মানুষের জন্য কাজ করলে, জীবিকার জন্য কাজের অভাব হয় না।
বিসমিল্লাহির রহমানির রহিম।।
🌹আল্লাহ ভরসা🌹
✍️আমার জীবনের গল্প•••
🌹আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
✍️ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর সম্মানীত সকল দায়িত্বশীল ও আজীবন সদস্য ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে যার-যার অবস্থানে ভালো আছেন। সুস্থ ও নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ।
✍️ শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের প্রতি এবং শুকরিয়া আদায় করছি এ জন্য যে ,আল্লাহ্ আমাকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠিয়েছেন।
✍️লেখার শুরুতে পরম ভালোবাসা ও শ্রদ্ধা ভরে স্মরন করতে চাই আমার প্রিয় মমতাময়ী মা ও বাবাকে, তাদের উছিলায় এই সুন্দর পৃথিবীর বুকে এসে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারছি। মা বাবার প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালবাসা প্রকাশ করছি।
✍️তারপর আমি শ্রদ্ধার সাথ স্মরন করছি, আমাদের সকলের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, তরুণ প্রজন্মের আইডল, উদ্দোক্তা গড়ার কারিগর, বেকারত্ব মুক্তির অগ্রদূত, সেরা বুদ্ধিজীবীদের একজন জনাব Iqbal Bahar Zahid স্যারকে - যার সুচিন্তা ও পরিকল্পনার মাধ্যমে আমরা এত সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি, পেয়েছি লক্ষ লক্ষ ভাই বোন। পেয়েছি বিশাল একটা পরিবার। যার শিক্ষা বুকে ধারণ করে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তরুণ তরুণীরা সাহস করে তার বাস্তব জীবনের সফলতার গল্প, ব্যর্থতার গল্প ও কষ্টের গল্প অনায়াসে লিখে যাচ্ছে। যিনি আমাদেরকে একজন সফল উদ্দোক্তা ও সাবলম্বি করে তুলতে বিনা স্বার্থে দিন রাত সময় দিয়ে সবার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য প্রিয় স্যার যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি প্রিয় স্যারকে আন্তরিক স্যালুট জানাই।
✍️নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদের উদ্দেশ্যেই আমার আজকের লেখা। আমার পরিবারের বাহিরে এটা আমার আরেকটা পরিবার বলে আমি মনে করি। সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে অনেক বেশি দোয়া ও ভালবাসা জ্ঞাপন করছি।
✍️গল্পের শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না, তবে আমার জানা মতে জীবন গল্পের শুরু হয় জন্মের পর পর শেষ হয় মানুষের মৃত্যুর মাধ্যমে!
✍️গল্পের শুরুটা এখানে...👇
মানুষের জীবন টা খুব ছোট , কিন্তু এই ছোট জীবনের গল্প গুলো লিখে বা বলে কখনোই শেষ করা যায় না। তাই জীবনের গল্প গুলো লিখতে গেলে হাজারো কলম ফুরিয়ে যাবে কিন্তু জীবনের গল্পের কিছু টা অংশ হয় তো লেখা হবে। বাকিটা গল্প অসমাপ্তই রয়ে যায়।
✍️ আমার বাবা মা:
আমার বাবা মোঃ শহিদুর রহমান (শহিদ) ও আমার মা জমিলা খাতুন। বাপ-দাদার পৈত্রিক নিবাস জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন পাথর্শী ইউনিয়নের পশ্চিম ঢেংগারগড় (সাবেক সুরেরপাড়া গ্রাম)। ১৯৮০ ইং সালে বাবা আমাদের উপজেলার নাপিতার চর গ্রামের মেয়ে আমার মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমার বাবাকে আমি সফল ব্যাবসায়ী হিসেবে দেখেছি।
✍️ আমার শৈশব:
মা বাবার বিবাহের পাঁচ বছরের মাথায় আমি প্রথম সন্তান হিসেবে পরম যত্নে আমি তাদের কোলে আসি। আমি আমার দাদা ও নানা কে না পেলেও দাদি ও নানির কাছে ছিলাম অনেক আদরের নাতিন। সেই সুবাদে দাদার বাড়ি পাশাপাশি নানার বাড়ীতেই বেশি সময় পাড় করেছি।
✍️ আমার কৈশর:
আমার বাবা আমাদের নিয়ে ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা গ্রামে বসবাস করেন। বাবা আমাকে পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে ভর্তি করে দেন। আমি লেখাপড়ায় প্রচন্ড ভালো করতে থাকি। ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ফাস্টবয় হিসেবে প্রাথমিক বিদ্যালয় শেষ করি। এসময়ের মধ্যে আমার আরও তিন ভাই জন্ম নেয়। মা-বাবা আমাদের চার ভাই নিয়ে খুব ভালো সময় পার করছিলেন।
✍আমার জীবনের কঠিন মুহূর্তঃ
প্রচন্ড ভালো ছাত্র হওয়ায় পচাবহলা জয়তুন নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জোর করে ভর্তি করে নেন। ৬ষ্ঠ শ্রেনিতেও ১ম হলাম। এমন সময় আমার "মা" একদিন হঠাৎ ব্রেন স্টোক করে। আমাদের মায়া ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেন। পরিবারে চলে এলো এক দুর্বিষহ জীবনাবস্থা। তখন আমার সব চেয়ে ছোট ভাইয়ের বয়স মাত্র ১বৎসর ১১মাস। যেহেতু আমার কোন বোন ও ফুফু ছিলেন না এবং মা মারা যাবার আগেই আমার দাদি ও নানিও মৃত্যুবরন করেছিলেন। সেহেতু সমস্ত সাংসারিক কাজের পাশাপাশি ভাইদের থাকা খাওয়ার ব্যবস্থা আমাকে করতে হতো। বাবা ব্যবসার কাজে প্রায়শই ঢাকায় থাকতেন। এতো কিছুর পড়েও আমি আমার পড়াশুনা ছাড়িনি বরং ১ম শ্রেনি থেকে ১০শ্রেনি পর্যন্ত প্রথম হই। আমার বাবাকে আমিসহ সকল আত্নীয় স্বজন অনেক চেষ্টা করেও ২য় বিবাহ করাতে পাড়িনি। আমি দেখেছি আমার বাবা আমাদের চার ভাইয়ের জীবনে কখনো কেউ কষ্ট পাই তা হতে দেননি। এখনো অনেক সময় বাবার বুকে ঘুমাই। বিশ্বাস করেন, অনেক শান্তি পাই।
"আমি আমার বাবাকে প্রচন্ড ভালোবাসি।"
✍শিক্ষা জীবনঃ
এতো এতো প্রতিবন্ধকতার মধ্যেও সকলের দোয়ায় ও সহযোগীতায় সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করি। আমার সকল ইচ্ছাতে মহান আল্লাহ সুবহানা তালার সাহায্য ছিল। আর আমার বাবা যারপর নাই সাপোর্ট দিয়ে গেছেন।
"আমার বাবা শ্রেষ্ঠ বাবা।"
✍️ বৈবাহিক জীবন :
২০০৮ ইং সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। দুই মেয়ে এবং আরেক জন নতুন মেহমান সামনে বরণের সময় আসছে ইনশাআল্লাহ। দোয়া চাই।
✍️উদ্যোক্তা/ব্যাবসায়ী জীবনঃ
২০১৯ইং সালে চাকুরি ছেড়ে আমার এলাকার বড়ভাই ও দীর্ঘদিনের পরিচিত কিছু ভাইয়ের সঙ্গে তাদের জুড়াজুড়িতে ই-কমার্স কোম্পানি এটু-জেড প্রোডাক্ট নিয়ে কাজ করে "আমার বাজার লিমিটেড" এর কিশোরগঞ্জ জেলার ইনচার্জের দায়িত্ব নিয়ে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ খুব ভালই চলছিল। কিন্তু কে জানতো মহামারী করোনা এসে সবকিছু এলোমেলো করে দিবে। অনলাইন প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও কোম্পানির সেলস্ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় আমার কিশোরগঞ্জের অফিসের ভাড়া প্রায় ১লাখ টাকা বাকি পড়ে। করোনার ভয়াবহতা দিন দিন বাড়তেই ছিল। বাধ্য হয়ে সেলসম্যান ও ক্লায়েন্টদের কাছে প্রায় ১লাখ ৭৫ হাজার টাকা রেখেই অফিসটি বন্ধ করে দিতে বাধ্য হই।
✍️যেভাবে পানি বিশুদ্ধকরণ মেশিন নিয়ে কাজ শুরুঃ
আমার বাজার লিমিটেডে কাজ করার অবস্থায় বেশকিছু RO ওয়াটার পিউরিফায়ার বিক্রি করি এবং সে মেশিন গুলো সেটিংস করার জন্য একজন লোকাল ছেলেকে কাজ শিখাই। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অফিসটি বন্ধ হওয়ায় ছেলেটি কাস্টমারদের বিভিন্ন সার্ভিস দেবার ক্ষেত্রে অসংগতিপূর্ণ এক্সটা চার্জ নেয়া শুরু করতে থাকে। তখন অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে কম্পিলিন দিতে শুরু করে। এতে করে আমার মনে হচ্ছিল আমার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছি। তখনই আমি বাংলাদেশের মূল ইম্পোর্টার এর সঙ্গে যোগাযোগ করে করোনার মধ্যে RO Water Purifier এর উপর ট্রেইনিং নিয়ে কাজ শুরু করি। সেই যে শুরু এখনও করছি আল্লাহ চাহেন তো বাকি জীবন করে যাবো ইনশাআল্লাহ।
✍️ব্যবসায়ীক বর্তমান অবস্থাঃ
প্রিয় মেন্টর @Iqbal Bahar Zahid স্যারে কথা "আমরা পণ্য ক্রয় করি না ক্রয় করি বিশ্বাস" এবং পজিটিভিটির সঙ্গে কমিটমেন্ট ঠিক রেখে বাবার দেয়া মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু করে এখন মাসে ১লক্ষ টাকার বেশি বিক্রি করছি, আলহামদুলিল্লাহ। আগামী বছর আল্লাহ চাহেন তো তিন থেকে চার জনের কর্মসংস্থান করতে পারবো বলে আমার বিশ্বাস।
✍️ প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হওয়ার গল্পঃ-
করোনার মধ্যে আমার বিজনেস থেকে আয় বন্ধ হয়ে আসছে ভেবে আমি নতুন কিছু খুঁজি। খুঁজার জন্য Google, Youtube এবং Facebook ঘাটতে থাকি। হঠাৎ ইকবাল বাহার জাহিদ স্যারের উদ্যোক্তা তৈরির কিছু ভিডিও চোখে পড়ে। আমি ১৬তম ও ১৭তম ব্যাচের বেশ কিছু ভিডিও স্যারের ইউটিউব চ্যানেলের এর মাধ্যমে দেখার পর ১৮ তম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করি।
✍️ যাদের মাধ্যমে যুক্ত হওয়া:
আমি ১৮তম ব্যাচে প্রিয় @Aal Mamun ভাইয়ের ( মানবিক মরিশাস টিমের কান্ট্রি এম্বাসেডর ও মডারেটর) মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করি ঠিকই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে রাখতে ভুলে যাই। এর পর আমি আর নাম্বারটি পাচ্ছিলাম না। মূল গ্রুপে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য পোষ্ট করি। আমাদের প্রিয় @Khorshed Alam ভাই (কান্টি এম্বাসেডর, লাইব্রেরিয়া) এর মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বারটি পাই। এর পর আমাদের গাজীপুর সদরের এ্যাম্বাসেডর ও মডারেটর প্রিয় @মনির প্রধান ভাইয়ের মাধ্যমে অতন্দ্র গাজীপুর জেলার ম্যাসেন্জার গ্রুপে যুক্ত হয়ই। আমাকে নিজের বলার মতো একটা গল্পের প্লাটফর্মে যুক্ত করে দেওয়ার জন্য প্রিয় তিন ভাইদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় @Mahmudul Hasan ভাই ( কোর-ভলান্টিয়ার ও মডারেটর), প্রিয় মোঃ যায়েদ হাসান ইমরান ভাই (কোর-ভলান্টিয়ার ও মডারেটর), ইউসুফ হোসেন তন্ময় ভাই (জেলা এম্বাসেডর ও মডারেটর), অতন্দ্র গাজীপুর জেলার সুদক্ষ এম্বাসেডর রহিমা আক্তার স্বপ্না আপু, সুপার এক্টিভ উপজেলা এম্বাসেডর মমিন সরকার ভাই, সদর উপজেলা এম্বাসেডর সোনিয়া শারমিন আপুসহ সকল ভলান্টিয়ার ভাই-বোনদের প্রতি। আরও ধন্যবাদ জানাচ্ছি উদ্যমী জামালপুর জেলার সুদক্ষ এম্বাসেডর ও মডারেটর মোঃ আসাদুল ইসলাম আসাদ ভাই, জামালপুর জেলার সমন্বয়ক সাব্বির আহমদ ভাই, NRB কুয়েত টিমের কান্ট্রি এম্বাসেডর ও মডারেটর মোঃ সুমন হাসান ভাইয়ের প্রতি যাদের মাধ্যমে আমি ভলান্টিয়ারিং শিখছি।
✍️আমাদের স্যারের যে সব কথা আমাকে অনুপ্রাণিত করে-
১। জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার।
২। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন...... সাফল্য আসবেই।
৩। জীবনের অন্তত ৫টি বছর ৯--৫টা ভুলে গিয়ে কাজটাকে ভালবাসুন, আপনার এগিয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার।
৪। সফলতা হচ্ছে ৪ “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ।
৫। জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।
৬। সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট।
৭। সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দিবে...।
৮। সমস্যা থেকে বের হয়ে আসবে নতুন কোন বিজনেস আইডিয়া।
৯। বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ।
১০। সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। কোন কোন হার নতুন পথ দেখায়।
১১। কিছু স্কিলস শিখে শুরু করতে হবে তাড়াতাড়ি তবেই পড়াশুনা শেষ হবার আগেই আপনার জন্য রেডি চাকরী বা কোন উদ্যোগ।
১২। যে নিজেকে ভাল রাখে এবং অন্যকেও ভাল রাখে - তিনিই একজন ভালোমানুষ ! ভালমানুষ হবার প্রতিযোগিতা হউক।
১৩। জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া।
১৪। আপনার জীবনে এগিয়ে যাবার কোন চমক দিতে পারে শুধুমাত্র মা-বাবার দোয়ায়।
১৫। জীবনে শুধু ১ টা কাজ বা ১ টা চাকরী করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার যা কিছু করছেন তারচেয়েও আরও অনেক বেশী কিছু করার মেধা ও বুদ্ধি আপনার আছে।
১৬। মানুষের জন্য কাজ করলে, জীবিকার জন্য কাজের অভাব হয় না।
🌷পরিশেষে🌷
✍️এতক্ষন ধৈর্য্যধরে আমার বাস্তব জীবনের গল্পের কিছু অংশ বিশেষ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিক দোয়া ও ভালোবাসা রইলো সবার প্রতি।
আমি সবসময় আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের জীবন হোক সুন্দর ও সুখময়, আজকের মত এ পর্যন্তই।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৯২
তারিখ ০৩-১১-২০২২ইং
🌹🌹ধন্যবাদন্তে🌹🌹
------------------------
✅ Billal Hossen Rifat
🌿 B_18/R_95925🌿
🙋 আজীবন গর্বিত সদস্য।
🍂 হাট মনিটরিং টিম মেম্বার।
🍀 নিজ জেলাঃ জামালপুর,
🍁বর্তমান অবস্থানঃ গাজীপুর(সদর)।
🌺 ফাউন্ডারঃ- Rifat Water Purifier BD
________________🧫
👇🌺 ভালোবেসে আমার ফেসবুক পেইজটিতে যুক্ত থাকলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো🌺👇
https://www.facebook.com/RifatROwater