গুলশান জোনের B+ রক্তযোদ্ধা
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ
"রক্ত দিতে শিখেছি হাজারো লাখো প্রানে
ছড়িয়ে দিতে গল্পের বন্ধন মানবতার কল্যাণে’’...
আজ থেকে ৮ বছর আগে প্রথম রক্তদান করি। ডেলিভারির একটা রোগীর কে। সেদিন বোন টা পুত্র সন্তান হয়েছিল। সেইদিনের বাবুটার ৮ বছর হয়ে গেছে ১০ বছর পরে ১৮ বছর হয়ে যাবে।ইনশাআল্লাহ আমি আশা রাখি সেই ছেলেটা বড় হয়ে মানুষের কল্যাণে রক্তদান করবে। এ ৮ বছরের মধ্যে অনেকবার রক্ত দিয়েছি তবে ডেলিভারি রোগীকে রক্ত দেওয়া হয়নি ভাগ্যক্রমে।আজ ৮ বছর পরে দ্বিতীয়বার ডেলিভারি রোগীকে রক্ত দান করলাম।।
কন্যা সন্তান জন্ম দিয়েছে বোনটা।বাবুটা কে দেখে খুব মায়া লাগছে।আজ থেকে ১৮ বছর পরে সেও একজন রক্তদাতা হবে মনে মনে দোয়া করলাম।।
সবাই বাবু এবং বাবুর মায়ের জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে।।
রক্তদান পৃথিবীর শ্রেষ্ঠ দান এর মধ্যে একটি আসুন আমরা রক্তদান করে মানুষের পাশে থাকি।।
আসুন আমরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করিনি।
সন্তান ডেলিভারি হওয়ার দুই মাস আগে থেকে দুইজন ডোনার রেডি রাখি।মা এবং সন্তানকে মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা করি।
আমি একজন রক্তদাতা নিয়মিত নিয়ম মেনে রক্তদান করি।।
আপনি..........?????
আমাকে প্রিয় #ইকবাল_বাহার_জাহিদ স্যার
ভালোবেসে দায়িত্ব দিয়েছেন #ঢাকা_বিভাগীয়_প্রধান_ব্লাড_ডোনেশন_টিম_লিডার।
আপনার রক্তের প্রয়োজন এর পাশে আমি আমার টিম সবসময় প্রস্তুত...
আপনি প্রস্তুত তো....
🙋♂️মোঃ সালাউদ্দিন (জীবন)
🛑বিভাগীয় প্রধান ও টিম লিডার ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিম।
🛑ব্লাড গ্রুপ বি পজেটিভ
🏘️জেলাঃ নোয়াখালি
🏠বর্তমান অবস্থানঃ
🏫ঢাকা গুলশান জোন।
➡️ব্যাচঃ ১১
➡️রেজিষ্ট্রেশনঃ ২৮৪৮৪
📳মোবাইলঃ 01862465015
https://www.facebook.xn--com--112603997278226-d43bb3uub3la7k5ae7c25apo/