আমি নিজের উপর বিশ্বাস ও ভরসা করতে শিখেছি অনেক বেশি।
🌹 আসসালামুয়ালাইকুম 🌹
🌹 নিজের জীবনের গল্প🌹
🌹🌺 প্রথমেই শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে যিনি আমাকে সৃষ্টির সেরা মানুষ হিসেবে তৈরি করেছেন , এবং এখনো পর্যন্ত ভালো রেখেছেন । আলহামদুলিল্লাহ।
❤️❤️ হাজার দুরুদ ও সালাম আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারকে।❤️❤️
🌺❤️ শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রিয় মা- বাবাকে,। বাবা মা আমাকে অনেক ভালোবাসে ও যত্ম দিয়ে বড় করেছেন।আল্লাহ যেনো আমার বাবা মা কে সুস্থ রাখেন ,নেক হায়াত দান করেন।🙏🙏 আমিন
❤️🌿🌱 শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ,আমার মতো হাজার তরুণ তরুণীর আইডন, প্রিয় শিক্ষক, উদ্যক্তা তৈরির কারিগর, জনাব ( ইকবাল বাহার জাহিদ) স্যার। যার অনুপ্রেরণায় আমার মতো হাজার তরুণ তরুণীর নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, ।🙏🙏 আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের স্যারকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। 🙏🙏আমিন
🌱🌿 আমার জীবনে ঘটে যাওয়া কিছু অংশ,🌱🌿
একটি মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনেক কিছু ঘটে যায় তার জীবনে। সব কিছু বলা বা লিখা হয়তো সম্ভব নয়।
আমি চেষ্টা করবো কিছু অংশ সবার সাথে শেয়ার করতে, ।🙏🙏 সবাইকে অনুরোধ করছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ 🙏🙏🙏
🌱🌹🌹 আমার জন্ম ও শৈশব 🌹🌹🌱
আমার জন্ম হয় ১৯৯৫ সালের ২৫ই ডিসেম্ভর। গাজীপুরের কালিগঞ্জ উপজেলার আমার নানা বাড়িতে, । আমি আমার বাবার প্রথম সন্তান এবং আমার নানা বাড়িতে প্রথম নাতী । তাই অনেক আদর আর ভালবাসা দিয়েই শুরু আমার জীবন। তবে একটু শান্ত স্বভাবের ছিলাম , খেলাধুলা কম ই করতাম বাহিরের বাচ্চাদের সাথে। চাচাতো ভাই বোন ২-৪জনেই ছিলাম আমরা খেলার সাথী🌹🌹
🌱🌹🌹 আমার পরিবার 🌱🌹🌹
আমরা পরিবারে ছয় জন সদস্য ছিলাম, বাবা , মা আমরা তিন ভাই বোন আর আমার দাদি মা,। আমি বড় আর আমার ছোট দুই ভাই ।
আমার মা অনেক ধার্মিক একজন মানুষ,আর আমার বাবা একজন হাফেজ। মসজিদের ইমাম, ।
🌹🌱🌹 পড়ালেখা ও ছাত্রী জীবন 🌿🌱🌹🌹
আমার প্রথম এবং আদর্শ শিক্ষক হলো আমার "মা" । গ্ৰামের প্রাইমারি স্কুলে এবং গ্ৰামের ই এক হাই স্কুল থেকে ২০১২ সালে এস এস সি দেই । এবং এইচএসসি দিলাম ২০১৪ সালে বাড়ি থেকে একটু দূরে লাখপুর শিমুলীয়া কলেজ থেকে। পড়ালেখায় অনেক ভালো ছিলাম যে তা না তবে মোটামুটি ছিলাম। আর ড্রিগ্ৰী করেছি মনোহরদী ড্রিগ্ৰী কলেজ থেকে।
🌹🌱🌿 বৈবাহিক জীবন 🌱🌿
আমি ২০১৪ সালে ফেব্রুয়ারিতে বিয়ে করি , তাও আবার বাড়ি থেকে পালিয়ে নিজের পছন্দে।
🌱🌱🌹 একা একা পথ চলা 🌱🌱🌹
বিয়ের পর আমি বাসা ভাড়া নিয়ে থাকতাম মনোহরদীতে। আর আমার স্বামীর বাড়ি ময়মনসিংহে।
সে পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট এবং এক মাএ ছেলে সন্তান ,। আর যেহেতু তার বড় দুই বোন তখনো বিয়ের বাকি ছিল তাই সে বিয়ের কথা গোপন করে।
আমার স্বামী থাকে ময়মনসিংহে তার নিজ বাড়িতে আর আমি থাকি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় একা একটা ভাড়া বাসায় একা একা। 😥😥
সেই দিন গুলো ছিল অনেক কঠিন, এরই মধ্যে আল্লাহর রহমতে আমি মা হই ১৮/১/২০১৬ আমার প্রথম মেয়ে আমার কলিজার টুকরা। আর তখন থেকেই আমার বাবা মা আমার সাথে যোগাযোগ করতে শুরু করে। আলহামদুলিল্লাহ 🌹🌹
মেয়ে বড় হয় কিন্তু তার বাড়িতে কেউ জানেই না। এদিকে এক এক জন এক এক রকম কথা বলা শুরু করলো। 😥 কেউ কেউ বলতে শুরু করল আমার স্বামীর নিজের বাড়িতে আরেকটি বউ আছে , সে আমাকে ও আমাদের মেয়েকে কখনো বাড়ি নিয়ে যাবে না এমন নানা কথা। 😭😭
তাই এসব কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে ময়মনসিংহে মুক্তাগাছা শহরে , এখানে থাকি ৯ মাস।
এর মধ্যে আমার শশুর বাড়িতে জানা জানি হয়ে যায় আমার ও মেয়ের কথা।
🌹🌹 আল্লাহর অশেষ রহমতে আমার শশুর ও শাশুড়ি মা আমাকে মেনে নিয়েছে।
আর তাদের একমাত্র ছেলের বউ এবং ছেলের সন্তানকে বাড়ি আনার অনুমতি দিলে আমি তো অনেক খুশি।😃🌺❤️ বাড়ি যাবো তবে আমার হাজব্যান্ড চাইতো আমি মুক্তাগাছায় ভাড়া বাসাতেই থাকি, কিন্তু আমি বাড়িতে যাবোই , ।আর শেষে শশুর বাড়ী চলে আসা❤️❤️
🌿🌱🌱 কষ্টের জীবন 🌱🌿🌿
শশুর বাড়ীতে চলে আসার পরেই বোঝতে পারলাম আমার স্বামী আমাকে বাড়ি আনতে চায়নি কেনো😭😭
তার বাড়িতে যে বোন দুইটা আছে তারা আমাকে পছন্দ করে না।😥😥 যত দোষ আছে সব মনে হয় আমার মধ্যে, আমি কাজ করলে তা হয় না ,, করতে হবে না, আবার না করলে কিছু করিনা😥।
😭😭এর মধ্যে আবার আমার হাজব্যান্ডের ব্যবসায় হলো অনেক বড় লস।😭😭
এখন তো আরো বিপদ , খাইতে গেলে ও খুটা শুনি অনেক বেশি নাকি খাই ,কামাই রোজগার নাই তো এতো কেনো খাই?
🌿🌱 এই মহা বিপদের সময় আমার ছোট মেয়ে গর্বে🌱🌿
প্রথম মেয়ে সিজারে হয় ,তাই আমি খুব ভয়ে ছিলাম, এদিকে হাজব্যান্ড আমাকে বাবা বাড়ি যেতে দিবে না ,অন্য দিকে শশুর বাড়ীর লোকেরা আমাকে হসপিটালে যেতে দিবে না 😭😭
এদিকে দুই দিন চলে গেল ব্যাথা শুরু হয়েছে তারা কিছুই বলেনা , এদিকে আমার হাজব্যান্ড তার মা ও বোন দের কিছু তেই বোঝাতে পারেনা , আমি তখন আর সহ্য করতে পারি নাই তখন বাবাকে ফোনে সব বলি , । বাবাকে বলেছিলাম বাবা আমি বাড়িতে চলে আসবো। আমার বাবা বলেছিলো মা তুমি ধয্য ধারন করো , এই অবস্থায় আল্লাহ তোমাকে নিয়ে গেলে জান্নাত দান করবেন। আমি দেখছি কি করা যায়।
নরসিংদী,-- ময়মনসিংহ অনেক দূরের পথ 🏃🏃🚗🚗
এদিকে আমার অবস্থা তখন খুবই খারাপ তখন আমার স্বামী এক রকম জোর করেই আমাকে নিয়ে যায় ময়মনসিংহ সদর হাসপাতালে। আর কেউ যায়নি আমার সাথে শুধু আমি আর আমার হাজব্যান্ড।
সেই মুহূর্তের কথা মনে হলে আজ ও চোখের পানি ধরে রাখতে পারিনা 😭😭
৩০/০৭/২০২০ আমার ২য় মেয়ের জন্ম ❤️❤️
আল্লাহর অশেষ রহমতে সিজার করতে হয় নি। পরের দিন চলে এলাম বাড়িতে, বাড়ির কেউ আমার মেয়েটাকে কোলে নেওয়া তো দূরের কথা এক পলক দেখতে ও আসেনাই😭😭 আমার কলিজার টুকরা দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন 🙏🙏
🌿🌱🌱 এখন অবস্থান 🌿🌱
নতুন করে শপ্নকে বাস্তবায়ন করার সাহস পেয়েছি।
👉আর পারছি এখন আমার সাথে হওয়া অন্যায় এর সাহস করে কিছু প্রতিবাদ করা । 😭
এখন এক বছর হবে বাড়ি থেকে দূরে থাকি একটু শান্তির জন্য।
এখানে আমার হাজব্যান্ড ও আমি আবার নতুন করে আগের প্রজেক্ট শুরু করার চেষ্টা করছি।
🌿🌱🌱 প্রাণের গ্ৰুপে যুক্ত হওয়া 🌱🌱🌿
আমি ইউটিউবে আমার প্রিয় স্যারের ভিডিও দেখি এক দিন , আর সেই দিন ই আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার প্রিয় গ্ৰুপে🌿🌿
🌱🌱🌿 আমার উদ্যক্তা জীবন 🌿🌱🌱
আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল নিজে কিছু করার কিন্তু শুরু টা করি আমার প্রিয় গ্ৰুপ থেকে ।
🌿🌿🌱 নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমি যা পেয়েছি-
👉 আমি নিজের উপর বিশ্বাস ও ভরসা করতে শিখেছি অনেক বেশি।
👉 পেয়েছি আরো একটি ভালো মানুষের পরিবার।
👉 আমি পেয়েছি আমার কিছু ভাই বোন ,যারা আমার পাশে সব সময় আছে,
👉 নতুন করে শপ্নকে বাস্তবায়ন করার সাহস পেয়েছি।
👉আর পারছি এখন আমার সাথে হওয়া অন্যায় এর সাহস করে কিছু প্রতিবাদ করা ।
🌱❤️❤️🌹🌹সব শেষে আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মহা মূল্যবান সময় দিয়ে আমার লিখা পড়ার জন্য।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৫৪
তারিখ ১৭-০৮-২০২২ইং
🙋 রাদিয়া জান্নাত
🙋 ময়মনসিংহ সদর
🙋এগ্ৰো ফোরাম ভলান্টিয়ার
🙋ব্যাচ ১৭
🙋 রেজিস্ট্রেশন নং ৮৯১১৩