রক্ত দিন জীবন বাঁচান
আসসালামু আলাইকুম,,,
৫ তম রক্ত দান করলাম একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য।
,,,,,,রক্ত দিন জীবন বাঁচান,,,,,
কেন রক্তদান করবেন?
১. প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর কি হতে পারে !
২. হয়তো একদিন আপনার নিজের প্রয়োজনে/বিপদে অন্য কেউ এগিয়ে আসবে।
৩. নিয়মিত রক্তদানে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম।
৪. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।
৫. ।দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুন বেড়ে যায়।
৬. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।’
৭. নিজের মাঝে একধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন । "আমাদের ছোট পরিসরের এই জীবনে কিছু একটা করলাম" এই অনুভুতি আপনার মনে জাগ্রত হবে এই ব্যাপারে নিশ্চিত করছি :)
সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ্ তায়ালার আমাকে যেন সুস্থ রাখেন, এবং এই রক্তদান কর্মসূচি প্রতি ৪ মাস পর পর চালিয়ে যেতে পারি।
নীরব আহম্মেদ
ব্যাচ-১০ম
রেজি:১৯৯৫৪
ব্লাড গ্রুপ: O+
জেলাঃ রাজবাড়ী