আমার অনেক সপ্ন আছে আমি সবসময় চাই
👉🏵️আমার জীবনের_গল্প 🏵️
👌 বিসমিল্লাহির_রাহমানির_রাহিম।
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন।
💢আসসালামু_আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু 🔳
👉 আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই তিনি আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এবং সোনার বাংলাদেশর মাটিতে
মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেই সাথে বিশ্বনবী_হযরত_মুহাম্মদ (সা:) এর
উম্মত হিসেবে সৃষ্টি করেছেন 🧱
👌 আমি_কৃতজ্ঞতা_প্রকাশ_করছি
আমাদের প্রিয় মেন্টর শিক্ষক শতাব্দীর সেরা আবিষ্কার উদ্যোক্তা ও ভালো মানুষ গড়ার কারিগর জনাব_ইকবাল_বাহার_জাহিদ_স্যারের_প্রতি। যার অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে বিশাল এই পরিবার তৈরি করে দিয়েছেন যার দরুন ৫০ টি দেশ, ৬৪ টি জেলা এমনকি ৪৯২ টি থানার ভাই- বোনেরা দুরে থেকেও কাছাকাছি - পাশাপাশি আসার সুযোগ পেয়েছে।
👉নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন।
যার স্বপ্নে বিভোর হয়ে লাখো বেকার তরুণ-তরুণীদের হৃদয়ে সৃষ্টি হচ্ছে উদ্যোক্তা তৈরীর মানসিকতা।
দোয়া করি আল্লাহ পাকের কাছে
প্রিয় স্যার কে যেন নেক হায়াত দান করেন। -(আমিন)
🏵️ প্রিয়_স্যারের_শিক্ষাকে হৃদয়ে ধারন করে
আজ আমি আমার নিজের জীবনের গল্প
লেখার সাহস পেলাম এবং তার জন্য আমার মনের সুপ্ত কিছু না বলা কথা আপনাদের মাঝে তুলে ধরার সামান্য প্রয়াস।
সবাই
আমার জন্য দোয়া করবেন এবং আশা করি সাথেই থাকবেন।
✍️✍️কোত্থেকে যে শুরু করি জীবন নামের গ্লপ,
দুঃখে আমার জীবন ভরা সুখ যে খানিক অল্প,
✍️✍️আমি আসলে সেই হতভাগা এক মেয়ে যে জীবনে কখনো বাবার আদর পাইনি বাবার আদর কি জিনিস তা আজ অব্দি অনুভব করতে পারিনি কারন আমার বয়স যখন ৯ মাস তখন আমার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স কারণ হচ্ছে বাবা সব সময় মাকে যৌতুকের জন্য অনেক অত্যাচার করতেন উনি কোনো কাজ কর্ম করতেন না সব সময়ই মা-কে মার ধর করতে থাকতেন একপর্যায়ে এসব দেখে আমার নানু আর সহ্য করতে না পেরে আমার আম্মু এবং আমাকে নিয়ে ঐ বাড়ি থেকে চলে আসেন এবং তারপর বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়।
✍️✍️আমার ছোট বেলা,,,,,,,, সেই থেকে বাবার আদর ছাড়া আমার বেড়ে ওঠা শুরু হলো নানা বাড়ি থেকে এবং আমার বয়স যখন ৫ বছর তখন আমার নানা, মামারা মিলে সিদ্দান্ত নেন আমার মাকে আবার ও বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার আম্মু কিছুতেই রাজি হননি আমাকে রেখে উনি কখনো বিয়ে করবেন না আমার মা সব সময় একটা বলেন আমার আম্মু যেখানে আমি ও থাকবো সেখানে তাই একপর্যায়ে মামাদের জোর জবস্তির কারনে আমার মা আমাকে সাথে করে নিয়ে বিয়েতে রাজি হলেন
✍️✍️আমার স্কুল জীবন
আমাকে যখন ক্লাস ওয়ানে ভর্তি করা হলো তখন আমি প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতাম এবং প্রতিদিনই দেখতে পেতাম আমার সহপাঠীদের বাবারা তাদের কে বাইকে করে স্কুলে দিয়ে যেত এবং নিয়ে আসতো গিয়ে এবং তাদের কে কতো কিছুই কিনে দিতো খাউয়ার জন্য আমি শুদু চেয়ে দেখতাম এবং অনেক কান্না করতাম তখন আমার আম্মু আমার চোখের জল মুছে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে কুলে নিয়ে অনেক আদর করতো। আমি দিন শেষে শুদু আমার মাকেই পাশে পেয়েছি। আমি আমার মাকে অনেক ভালোবাসি।
👉এদিকে আমার মায়ের দ্বিতীয় সংসারে ৪ বোন এবং ২ ভাই ছিলো
আমি সহ আমরা ভাই বোন ৭ জন ছিলাম মা এবং সৎ বাবা নিয়ে টোটাল ৯ জনের অনেক বড় একটি পরিবার ছিলো। তারপর ও মাশা আল্লাহ ভালোই চলছিলো আমাদের পরিবার। সৎ বাবা ছিলেন কৃষক এক বছর আমাদের মিষ্টি কুমড়ার ফলন হয়েছিলো খুব বেশি সৎ বাবা তখন মিষ্টি কুমড়া গুলো এক বেপারীকে দিয়ে আসার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর এক্সিডেন্ট করেন এরপর থেকে বাবা আর কোনো কাজকর্ম করতে পারেন না। তখন থেকে আমাদের পরিবারে দুর্ভিক্ষ নেমে আসে শুরু হয় আমাদের সংগ্রামী জীবন। এরপর থেকে আমার মামারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতো এবং আমার মা ও হাস মোরগ পালন করে অনেক কষ্ট করে আমার আমাদের পড়াশোনা খরচ চালিয়েছেন।
✍️✍️অনেক কষ্টের পর আমি ও ফাইনালি এস এসি পরিক্ষা দেই এবং উত্তীর্ণ হই। এস এসি পরিক্ষার তিন মাস সময় ফাকা পেয়েছিলাম ঐ সময়ে আমি ইউটিউব ভিডিও দেখে সেলাই কাজ শিখি। তার পর আমি একটা সেলাইমেশিন কিস্তির মাধ্যমে নিয়ে সেলাই কাজ শুরু করি এবং পরিবার কে অনেক সহযোগীতা করি। ঐ বছর আমি আর কলেজে ভর্তি হতে পারিনি আর্থিক অবস্থার কারনে। পরের বছর আবার ইন্টারে এডমিশন নিয়ে লেখাপড়া শুরু করি এবং একটা জব ও শুরু করি এই ভাবে পরিবার কে অনেক সাপোর্ট করতেছি এবং এখন আমার ভাই ও অনেক বড় হয়েছে সে আর তেমন পড়ালেখা করতে পারে নি ক্লাস সেভেন পর্যন্ত পড়া লেখা করেছিলো এখন পরিবারের হাল ধরেছে সেও। এভাবে চলছে আমাদের পরিবার
✍️✍️বর্তমানে আমি ডিগ্রি প্রথম বর্ষে পড়ালেখা করতেছি
👉আমার অনেক সপ্ন আছে আমি সবসময় চাই আমার পরিবার কে সাপোর্ট করতে নিজেকে প্রতিষ্টিত করতে চাই সবাই আমার জন্য অনেক দোয়া করবেন।
💞💞ভালেবাসার প্রিয় প্লাটফর্ম নিজের বলার মতো একটা ফাউন্ডেশন জয়েন হয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি অনেক প্রিয় আপু এবং ভাইয়াদের নিঃসার্থ ভালো বাসা টুকু পেয়েছি পেয়েছি প্রিয় স্যারের শিক্ষা তাই প্রিয় স্যারের শিক্ষাকে কাজে লাগিয়ে আমি একজন উদ্যোক্তা হতে চাই নিজের জীবনের সপ্ন গুলো পূরণ করতে চাই,,,,,,আজ এখানেই শেষ করলাম।
👉মানুষ মাএই বুল হয়ে থাকে তাই আমার ও জীবনের গল্প লিখতে গিয়ে অনেক ভুল হতে পারে সবাই ক্ষ্মমা সন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন।
সবার কাছে দোয়া এবং ভালো বাসা প্রত্যাশি
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৪৬
তারিখ ০৫-০৮-২০২২ইং
মার্জানা আক্তার
১৮/৯৪৮৭১
বিয়ানীবাজার, সিলেট।