একা বড় হতে নেই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু
🌺আমি এক রেমিটেনস যুদ্ধা আমার জীবনের গল্পটি শেয়ার করলাম ভালোবেসে পড়ার অনুরুদ রইলো🌺
★প্রবাস জীবন হলো নিজের আশা সুখ সব বির্সজন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো,,,, প্রবাস মানেই দূর দেশে নিজের ইচ্ছা অনিচ্ছায় থাকা প্রবাস মানে কিছু টাকার জন্য সব কিছু ত্যাগ করা,,,,,,!!!!
🍁সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রবের প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং মানবজাতি হিসেবে এই পৃথিবীতে প্রেরন করেছেন।
🍁দরূদ ও সালাম প্রেরন করছি প্রিয় নবীর (সাঃ)প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কিছুই সৃষ্টি করতেন না
🍁শুকরিয়া আদায় করছি আমার মা বাবার প্রতি যারা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন এবং অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে লালন পালন করেছেন।
ভালোবাস তাকে...যার কারনে পৃথিবী দেখেছো....।।ভালোবাস তাকে...।।যে তোমাকে ১০মাস ১০দিনগর্ভে রেখেছে....।।ভালোবাস তাকে...যার পা এর নিচেতোমার জান্নাত আছে.....।।তিনি হলেন.....মা....
🍁কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যার নিরলস প্রচেষ্টার ফসল আজকের এই @নিজের বলার মত একটি গল্প@ ফাউন্ডেশন। যিনি নিস্বার্থভাবে কাজ করে চলেছেন লাখো তরুণ তরুণীর ভাগ্য পরিবর্তনে।
🌷আমার পরিচয় 🌷
“আমি ভালো থাকতাম
যদি সামান্য স্বার্থপর হয়ে জন্মাতাম”,,
আমার জন্ম 1988সালের 15 ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রুকন পুর গ্রামে। আমরা আট ভাই বোনের মধ্যে আমি সবার চোট।
বাবা একজন কৃষক ছিলেন।
বর্তমানে অবসর সময়ে কৃষি নিয়ে সময় পার করেন। আমার মা ছিলেন একজন গৃহীনি।
🌷আমার শিক্ষা জীবন 🌷
শিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ,,,,,,,,,
গ্রামের স্কুল থেকে প্রাইমারি এবং মাধ্যমিক শেষ করে তার পর বড়লেখা সরকারি কলেজ থেকে উচ্ছমাধ্যমিক ও সিলেট মদন মহন কলেজ থেকে বি বি এস ( ব্যচেলর অফ বিজনেস স্টাডিজ) এর উপর গ্র্যাজুয়েশন করছিলাম দুঃখজনক হলেও সত্য পড়ালেখা এখানেই শেষ।পড়া লেখা যা করছি তা পুরাটাতে মায়ের ভুমিকা সিমাহীন। ছোট বেলা থেকে লেখা পড়ায় মেধাবি ছিলাম। তাই লেখাপড়া ও টিক টাক করছিলাম। এইচ এস সি পাশের পর একটা ব্যাবসা করার চেষ্টা শুরু করি। শুরু ও করেছিলাম শুরু হয় জীবন যুদ্ধ বিদেশে জীবন। আরেক টু পিছনে ফিরে যাই।
*ছাত্র জীবনে ব্যবসায়িক সপ্ন *
এস.এস সি পাশ করার পর চিন্তা করি পড়াশোনার পাশাপাশি একটা কিছু করি তখন শুরু করি এক প্রিয় ভাইয়ের সহযোগিতা নিয়ে ব্যাবসা,,,,,,,,,,ব্যবসা টি ছিল একটি মেডিসিন ডিলার শিপ ব্যবসা। ব্যবসা তেমন কিছু বুযতাম না বা কোন পশিক্ষন ও ছিল না। যাই হউক শুরু করি ব্যাবসাপ্রতিষ্ঠান আল্লাহ'র নামে M X N হারবারল ফুড নিয়ে। নিজ উপজেলায় আমি একজন ডিলার হিসাবে কাজ করি। আমি একটি দোকান নিয়ে সেখান মেডিসিন রাখি এবং ঔ দোকানে প্রতি শুক্রবার একজন ডাক্তার আসেন। ঢাকা থেকে তিনি পুরো দিন রোগীর চিকিৎসা দিতেন।সম্পুর্ন বিনা ফিতে। দিন শেষে ভালো টাকা ব্যবসা হত। রোগী বিনা টাকায় চিকিৎসা পেতো কিন্তুু ঔষধ আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে হত। দিন শেষে ১০/১৫ হাজার টাকার সেইল হত। কিন্তুু পুরো সাপ্তাহ জুড়ে মাএ একদিন সেইল হত। এই ৪ দিনের সেইল দিয়ে ব্যবসা চালানো কিছুতেই হইছিল না। তাই ব্যবসা থেকে ফিরে আসা। অনেক লোকসান নিয়ে ব্যবসার ইতি টানলাম। তার একমাএ কারণ আমার কোন উদ্যোগতা হওয়ার শিক্ষা নেই নাই। আমি মনে করি সেই ছাত্র জীবনে যদি প্রিয় স্যারের শিক্ষা ও সেশন পেতাম। তাহলে জীবনে এত লস হত না। আর অনেক আগেই নিজে নিজের বলার মত একটা গল্প তৈরি করতাম। যাই হউক প্রিয় স্যারের নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে ১৮ তম ব্যাচে আমি নিজেকে ধন্য মনে করি।
🌷আমার জীবন যুদ্দ🌷
আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার আশা নিয়ে ২০০৮ সালের 11 জুলাই দুবাইয়ের মাটিতে পা রাখলাম। চাকরি মোটামুটি খারাপ ছিলনা কিন্তু মনটা বসছিলনা এখানে। অনেক চেষ্টা করে এখানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। একটি বড় super market এ চাকরি করছি। এভাবে
চলছে চাকরি জীবন কয়েক মাস যাবার পর চিন্তা করলাম আর কত এভাবে চাকরি করবো কিন্তুু করতে তো হবেই। আমি একদিন চিন্তা করি চাকরি করবো তো একটু ভালোভাবে করাটাই ভালো । তাই চিন্তা করি কিভাবে চাকরিতে নিজেকে ভালো চাকরিযিবি পরিচয় দেব বা কিভাবে পদোন্নতি হতে পারে। তাই আমি সবার চেয়ে নিজেকে একটু নিজের মত ভাবলাম। সবার থেকে ভালো Smart চলাফেরায় শুরু করি। এবং সকল কাজ সবার আগে দক্ষতার সাথে করতে শুরু করি। হটাত আমার Supermarket এর মেনেজারের নজর আমার দক্ষতা আর কাজের দিকে নজর দেয়।আমার কাজ আর দক্ষতা দেখে আমাকে সহকারী মেনেজার হিসাবে পদন্নোতি করা হয়। তার পর থেকে আর পিছনে ফিরে থাকাতে হও নাই। সবার ভালোবাসা আর মা বাবার দোয়া নিয়ে বেশ ভালো চাকরি জীবন চলচে। কিন্তু নিজেকে এই পরিচয় রাখতে চাই না। নিজেকে একজন সফল ব্যবসায়ীর থালিকায় রাখতে চাই। তার একটাই কারন প্রিয় স্যারের শিক্ষা থেকে পেয়েছি। একা বড় হতে নেই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। চাকরি নয় ব্যবসা করতে হবে। বেকারদের কর্মসংস্থান করতে হবে বেকারত্ব দুর করতে হবে।তাই শিক্ষা ও দক্ষতা অর্জন করতেছি।
🌷ফাউন্ডেশনের সাথে যেভাবে
যুক্ত হলাম🌷
ইউটিউবে মাঝেমধ্যে স্যারের ভিডিও চোখের সামনে চলে আসত কিন্তু কোনদিন মনযোগ দিয়ে দেখিনি। হঠাৎ একদিন ইউটিউবে একটি ভিডিও আমার সামনে আসল যেখানে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার কোন একটি সম্মেলনের মঞ্চে বক্তব্য দিচ্ছেন তরূণদের উদ্দেশ্যে। তারপর আমি ঐ ইউটিউব চ্যানেলের কয়েকটি ভিডিও মনোযোগ সহকারে দেখলাম। আমার কাছে প্রতিটি ভিডিও খুবই ভালো লাগে তার পর চিন্তা করি নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার। তার পর প্রিয় Runu Begum আপুর মাধ্যমে যুক্ত হই। যুক্ত হয়ে আজ অবদি লেগে আছি। প্রিয় ভাই বোনের সহযোগিতা আর প্রিয় স্যারের দেওয়া প্রতিদিনের সেশন থেকে শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেই নিজের বলার মত গল্প তৈরি করতে চাই। দোয়া করবেন আমার জন্য
আল্লাহ হাফিজ।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৭৪
তারিখ ২২-০৯-২০২২ইং
আমি মুঃসাইদুলইসলাম
ব্যাচঃ১৮
রেজিঃ৯৬৩৭৬
মৌলভীবাজার
সংযুক্ত আরব আমিরাতে ডুবাই