রক্তদান একটি মহৎ গুন যা সকলেই করতে পারে না।
রক্তদান একটি মহৎ গুন যা সকলেই করতে পারে না।বয়স ১৮+ এবং ওজন ৫০+ যেকোনো সুস্থ মানুষ রক্তদান করতে পারে।অনেক ই রক্ত নেওয়ার যে সুই টি সেই সুইয়ের ভয়ে রক্তদান করতে চান না।আমি গ্যারান্টি এবং হলফ করে বলতে পারি সেই ব্যথা রোগীর ও রোগীর আত্নীয়ের হাসির কাছে তুচ্ছ।
নিজে সুস্থ থাকতে ও নিজে সুস্থ আছেন জানতে রক্তদান করুন।রক্তদান করার আগে রোগীর আত্নীয় আপনার ব্লাড টি তে কোন রক্তবাহিত রোগ আছে কিনা তাদের খরচে পরীক্ষা নীরিক্ষা করিয়ে নিবে।(রক্তবাহিত জটিল রোগ যেমন-ম্যালেরিয়া, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস বি/সি, এইডস, চর্মরোগ আছে কিনা)
তাছাড়া যারা রক্তদান করে তাদের হৃদরোগ এর ঝুকি কম থাকে।
বিঃদ্রঃ অনেক ই রক্তদান করে না কিন্তু রক্তদানের ছবি নিয়ে সমালোচনা করে নিরুৎসাহিত করে।মোটেও এই কাজটি ভালো মানুষের কাজ নয়।যার রক্তের প্রয়োজন হয় তিনি তখন বুঝে রক্তের কি মূল্য আসুন বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসি।