প্রত্যেকটা সেশনেই নতুন নতুন তথ্য যোগ করা হয়েছে।এবং তা বাস্তব ভিত্তিক।
❤️ পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।❤️
💜 বিসমিল্লাহির রাহমানির রাহিম। 💜
💙আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ। 💙
👉 নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সম্মানিত সকল ভাইয়া ও আপু, সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনশাআল্লাহ সবাই সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া, যিঁনি আমাদের নিরাপত্তা প্রদান করেন।
👉 পরম শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে স্মরণ করছি, আমার প্রান প্রিয় মা-বাবা কে। যারা আমাকে এই সুন্দর পৃথিবী অবলোকন করার সুযোগ করে দিয়েছেন।
তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ❤️
👉 পরম শ্রদ্ধার সাথে স্মরন করছি, আমাদের সকলের প্রিয় শিক্ষক,মেন্টর, তরুণ প্রজন্মের আইডল,উদ্যোগতা গড়ার কারিগর - জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে,
যার পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে আমরা পেয়েছি এই সুন্দর প্লাটফর্ম।
পেয়েছি লক্ষ্য লক্ষ্য ভাই-বোন।
পেয়েছি বিশাল একটা পরিবার।
যার শিক্ষা বুকে ধারণ করে লক্ষ্য লক্ষ্য শিক্ষিত বেকার তরুণ তরুণীরাও সাহস করে, বাস্তব জীবনের সফলতা ও ব্যর্থতার গল্প অনায়াসে লিখে থাকেন।
যিনি আমাদের কে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়তে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন,এবং
বাংলাদেশের বেকারত্ব দূরীকরনের মহৎ উদ্যোক্তা, তিনি হলেন -জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।স্যারকে স্যালুট জানাই।
👉 আজকে নিজেকে নিয়ে কিছু গল্প বা কথা তুলে ধরবো। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
👉 আমার সংক্ষিপ্ত পরিচয়ঃ
নাজমুন নাহার রওনক
আমি একজন শিক্ষার্থী,
সবে মাত্র অনার্স শেষ করেছি।
মাষ্টার্সে ভর্তির জন্য অপেক্ষা করছি।
👉জন্মঃ
১৯৯৮ সালের ২৬ জুন।
স্থানঃ রাজবাড়ী সদর, রাজবাড়ী। আমি পরিবারের ২য় সন্তান।
👉 পরিবারঃ
বাবা-মা আর আর ৩ বোন নিয়ে আমাদের পরিবার।
আমার পিতা- একজন শিক্ষক(অবসরপ্রাপ্ত)।
আমার মাতা - সহকারী স্বাস্থ্য পরিদর্শক (কর্মরত)।
বড় আপু গ্রাজুয়েশন কমপ্লিট।
আর ছোট বোন ও শিক্ষার্থী।
👉যৌথ পরিবারে কিছু সময়ঃ
ছেলেবেলায় যৌথ পরিবারে আমার বেড়ে ওঠা। বাবা,মা,ভাই, বোন, দাদা,দাদী,চাচা,চাচী,ফুফু সবার ভালোবাসায় ছোট থেকে বড় হয়েছি। যৌথ পরিবার থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছি।
👉আমার শৈশব - কৈশোরঃ
ছেলেবেলায় খুব ই চঞ্চল ছিলাম।পড়ালেখা,দুষ্টামি,খেলাধুলা,
গাছে চড়া, নাচ-গান,আবৃতি, অভিনয় সব কিছুতেই ছিলাম বেশ পারদর্শী।
অনেক বকা ও খেয়েছি পরিবারের সদস্যদের নিকট।
তবে ভালোবাসা ছিলো ভরপুর।
👉পারিবারিক শিক্ষাঃ
আমার পিতা বেশ সামাজিক একজন লোক। তিনি শিখিয়েছেন কিভাবে সামাজিকতা বজায় রাখতে হয়,
জীবন চলার পথে কীভাবে সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়।ভদ্রতা সভ্যতা শিক্ষিয়েছেন।প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন।
👉স্কুল - কলেজঃ
স্কুল আর কলেজ লাইফ বেশ ভালোই কেটেছে। প্রাথমিক বিদ্যালয় হতে কলেজ অবধি
সব সময় শিক্ষকদের নিকট প্রিয় ছাত্রী হিসাবে পরিচিত ছিলাম।শিক্ষক মন্ডলী খুবই ভালোবাসতেন আমাকে।
তাঁদের নিকট থেকে অনেক দোয়া ও অনুপ্রেরণা পেয়েছি।
👉স্বপ্ন ভঙ্গঃ
ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল পড়ালেখা শেষ করে নিজের পরিচয় তৈরী করব তারপর বিয়ে করব।বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতাম এবং অনার্স ২য় বর্ষ হতেই সকল প্রস্তুতি শুরু করেছিলাম।
তবে করোনার জন্য যেমন বিশ্ব থমকে গিয়েছিল,
তেমনি করোনার জন্য আমার স্বপ্ন থমকে গিয়েছিল।
তখন সবেমাত্র অনার্স ৩য় বর্ষের ফাইনাল এক্সাম শেষ করেছি।
পরিবারের সবাই ভাবতো স্কুল-কলেজ কবে খুলবে তার কোন ঠিক ঠিকানা নেই। আর অনার্স কবে শেষ হবে কে জানে।
আর এই পরিস্থিতিতে চাকুরি পাওয়া তো দুঃস্বপ্ন মাত্র।
শুরু হলো বিয়ের চাপ। পড়ালেখা শেষ না করে বিয়ে করার ইচ্ছা ছিলোনা আমার।
তবে পরিবারের কথায় শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হলাম।
সাথে সাথে পড়ালেখার গতি কমতে থাকলো।
👉 বিবাহঃ
২০২০ সালের ২৪ সেপ্টেম্বরে আমার বিয়ে হলো।
জীবনসঙ্গী হিসেবে পেয়েছি অত্যন্ত ভালো একজন মনের মানুষ। এবং অত্যন্ত দায়িত্বশীল।
আর সীমাহীন ভালোবাসা দিয়ে আমাকে সযত্নে আগলে রেখেছেন।
তাই আল্লাহর নিকট অনেক অনেক শুকরিয়া। ❤️
👉লক্ষ্য পরিবর্তনঃ
বিয়ের পরে বরের পারিপাশ্বিক অবস্থা চিন্তা করে জীবনের লক্ষ্য পরিবর্তন করতে বাধ্য হলাম।
আমার বর বর্তমানে আয়ারল্যান্ডের নাগরিক। তাই সংসারের কথা মাথায় রেখে, বাংলাদেশে জব সেক্টরে, ক্যারিয়ার গড়া থেকে পিছপা হলাম। কারন খুব দ্রুত আমাকেও আয়ারল্যান্ডে গিয়ে স্থায়ী হতে হবে।
মনে মনে ভাবতাম একটা বিজনেস করলে মন্দ হয় না।
কারন বিশ্বের যে কোন প্রান্ত থেকেই বিজনেস করা যাবে।
এবং অনলাইন বিজনেস আমাদের কার্যক্রমকে আরো সহজ করে দিয়েছে।
অনেক চিন্তার পর সিদ্ধান্ত নিলাম অনলাইনে বিজনেস করব।
👉প্রিয় ফাউন্ডেশনের সন্ধানঃ
আমি অনলাইনে বিজনেস করব সেটি ঠিক করে নিয়েছিলাম।
কিন্তু কিভাবে কি করব সেটি বুঝতে পারছিলাম না।
একদিন আমার বড় আপু আমাকে এই ফাউন্ডেশনের সন্ধান দিলেন।এবং বুঝিয়ে বললেন। আমি নিউজ টি শুনে খুবই আনন্দিত হলাম এবং অবাক হলাম।
তখনি রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করলাম। এবং বর্তমানে রাজবাড়ী জেলা টিমের সাথে নিয়মিত সেশন চর্চা ক্লাস করে যাচ্ছি।
👉 প্রিয় ফাউন্ডেশন নিয়ে কিছু কথাঃ
এই ফাউন্ডেশনে যুক্ত হয়ে, নিয়মিত সেশন চর্চা ক্লাস করে, আমি আনেক কিছু জানতে পেরেছি।যা বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেশনেই নতুন নতুন তথ্য যোগ করা হয়েছে।এবং তা বাস্তব ভিত্তিক।
👉 বর্তমান কর্মঃ
সেশন ক্লাস গুলে করে সহজেই নিজের বিজনেসের ধরন টি নির্ধারণ করতে পেরেছি।
কাজ করছি মেয়েদের পোশাক নিয়ে।
আমার একটি পেইজ রয়েছে।
ফাউন্ডেশনের কর্ণধারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
👉 নতুনদের উদ্দেশ্যেঃ
যারা সবেমাত্র ফাউন্ডেশনে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই-
১. ধৈর্য ধরুন,
২. সৎ থাকুন,
৩.মনোযোগ দিয়ে সেশন ক্লাস করুন,
৪.ফাউন্ডেশনের শপথ কে মনে ধারণ করুন,
৫.নিজর জরতা দূর করুন, ৬.সঠিক লক্ষ্য নির্ধারণ করুন, ৭.সময়ের মূল্য দিন,
৮.সঞ্চয়ী হোন,
৯.পরিশ্রম করুন,
১০.লেগে থাকুন।
ইনশাআল্লাহ সফলতা আসবে।
💜💜আমার জীবন গল্প সময় নিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার লেখায় কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।দোয়া করবেন যেন জীবন যুদ্ধে সফল হতে পারি এবং পরিবার, সমাজ ও দেশের জন্য অন্তত কিছু কাজ করে যেতে পারি। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন এবং অনুপ্রেরণা যোগাবেন।
আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল।
আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনায় শেষ করেছি। 💜💜
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৭২
তারিখ ১৮-০৯-২০২২ইং
😊 ধন্যবাদান্তে 😊
নাজমুন নাহার রওনক
ব্যাচঃ ১৯
রেজিষ্ট্রেশন নম্বরঃ ১০৪৭০৫
জেলাঃ রাজবাড়ী।
বর্তমান অবস্থানঃ রাজবাড়ী সদর, রাজবাড়ী।