জীবন ও জীবিকার তাগিদে সবাই অন্য পেশায় যেতে বাধ্য হয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম
🙏আমার জীবনের গল্প সবাই কেমন পড়ার অনুরোধ করছি।
🤲প্রথমে শুকরিয়া যানাচ্ছি আমাদের মহান রবের
যার অশেষ রহমত ও দয়ায় আমরা বেঁচে আছি এবং
আমাদের প্রিয়ো নবী হযরত মোহাম্মদ (সঃ)এর প্রতি
দরুদ পেশ করছি।
❤এরপর কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই আমার মা বাবার
প্রতি যাদের কঠোর পরিশ্রম, নিসার্থ ভালোবাসা এবং আত্নত্যাগের বিনিময়ে আমি আজ পর্যন্ত আসতে পেরেছি।
🌷অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের লাখো তরুণের আইডল প্রিয়ো মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি 🌷যার দিক নির্দেশনায় বহু দিশেহারা
প্রান নতুন জীবনের সন্ধান পেয়ে সজীব হয়ে উঠেছে।
🌸আমার জন্ম ও পারিবারিক পরিচিতি🌸
আমার জন্ম ঢাকা জেলার, দোহার থানার, জয়পাড়া গ্রামে
আমি আমার মা বাবার প্রথম সন্তান, আমার আরও একটা
ভাই ও একটা বোন আছে, তাদের নিয়ে আমাদের পাঁচ জনের আলহামদুলিল্লাহ সুখী পরিবার।
🌱আমার ছেলেবেলা 🌱
ছোট বেলায় আমি আর দশটা সাধারণ বাবচ্চাদের মতো
হেসে খেলে বাবা ও মা-সহ সবার আদর ভালোবাসা পেয়ে
বড়ো হয়ে উঠেছি,আজও বাবা মায়ের ছায়ায় আছি
ছোট বেলা থেকে একটু সান্ত সভাবের হওয়ার এখন পর্যন্ত
অন্য দের চেয়ে বাবা মায়ের কাছ থেকে একটু বেশি ভালোবাসা পেয়ে আসছি , আমার বাবা মা সবসময় বলে
আমার তিন সন্তানরা আমার সম্পদ, দিন ভালোই চলছিল।
🥀জীবনের মোর পরিবর্তন 🥀
আমি তাঁতি পরিবারের সন্তান, আমার বাপ দাদাসহ আশেপাশে সবাই লুঙ্গি উৎপাদ ও ব্যাবসার সাথে জরিত
ছিল শেয়ার বাজার ধসের সাথে সাথে আমাদের সকলের
জীবন ও যেন এক প্রকার ধংশ হবার উপক্রম ব্যাবসায় শুধু
লস আর লস বড়োদের সবার কপালে চিন্তার ছাপ কি ভাবে
তারা পরিবার নিয়ে বেঁচে থাকবে যেহেতু বংশ পরম্পরায় তারা এই কাজের সাথে জরিত তাই এই কাজের প্রতি তাদের ছিল অগাধ ভালোবাসা মানুষিক ভাবে তারা শেষ হয়ে যাচ্ছিল তখন ছোট ছিলাম তাই বিষয় গুলো অতো বুঝতে পারতাম না এখন বুঝি, আমাদের দোহারে তখন প্রায় ৩০ হাজার তাঁত ছিল এখন ৩ হাজার ও খুজে পাওয়া
যাবেনা, জীবন ও জীবিকার তাগিদে সবাই অন্য পেশায়
যেতে বাধ্য হয়েছে।
📖🖊️আমার শিক্ষা জীবন 📑
আমি ছোট বেলায় মিনার কার্টুন দেখতাম আর ভাবতাম
আমি মিনায় মতো পড়া লেখা কয়ইরা বড়ো হয়ই বার চাই
ও মা বাবার পাশে দাঁড়াইবার চাই তাই সেই অনুযায়ী আমার সাধ্য মতো চেষ্টা করে গেছি,আমার মায়ের অনেক ইচ্ছে ছিল পড়াশোনা করার তিনি সেটা পারেননি তাই আমাদের মাধ্যমে তার সপ্ন পূরণ করার আপ্রান চেষ্টা করেছে, আমি জেনারেল লাইনে পড়ালেখা করলেও ছোট বেলা থেকে
ইসলামিক পরিবেশে বড়ো হয়েছি ক্লাস সিক্স থেকে নিজে
কোরআন শিখে অন্য দের কে ও শিখাই আলহামদুলিল্লাহ
আমি সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে এবং পড়াতে পারি
এভাবে অনেক বাধা পার করে আল্লাহর অশেষ রহমত ও আমার শিক্ষকদের এবং কিছু ভালো মানুষের সহযোগিতায়
২০১২ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি, ২০১৪সালে
এইচএসসি পাশ করি এরপর ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষে পলিটিক্যাল সাইন্সে ভর্তি হয়ই অনার্স শেষ করে বর্তমানে
আমি মাষ্টার্স পরিক্ষার ফলে প্রত্যাশি, সবাই আমার জন্য দোয়া করবেন।
🪴উদ্যোগতা জীবন শুরু 🪴
যেহেতু পরিবারের বড়ো মেয়ে হিসেবে ছোট বেলা থেকে
ইচ্ছা ছিলো কিছু একটা করে পরিবারের পাশে দাঁড়াবো
তাই পড়াশোনা এবং টিউশনির পাশাপাশি এসএসসি পরীক্ষা পরে যে তিন মাস সময় পেয়ে ছিলাম তখন টৈলারিং শিখি এবং নিজেদের কাপড় বানানো শুরু করি
আমার হাতের কাজ দেখে আশেপাশের অনেকর ভালো লাগে এভাবে একজন দুজন করে আলহামদুলিল্লাহ এখন আমার অনেক কাজ থাকে পাশাপাশি অনেক কে কাজও শিখাইছি।
🌻নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়া 🌻
করোনার জন্য আমার মাষ্টার্স ফাইল পরিক্ষা আটকে যায় এই দিকে টিউশনি ও বন্ধ তাই বাড়িতে
টুকটাক কাজ করতাম আর ইউটিউবে উদ্যোক্তা বিষয়ক
বিভিন্ন অনুষষ্ঠান দেখাতাম কি ভাবে অনলাইনে বিজনেস করা যায়, দেখতে দেখতে একদিন হঠাৎ "ইকবাল বাহার জাহিদ " স্যারের একটি ভিডিও আমার সামনে আসে এবং আমি দেখি আর স্যারের নিজের বলার মতো একটি গল্প
ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারি সাথে সাথে ফেসবুকে সাচ প্রিয়ো ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ই , সৌদি আরব
প্রবাসী এক ভাইয়ের মাধ্যমে রেজিষ্ট্রেশন করি ইনায়া ইসলাম বৃষ্টি আপুর মাধ্যমে আমাদের মেসেঞ্জার গ্রুপে
এড হয়ই।
প্রিয়ো স্যারের কথামতো 🌹সপ্ন দেখেছি
সাহস করে শুরু করেছি
এখন লেগে থাকার পালা🌹
🌲প্রিয়ো গ্রুপ সম্পর্কে আমার অনুভূতি ❤️❤️❤️
মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওয়ার পর এখানকার ভাইয়া ও আপুরা আমাকে অভিনন্দন জানায় যা আমি আগে কোথাও দেখিনি আরও এখন পর্যন্ত যে কোন বিষয়ে তাদের সাপোর্ট পাই, সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা তিন ভাই বোন আমার বাবা মায়ের মুখ উজ্জল করতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি, আমি ও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করে।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৭৫
তারিখ ২৫-০৯-২০২২ইং
🌿পরিচিতি🌿
আমি মারুফা ইসলাম মুন্নী
১৬/৮০৬৯৫
জয়পাড়া, দোহার, ঢাকা।
আমি কাজ করছি হোমেড খাবার ও আমাদের দোহারের
ঐতিহ্যবাহি তাঁতের লুঙ্গি নিয়ে।
আমার পেইজ 🍁ফাতিহা ফুড এন্ড ফ্যাশন🍁
সবাই ভালোবেসে ঘুরে আসবেন।