হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়।
♦️♦️♦️♦️ বিসমিল্লাহির রাহমানির রাহীম ♦️♦️♦️
♥️আমার জীবনের গল্প♥️♥️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সম্মানিত প্রিয় ভাই বোন সকলে আশা করি নিজ নিজ অবস্থানের ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবাই ভালো ভালো থাকবেন এই আশা করি সব সময় আলহামদুলিল্লাহ।
🕋 আমি প্রথমে শুরু করছি মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহর নামে যার অপার কৃপায় এই পৃথিবীতে এসেছি। সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য। লাখো কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর প্রতি ।
♥️কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা ও বাবার প্রতি, যারা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং শিক্ষিত করে পৃথিবীর বুকে বড় করে তুলেছেন।
💘সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শতাব্দীর অন্যতম সেরা মানুষ, লাখো তরুণ তরুণীর আইডল প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে #নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মতো একটা সুবিশাল উদ্যোক্তা প্লাটফর্ম ।
♥️🌷 আজ যে গল্পটা আপনাদের সামনে প্রকাশ করবো। তা হচ্ছে আমার জীবনের বাস্তব কিছু গল্প,
♥️আমার শিশুকাল ♥️
♥️এটা ঠিক গল্প নয় আমার জীবনের কিছু কথা ছোটবেলার গল্প। আমার শিশুকাল শুরু হয়েছে অনেক হাসিখুশি আনন্দ নিয়ে আমি আমার বাবা মায়ের বড় ছেলে। অনেক আদর সোহাগে বড় হয়েছি। জীবন যুদ্ধ এত কষ্ট ছোটকালে বুঝি নেই।আমার জন্ম চট্টগ্রামের আনোয়ারা থানার পূর্ব বরৈয়া নামক গ্রামের একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করি। আমরা ছয় ভাই বোন,পাঁচ ভাই এক বোন,আমি সবার বড়। পরিবারে ভাই বোনদের মধ্যে। আমার বাবা একজন কৃষক মা একজন গৃহিণী।
♥️♥️📙 শিক্ষা জীবনঃ♥️♥️
আমর শিক্ষা জীবন শুরু হয় ছয় বছর বসয় থেকে। আমার শিক্ষা জীবন শুরু হয় আমাদের গ্রামের পূর্ব বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।ছয় বছর বয়সে প্রথম শ্রেণীতে ভর্তি করা হয় আমাকে।পূর্ব বরৈয়া স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি লেখাপড়া করি। তার পর আমাদের গ্রামের পূর্ব বরৈয়া টি,এম,সি, উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তার ঐ স্কুল থেকে ২০০৭ সালে এস,এস,সি, পরীক্ষায় অংশগ্রহণ করি। এবং মাধ্যমিক শিক্ষা শেষ করি।
♦️♦️♦️♦️♦️,অভাবের সংসার, ♦️
আমি একটা হতদরিদ্র ঘরের মানুষ। মাধ্যমিক শিক্ষা শেষ করার পর দেখি। পরিবারের সদস্যদের সবাইকে দেখাশোনা করতে অনেক সময় আব্বুর কাছে অনেক কষ্ট হয়ে যেত। তাই চিন্তা করি বাবার কষ্টের একটু ভাগ নিতে। তাই আমার চাচার পরামর্শ মতে বাংলাদেশে একটি কোম্পানির বিক্রয়কর্মী হিসাবে যোগদান করি। এবং বাবার কষ্টের ভাগ নিতে শুরু করি। এরপর ২০১১সালে এক বন্ধুর সাথে পরামর্শ করে তার সহযোগীতায় প্রবাস জীবন শুরু করি, এরপর থেকে আলহামদুলিল্লাহ পরিবারের সদস্যদের সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। এবং পরিবারের অভাব দূর হয়।এখন নিজেকে একজন সবলম্বি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার কাজটা করার জন্য। নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর থেকে শিক্ষা নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি প্রবাস থেকে।
♥️♥️,,সংসার জীবন,,♥️♥️
২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।২০১৯সালের মার্চ মাসে আমাদের ঘরকে আলোকিত করে প্রথম কণ্যা সন্তানের জন্ম হয়। এবং ২০২২সালের জুন মাসে আমাদের ঘরকে আলোকিত করে দ্বিতীয় কণ্যা সন্তানের জন্ম হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের সংসার জীবন অনেক সুন্দর ভাবে চলতেছে।সুঃখ শান্তিতে ভরপুর।
আমি। মোহাম্মদ ইছমাইল।
নিজ জেলা চট্টগ্রাম।
উপজেলা আনোয়ারা।
ব্যাচ,১৮
রেজিস্ট্রেশন নং,১০১৯৮৮.
বর্তমানে আরব আমিরাতের রাস আল খায়মাতে জীবিকার তাগিদে অবস্হান করতেছি।
আমি একজন নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের এক্টিভ সদস্য।
আমি একজন গর্বিত রেমিট্যান্স যোদ্ধা।
😭😭অভাবের দিন গুলো😭
আমি ছোট বেলা থেকে চোখের দেখা আমাদের পরিবারের মধ্যে অনেক অভাব অনটন লেগেই থাকত। আমরা ভাই বোন মা বাবা মিলে পরিবারের মধ্যে আট জন সদস্য ছিলাম।সবার চাহিদা পূরণ করতে বাবার কষ্টের সম্মুখীন হতে হয়েছিল।এক বেলা রান্না করলে আরেক বেলায় রান্না করার জন্য আমার আম্মু অনেক চিন্তা করতে হত। অনেক সময় এক বেলার খাবার দুই তিন দিন ভাগ করে খেতে হত। অনেক বেলা রান্না করার জন্য কিছু থাকতনা মা অনেক চিন্তায় পড়ে যেত। মাঝে মাঝে আমার নানার বাড়ি থেকে নানি অনেক শাঁকসবজি আমাদের জন্য পাঠিয়ে দিত এবং আমার চাচাও অনেক সাহায্য সহযোগিতা করত।আমি চাকরি করার পর থেকে অভাব অনটন দূর করতে চেষ্টায় থাকতাম।
🎖️ব্যবসা জীবনঃ বর্তমানে আমার কোন ব্যবসা নাই। ভবিষ্যতে নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের প্লাটফর্ম থেকে শিক্ষা নিয়ে ব্যবসা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছি।
🌷🌷 আমার স্বপ্নঃ ♥️♥️♥️
আমার স্বপ্ন গুলো আমার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে ভাল মানুষ হয়ে পরিবারের আত্বীয় স্বজনের এবং সমাজের দেশের দশের উপকার করা। এবং সবার সেবা করে ভাল মানুষ হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। এবং উদ্যোক্তা হওয়ার পর অনেক মানুষের কাজের ব্যবস্থা করা।
♥️🙍♂️👰 সংসার ও ব্যবসা জীবনঃ♥️ বর্তমানে আমার কোন ব্যবসা নাই। বর্তমানে সংসার জীবন যাপন নিয়ে অনেক সুখে আছি। আলহামদুলিল্লাহ।
💘আমার এই ফাউন্ডেশনে আসা
১৮ তম ব্যাচে রেজিষ্ট্রেশন করেছি।এমনি এমনিতে জীবনে কারোই কিছু করা হয় না,,তেমনই রেজিষ্ট্রেশন টাও কারণ ছাড়া আমিও করি নি।আমার অনেক কিছু শেখার ইচ্ছে আছে।আমি একজন প্রবাসী, আমি একজন সাদা মনের মানুষ।
🥰🥰🥰নিজে কিছু করতে চাই, করলেও কেনো যেনো মনে তৃপ্তি পাচ্ছি না।আমাকে নিজেকে কিছু করতে হবে নিজের অস্তিত্ব প্রমাণের জন্যেই।আর এই ভাবনা থেকে রেজিস্ট্রেশন করা অথচ আমি বিজনেসের ব-ও জানি না।তাই আমি শিখার জন্য হন্যে হয়ে খুঁজতেছিলাম কোথায় গেলে হেল্প পাবো!!তখন কথা হলো দুবাই প্রবাসী Razual Karim
ভাইয়ার সাথে।ভাইয়া আমাকে পরামর্শ দিলেন এখানে রেজিষ্ট্রেশন করতে।আমিও ভাইয়ার কথা শুনলাম কারন আমি সত্যিই নিজের পায়ের নিচের মাটি টা শক্ত করতে চাই।আর এই জন্য আমাকে শিখতে হবে,,জানতে হবে অনেক কিছু।আশা করি ছোটবড় সবার কাছে হেল্প পাবো,,ভালোবাসা পাবো,,অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ।
আমি ব্যাচঃ ১৮
রেজিষ্ট্রেশন করার পর🥰প্রতিদিন আমাদের ইকবাল বাহার জাহিদ স্যারের সেশন পড়ছি, প্রতিদিন সেশন ক্লাসে যুক্ত হচ্ছি। এটা যে কি মজার পাঠ দান এর মতো। বলে লিখে শেষ করতে পারবো না, এখানে কোনো প্রতিযোগিতা নেই, সবাই প্রতিদিনের সেশন থেকে বিশ্লেষণ করছে। একে অপরের আলোচনা থেকে নতুন নতুন করে বিষয় বের হয়ে আসছে। কি যে আনন্দ। একটা দিন সেশন ক্লাসে মিস করা মনে হয় কি যেনো জীবন থেকে হারিয়ে গেলো, হ্যা আমি কোন কারণে সেশনে উপস্থিত হতে না পারলে আমার ভীষন কষ্ট হয়, তাই সেশন ক্লাস মিস করি না।আমার প্রিয় মেন্টরের জন্য প্রবাস জীবন থেকে সব সময় দোয়া করি, যেন আমাদের স্যারকে হাজার বছর বাঁচিয়ে রাখেন,
♥️♥️♥️নিজের বলার মত একটা গল্প। ♥️♥️♥️আমি এমন একটি প্লাটফর্ম এ যুক্ত আছি এটা ভাবলেই নিজেকে গর্ব বোধ করি, মানুষ এতোটা নিরস্বার্থ হয় সেটা আমাদের এই প্লাটফর্ম না আসলে আমি কোনা দিন জানতেই পারতাম না। এই প্লাটফর্মে কি নাই,যে যে বিষয়ে আপনি শিক্ষা গ্রহন করতে চান জীবনে সফলতার সিড়িতে উঠতে চান সব পাবেন। আর সকল প্রশিক্ষণ পাবেন বিনা মূল্যে। আমি এই প্লাটফর্ম এর একজন আজীবন গর্বিত সদস্য। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই প্লাটফর্ম এর প্রান আমাদের সবার প্রিয় স্যার জনাব Iqbal Bahar Zahid ওনার প্রতি ওনার মতো এমন ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা এখনও এতো সুন্দর।
♥️♥️♥️এতো নিরস্বার্থ মানুষ হতে পারে এটা আমি এই প্লাটফর্মে না আসলে জানতেই পারতাম।
এতো পজিটিভির চর্চা হয়, এতো এতো ভালো মানুষ তৈরি হয়েছে এখানে,যাহার অনুপ্রেরণায় সত্যিই ভাবলে অবাক হয়ে যায়। মানুষ চাইলে কতোকিছুই না করতে পারে।
♥️♥️♥️স্যারের একটি স্লোগান সেটা এখন আমার মনের প্রতিদিনের স্লোগান হয়ে গেছে,
♥️♥️♥️স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন সফলতা আসবেই ♥️♥️♥️
ইনশাআল্লাহ স্যার আমার সাহস দিন দিন এতো এতো বেড়ে গেছে, আমি আমার এতোটা পরিবর্ত দেখতে পারছি, আমি নিজেই অবাক হয়ে যায়, নিজেকে দেখে হ্যাঁ আমিও পারি এবং আমি ও পারবোই।
🥰🥰আমার উদ্যোগ ♥️♥️আমার বর্তমানে কোন উদ্যোগ নেই, চেষ্টা করছি শিখছি ইনশাআল্লাহ একজন সফল উদ্যোক্তা হওয়ার আশা রাখছি,প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষাই,এক দিন আমি একজন সফল উদ্যোক্তা হয়ে অনেক মানুষের কর্মসংস্থান করে দেব ইনশাআল্লাহ।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থেকে আমি শিখতে পারছি প্রতিনিয়ত ঃ
আমি যা শিখেছি। টানা ৯০ নব্বই দিনের সেশন থেকে শিখতে পারছি
1♦️ সবার আগে আমি একজন ভালো মানুষ হতে হবে।
2♦️বাবা-মায়ের সেবা ও যত্ন করতে হবে।
3♦️মানুষের ছাত্র জীবন থেকেই ঝুঁকি নেয়ার উপযুক্ত সময়।
4♦️কোন উদ্যোগ প্রথমেই লোন নিয়ে শুরু করা যাবেনা।ব্যক্তিগত সঞ্চয় দিয়ে শুরু করতে হবে।
5♦️নির্দিষ্ট কোনএকটা কাজের জন্য আমাদের জন্ম হয়নি। সময়কে সঠিক ভাবে ব্যবহার করতে হবে, আমিও একাধিক কাজ করতে পারি।
6♦️ ঃ হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়। বরং সেই হার থেকে শিক্ষা গ্রহণ করে আবারো নতুন করে শুরু করা।
7♦️নতুন কিছু শুরু করতে গেলে লোকোরা নানাভাবে অপমান করবে, অপমানের জবাব কথায় নয় কাজে প্রমাণ করতে হবে।
8♦️আমাদের সম্পদে কেবল আমাদের অধিকার নেই। গরীব অসহায় মানুষের কাছের বা দূরের,চেনা অচেনা অনেকেরই অধিকার আছে।
9♦️প্রত্যেকটি মানুষের সফল হওয়া ও সাবলম্বি হওয়া ও নিজের একটি পরিচয় থাকা দরকার। বিপদের সময় সেটিই আমাদের অবলম্বন হবে।
10)প্রত্যেক মানুষেরই নিজের বলার মত একটা গল্প থাকা দরকার।
ধন্যবাদান্তে
আমার মতো একজন সাধারণ ছেলের জীবনী এতক্ষণ ধৈর্য্য ধরে শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আমিও যেন নিজের বলার মতো একটি গল্প তৈরী করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৭০
তারিখ ১৬-০৯-২০২২ইং
আমিঃমোঃ ইসমাইল
আমার ব্যাচঃ18
আমার রেজিস্ট্রেশনঃ:101988
জেলাঃ চট্টগ্রাম
উপজেলাঃ আনোয়ারা
বর্তমানে আরব আমিরাতের রাস আল খায়মাতে জীবিকার তাগিদে অবস্হান করতেছি।
আমি একজন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের গর্বিত সদস্য। এবং
আমি একজন রেমিট্যান্স যোদ্ধা