অনেক কিছু পেরিয়ে এলো
আসসালামু আলাইকুম,
👇👇
👉প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid কে,আমাদেরকে এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করে দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের ভাল লাগা সেয়ার করতে পারি,মন খুলে নিজের পেলে আশা দিন নিয়ে কিছু বলতে পারি,
👉আমার মেয়ে হওয়ার পর সখ করে আমি সেলাই কাজ শিখি,মনে মনে অনেক স্বপ্ন দেখতাম,আমি একজন ফ্যাশন ডিজাইনার হবো,কিন্তু কাকে বলবো,কি ভাবেই বা শুরু করবো,বুজে উঠতে পারতাম না,তখন ছিলো ২০০৪ সাল,তখন ও মেয়েরা কিছু করা তো দুরের কথা, ভাবা ও যেত না,ঘরে বসে করলে কোন কাজ আমার জন্য বাধা ছিলোনা,বাহিরে যেয়ে কিছু করা যাবেনা,প্রথমে সেলাই শিখলাম,আডং থেকে কিছু কাজ এনে করতাম,পান্জানি,ফতুয়াতে হাতের কাজ করতাম,তারপর ব্লক,বাটিক,ফ্যাশন ডিজাইনের কোর্স, সব শিখলাম,অড়ার ও নেওয়া হচ্ছে আস্তে আস্তে, আশপাশের মহিলারা সেলাই করতে আশে,কাজও সবাই পছন্দ করে,এখন শুধু মনে মনে স্বপ্ন বুনি কি ভাবে কাজটা বড় করবো,
👉অনেক কিছু পেরিয়ে এলো ২০১০ সাল,সব কিছু এলো মেলো হয়ে গেলো,
আমি যেন আমার মাঝে নেই,এক ঝড়ে পুরো দূনিয়াটা উলট পালট হয়ে গেল,সব হারিয়ে শূন্যতে চলে এলাম,৯/১০ মাস কি করছি না করছি কিছুই বুজলাম না,
পুল ডিপ্রেশনে চলে যাই,আমার আপু ডাক্তার দেখিয়ে কিছুটা সুস্থ করে,২ বছর কাটার পর প্রথমে কিছু স্টুডেন্ট পড়ানো শুরু করি,যতক্ষণ কথা কারও সাথে কথা বলি, স্টুডেন্ট পড়াই বুজতে পারিনা সময়টা চলে যায়,একা হলে আবার অস্থির লাগতো,কান্না কাটি করতাম,বাচ্চারা ছিলোনা আমার কাছে,
তখন আপুর বাসার অনেকে আপুকে বল্লো ওকে বিভিন্ন কাজে লাগিয়ে রাখেন,সময় ও কেটে যাবে,ও আস্তে আস্তে ঠিক হবে,
তখন আপুর বাসার মহিলারা থ্রিপিছ দে সেলাই করার জন্য, আমি ও করি দেখি ভালোই লাগে,কিছু শাড়ী,থ্রিপিছে এ্যাপলিকের কাজ করি,চুমকি পুতির কাজ কি,
👉একদিন বাহিরে সিঁড়িতে বসে কাজ করতেছি, উপর থেকে নেমে আসলো আপুর বাসার বাড়ী আলার মেয়ে,ওনি ফ্যাশন ডিজাইনের উপর অনার্স করছে,ওনি আমার কাজ দেখে বলে,তুমি আর কি কি কাজ যান,আমি একে একে সব বল্লাম,ওনি প্রস্তাব দিলো আমার শোরুম আছে ঢাকায় আমাকে কিছু কিছু কাজ করে দিতে পারবে,বল্লাম কি কাজ,প্রথমে আডংয়ের কামিজে যে ইয়োকটা বসানো হয় হাতের কাজ করে সেটা করতে বলে,ডয়িং কাজ করা সুতা সব আমার,আমি এক পিছ করে দেখাই,ওনার পছন্দ হয়,ওনি ২৫ পিছ অড়ার করে,পরে ২৫ টা কামিজে সেগুলি বসিয়ে হাতায়, কামিজের প্যানেলে কাজ করে দি,ওনার কথা ছিলো এই ২৫ পিছ থ্রিপিছের সাথে নতুন ১ পিছ ইয়োক থাকবে,সেটা পছন্দ হলে আবার অড়ার করবেন,এবাবে এগিয়ে যাই,
👇👇
সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটা পড়ার জন্য, এখানেই শেষ না বাকীটা অন্য দিন সেয়ার করবো,
ফেনী জেলার যারা সেলাই, ফ্যাশন ডিজাইন,ব্লক, বাটিক,টাই ডাই,কুশি,কাজ শিখতে চান, আমাকে নক করবেন,
সেলাইয়ের অডার ও নেওয়া হয়,যে কোন ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ
আমার ছোট্ট একটা পেজ আছে সবাই গুরে আসবেন
Singer Fashion Academy
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৯২
তারিখ ০৩-১১-২০২২ইং
আমি -সেলিনা
ব্যাচ-১২ তম
রেজিষ্ট্রেশন নং-৩৮১৯৫
জেলা ফেনী