ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে জীবনে ভালো কিছু করতে
জীবনের গল্প.....
,,,,,,,,,,,,,,,,,,,,,গল্পটা পড়ার অনুরোধ রইলো,,,,,,,,,,,,,,,
❤️আসসালামু আলাইকুম ❤️
🤲সকল প্রসংশা মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এবং একটি সুস্থ জীবন দান করেছেন আলহামদুলিল্লাহ ।
🤲দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি এবং তার পরিবারের প্রতি।
🤲শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা-মাকে। যাদের উছিলায় সুন্দর এই পৃথিবীতে এসেছি। বড় হয়েছি তাদের অকৃত্রিম ভালোবাসায়। যাদের ঋণ কখনো শোধ হবার নয়।
❤️কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর , শ্রেষ্ঠ পথপ্রদর্শক, শিক্ষক, লক্ষ তরুণ-তরুনীর স্বপ্নদ্রষ্টা , পথহারা বেকারদের পথের দিশারি জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমে আজকে ভালোবাসার প্লাটফর্ম "নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন" তৈরি হয়েছে।
🌹♥️শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি প্রিয় #নিজের_বলার_মত_একটা_গল্প প্লাটফর্মের সকল দায়িত্বশীল ও আজীবন সদস্য ভাইবোনদের প্রতি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
----------🌺🌺🌺🌺🌺🌺----------
জীবনের গল্পঃ👇👇
জীবন জীবনের মতই, আমরা চাইলেই কেউ গল্পটা পরিবর্তন করতে পারবোনা। দুঃখ -সুখ জীবনের অংশ। হাঁসি -কান্না, আনন্দ - বেদনা, পাওয়া -নাপাওয়া এসব নিয়েই মানুষের জীবন।
🍂জন্ম ও শৈশব : আমার জন্ম হয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের অজো পাড়া গায়ের একটি গ্রামে। আমার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। আমার মায়ের কাছ থেকে শুনেছি যে এতটাই খারাপ ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। সেই পরিবারে আমার বেড়ে ওঠা এবং আস্তে আস্তে বড় হতে থাকি। সেই সাথে আমি আমাদের গ্রামের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভর্তি হই। সেখানে আমি অন্যদের থেকেও সব সময় আলাদা করে থাকতাম কারণ সবার বাবার মত আমার বাবার এত টাকা-পয়সার জোর ছিল না।
🍂দ্রারিদ্রতা মেনে নিয়ে পড়াশুনা করা :
আমাদের পরিবারটা ছিল যৌথ পরিবার। আগে বলে রাখি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার খুব কষ্ট করে জীবন যাপন করতে হতো। কারন আমার বাবা ছিল একজন গরিব রিকশাচালক। সেই রিকশাচালক বাবার সন্তান হয়ে আমি পারিনি কখনো অন্যান্য বন্ধুবান্ধবদের মত মজা করতে। মন মত পোশাক পড়তে। তবু আমার ইচ্ছা ছিল আমাকে লেখাপড়া করতেই হবে। কে কি পড়লো, কে কি খাইলো সেদিকে আমি কখনো তাকাইতাম না। আমি সব সময় চিন্তা করতাম। ছোটবেলা থেকে যে আমার বাবার কিছু নাই আমার এমনি থাকতে হবে এভাবেই শেষ হয় আমার পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া।
🍂পারিবারিক বর্নণা :
আমার বাবা কাকারা ছিল চার ভাই। তার মধ্য আমার বাবা সবচেয়ে বড় ছিল। তাই আমার বাবা অনেক কষ্ট করে ছোট ভাইদের সহ আমাদের সংসার চালাতো। তার অনেক কষ্ট হতো যেটা আমি নিজের চোখে দেখেছি। তারপর আমি যখন পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই তখন থেকে আমার আরো দুই চাচা ইনকাম শুরু করে দেয়। তখন থেকে একটু সময় ভালোই কাটতে ছিল ছোট চাচা লেখাপড়া করত আমি লেখাপড়া করতাম সব মিলিয়ে তখন ভালই চলত আগের চেয়ে অনেক ভালো চলতো আলহামদুলিল্লাহ।
🍂পুরো পরিবার প্রতারণার স্বীকার :
আমার এক চাচা বিদেশে যাওয়ার জন্য বাড়িতে কথা বলল তখন বাড়ি থেকে আমার বাবা দাদা সহ সবাই বলল আচ্ছা ঠিক আছে যাও। বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করল টাকা পয়সা মানুষের হাতে দিয়ে দেয়া হয়েছিল। সেই লোকটা বিদেশ তো নিতে পারবে না শেষে আমাদের টাকাগুলো সব মেরে দিল। তখন আবার সিদ্ধান্ত নেয়া হলো বিদেশ যাবে না কারণ আমাদের তো আর টাকা নাই কি দিয়ে বিদেশ যাব সব টাকা মেরে দিয়েছে।
🍂 সংসারের উৎথান -পতন :
তার কিছুদিন পরে আমার বড় চাচা বলল আমি আর জব করব না আমি ব্যবসা করব। ছোট করে হলেও সে ব্যবসা শুরু করল।
ব্যবসা অল্প কিছুদিন ভালোই চলছে তারপর আবার চলল আমাদের লসের পালা কাকার সেই ব্যবসার হাল ধরার জন্য আমিও কিছুদিন ছুটাছুটি করলাম কিন্তু কিছুতেই কাজ হলো না সবশেষে বড় ধরনের লস খেয়ে বসলাম বাড়িতে যা কিছু ছিল সব শেষ। পুনরায় ব্যবসা চালিয়ে যাওয়ার মত আর কোন ব্যবস্থা ছিল না।তাই কাকা আবারো চাকরিতে চলে গেল।
🍂হঠাৎ শোক বার্তা :
সবকিছু শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরেই আমাদের পরিবারে চলে আসলো আরেকটা দুর্ঘটনা। আমার মেজ চাচা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার পর বাসায় পৌঁছানোর পরে তার সাথে কথা হয়েছে হঠাৎ করে রাতে স্টক করে মারা গেছে সেই খবর শুনতে পাই আমরা পরের দিন দুপুর বেলায়। খবর আসলো রাতে স্টক করে রুমের ভিতরে পড়ে আছে এবং মারা গেছে। আমার দাদা-দাদীসহ পুরো পরিবার শোকাহত হয়ে রইল। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি নবম শ্রেণীতে যাব সেই সময়ের কথা এখান থেকে আবারো ভেঙ্গে পড়া শুরু আস্তে আস্তে আবারো পরিবারের অভাব দেখা দেয়। এভাবে আবার কিছুদিন চলার পর আমি যখন এসএসসি পাশ করলাম।
🍂যৌথ পপরিবার থেকে একক পরিবার :
তার পরে আমার দাদা দাদি সিদ্ধান্ত নেয় যে আমাদের পৃথক করে দেবে, তাই করে দিল। তখন আবারও আমাদের অভাব ঘিরে ধরল। আমি কোন দিকে বুদ্ধি না পেয়ে কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি ঈদের দিনেও ঈদের মাঠে খেলনা বিক্রি করেছি। কয়েক দিন আগে যেই ঈদের মাঠে সবাই আনন্দে উল্লাসে দিন কাটাতাম আর এখন সেখানেই আমি ঈদের দিন খেলনা নিয়ে বসে থাকি। 😔😔😔
যদিও মনে মনে অনেক কষ্ট হতো তবুও ভাবতাম যে টাকা তো পাবো। দিন শেষে আগে টাকার দরকারটাই ছিলো বেশি। যখন পকেটে অনেক টাকা হতো তখন সব কষ্ট ভূলে যেতাম। বিকেলবেলা আমি একটু সবার সাথে বের হতাম। এভাবেই আস্তে আস্তে বড় হতে থাকি।
🍂দিন বদলের সময় :
তারপর আমি ইন্টারমিডিয়েট শেষ না করেই জব নিয়েছিলাম শুধু বাবার দিকে তাকিয়ে। আমি ভাবতাম, আমি এত বড় হয়ে গেছি বাবা কেন আমাকে বসিয়ে রেখে খাওয়াবেন? আমিও তো কিছু করতে পারবো। তো এখনো আছি আপনাদের দোয়ায় কর্মজীবনে অনেক কষ্টে চড়াই উৎরায় পার করে এ পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন তারপরও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। মহাল আল্লাহর অশেষ রহমতে এখন খুব ভালো আছি আল্লাহদুলিল্লাহ ।
🍂🍁ছোট্ট এই জীবনে আমার পরিবারই আমার সবকিছু, তাই নিজের জীবনের গল্পটা আমার পরিবারের মানুষকে ঘিরেই। দিনশেষে আমার পরিবারেরর সবাই ভালো থাকলেই আমিও ভালো থাকি। 🍂🍁
🍁 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হওয়া : -
আমাকে এখানে যুক্ত করিয়েছেন আমাদের অদম্য টাঙ্গাইল জেলার অদম্য সৈনিক আমার শ্রদ্ধাভাজন কাকা Iqbal Hossain অদম্য টাঙ্গাইল জেলার জেলা প্রতিনিধি । ধন্যবাদ জানাতে চাই প্রিয় কাকা Iqbal Hoassain আপনাকে আমাকে এত সুন্দর একটা প্লাটফর্মে যুক্ত করে দেয়ার জন্য।
আমি যখন এই প্লাটফর্মে যুক্ত হই সত্যি কথা বলতে আমি এই প্লাটফর্মকে ফেসবুকে অন্যান্য গ্রুপের মতই ভাবতাম। এতটা কেয়ার করতাম না ভাবতাম ফেসবুকে তো অনেক গ্রুপই থাকে এটা হয়তো সেই রকম একটা গ্রুপ। আমাকে যখন যুক্ত করেছেন তখন হয়তোবা নবম ব্যাচ চলতেছে। তো এভাবে কিছুদিন চলার পর আস্তে আস্তে চোখ পড়তে থাকে নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মের সকল ভাইদের পোষ্টের দিকে। ফলো করতে করতে আস্তে আস্তে ভালো লাগা শুরু করে দিল আমার হৃদয়ে। তো আমি রেজিস্ট্রেশন করে নিলাম ১১ তম ব্যাচে। আলহামদুলিল্লাহ এখান থেকে শিক্ষা নিয়ে চলতে শুরু করি।
স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
সফলতা আসবেই ইনশাআল্লাহ।
প্রিয় স্যারের এই বানীটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রানিত করে। এই কথা গুলো হৃদয়ে ধারণ করেই এগিয়ে যাচ্ছি।
🍁এভাবেই হঠাৎ করে চলে আসলো আমাদের অদম্য টাঙ্গাইল জেলার ১ম উদ্যোক্তা সম্মেলন। প্রিয় কাকা আমাকে বলল, "সম্মেলনে যেতে হবে , আমাদের যমুনাতেই হবে সম্মেলন। সবাইকে নিয়ে তুমি উপস্থিত থাকবা ইনশাআল্লাহ'।
আমিও বললাম, আচ্ছা কাকু আমি যাব ইনশাল্লাহ। অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলাম সম্মেলনে। সেদিন থেকে সত্যিই এই নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম আমার হৃদয়ে গেথে গেছে। তারপর থেকে আমি অদম্য টাঙ্গাইল জেলার সকল প্রকার অনলাইন মিটআপ অফলাইন মিটআপে যুক্ত হওয়া শুরু করলাম। আস্তে আস্তে পরিচয় হতে লাগলো আমাদের অদম্য টাঙ্গাইল জেলার প্রায় সকল দায়িত্বশীল ভাই-বোনদের সাথে এবং আজীবন মেম্বারদের সাথে। যাদের কথা না বললেই নয় যাদের সাথে আমার আগে পরিচয় হয় তারা হলেন
ইবনে সাইম রানা ভাই
Kh Istiak Ahmed Shajib vai
MD Jahir Islam vai
Majadul Islam vai
Sagarika Ekbal Apu
Md Mukul vai
Abirul Hasan Sohel vai
Azizul Hakim vai সহ আরো অনেকের সাথে পরিচয় হয়। এখন আমি এভাবে সকলের নাম বলে শেষ করতে পারবো না শুধু আমাদের টাঙ্গাইল জেলারই নয় সারা বাংলাদেশের ৬৪ টি জেলার যে সকল ভাই-বোনের এখানে যুক্ত আছেন সবাই অনেক আন্তরিক মানবিক এবং ভালো মানুষ।আমাদের টাঙ্গাইল জেলার সকল ভাই-বোন যাদের ামি কাছে পেয়েছি তাদের অবদান আমি কখনো ভুলতে পারবো না।
🍁 প্রিয় স্যারের এই প্লাটফর্মের না আসলে হয়তো আমি জানতামই না যে বাংলাদেশে এত পরিমাণে ভালো মানুষ আছে। এই প্লাটফর্ম আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। বিশেষ করে ইবনে সাইম রানা ভাই, ইশতিয়াক আহমেদ সজীব ভাই জহির ইসলাম ভাই মুকুল ভাই আবিরুল হাসান সোহেল ভাই এবং আমাদের সাগরিকা ইকবাল আপু এদের কথা না বললেই নয় এদেরকে আমি কখনো ভুলতে পারবো না এরাই আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন তাদের গাইড লাইন দিয়ে। তাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তাদের মতো লিডার পেয়েছি বলে আজ আমাদের টাঙ্গাইল জেলা গর্বিত।
🍂🍁 আমি এই গ্রুপকে এতোটা ভালোবেসে ফেলেছি যে, যুক্ত হওয়ার পর থেকে আমার মনে হয় না আমি কোন মিটআপে উপস্থিত ছিলাম না। 🍂🍁
🍁 আমার লেখায় কোন প্রকার ভুল ত্রুটি থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করব। আমি কখনো এত বড় কন্টেন্ট লিখি নাই আজকেই প্রথম লিখলাম। এলোমেলোভাবে লিখেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে জীবনে ভালো কিছু করতে পারি। আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সফল করুন।
আমার লেখাগুলো কষ্ট করে পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।🍁
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮৭
তারিখ ১৬-১০-২০২২ইং
🌷💐 ধন্যবাদান্তে 💐🌷🌹
🌹মোঃ রুবেল আহমেদ সাফী
🌹ব্যাচ - ১১
🌹রেজিষ্ট্রেশন - ৩০৪৭১
🌹উপজেলা - কালিহাতী
🌹জেলা - টাংগাইল
🌹মোবাইল নং - ০১৭৭৯২৫১৯০০