ইং
মোহাম্মদ রেজাউল করিম
আমার ব্যাচ:১৮
আমার রেজিস্ট্রেশন: ১০১৯৩৪
আমার জেলা: চট্টগ্রাম
আমার উপজেলা: আনোয়ারা
বর্তমান অবস্থান: আরব আমিরাত দুবাই প্রবাসী ও আমি একজন রেমিটেন্স যোদ্ধা।
আমি এখন কাজ করি এয়ারফোটের ফায়ার সার্ভিসে ফাইয়ারফাইটার হিসাবে ।🚨✈️