সততার পুরস্কার নিশ্চিত হবেই
জীবনের গল্প,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,গল্পটা পড়ার অনুরোধ রইলো,,,,,,,,,,,,,,,
⛪⛪বিসমিল্লাহির রহমানির রহিম⛪⛪
❤️আসসালামু আলাইকুম
ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ❤️
👉🤲🤲সকল প্রসংশা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন ও সুস্থ রেখেছেন।
👉🤲🤲দুরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) প্রতি। যিনি পৃথিবীতে এসেছিলেন সমস্ত মানবজাতির মুক্তি ও কল্যাণের দূত হিসেবে।
👉🤲🤲শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা-মাকে। যাদের উছিলায় সুন্দর এই পৃথিবীতে এসেছি। বড় হয়েছি তাদের অকৃত্রিম ভালোবাসায়। যাদের ঋণ কখনো শোধ হবার নয়।
👉 ❤️❤️❤️কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর @Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি এই ভালবাসার প্লাটফর্ম । যিনি এ শতাব্দীর শ্রেষ্ঠ পথপ্রদর্শক, শিক্ষক, মোটিভেশনাল স্পিকার, লক্ষ তরুণ-তরণীর হৃদয়ের স্পন্দন, পথহারা বেকারদের পথের দিশারি।
👉 🌹🌹♥️♥️শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি প্রিয় #নিজের_বলার_মত_একটা_গল্প প্লাটফর্মের সকল মডারেটর, ভলান্টিয়ার, আজীবন সদস্য ভাই ও বোনদের প্রতি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
--------------------🌺🌺🌺🌺🌺🌺---------------------------
জীবনের গল্পঃ👇👇
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, সফলতা-ব্যর্থতা প্রভৃতি নিয়েই আমাদের জীবন । আল্লাহ তায়ালা প্রতিটা মানুষের জীবনই নানা সুরে বেঁধেছেন। প্রত্যেকর জীবনই নানান নাটকীয়তায় ভরা। আমারো এর ব্যতিক্রম নয়। আমার জীবনেও কিছু সুখ, কিছু দুঃখ আছে। সংক্ষিপ্ত আকারে কিছু অংশ শেয়ার করবো। ইনশাআল্লাহ
💥💥জন্ম ও পারিবারিক বৃত্তান্তঃ 👇
১৯৮৭ সালের মার্স মাসের ২ তারিখে মাদারিপুর জেলার কালকিনি থানার সি ডি খান নামক গ্রামের দরিদ্র পরিবারে আমার জন্ম। এক বোনের পর তাই সকলের ভালোবাসা একটু বেশিই পেয়েছি। আমরা ২ বোন ২ ভাই, ভাইদের মধ্যে আমি বড়।আমার মা একজন আদর্শ মা ও গৃহিণী। আমার বাবা ছিলেন একজন গরীব কৃষক ও একজন ছোট ব্যবসায়ী।
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🌹🌹আমার শৈশব কাটে দাদার বাড়িতে সবার মতো আমার শৈশব ও অনেক সুন্দর কেটেছে।যখন বুঝতে শিখেছি প্রাইমারি স্কুলে ভর্তি হলাম পড়াশোনা করতে থাকি আর খেলা ধুলা করে খুব ভালোই কাটলো শৈশব এবং অনেক সুন্দর একটি পরিবার ছিলো আমাদের, সাজানো গুছানো।
🌷🌷এবার আসি মূল পর্বে 🌷🌷
আমার বাবা ব্যবসা করতো আমার কাকা ও ব্যবসা করতো বেশ ভালোভাবেই চলতো আমাদের পরিবার। আমার বোন আর আমি পড়ালেখা করি। এর পর আমার বাবা আমার দাদার বাড়ির থেকে ইকটু দূরে একটা বাড়ি কিনে ২০০০ সালে ।
❤️❤️এবার বলি আমার মায়ের কথা ❤️❤️
আমার মা একজন সৎ মানুষ,৫ ওয়াক্ত নামাজ পড়ে। কোনো দিন কারো ক্ষতি করতে দেখেনি তাকে। সব সময় সত্য কথা বলতে দেখেছি, তাকে সবসময় দেখেছি যেখানে যে কথাটা বলা উচিত সে কথাটাই সে বলেছে,আর সবসময় সত্য কথা বলার কারণেই এক সময় আমার এক কাছের আত্মীয়ের কাছে আমার মা শত্রু হয়ে যায় এবং আমার ওই কাছের আত্মীয় আমার মাকে ক্ষতি করতে শুরু করে।
😭😭😭 তার পরের ঘটনা 😭😭😭
😭তার পর আমার পরিবারের উপর নেমে আসে এক কালো মেঘের ঝড়। সেই ঝড়ে আমার পরিবার একেবারে শেষ হয়ে যায়, আর সেটা করছে আমার ওই কাছে আত্মীয় তার কারনে আমার বাবার সব কিছু শেষ হয়ে যায়। আর আমাদের দুই ভাই বোনের পড়ালেখা বন্ধ হয়ে যায়।
😭 আমার আত্মীয় কি করলো এবার সেটা বলি 😭
ওই কাছের আত্মীয় আমার মাকে পাগল বানানোর জন্য তাবিজ কবজ করে আমার গর্ভধারণী মা কে পাগল করে ফেললো। যে মা আমার ৫ ওয়াক্ত নামাজ পড়তো সেই মা আমার এখন পাগলের মতো করে নামাজ রোজা করেনা নিজের মাথার চুল নিজে ছিঁড়তো। আর আমরা ৪ ভাই বোন শুধু কান্নাকাটি করতাম। বড় বোন তখন কিছুটা বুঝতো
😭😭😭😭😭😭😭
সে আমাদের কে বার বার সান্ত্বনা দিতো। আর এদিকে আমার বাবা চিকিৎসা শুরু করালো আমার মায়ের। যে যেখানে বলতো মাকে চিকিৎসা করালে সুস্থ হবে বাবা আমার মাকে নিয়ে সেখানেই ছুটে যেতো।এর ই মধ্যে একটা বছর কেটে গেল মারাত্মক দুঃখ যন্ত্রণায় আর এই দুঃখ যন্ত্রণা তীব্রতর হয়ে উঠলো আমার মা ভালো হয়ে উঠলো না। মা তখন আমার পুরা পাগলের মতো। এদিকে ততক্ষণে বাবার ব্যবসার ক্যাশ টাকা ও শেষ। তার পরে ঘরে যা ধান ছিলো সব বিক্রি করলো মায়ের চিকিৎসা চালাতে। অল্প কয় দিনে ধান বিক্রি করা টাকাও শেষ এখন উপায়, অবশেষে ধানের জমিও বিক্রি করে দিতে হলো মায়ের চিকিৎসার খরচ যোগাতে।এখন দুই বছর শেষ হয়ে গেল ।সাল তখন ২০০২ আমার মা তখন ও পাগল জমি বেচা টাকা ও শেষ। বাবা এবার সম্পূর্ণ নিরুপায় হয়ে সুদে টাকা এনে আমার মায়ের চিকিৎসা করাতে শুরু করলো। কিছু দিন পর এক লোক আমার বাবাকে নিদৃষ্ট একটি স্থানের নাম করে সেখানে নিয়ে যেতে বললো।বললো ওখানে একজন কবিরাজ আছে তার কাছে নিয়ে যাও আল্লাহ চাইলে ভালো হতে পারে। আমার বাবা আবারও সুদে টাকা এনে আমার মাকে নিয়ে গেলো সেই কবিরাজের কাছে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার মা আস্তে আস্তে ভালো হয়ে গেলো। ততক্ষণে ৫ টি বছর চলে গেছে। আল্লাহ আমার মাকে সুস্থতা দান করলো আলহামদুলিল্লাহ। এত কিছুর মধ্যে আমার দুই ভাই বোনের আর পড়ালেখা হয়ে উঠেনি ।😭😭😭😭
😭😭 তার পরের ঘটনা 😭😭
ততক্ষণে আমার বাবার ব্যবসা জায়গা জমি সব শেষ। তার উপর আবার সুদে টাকা নেওয়া,ঋণ বেড়ে দাঁড়িয়েছে বহুগুণ। এখন বাবার আর আগের মতো ব্যবসা ও নেই আর জমি জমাও নেই তাহলে এখন উপায় কি করে শোধ হবে এই উচ্চ ঋণ!! আমি সংসারে বড় ছেলে সেই সুবাদে তখন সংসারের হাল ধরি আমি নিজেই ,আমার চাচাতো ভাইয়ের সাথে চলে আসি ঢাকাতে কাজের উদ্দেশ্যে।কাজ নিই বিল্ডিংয়ের হেলপার হিসাবে, তখন আমি অনেক ছোট কাজ করতে পারতাম না তারপরও কষ্ট করে কাজ করতে থাকি ।দুই মাস পরে বাড়িতে টাকা পাঠালাম আমার প্রথম উপার্জনের টাকা বাড়িতে পাঠালাম ,বাবা খুব খুশী হলো তারপর থেকে কাজ করতে থাকি মন দিয়ে।আলহামদুলিল্লাহ খুব ভালো করে কাজ শিখে মিস্ত্রী হয়ে গেলাম তারপর ডিজাইন করা নকশার কাজ শিখি ।২০১১ সালের পর থেকে আমাকে
শিখি ।২০১১ সালের পর থেকে আমাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি, আমি যাদের কাছ থেকে কাজ শিখেছিলাম, আল্লাহর অশেষ রহমতে যারা আমায় হাতে ধরে ধরে কাজ শিখিয়েছিল তাদের থেকেও আমি ভালো কাজ শিখে ফেলি এবং তাদের থেকে বেতন বেশি পাওয়া শুরু করি।যারা আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছিলেন আমি আজও তাদের শ্রদ্ধাভরে সম্মান করি। যাইহোক এর ই মধ্যে আমি আমার বাবার করা সব ঋণ শোধ করলাম এবং এর মাঝে বড় বোনের বিয়ে ও হয়ে গেল আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🤲
এক দম ১০০% সত্যি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমার নিজের চোখে দেখা যারা আমার পরিবারকে ক্ষতি করার জন্য এতো কিছু করেছে আজ আল্লাহ তাদেরকে এমন অবস্থায় রেখেছে যে তাদের কোথাও কোনো সুখ নেই স্বস্তি সব খানেই শুধু অশান্তি।
😭😭😭 এর পরের ঘটনা 😭😭 😭
😭আমার বাবার আবার হার্ট অ্যাটাক করে । আল্লাহপাক একমুঠো হায়াত রেখেছিল বাবার তাই সে যাত্রায় বাবা বেঁচে গেলেন। তবে ডাক্তারের কথা অনুযায়ী বাবা যতদিন বেঁচে থাকবে ঔষধ খেয়ে যেতে হবে আর সে কোনো কাজ করতে পারবেনা ।এবার আমি আমার বাবাকে বললাম তোমাকে আর কোনো কাজ করতে হবেনা এখন থেকে আমি যা বেতন পাবো তাতেই সংসার চলবে ইনশাআল্লাহ। ততদিনে আমার ছোট বোন বিবাহ যোগ্যা হয়ে উঠলো এবার ছোট বোনকে বিয়ে দেবার জন্য টেনশন হতে লাগলো। ২০১২ সালে ছোটো বোনকে বিয়ে দেই। আরাই লাখ টাকার মতো তার বিয়েতে খরচ হয় তাও আমার নিজ উপার্জনের টাকা এখন আলহামদুলিল্লাহ আমার দুই বোন ই সুখী 🤲🤲🤲
✈️✈️✈️তার পরের ঘটনা ✈️✈️✈️
✈️ভাবলাম বিদেশ যাবো আরো ভাল কিছু করতে হবে, বাড়িতে সবাইকে বললাম সবাই রাজি হলো অনেক চেষ্টা করে ভিসাও পেয়ে গেলাম ২০১৫ সালে আমার এক ভাইয়ে কাছে এক লাখ টাকা চাইলে সে আমার মাকে বললো ছেলেকে বিয়ে করিয়ে শ্বশুর বাড়ি থেকে টাকা আনলে তো হয় ।
মা সেখানে থেকে চলে আসে এবং কেঁদে কেঁদে আমাকে সব কথা খুলে বললে আমি জীদ করে ভিসা ক্যানসিল করে দিয়ে পুরানো কাজে আবার মনোযোগ দিই। আবার ও কঠোর পরিশ্রম করে টাকা জমিয়ে ২০১৭ সালে কলিং ভিসায় চলে আসলাম মালয়েশিয়া আসার সময় এক কাকার কাছে থেকে নিয়ে আসলাম ৪০হাজার টাকা তাও মাত্র ১৫ দিনের জন্য। মালয়েশিয়াতে এসে একটা সুপার মার্কেটে কাজ পাই প্রথম মাসের সেলারি পেলাম ১২০০ রিংগিত বাংলা টাকায় ২৪০০০ হাজার টাকা ,৯ মাস পরে প্রোমোশন হয় স্টোর কিপারের বেতন ও বেরে গেলো। আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🤲
😭😭😭তার পরের ঘটনা 😭😭😭
প্রবাসে আসার তিন মাস পরে বাড়ি থেকে খবর আসলো আমার আদরের বাবা আবার ও অসুস্থ তাকে ঢাকা নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে বললো তার পিত্ত ছিদ্র হয়ে গেছে সাথে আরো অনেক সমস্যা আছে আমরা আর কিছু করতে পারবোনা। হসপিটাল থেকে রিলিজ করে দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললো সাথে বলে দিলো এভাবে যে কয় দিন বাঁচে 😭😭😭।
মৃত্যুর কিছুদিন আগে থেকে আমার বাবা আমাকে দেখার জন্য পাগলের মতো করেছে বার বার শুধু আমাকেই দেখতে চেয়েছিলো শুধু বলেছিলো আল আমিন কোথায় ওকে আমার সামনে আনো। তার ১৫ দিন পরে আমার বাবা না ফেরার দেশে চলে যায়। তখন দেশে ফিরে যাওয়ার কোনো উপায় ও ছিলো না এটা জানার সত্ত্বেও যে বাবাকে আর কোনো দিন দেখতে পারবো না বাবাকে বাবা বলে আর কখনো ডাকতে পারবো না। আমি এতই হতভাগা যে আমার বাবার কবরের মাটি পর্যন্ত ও আমি দিতে পারিনি। তবে সবসময় বাবার জন্য দোয়া করেছি দোয়া করি আল্লাহপাক যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমীন।।সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই,সবাই দোয়া করবেন আমার বাবার জন্য।
এদিকে এখনো আমার ভাই বোন ও মাকে সান্তনা দিয়ে বলি আল্লাহপাক তো আছে কিছু হবেনা আল্লাহ দেখে রাখবে আর আমিতো আছি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই সবাইকে নিয়ে এখনো আছি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ।
🌹🌹🌹 বর্তমানের কথা বলছি🌹🌹🌹
এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সকলের দোয়ায় ৫ বছর হলে মালয়েশিয়াতে ,আছি একটি সুপার মার্কেটে জব করি স্টোর কিপার হিসাবে। মা,ভাই-বোন সবাইকে নিয়ে অনেক অনেক সুখে আছি আমার বাবা যেই টাকার জমি বিক্রি
করে আমার মাকে চিকিৎসা করেছিলো আমি তার সন্তান হয়ে আবার একটা বাড়ি কিনেছি। এখন আমার মা অনেক অনেক খুশি,বাবা থাকলে আরো বেশি খুশি হতো জানি। আর বাবা ব্যবসা করতো আমিও এখন একটা ব্যবসা করি আমার এখন একটি কেকের কারখানা আছে ঢাকা মিরপুরে ।আমার ব্যবসা এখন খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ
আমার কোম্পানির নাম-"Rohan Hot Cake"
সবাই আমার পাসে থাকবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন
আমার এতো টুক লিখতে কতোজে চোখের পানি পরছে তা বলে বুঝাতে পারবোনা
🏝️🏝️প্রিয় গ্রুপ থেকে প্রাপ্তিঃ❤️❤️
আমি #নিজের_বলার_মত_একটা_গল্প এই প্লাটফর্মে যুক্ত হবার পর যে শিক্ষা নিয়েছিঃ
প্রিয় স্যার বলেছেন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন।"
👉স্বপ্ন দেখতে শিখেছি। স্বপ্নের সাথে সাহস করে লেগে থাকা শিখেছি।
👉নিজেকে এবং অন্যকে ভালবাসতে শিখেছি।
👉একজন পজিটিভ মানুষ হবার শিক্ষা পেয়েছি।
👉কিভাবে বিজনেসের জন্য টাকা সেইফ করা যায় জানতে পেরেছি।
👉কিভাবে একে অপরের সহযোগী হয়ে চলা যায় তা শিখেছি।
👉কিভাবে সেল বাড়ানো যায়। কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় তা শিখেছি।
👉 মা-বাবার প্রতি আগের চেয়ে অনেক বেশী ভালবাসা বেড়েছে।
👉 নেটওয়ার্ক বৃদ্ধি পেয়েছে। অনেক লোকের সাথে পরিচিত হতে পেরেছি।
👉উদ্যোক্তা ও ব্যবসায়ী হবার সকল কলা-কৌশল শিখতে পেরেছি।
👉 আত্মবিশ্বাস বেড়েছে নিজের পায়ে দাঁড়াবার।
👉বেসিক স্কিল অর্জন করতে পেরেছি।
👉একটা পরিবার পেয়েছি যেখানে ভালোবাসার মানুষের সংখ্যা অনেক।
👉একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকার আগ্রহ ব্যাপকভাবে বেড়ে গেছে।
👉ভুল ধারণা ও সংশয় গুলো কেটে গেছে, মনের ভিতর সাহস ফিরে পেয়েছি
🌹তাইতো লেগে আছি প্রিয় ফাউন্ডেশন এর সাথে, থাকবো একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত এবং নিজের বলার মত একটা গল্প তৈরি না করা পর্যন্ত। ইনশাআল্লাহ্। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করি
✍️গল্পের শিক্ষাঃ
💥কোন কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে।
💥পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি।
💥বুদ্ধিমত্তা ও ধৈর্য্যের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়।
💥উপকার করলে বৃথা যায় না।
💥সততার পুরস্কার নিশ্চিত হবেই।
👌আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় নিয়ে, ধৈর্য্য ধরে গল্পটা পড়ার জন্য।
👏ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে।
❤️❤️ভালোবেসে❤️❤️
➡️➡️পাশে থাকবেন⬅️⬅️
➡️➡️পাশে রাখবেন ⬅️⬅️
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৪২
তারিখ ০১-০৮-২০২২ইং
মোঃ আল-আমিন বেপারি
ব্যাচঃ ১৭,
রেজি. নং- ৮৫৫৩১
নিজ জেলাঃ মাদারিপুর
উপজেলাঃ কালকিনি
বর্তমান অবস্থানঃ এন আর বি মালয়েশিয়া
ব্লাড গ্রুপঃ B +
প্রিয় প্লাটফর্ম ও আজীবন সদস্যঃ #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন