তার এই কাজের আয়ের উপর আমরা বড় হয়েছি এবং বড় স্বপ্ন দেখার সাহস পাচ্ছি।
🌹আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু.......
🌹আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি..আলহামদুলিল্লাহ। আর ভালো থাকবোই না কেন কারণ আমি যুক্ত আছি প্রানের প্লাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন"।
✌️আর এই ফাউন্ডেশনের যদি না পেতাম দেখা হতোনা ঘুড়ে দাঁড়ানো, আমার যতো বাধা।
❤️ ধন্যবাদ প্রিয় মেন্টর জনাব "ইকবাল বাহার জাহিদ স্যার" কে যিনি লক্ষ তরুণ/তরুণীর এক আইডল,যাহার অনুপ্রেরণায় আবার নতুন করে শুরু করেছি জীবনের নতুন দাঁড়ায়। আর সেই সাথে শপথ করেছি যে,"ইকবাল বাহার জাহিদ" স্যারের পথ দেখানো সেই শিক্ষা বুকে ধারণ করে এগিয়ে যাবো।ইনশাআল্লাহ।
🌹তাহলে চলে যাচ্ছি আজ মূল সত্য জীবনের গল্পে........
❤️আজকে আমি এমন একজন প্রিয় মানুষের গল্প বলবো যার গল্প শুরু না হলে আমার জীবনের গল্প শুরু হতো না।
👉একজন মানুষের জীবনের কতোরকম ঘটনা থাকে তা উপলব্ধি করতে পারেন একমাত্র তিনিই, গল্পটা যাহার।
🌼একটি পরিবারের ৪ বোন ১ভাই মোট ৫ জন,বাবা মা সহ ৭জনের একটি সচ্ছ ও সুখের পরিবার।যেখানে নেই কোনো অভাব। ভাই বোনদের মধ্যে সবারই ছোট ছিলেন ভাই। তাই একটু দুষ্টমিতেও কম ছিলেন না।প্রতিটা সময়েই বিচার নালিশ করতে ব্যস্ত উনার বাবা,একটা সময় বড় বোনদের বিয়ে হয়ে গেলো বিভিন্ন জায়গায়।একাকিত্বের ভিড়ে তাদের সেই ভাই আরো বেশী উদাস হয়ে গেলো,চলাচলের পথ ঠিক না থাকায় বা দুরে থাকায় বোনদের সাথে দেখাও হচ্ছিল না।এমতাবস্থায় তাদের কোন এক আত্মীয়ের সাথে কাউকে কিছু না বলে চলে আসেন ঢাকায়।এখন কথা হলো ঢাকাতে তো আর সুখের জায়গা নয়,এখানে পেটের দায়ে সবাইকে কাজ করে খেয়ে বাচতে হয়।ঢাকায় আসার পর পিছনে আর নিজ বাড়ীতে ফিরে যাওয়া হয়নি অনেক বছর,তারপর যখন সে বাড়ীতে প্রথম গিয়েছিল তখন আর তার বাবা-মা কেউ বেচে ছিলো না,তার সমস্ত ঘর বাড়ীও তার আর ছিলো না সবকিছুই এক কালো অধ্যায়ের সূচনা ঘটে গেলো।তার এক বোনকে টাকা দিয়েছিল তার এলাকায় জমি কিনার জন্যে কিনতু সেটাও হয়নি কেনা তার নামে,জমি কিনা হয়েছিলো তার বোনের নামে। এরপর আর কি করার, আবারও সেই অচেনা ঢাকা শহরকেই আপন ভেবে চলে আসলো,এরপর থেকে শুরু হলো বাবা-মা হীন এক এতিমের জীবন সংগ্রামের কাহিনী।বয়সে ছোট থাকার কারনে কারোও সাথে কোনো প্রতিবাদ জানাতে পারেনি।যতবার সে কাজে কর্মে ভেঙেছে ঠিক ততবারই আবার সে উঠে দাড়িয়েছে। এইভাবেই সময় পার হওয়ার পর বিবাহ,তারপর সন্তানের বাবা হয়েছেন।তার নিজের সন্তানদেরকে সোনার চামচ মুখে দিয়েছেন, কখনোই কষ্ট কি বুঝতে দেন নি,নিজে পড়াশোনা না করতে পারলেও সন্তানদেরকে পড়ালেখা করিয়েছেন।টাকার বিছানায় ঘুম পাড়িয়েছেন কিন্তু টাকা যে নিজস্ব সম্পদ নয় সেটা বুঝিয়ে দিয়েছেন।চোখের সামনে কেউ বিপদে পড়েছে তাকে সহযোগিতা করেছেন।মানুষকে অনেক বিশ্বাস করতেন। এরপর আবারও এক ঝড় এসে সব কিছুই ছিনিয়ে নিয়ে গেলো তার সুখের সংসার।এই সময়ইতে আবারও তিনি হাল না ছেড়ে জীবন সংগ্রামে নেমে পড়েছেন।এখনও অবধি তিনি কাজ করে যাচ্ছেন। তার জীবনে একটায় শিক্ষা তিনি হাতের কাজ জানতেন।যেটা তাকে মৃত্যু পযন্ত সাহায্যে করবে।
✌️তিনি সুস্থ থাকুক এবং বেঁচে থাকুক হাজারো বছর আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
❤️এতক্ষণ ধরে আপনারা যার সত্য জীবনের গল্প শুনলেন তিনি আর কেউ নন আমার একমাত্র ভালোবাসা আমার প্রিয় বাবা।আমার বাবার গল্প শুরু না হলেতো আমার জীবনের গল্প শুরু হতো না।আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছুই শিখেছি যা আমাকে কোনো বিদ্যালয়, কোনো কলেজ শিখাতে পারেনি।
✌️স্বপ্ন,সাহস এবং ধৈর্য্য কিভাবে মানিয়ে নিতে হয় সেটা আমি আমার বাবার কাছ থেকেই দেখেছি।
✌️আমার বাবার একটাই কথা ছিলো কখনোই চাকরি করবো না,ছোট দিয়ে হলেও নিজের ব্যবসা করবো।
✌️সেটাই তিনি এখনো করছেন,তার হাতের শিখানো কাজ।
✌️আমার বাবা একজন মটর লাইনের সিনিয়র মিস্ত্রী। তার এই কাজের আয়ের উপর আমরা বড় হয়েছি এবং বড় স্বপ্ন দেখার সাহস পাচ্ছি।
✌️সর্বোপরি কথা হলো, আমার বাবার সকল আর্দশের সাথে মিলে যায় আমার প্রান প্রিয় "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের" প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতিটি কথা..তার মধ্যে যেমন ---
👍স্বপ্ন দেখুন
✌️সাহস করুন
👉ধৈর্য্য ধরে লেগে থাকুন...সফলতা আসবেই।
✌️ প্রিয় ফাউন্ডেশনে না আসলে আজকে আমি বুঝতে পারতাম না প্রিয় স্যারের প্রতিটি বাণী।শুধু মাএ মানুষের কথা চিন্তা করে ভালো মানুষ ও উদ্দ্যোক্তা হওয়ার জন্যে প্রিয় স্যার, শরীর অসুস্থ নিয়েও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমার মনের অন্তর অন্তর স্থল থেকে স্যারের জন্যে দোয়া করছি। আজকে প্রিয় স্যারের শিক্ষায় আমিও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি,সাহস করেছি এবং ধৈর্য্য ধরে লেগে আছি।
🤲সবাই প্রিয় স্যারের জন্যে দোয়া করবেন।
🤲সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আর আমিও এই দুনিয়ার সকল বাবার জন্যে দোয়া করছি।
👉 এতক্ষণ ধরে গল্পটা পড়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
❤️এই পৃথিবীতে বাবা-মায়ের জন্যই আমার সব ভালোবাসা।
👉আবারও কোন একটা সময় জীবনের গল্প নিয়ে হাজির হবো আপনাদেরই সামনে.......
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৭৫
তারিখ ২৫-০৯-২০২২ইং
🌹ধন্যবাদান্তে......
মোঃআমিন হোসেন
ব্যাচ-১৩
রেজিঃ -৫১১৪৬
আজীবন সদস্য
কেরানীগঞ্জ জোন,ঢাকা।
পেইজ- kismat Online Shopping
🤳 01799922738