তাই আমিও শুরু করেছি এবং লেগে আছি।
>>>>বিসমিল্লাহির রাহমানির রাহিম<<<<
🌼আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌼
🌹🌷🌻আমার জীবনের গল্প 🌻🌷🌹
✨শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে যিনি আমাকে ও আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন নভোমন্ডল ভূমন্ডল আসমান জমিন এবং যা কিছু আছে সমস্ত কিছু। আমরা কেবল তারই মহিমা বর্ণনা করি । তিনি এক অদ্বিতীয়, তার কোন শরীক নেই , তিনি ছাড়া আর কোন মাবুদ নেই ।
লাখো কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রাব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে এই করোনা ক্লান্তি কালেও সুস্থ রেখেছেন ও ভালো রেখেছেন ।
✨দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস্ সালাতুল আসসালামের উপর। যাকে আল্লাহ রাব্বুল আলামীন আরহামুর রাহিমীন জগদ্বাসীর জন্যে রহমাতুল্লিল আলামীন হিসাবে প্রেরণ করেছেন খাতামুন নাবিয়্যীন সায়্যিদুল মুরসালীন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ যে, তিনি আমাদেরকে আখেরী নবীর উম্মত হিসাবে মনোনীত করেছেন।
✨শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার আমার প্রাণপ্রিয় বাবা-মা কে যাদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা ও দোআয় আমার জীবন সুন্দর ও সুখময় হয়েছে। বাবা-মা আমাদের জন্য রহমতস্বরূপ। অনেক ভালোবাসি আমার বাবা মাকে 💚 তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবোনা। আমরা প্রত্যেকে আমাদের বাবা-মায়ের জন্য দোয়া করব 🤲 রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা ।
✨শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যানাচ্ছি-যে মানুষটির অক্লান্ত পরিশ্রমে এমন চমৎকার একটি প্লাটফর্ম উপহার হিসাবে আমাদের জন্য ছেরে দিয়েছেন, তিনি লাখো তরুণ তরুণীর উজ্জ্বল স্বপ্নের দিশারি বর্তমান প্রজন্মের আলোক বর্তিক সমাজের নিবেদিত প্রাণ তরুণদের হৃদয়ের স্পন্দন,আমাদের সবার প্রিয় মেন্টর শিক্ষা গুরু জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের অসাধারণ সৃষ্টিকে বুকে ধারণ করে চলতে চাই সামনের দিনগুলো।
✨অনেক অনেক দোয়া ও শুভকামনা এবং ভালোবাসা রইলো প্রিয় প্লাটফর্মের সকল ভাই-বোনদের প্রতি, যারা সবসময় একে অপরের পাশে থেকে একসাথে এগিয়ে যাচ্ছেন স্বপ্ন পূরণের লক্ষ্যে।
🌷আমার পরিচয় ও সংক্ষিপ্ত জীবন গল্প🌷
👇
✨আমি মোহাম্মদ রফিকুল ইসলাম,, ১৯৮৮ সালে একটি ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করি। আমি খুব সাদামাটা ভাবে বেড়ে উঠেছি খুলনা জেলার দিঘলিয়া ফরমাইশখানা গ্রামে, যদিও আমি জন্মেছিলাম খুলনা খালিশপুর নতুন কলোনিতে, আমার বাবা-কারী আব্দুল করিম,, কারী সাহেব হুজুর নামে পরিচিত ছিল,, খুলনা জেলার খালিশপুর সরকারি বড় মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিন ছিলেন সেই সুবাদে আমরা নতুন কলোনির কোয়ার্টারে থাকতাম। পরবর্তীতে আমার বাবা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আমরা খুলনা দিঘলিয়া ফরমাইশখানা গ্রামে বসতবাড়ি শুরু করি।
আমি যেহেতু একজন ধার্মিক পরিবারের সন্তান, আর আমার বাবা একজন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন ছিলেন এবং একজন কোরআনের শিক্ষক ছিলেন সেই কারণে আমার শিক্ষা জীবন মাদ্রাসা থেকেই শুরু হয় পরবর্তীতে স্কুল জীবনে পা রাখি। যদিও পড়ালেখা বেশি দূর পর্যন্ত করতে পারেনি আমাদের ভাই-বোনের সংখ্যা বেশি হওয়ায় আমাদের একটু অভাব অনটন ছিল। আমরা ভাই বোনের সংখ্যায় ছিলাম ৫-ভাই ও ৭-বোন মোট-১২ জন। আমার বাবা সামান্য যে বেতন পেতো তা দিয়েই আমাদের এত বড় সংসার চলত। পাশাপাশি আমার মা' সংসারে একটু স্বচ্ছলতা আনার জন্য উদ্যোক্তা হয়েছিলেন তিনি সুতো দিয়ে টুপি বানিয়ে বিক্রি করতেন, সেই টুপি বিক্রির টাকা জমিয়ে জমিয়ে এক টুকরা জমি ও ক্রয় করেছিলেন আমার মা'।
আমার বাবা ও একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছিলেন শুরু ও করেছিলেন ছোট একটি ব্যবসা, কিন্তু ব্যবসা ভালো না বোঝার কারণে লস গিয়েছিল, সে ব্যবসা বন্ধ হয়ে যায় ।
💚🌹🌷কর্ম জীবনঃ-🌷🌹💚
✨সংসারে হাল ধরার জন্য আমি খুব অল্প বয়সে কর্ম জীবনে পা রাখি, কারণ আমার বাবার একার ইনকামে সংসার চালাতে খুব কষ্ট হতো।
আমার বাবা ২০০৭সালে আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। তখন থেকে পুরোপুরি কর্ম জীবনে ঢুকে যাই, চলে আসি খুলনা থেকে ঢাকায়, একটা দোকানে চাকরি নেই, আজ অব্দি ওই একই দোকানে কর্মরত আছি। দোকান মালিক ও আমাকে ছাড়তে চায় না কারণ বিশ্বাস ও ভালোবাসায় এমন ভাবে জড়িয়ে গেছি যে পুরো দোকানটাই আমার উপরে ছেড়ে দিয়েছেন।
🌹🌷উদ্যোক্তা হওয়ার গল্পঃ-🌷🌹
✨স্বপ্ন যখন উদ্যোক্তা হওয়ার।
ছোটবেলা খুব ইচ্ছা ও স্বপ্ন ছিল, অন্যের অধিনে নয় নিজে কিছু করব। আমি যখন একদম ছোট ছিলাম আমাদের গ্রামের রাস্তার পাশে কলা পাতা ও খেজুর পাতা বা নারকেল পাতা দিয়ে ছোট দোকান বানিয়ে সেখানে অনেক কিছু বিক্রি করতাম, যেমন-আচার চকলেট স্টিকার আরো কত কিছু। এখন বড় হয়েছি কিন্তু সেই ছোটবেলার স্বপ্ন এখনো মনের মধ্যে গেঁথে আছে কবে একজন বড় উদ্যোক্তা হবো। একজন বড় ব্যবসায়ী হব , মানুষের সেবা করব। কিন্ত ভাগ্যের পরিহাস দারিদ্রতার কারণে টাকা পয়সা সঞ্চয় করতে পারিনি, বাপ দাদাদের ও তেমন কোন সম্পদ ও টাকা করি নেই যে তা দিয়ে কোন ব্যবসা শুরু করব। এ জন্য চাকরিই করে যাচ্ছি। তবে খুব বেশি দিন করবনা ইনশাআল্লাহ। যদিও খুব সম্মানের সাথে চাকরি করছি কিন্তু মনে তৃপ্তি পাই না। কারণ আমিতো আরেকজনের অধীনে চাকরি করছি। আরেকজনের প্রতিষ্ঠানে আর কতকাল চাকরি করব জানিনা। তবে নিজে কিছু একটা করার চিন্তা মাথায় সবসময় ঘুরতে থাকে। কিন্তু কি করব! ব্যবসা করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে, আমার কাছে তো এত টাকা পয়সা নেই। যা ইনকাম করি তা সংসারে খরচ হয়ে যায় কারণ পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে। যখন নিজে কিছু একটা করব বলে ভাবছি তখন ইউটিউবে বিভিন্ন বিজনেস আইডিয়া খুঁজতে থাকি যে অল্প টাকায় কি ব্যবসা করা যায় বা একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়। আমার অনলাইনে বিজনেস সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না কিভাবে পোস্ট করতে হয় কিভাবে কাস্টমার সাথে কমিউনিকেশন করতে হয় কিছুই জানা ছিল না।
🌷আমার জীবনের পরিবর্তন যেটাকে আপনারা ইউটার্ণ বলতে পারেন🌷
✨ বিভিন্ন আইডিয়া খুঁজতে থাকি ইউটিউবে খুঁজতে খুঁজতে স্যারের একটি ভিডিও চোখে পড়ে Utv Live অতঃপর সেখানে এক এক করে কয়েকজনের উদ্যোক্তা হওয়ার গল্প শুনে আমি খুব মুগ্ধ হই এবং অনুপ্রাণিত হয়ে স্বপ্ন লালন করতে শুরু করি, সবাই এত এত প্রতিকূলতার মাঝে ও ঘুরে দাড়াতে পারে তবে আমি কেন পারবনা? স্যারের স্লোগান "স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন,এবং লেগে থাকুন, সাফল্য আসবেই।। এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে ১৫ তম ব্যাচে রেজিস্ট্রেশন করি, অতঃপর খুলনা জেলার প্রিয় আপু- জাকিয়া মুন আপুর মাধ্যমে খুলনা জেলার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে এখন পর্যন্ত লেগে আছি। প্রতিনিয়ত শিখছি নতুন নতুন কিছু।
মুগ্ধ হয়ে যাই সবার আন্তরিকতা ও ভালোবাসায়। এ যেনো এক বিশাল পরিবার, ভালো মানুষদের সমাহার। শুরু করি স্বপ্ন দেখা নতুন উদ্যোক্তা হওয়ার এবং একজন ভালো মানুষ হওয়ার।
এক এক করে স্যারের সেশন গুলো অধ্যয়ন করতে থাকি এবং নতুন নতুন অনেক কিছু শিখতে থাকি। চিন্তা করতে থাকি আমি কি নিয়ে কাজ শুরু করব। তো যেই ভাবা সেই কাজ আমাদের স্যারের সেশন থেকে আইডিয়া পাওয়া আমার নিজ জেলার কিছু ঐতিহ্যবাহী ও সহজলভ্য খাবার নিয়ে কাজ করব।
প্রণের প্রিয় খুলনা জেলার ঐতিয্যবাহী পণ্য বিশ্ববিখ্যত সুন্দর বনের মধু, ঘানি ভাঙ্গানো সরিষার তেল, বিভিন্ন অর্গানিক পণ্য এবং আমার খুলনার আরও একটি ঐতিয্যবাহী এবং সন্ভবনাময় পণ্য চুইঝাল, এটাকে সারা দেশে পৌছে দেওয়ার ইচ্ছা।
🌹🌷আমার স্বপ্নঃ-🌷🌹
✨আমার স্বপ্ন একজন ভালোমানুষ হওয়া ও সফল উদ্যোক্তা হিসেবে অত্নপ্রকাশ করা । সর্বোপরি নিজের দেশের পণ্যকে বিশ্বের বাজারে পরিচিত করব। অসহায় ও নিপিড়ীত মানুষকে সাবলম্বী হতে সাহায্য করব। দেশ ও সমাজের জন্য কাজ করব। নিজের প্রতিষ্ঠানে একজনকে হলেও চাকরির সুযোগ করে দিয়ে বেকার সমস্যা হ্রাসে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ । সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারি। সমাজ তথা দেশের উন্নয়নে অবদান রাখতে পারি।
✨"নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশন আমার স্বপ্ন পূরণ পথে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রণের প্রিয় মেন্টরের প্রিয় স্লোগান
"স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন ও লেগে থাকুন - সফলতা আসবেই।"
তাই আমিও শুরু করেছি এবং লেগে আছি। আমার বিশ্বাস সফলতা আসবেই ইনশাল্লাহ।
আমার জন্য দোয়া করবেন সবাই। এভাবেই যেন স্যারের দেখানো পথে এগিয়ে যেতে পারি।
✨অসংখ্য ধন্যবাদ আপনাকে ধৈর্য্য ধরে আমার জীবনের গল্প পড়ার জন্য।
🤲 দোয়া করবেন আমার জন্য এবং ভালবেসে পাশে থাকবেন এই কামনা করে এখানেই শেষ করছি💙❤️💚
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮০
তারিখ ০২-১০-২০২২ইং
মোঃ রফিকুল ইসলাম
নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য-
🔶ব্যাচ নাম্বারঃ১৫
📋রেজিস্ট্রেশন নাম্বারঃ ৭০৭৩৭
🇧🇩স্থায়ী ঠিকানাঃ ফরমাইশখানা,দিঘলিয়া খুলনা।
বর্তমান কাজ করছি- ঢাকা উত্তরা থেকে
📲মোবাইল নাম্বারঃ 01918872535
🌐ইমেইলঃ md.rafiqislam.ak@gmail.com
আমার পেইজের নাম-
"As Sunnah Enterprise"
লিঙ্ক-
🆔https://www.facebook.com/md.rafiqulislam.ak
✨কাজ করছি বিভিন্ন অর্গানিক প্রডাক্ট নিয়ে