আয় হায়রে কাজী সাহেব তো মারা গেছে এখন আমাদের উপকার কে করবে ?
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। যিনি আমাকে লেখার তৌফিক দান করেছেন। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মেন্টর এর প্রতি যিনি এত সুন্দর একটা প্লাটফ্রম তৈরি করেছেন। যার কারণে আমি কিছু লেখার সুযোগ পেয়েছি।
আজ আমি আপনাদের মাঝে আমার নিজের সম্পর্কে কিছু তুলে ধরতে চাই।আশা করি সবাই আমার লেখাটা ধৈর্য সহকারে পড়বেন। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।🙏🙏🙏
🤲গল্পে গল্পে না বলা নিজের কিছু কথা,, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে,, আমার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি,, ভালোবেসে ধৈর্য ধরে গল্পটি পড়ার অনুরোধ রইল..!♥️🤲♥️
❤️❤️সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে এখনো পর্যন্ত সুস্থ ও নিরাপদ রেখেছেন..!🤲
🥀শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করতে চাই, আমার মমতাময়ী মাতা পিতার প্রতি, যাদের জন্য আমি এই সুন্দর পৃথিবীতে আলোর মুখ দেখেছি এবং মহান সৃষ্টিকর্তার সৌন্দর্যকে উপভোগ করতে পারছি। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় পিতা-মাতার প্রতি।
❤️❤️❤️❤️ আমার বাবার জীবন গল্প লেখার মাধ্য দিয়ে,, আমার মা-বাবাকে প্রাণ খুলে বলতে চাই বাবা-মা আমি তোমাদেরকে সত্যি,,🌹❤️❤️❤️
♥️"অনেক বেশি ভালোবাসি,, "অনেক বেশি ভালোবাসি,, "অনেক বেশি ভালোবাসি,,♥️
🌹এরপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলেরই প্রিয় মেন্টর ও শিক্ষক এবং তরুণ প্রজন্মের আইডল-আইকন শ্রদ্ধেয় স্যারের প্রতি।
👉👉যে গল্পে থাকছে সফলতা-ব্যর্থতা দুঃখ-কষ্ট গেরা মহা সংগ্রামী একটা জীবন কাহিনী। 😔😔😔
বর্তমান ফেনী জেলার, ফুলগাজী উপজেলায়, জন্ম আমার বাবার।🍂🍂
আমি আমার আব্বুর জীবন নিয়ে কিছু লিখতে চাই।দোয়া করবেন সবাই আমার জন্য 🤲
🌿🌿🌿আমার বাবারা ভাই বোন ৯ জন তার মধ্য আমার আব্বু ছিলো সবার ছোট এবং আদরের, আমার আব্বুর যাখন ৬ মাস বয়স দোলনায় দোলছে আর আমার দাদা রেলওয়েতে চাকরি করতো তখন ছিলো রমজান মাস ২ রোজা, চাকরী থেকে এসে ছোট ছেলেকে দোলনায় আদর করে চলে যায় বড় মেয়ের শ্বশুর বাড়ি বাজার নিয়ে মেয়েকে দেখতে।
😔😔 তখন মেয়ের বাড়ি থেকে ফিরার পথে রাস্তায় আমার দাদা মারা যায় হঠাৎ করে 😭😭😭সাথে শুরু হয়েযায় আমার আব্বুর জীবন সংগ্রাম ভাইবোনরা ও অনেক আদর করতো বড় হতে হতে শুরু হয়ে যায় জীবন সংগ্রাম আমার বড় জেঠা তখন ওয়াসার সচিব ছিলো আর মেঝ জেঠা ও চিটাং ভার্সিটির অধ্যাপক বা কোশাদক্ষ ছিলো। 🌳🌳
👉👉👉তারা বাড়িতে চলার টাকা দিতো আমার দাদুর জন্যে কিন্তু আমার আব্বু লজিং থেকে ও সবজি বিক্রি করে নাটক করে নিজেকেই তার পড়ার খরচ নিজেই চালাতে হতো। একবার নাকি আমার বড় জেঠার কাছে ঢাকায় বই কিনার টাকার জন্যে গিয়েছিলো, আমার জেঠা শুধু ১ টা বই কিনে দিয়ে বলছিলো এইটা মুখস্ত করে আমাকে টেলিগ্রাম করিও তার পর আর ১ টা বই কিনে দিবো।🍂🍂
🍂🍂🍂এর পর থেকে ভাই বোনের কাছে আর হাত পাতেনি তেমন নিজেই কষ্ট করে HSC পাশ করে ঢাকায় চলে যায়। তার পর গ্রামের কোন এক বড় ভাইয়ের বাসায় থাকতো, ফাইভ স্টার হোটেল সোনার গাঁও চাকরি হয় কিছু দিন করে।
এর পর যেহেতু আমার বাবা স্কুল জীবনে নাটক,গান,যাত্রা ছবি আঁকা ইত্যাদি করতো সেই সুবাদে বাংলাদেশ চলচ্চিত্র থেকে ও ডাক আসে। কিন্তু আমার আব্বু কন্টিনিউ করেনি
🏵️🏵️🏵️চাকরির জন্য এর কিছু দিনের মধ্যেই একটা সরকারি পশুডাক্তারের চাকরি হয় যার ইন্টারভিউ তে আমার আব্বু মানবিক থেকে পরে ও সারা বাংলাদেশে ৩য় হয় আলহামদুলিল্লাহ। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দিনে চাকরি করতো আর রাতে প্রাইভেট পরাতো এবং লিখা পড়াও করতো।🍁🍁🍁
🍁🍁🍁 আমি হওয়ার পর আমার আব্বু বিএ পাশ করে, এমন করতে করতে এক সাময় আমার আব্বু কিছু টাকা জমায় এবং একটি যায়গা কিনে কিছুদিন পর তা আবার বিক্রি করেদেয় ওই টাকা দিয়ে আমারা আব্বু আবার জায়গা কিনে রাখেন।🌸🌸🌸
🏵️🏵️🏵️আমার এখনো মনে আছে আমার আব্বু সকাল ১০ টায় অফিসে যেত আর বিকাল ৫ টায় বাড়ি আসতো, আবার রাত ১/২ টায় ও যেত অনেজ সময় গরুর ডেলিভারি করতে অফিস থেকে এসে রুগি দেখতে যেত, কখনো কখনো তো রাত্রে যেতো আর আসতো ভোরে তার পর ও চাকরির দায়িত্বের কারনে সকালে অফিসে......🏵️🏵️🏵️
🌼🌼🌼এইভাবে করতে করতে আমার আব্বু এক সময় সফল হয়, অনেক জায়গার মালিক হয়ে যায় সাথে সরকারী চাকরি ও বাড়িভাড়া ও পেতে শুরু করে এক সময়। 🥰🥰🥰
🍂🍂🍂বৈবাহিক জীবনের শুরু আমার আব্বু যখন ইন্টারে পড়ে তখন আমার দাদুর অবস্হা অনেক খারাপ😔😔 অনেক অসুস্হ আমার জেঠারা তো কেউ ঢাকা, কেউ চিটাগাং তাই আমার আব্বু কে এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করায় পাকিস্তান আমালে ও আমার বড় মামা ওক্সপোডের পি এস ডি করা।
🏵️🏵️🏵️বিয়ে করায় মায়ের সেবার জন্যে এবং করেও সেবা আমারদের নিজের চোখে দেখা আমার দাদু যদি বিছানায় পায়খানা করতো আমার আব্বু রাত ১ টা বাজে রাস্তার পশ্চিম পাশে নালা ছিলো ওই খান থেকে কাথা কাপড় ধুয়ে আনতো। আমার আব্বু দাড়াতো আর আমার আম্মা ধূয়ে দিত।
,🍂🍂আমার বাবার আমরা তিন সন্তান আমি বড় আমার ভাই মেজ ও আমার বোন ছোট। আমার আব্বু নিজে কষ্টকরেছে তাই ছেলে, মেয়েকে কখানো কস্টদেয় নি যখন মাছ কিনতো দোকান দারের কাছে যা থাকতো তাই নিয়ে আসতো হোক ছেটমাছ আর না হোক বড় মাছ মাংসের দোকানে গেলে পুরা রান নিয়ে আসতো। মাঝে মাঝে তো দোকানদার আরো বেশি ও দেয়ে দিতো, ইলিশ মাছ কিনতে গেছে ওই লোকের পুরা খাঁচা সহ কিনে নিয়ে আসতো এমন ছিলো আমার বাবা।
আর হবে নাই বা কেন আমার আব্বু রাজাদের বংশধর ছিলো।🥰🥰
🍂🍂🍂আমার আব্বু ২০০৯ এ মারা যায় আমি আজকের৭/৭/২০২২ এর কথা বলছি আজকে ও ২ জন লোকের সাথে দেখা তারা আজ এতো বছর পরেও বলতেছে সে অনেক ভালো মানুষ ছিলো তার অনেক পরিশ্রমের টাকা সে অনেক সৎ ও ভালো মানুষ ছিলো। কিছু মানুষ আছে যারা আজকে মরলে কালকে কেউ মনে রাখেনা কিন্তু আমার বাবা ২৮/৩/২০০৯ এ মারা গেছে এতো বছর পরেও মানুষ তাকে এখনো মনে রেখেছে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় হয়তো ও পারে ভালো আছে আমার আব্বু।🤲
🍁🍁আমার এখনো মনে আছে আমার আব্বু মারা যাওয়ার পর এক হিন্দু মহিলা এসে বিলাপ করে কান্না করতেছে আয় হায়রে কাজী সাহেব তো মারা গেছে এখন আমাদের উপকার কে করবে ?😔😔
🍂🍂🍂তখন এক বড় ইমাম সাহেব বলেছিলো যার জন্যে অন্য ধর্মের লোক ও এমন ভাবে কাঁদতে পারে সে অবশ্যই বেহেস্ত বাসি হবে ইনশাআল্লাহ।🤲❤️❤️
আমার আব্বু মারা যাওয়ার ২ বছর আগে ময়মনসিংহ বিশ্ব বিদ্যালয়ে একটা ট্রেনিং দেয় ২ বছরের ওই কোর্স শেষকরে পরিক্ষা দিয়ে এ+ পায় মারা যাওয়ার ৪ দিনের দিন চিঠি আসে উনি এ+ পেয়ে পাশ করেছে 🥰🥰তার কয়েক দিন পরে আরো একটি চিঠি এসেছে ওনার প্রমোশন হয়🥰🥰 ফ্রাস্টক্লাস অফিসার হয়েছে কিন্তু তখন আর আমার আব্বু নেই😔😔😔
❤️❤️❤️এই গ্রুপে কি ভাবে ফেইসবুক থেকে এড হয়েছি তা আমার মনেনাই তবে ইউটিউব ভিডিও দেখতাম সব সময়, রেজিষ্ট্রেশান করার জন্যে অনেকেই নক দিয়েছিলাম কিন্তু তেমন আশানুরূপ সারা পাইনি, পরে আলহামদুলিল্লাহ Jahangir Ahmed ভাইয়ের মাধ্যমে করেছি❤️❤️❤️
❤️❤️❤️আমার নিজের বলারমতো গল্প লিখার সাহস পাচ্ছিলামনা পরে J M Faruk ভাই ও Milton Milton দাদার অনুপেরনায় আমার আব্বুর জীবন কাহিনী লিখতে সহস করি, ধন্যবাদ ও কৃতহ্মতা প্রকাশ করছি ভাইদের প্রতি ❤️❤️❤️
বাবা মানে জীবন যুদ্ধের অক্লান্ত সৈনিক।
বাবা মানে ভাত রুটির নিশ্চয়তা দৈনিক।
বাবা মানে রোগে শোকে অফুরন্ত শক্তি।
বাবা মানে ই অনাকাঙ্খিত যন্ত্রনার মুক্তি।
বাবা মানে ই স্বল্প জীবনে নিশ্চয়তা জয়।
তাইতো আমি বাবার প্রতি অকৃতজ্ঞ
নয়।
শেষে একটাই কামনা। 🤲🤲🤲আল্লাহ" ভালো রাখুক ইহকাল এবং পরকালে আমার আব্বু ,ভাই সহ আমাদের সকলের আব্বু,আম্মু কে। "আমিন"🤲🤲🤲
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৪২
তারিখ ০২-০৮-২০২২ইং
আছমা আক্তার
ব্যাচ-১৬
রেজি-৭৯৯৯৮
জেলা- ফেনী
উপজেলা- ফুলগাজী