রক্তদান করে মিশে থাকে, মানুষের হৃদয় স্পন্দনে
একজন ব্যক্তি অনেক মানুষের কাছে পৌঁছেছে, রক্তদান তো ছাত্ররা'ই!! কোন কর্ম কর্ম নেই!! শারীরিক ঘাটতি নেই, অবস্থান অবস্থান ইত্যাদি কোন শব্দে শুনতে! 😪😪
আজ রক্তদানের জন্য, মনে করেন তাদের বেশি পরিশ্রম করো যাদের রক্তদান করা যায় না!!!!
আমি তাদের দ্বিতীয়, একটানা ৩৭ দিন, এই রোদ-বৃষ্টি মাথা নিয়ে প্রতিদিন ১৪/১৬ ঘণ্টা কাটা, ধানের আনা/তুলে দেওয়া, মড়াই করা, বরেরস্তা নেওয়া, খড় শুকনো, পালা দেওয়া ইত্যাদি পরিশ্রম করে আজ রক্তদান।
শুধু তাই নয়, আজ রক্তদান আগে, রাত ৩টা সকাল থেকে ৫.১২ মিনিট পর্যন্ত কাটি। ২ ঘন্টায় ৯০০ আটি মড়াই করি। তারপর পান্ত ভাত রক্তদান করতে পারেন। রক্ত দিয়ে এসে আবার সেই কাজগুলো বিকাল ৪.৩১ মিনিট পর্যন্ত করি।
সর্বোপরি একটি কথা বলি, আপনার শরীর যদি শক্তি থাকে, তাহলে আপনি যত পরিশ্রম করুন না কেন!!! রক্তদান করো তোমার কারণে কষ্ট হবে না!!!!
নিজের জায়গা থেকে, মানবিকতা অনুশীলন করি!!!!
রক্তদান করে মিশে থাকে, মানুষের হৃদয় স্পন্দনে 😍😍
আজ, আমার সমর্থন, ধর্মের প্রতি প্রতি গভীর রক্ত শ্রদ্ধা ও ভালোবাসা🤩🤩🤩
আমি স্বচ্ছল কাজ করছি
সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংস্থা এ