শারীরিক প্রতিবন্ধকতা মানুষকে ভাল কাজ থেকে কখনো পিছিয়ে রাখতে পারে না তার জলন্ত বাস্তব উদাহরণ এই রক্তযোদ্ধা ভাইটা
শারীরিক প্রতিবন্ধকতা মানুষকে ভাল কাজ থেকে কখনো পিছিয়ে রাখতে পারে না তার জলন্ত বাস্তব উদাহরণ এই রক্তযোদ্ধা ভাইটা
শারিরীক সমস্যা থাকার পরে রক্তদানে পিছিয়ে নেই এই ভাইটি
মনের শক্তিটা সবচেয়ে বড় বিষয় স্যালুট ভাই
অথচ আল্লাহ তায়ালা আপনাকে /আমাকে সুস্থ রাখার সত্বেও রক্তদান করতে আপনি অনিহা প্রকাশ করেন কেনো?
আমরা সকলে একটু সহযোগিতা করলে একজন অসহায় মানুষকে ব্লাড ডোনেট করার মাধ্যমে তার জীবন বাঁচাতে অনেকটা ভূমিকা রাখতে পারি। আজকে আমার দরকার হচ্ছে না কিন্তু আগামীকাল আমারও দরকার হতে পারে তখন কে আমাকপ সহযোগিতা করবে আজকে যদি আমি একজন মানুষকে সহায়তা করি আগামীকাল সেও আমাকে সহযোগিতা করবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। এক ব্যাগ ব্লাড আমাদের শরীর থেকে তিন মাস পর নষ্ট হয়ে যায় কিন্তু এই এক ব্যাগ একজন মুমূর্ষু রোগীকে বাচাতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
ভালো করে এই রক্তদাতাকে দেখুন, তিনি যদি রক্তদান করতে পারে আপনি কেন পারবেন না ?
আপনি কি তার থেকে সচ্চল নয় ?
স্যালুট জানাই ভাইকে