খুব সাধারণ হয়েও নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের কল্যাণে আজ আমরা অনন্য।
💥 মডারেটর হবার অনুভূতি প্রকাশ ও অব্যক্ত কিছু কথা।
আসসালামু আলাইকুম।
নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যুক্ত আমার সহপাঠী ও সহযোদ্ধা প্রিয় ভাই বোন আশা করি সবাই ভালো আছেন।
শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের প্রতি যিনি আমাদের সৃষ্টির সেরা মর্যাদা দান করে সৃষ্টি করেছেন।
আমি চির কৃতজ্ঞ আমার প্রিয় মা-বাবার প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম আর সীমাহীন দোয়া ও ভালোবাসার বদৌলতে আজ আমি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি জীবন্ত কিংবদন্তি শতাব্দীর সেরা মহানায়ক World Book Of Record, UK সহ বহু আন্তজার্তিক সম্মানে সম্মানিত লক্ষ তরুণী তরুণীর স্বপ্নদ্রষ্টা শত সহস্র নতুন উদ্যোক্তা তৈরীর কারিগর
Entrepreneurship- "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন" - উদ্যোক্তা তৈরী কেন্দ্র এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শ্রদ্ধেয় প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি আমাকে এত চমৎকার একটি প্লাটফর্মে একজন শিক্ষার্থী, একজন ভলান্টিয়ার এবং সম্প্রতি একজন মডারেটর এর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে সুযোগ করে দেবার জন্য।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নিজ জেলা অতন্দ্র গাজীপুর জেলার সম্মানিত দায়িত্বশীল, ভলান্টিয়ার, উদ্দ্যোক্তা ও আজীবন সদস্য প্রিয় সহপাঠী ভাই ও বোন আপনাদের প্রতি আপনাদের ভালোবাসায় আমার এ অর্জন।
আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বর্তমান অবস্থানকারী ঢাকার মডেল জোন উত্তরা জোন এর সকল প্রিয় ভাইবোনদের প্রতি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আমার প্রাণের টিম Live Support NBMEGF টিম ও আমার প্রাণপ্রিয় টিম ভলান্টিয়ার ভাইবোন আপনাদের সকলের প্রতি। আপনাদের অনন্য ভলান্টিয়ারিং নীরবে কাজ করার মানসিকতা আর সীমহীন ধৈর্য্য আর নিবেদিতপ্রাণ সেবা প্রদানদের মানসিকতা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। এটা আপনাদের ভালোবাসার অর্জন স্যারের দেওয়া সম্মান।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভালোবাসার সকল আইসিটি টিম
বিশেষ করে ICT Trainer Team, NBMEG Web Team, Digital Team NBMEG, Web & E-commarce Team এবং সম্প্রতি যুক্ত YouTube Channel Admin টিমের প্রতি।
আমার ভলান্টিয়ারিং এর আর্দশ আমাকে সবসময় উৎসাহ প্রদান করে সু সময়ে ও দুঃসময়ে সব সময় পাশে ছিলেন সকল নামগুলো হৃদয়ে গাঁথা আজীবন কৃতজ্ঞ আপনাদের প্রতি। হৃদয়ের গভীরে অপ্রকাশিত রূপে লুকায়িত থাকুক সে নামগুলো। আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই।
আমার অব্যক্ত কিছু কথা
===================
আমি আশরাফুল আলম
প্রাণের প্লাটফর্মে নিজ উদ্দ্যোগে রেজিষ্ট্রেশন এর মাধ্যমে যুক্ত আছি ১৩ মে ২০২০ সাল অর্থাৎ ১০ ম ব্যাচ থেকে। কোভিড মহামারীর চরম পরিস্থিতিতে সারা বিশ্ব যখন স্তদ্ধ। সবাই যখন গৃহবন্দী। দেশের নামকরা কোম্পানিতে চাকুরীর পাশাপাশি তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পার্টনারশীপ এ যুক্ত থাকার পরও তখন অবসাদ আর দুঃচিন্তার কালো মেঘে যখন আচ্ছন্ন ছিল আমার মন। মাত্র ৪৪৫ টাকা পকেটের সম্বল নিয়ে স্ত্রী সন্তানসহ বাবার কাছে আশ্রয় নিতে হয়েছিল আমাকে। সামর্থ্যবান কোন ব্যাক্তির জন্য এটা ছিল অত্যন্ত লজ্জার। মাসের শেষ মূহুর্তে ২৫ তারিখ হঠাৎ সরকারী ঘোষনায় অফিস বন্ধ হয়ে যায়। অফিসে দায়িত্বশীল কর্মকর্তা হওয়ায় অধিনস্ত সহকর্মীদের আগে কিছু এডভান্স দিয়ে আমাদের দায়িত্বশীলদের নেবার মতো পর্যাপ্ত ফান্ড ছিল না। নিজেদের পার্টনারশীপে যুক্ত থাকা তিনটি প্রতিষ্ঠানের একই দশা। সাপ্লায়ারদের বকেয়া আর কর্মচারীদের কিছু কিছু বেতন দেবার পর আমাদের পার্টনারদের নেবার মতো কোন ফান্ড ছিল না। যা হোক আবারও বাবার চরম মমতার আশ্রয়ে সে দূর্দিনেও কখনও অর্থকষ্ট ভোগ করিনি। কিন্তু দিন যত গড়াচ্ছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান এর ভবিষ্যৎ চিন্তায় আমি তখন বিষন্ন। সর্বশেষ প্রতিষ্ঠানটির পার্টনারশীপ প্রতিষ্ঠানের টাকাটা ছিল ধার করা। তাই ধার পরিশোধ চিন্তা আর প্রতিষ্ঠানের লস কিভাবে ম্যানেজ করবো, কিভাবে কর্মচারীদের বেতন দিবো শোরুম ভাড়া কোথা থেকে দিবো এ চিন্তা প্রতিনিয়ত আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। কাউকে বোঝাবার মতো নয় সে যন্ত্রণা। যদিও পরিবারের সবার মাঝে চমৎকার পারিবারিক বন্ধনে আবদ্ধ। সবার মাঝে থেকেও আমি ছিলাম একাকী আলাদা। আমাকে সান্তনা দেবার আমার মনকে শান্ত করবার মতো কেউ ছিল না। বিষন্নতার একমাত্র সঙ্গী ছিল একটি মোবাইল ফোন। সঙ্গী ছিল YouTube এ ভিডিও । কিন্তু তাতেও শুধুই ভয়ংকর কোভিট থাবার সব খবরাখবর । চারিদিকে হাহাকার এর খবর। নিজের কিছু না থাকলেও তখন মানুষের পাশে দাঁড়াতে চরমভাবে মন চাইতো। নিজ ব্যর্থতাকে চাঁপা দিয়ে রাখতাম। অনাহারী মানুষগুলোর দূর্দশায় কষ্ট পেতাম। বরাবরই রাজনীতি পছন্দ করিনা রাজনীতি বাহিরে মানুষের পাশে থাকার ইচ্ছা জাগতো মনে কিন্তু আমি একাকী আমার সামর্থ্য কম। ভালো লাগতো যারা নীরবে মানুষের জন্য কাজ করে তাদের ভিডিও দেখতে। নিজের অপারগতা গোছানোর উপায় খুঁজতাম। এমন একটা সংগঠন খুজতাম যার মাধ্যমে নিজের সীমিত সামর্থ্য দিয়েও মানুষের পাশে থাকা যায়। এই আবেগ আর নিজ অস্তিত্ব চিন্তায় যখন আমি বিমর্ষ। ঠিক এমন একটি মূহুর্তে YouTube সার্চ করতে করতে খুঁজে পাই আমার সেই সান্তনার বাণী
প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের মহান সব বাণী
"যে জিতবে সে বারবার পরবে উঠে দাঁড়াবে বলবে আমি খেলবো।"
"মানুষের জন্য কাজ করলে জীবিকার অভাব হয় না। "
"স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন সফলতা আসবেই।"
সেই শুরু সেদিনই গ্রুপে জয়েন করি
নিজে নিজে খুঁজে রেজিষ্ট্রেশন করি। ১০ ম ব্যাচ ও ১১তম ব্যাচ এ পুরো ৯০ দিন করে স্যারের সবগুলো সেশন মনোযোগ সহকারে পড়ি ও ভিডিও গুলো বারবার দেখি। নিজের জীবনে সেগুলো প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। ধীরে ধীরে বদলে যাই। করোনার থাবায় একটি ব্যবসা প্রতিষ্ঠান হারাবার পরও স্যারের শিক্ষায় ভেঙ্গে পরিনি। দ্বিগুন উৎসাহে বাকী দুটোকে নিয়ে কাজ শুরু করি। চরম সময়েও পার্টনারশীপ সে দুটো প্রতিষ্ঠান সহ নিজের কর্মরত প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে আবার গড়ে আবার উন্নতি করতে স্যারের শিক্ষা বিশাল ভূমিকা রেখেছে। ভুলগুলো কাটিয়ে আবার নতুনরূপে গড়ে তুলছি নিজের স্বপ্নগুলো।চমৎকার একটি জেলা টিম অতন্দ্র গাজীপুর জেলা টিমের সাথে যুক্ত হয়ে নিজের অব্যক্ত মনের গভীরে লুকানো লালিত সে স্বপ্ন দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াঁনোর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি।
আবারও কৃতজ্ঞতা গাজীপুর জেলা টিমের প্রতি। খুব ভালো লাগে যখন একজন আইটি ট্রেইনার হিসাবে ফাউন্ডেশনের ভাইবোনদের কিছু জন্য নিজের আইটি দক্ষতাকে ছড়িয়ে দিতে পারি। অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় স্যারের প্রতি আমাকে একজন আইটি ট্রেইনার হিসাবে সুযোগ করে দিয়েছেন। ভালো লাগে আইসিটি ভিত্তিক টিমগুলোতে কাজ করতে। যেখানে কাজ করতে গিয়ে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে পেরেছি।
প্রিয় স্যার ও প্রিয় ফাউন্ডেশন সম্পর্কে অনুভূতি লিখে শেষ করার নয়। তবে ফাউন্ডেশন থেকে যা পেয়েছি তা আমার জীবনে করেছে ধন্য। খুব সাধারণ হয়েও নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের কল্যাণে আজ আমরা অনন্য।
সকলের নিকট দোয়ার দরখাস্ত রইল। দোয়া করবেন প্রিয় স্যারের অর্পিত সকল দায়িত্ব সঠিক ও সুন্দর ভাবে পালন করতে পারি।
স্যারের শিক্ষার আর্দশে ধারণ করে একজন সফল উদ্দ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। মানুষের জন্য কাজ করতে পারি। দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
দীর্ঘ এ লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনাদের সকলের প্রতি।
পরিশেষে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি।প্রিয় স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮২
তারিখ ০৬-১০-২০২২ইং
আন্তরিক শুভেচ্ছায় __
আশরাফুল আলম
মডারেটর
আইসিটি ট্রেইনার
ব্যাচ নং: ১০
রেজি নং: ১৬৩৪১
জেলা : গাজীপুর