রক্তদান নিঃসন্দেহে পুণ্যের কাজ
রক্তদান নিঃসন্দেহে পুণ্যের কাজ! কয়েক ফোঁটা রক্তের গভীরতাই মুমূর্ষু-প্রাণ৷ তাই অবশ্যই রক্ত দিন৷ কিন্তু রক্ত দেওয়া বা নেওয়ার সময় ভুলচুকে নষ্ট হয়ে যেতে পারে৷ বিপদে আপনি দাতা-গ্রহীতা পেয়েই!
সত্যিকারের পরিচয় জানাতে না, রক্তপাত আগে কোন বিষয় খেয়াল রাখতে হয়! জানি না, রক্তের পর দাতার শরীরে প্রভাব ফেলতে পারে না! একইভাবে ব্লাড ব্যাঙ্ক নিয়মিত নিয়মিত রক্ত নেওয়ার সময়েও সতর্কতা অবলম্বন করা হয় না। পরিণাম? সেই জীবনদায়ী রক্তই গ্রহীতার শরীরে বিভিন্ন নেতিবাচক প্রকাশের প্রভাব৷ যা ডেকে আনতে পারে মৃত্যুকে!
তাহলে সাবধানতা হবে কোন বিষয়ে?
#আসুন_জেনে_নেওয়া_যাক
রক্ত নেওয়ার আগে কী দেখবেন?
• গ্রহীতার সঙ্গে দাতার রক্তের গ্রুপের অবশ্যই মিল থাকতে হবে৷ রক্তের চারটি গ্রুপ রয়েছে৷ গ্রুপ A (+-), B (+), AB (+-) এবং O (+-)। O গ্রুপের মানুষ যে কোনও গ্রহীতাকে রক্ত দিতে পারেন৷ এই কারণে এই গ্রুপটিকে সর্বজনীন দাতা বলা হয়৷ A- গ্রুপের দাতা রক্ত দিতে পারেন A এবং AB গ্রুপকে৷ গ্রুপ B-র দাতা রক্ত দিতে পারে B এবং AB গ্রুপকে৷ আর গ্রুপ AB শুধুমাত্র AB গ্রুপের গ্রহীতাকেই রক্ত দিতে পারেন৷ যদিও বাকি সকল গ্রুপ থেকে রক্ত নিতে পারে AB৷ এই কারণে গ্রুপ AB-কে সর্বজনীন গ্রহীতা বলা হয়৷ এছাড়াও রক্তের একটি থার্ড অ্যান্টিজেন রয়েছে যাকে RH ফ্যাক্টর বলা হয়। এই RH ফ্যাক্টর রক্তে উপস্থিত (+) থাকতে পারে অথবা অনুপস্থিত (-) থাকে৷ সাধারণত RH নেগেটিভ রক্ত RH নেগেটিভ রোগীর শরীরেই দেওয়া হয়। তবে ডাক্তারের পরামর্শ মেনে RH পজিটিভ বা RH নেগেটিভ- যে কোনও রক্ত RH পজিটিভ রোগীকে দেওয়া যেতে পারে৷
• রোগীর রোগীকে রক্তের আগে দাতা এবং গ্রহীতার রক্তের কম্পোসিটের মিলিটও অত্যন্ত জরুরি৷ মেলার পরেও গ্রহীতার রক্তের রক্ত যে ধরনের কম্পিউটার চায়, তার সাথে দাতার রক্তের কম্পিউটার আপনার মিল আছে কি না সেদিকে নজর রাখতে হবে৷
• সাধারণ ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নেওয়ার ক্ষেত্রে রক্তের নম্বর লক্ষ্য রাখতে হবে৷ অর্থাত্ কবে রক্তটি নেওয়া হয়েছিল সেও খুঁটি দেখাতে হবে৷
• আরও, ব্লাড ব্যাঙ্কের রক্তের রক্তের শেষ পর্ব অবশ্যই পর্যবেক্ষণ করা প্রয়োজন৷ কারণ একটা সময় পেয়ারে যাওয়ার পর সেই রক্ত নিলে রোগীর শরীরে নেগেটিভের নির্দিষ্ট প্রভাব৷
• রক্তের উপাদানের রূপান্তর কম্পোনেন্ট পন্থাও ভাল করে নিয়ে তবে ব্লাড ব্যাঙ্ক রক্ত থেকে আনতে হবে৷
• এক জায়গা থেকে অন্যত্র রক্ত নিয়ে যাওয়ার সময় একটি নির্দিষ্ট স্বাভাবিক রাখতে হয়৷ সাধারণ ২০-৬০ রক্তের এক স্থান থেকে অন্যভাবে নেওয়া উচিত।