জীবনের এ পর্যায়ে এসে মনে হয় বাবার শাসন আমাদের অপরাধ থেকে দুরে রেখেছে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম
--------------শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময় অসিম দয়ালু--------------
____কেমন আছেন প্রিয় ফাউন্ডেশনের ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি।
💠 আমার জীবনের গল্প 💠
👉 আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার জীবনে ঘটে যাওয়া হাঁসি-কান্না এবং আনন্দ-বেদনার কিছু স্মৃতি বা ঘটনা প্রবাহ। আশা করি সবাই ধৈর্য্য সহকারে আমার জীবনের ঘটনাটি পড়বেন। এটা ঠিক গল্প নয় আমার জীবনের সত্য ঘটনা অবলম্বনে কিছু স্মৃতিবিজড়ীত কথামালা।
💚 💚_💚________ প্রথমে শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি সৃষ্টিজগতের প্রতিপালক। যার দয়া এবং কৃপায় আমি এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পেয়েছি এবং লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি সৃষ্টির স্রেষ্ঠ মহামানব, নবীকুল শিরোমনি, আমার নবী-আপনার নবী, দো”জাহানের বাদশা প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর প্রতি ।
💚 💚 💚______কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরম শ্রদ্রেয় মা ও বাবার প্রতি, যাদের উচিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে এনেছেন। স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন নিজেদের সর্বস্ব দিয়ে এবং শিক্ষিত করে পৃথিবীর বুকে বড় করে তুলেছেন। 💚 💚 💚 _________________ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শতাব্দীর অন্যতম সেরা মানুষ, লাখো তরুণ তরুণীর আইডল প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের মতো একটা সুবিশাল প্লাটফর্ম । 🌹 🌹 🌹 ________________ আমার ছেলেবেলাঃ
একটি সম্ভ্রান্ত ইসলামিক পরিবারে ১৯৭৮ সালের ১০ মে আমার জন্ম। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। আমার বাবা, মৃত ছালে আহম্মদ একজন সমাজসেবী ভাল মানুষ ছিলেন। আমার পরিবারে আমার বাবা একজন ছোটখাটো সরকারী চাকুরীজীবি ছিলেন। –মা ছিলেন গৃহীনি। আমি মোঃ মনির আহমদ সেলিম সহ আমার চার বোনের বসবাস। বাবার কড়া শাসনে ছোট বেলা থেকেই মানুষ হতে থাকি। তাই পরিবারের সকল সদস্যকে নিয়ম মেনে সকল কাজ ও চলাফেরা করতে হত।
🌹 🌹 🌹 ________________ শিক্ষা জীবনঃ
১৯৮১ সালে আমাদের বাড়ির পাশের শরিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আমার শিক্ষা জীবন শুরু হয়। ঐ বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করি। ১৯৯৩ সালে চাঁদপুর জেলার চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১ম বিভাগে এসএসসি পাস করি। ১৯৯৬ সালে পাহাড়তলী কলেজ চট্টগ্রাম থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করি। ১৯৯৬ সালে এল এম এফ ঢাকা কল্যানপুর থেকে প্যারামেডিক কমপ্লিট করি। 🌹 🌹 🌹 ________________
দুঃক্ষ বেদনার দিন গুলোঃ
জীবনে বেশ কয়েকবার প্রতিকুল অবস্থার সম্মুখীন হতে হয়েছে। প্রথম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হই ইন্টার ফেল করার পরে, বাবা সকল প্রকার লেখাপড়ার খরচ বন্ধ করে দেয়। বহু কষ্টের পরে ঔষধ দোকানে একটা কাজ পাই। সেখান থেকে জমানো টাকা দিয়ে একটা ঔষধের দোকান খুলে ব্যবসায় শুরু করি। সেখান থেকে আয় করা অর্থ দিয়ে আমি চলতে থাকি। দ্বিতীয় বার অর্থনৈতিক সংকটের সম্মুখীন হই আমার বড় মেয়ে হওয়ার ২ দিনের মাথায়। এদিন আমাকে পরিবার থেকে আলাদা হতে হয় খালি হাতে, শুরু হয় নতুন জীবন যুদ্ধ। আমরা দুজনে (আমি ও আমার স্ত্রী) মিলে অনেক সংগ্রাম করে সে ধাক্কায় উত্তীর্ণ হই। ভাগ্যের কি নির্মম পরিহাস পুনঃরায় আবার অর্থনৈতিক সংকটের মুখে পতিত হই কোভিট-১৯ চলাকালীন সময়ে। কোভিট এর আগে ২০২০ সালে ইলেক্ট্রিক মাল কিনতে গিয়ে বেশ টাকা ব্যায় করি। এর পরেই মার্চমাসে শুরু হয় কোভিট-১৯ পরবর্তী সময়। এদিকে ছিলো খালি হাত তারপরে আবার কোভিটে ব্যাবসা বন্ধ । সব মিলিয়ে এক সাগর দুঃখের নদী পার করতে হয় আমার পরিবারকে।
🌹 🌹 🌹 ________________ আমার স্বপ্নঃ আমার স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে চাকরি করা, কিন্তু মাঝ পথে আমার জীবন কীভাবে এলোমেলো হল তা বলতে পারবো না। এখন আমাদের স্যারের অনুপ্ররনায় নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। একজন সফল উদ্যোক্তা হব। ইনশা-আলাল্লাহ। 🌹 🌹 🌹 ________________ সংসার ও চাকরি জীবনঃ
২০০০ সালের ১৪ ই র্মাচ শুরু হয় আমার সংসার জীবন। ২০০৯ সালের র্মাচ মাসে আমার বড় মেয়ে জন্ম নেয়। আমি এবং আমার স্ত্রী দুজনেই পল্লী ডাক্তার হওয়ার ফলে দুইজন দুই জায়গায় দোকান পরিচালনা করতে হতো। যার ফলে আামার বাচ্ছকে তার মা সাথে করে দোকানে নিয়ে যেতো এবং প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সকল দায়-দায়িত্ব তার হাতে ন্যাস্ত ছিলো। এরপর ২০১৩ সালে চট্টগ্রাম শহরের আবুল খায়ের কোম্পানিতে চাকরি শুরু করি। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। মাত্র ৯-১০ হাজার টাকা সন্মানিতে কাজ শুরু করি। কিন্তু ৪ থেকে ৫ মাস পর, চাকরী টা আমি ছেড়ে দিয়ে আবার মেডিসিনের দোকান শুরু করি। কিন্তু নিয়তী যেনো ভাবেই খারাপ সময়টার ফিছু ছাড়েনা, চলে এলো করোনার মত মহামারি এলো-মেলো করে দিয়ে গেলো পুরোবিশ্ব এমন পরিস্থিতিতে নতুন করে সংগ্রামের পথ পাড়ি দিতে হয় আমাকে।
🌹 🌹 🌹 ________________ উদ্যোক্তা জীবনঃ
২০০০ সালে মেডিসিন দোকান ও একটা এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম উদ্যোক্তা জীবন শুরু হয়। এর পরে ২০২১ সালের অক্টোবর মাসে এগ্রো ও কৃষিকে ভালোবেসে নতুন ভাবে শুরু করি গরু লালন পালন। ও এখন আমার নিজেস্ব বাগানে কিছু আম, কুল, পেয়ারা, মাল্টা, পকলা, লেবু সহ প্রভৃতি ফল শোভা পাচ্ছে। ২০২২ সালের জুলাই মাসে শুরু করি অনলাইন বিজনেস। এ গ্রুপের সাথে যুক্ত হই ১৮ তম ব্যাচ হতে। এ গ্রুপ থেকে আমি প্রতি নিয়ত শিখছি নতুন নতুন ব্যবসার টেকনিক। পেয়েছি সাহস, ভালোবাসা। আপনাদের সহযোগিতা পেলে আরও এগুতে চাই। আমার বাবার কঠোরতা আমাকে ভালোমানুষ তৈরি হতে শিখিয়েছে। জীবনের এ পর্যায়ে এসে মনে হয় বাবার শাসন আমাদের অপরাধ থেকে দুরে রেখেছে। আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি। তাদের পাশে কমবেশি দাড়াই। এই ফান্ডেশন তাদেরকে শ্রদ্ধা ও সম্মান করা শিখিয়েছে। তাই আমি ফাউন্ডেশনের কাছে চির কৃতজ্ঞ। অনেক্ষন ধরে আমার জীবনের কথা গুলি পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা দোয়া করবেন আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি এবং সমাজ,পরিবার ও দেশের জন্য কিছু একটা করতে পারি। আমার জীবনের চলার পথে আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, দোয়া প্রয়োজন। আশা করছি আপনারা ভালোবেসে পাশে থাকবেন সব সময়। সবশেষে আপনাদের সুখী ও সুন্দর জীবন কামনা করি। সুন্দর হোক আপনাদের আগামীর পথ চলা। এই কামনায়...
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮০
তারিখ ০২-১০-২০২২ইং
মনির আহাম্মদ সেলিম
ব্যাচ নং-১৮
রেজিনং- ৯৮০৬৫
জেলাঃ কুমিল্লা
বর্তমান অবস্থানঃ সীতাকুন্ডু চট্টগ্রাম