একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি
🌻আমার জীবনের গল্প পড়ার অনুরোধ রইলো🌻
🌹বিসমিল্লাহির রহমানির রহিম🌹
🕋🕋 আসসালামু আলাইকুম 🕋🕋
🌹পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। 🌹
🌺সমস্ত প্রশংসা ও লাখো কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিন এর দরবারে। রাসূল (সা:) এর প্রতি দুরুদ পেশ করছি এবং আমাদের শ্রেষ্ঠ নবী,নবীকারিম (সাঃ) এর নবীর উম্মত হিসেবে কবুল করেছেন।
আরো শুকরিয়া জানাই আল্লাহ তালা আমাদের কে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন।
আলহামদুলিল্লাহ।
🌷কৃতজ্ঞতা জানায় আমার মা বাবার প্রতি তাদের ভালোবাসায় আমি এই দুনিয়ায় এসেছি বড় হয়েছি। যাদের ভালো বাসায় আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি।আসলে মা বাবার ঋন কখনো শোধ করা যাবে না । আমার মা বাবা আমার জান্নাত ।
❤️আরো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, বর্তমান লাখ লাখ তরুণ তরুণীদের আইডল জনাব,
ইকবাল বাহার জাহিদ স্যার
যিনি আমাদের কে নিঃস্বার্থ ভাবে শিখিয়ে যাচ্ছে কি ভাবে একজন ভালো মানুষ হওয়া যায় এবং একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
🌹আমরা ধন্য এমন একজন শিক্ষক পেয়েছি বর্তমান জমানায় স্বার্থ ছাড়া কেউ কাউকে কোন উপকার করে না কিন্তু স্যার নিঃস্বার্থভাবে আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন কিভাবে জীবনে সফল হতে হবে।
🙌আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা।💕
💫প্রতিটা মানুষের জীবন এ কিছু না কিছু ঘটনা থাকে। আমরা যাকে জীবনের গল্প বলে থাকি। আমিও এর ব্যতিক্রম নয়।
আমি এই গ্রুপ এ অনেক ভাই বোনদের জীবনের গল্প পড়েছি অনেক কিছু শিখতে পেরেছি অজানা অনেক কিছু জানতে পেরেছি।
💥তাই সাহস করে আমি আমার জীবনের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
🖋️🖋️আমার জীবনের গল্প 🖋️🖋️
🏠আমি মোঃইমরান হোসাইন
জেলাঃরাজশাহী
থানাঃবেলপুকুর
গ্রামঃমাহেন্দ্রা জায়গির পাড়া
এই ছোট একটা গ্রামে আমার জন্ম,নিম্ন মধ্যবিত্ত পরিবারে২০০১ সালে। আমরা দুই ভাই আমি বড় সবার আদরের। আমার বাবা একজন কৃষক।আমার মা একজন গৃহিনী। আমার মা হাঁস মুরগী পালন করতেন যাতে পরিবারের অর্থ যোগান দিতে পারে।
🧍♂️🧍♂️শৈশব কাল🧍♂️🧍♂️
শৈশব জীবনে আমি নম্র ভদ্র একটা ছেলে ছিলাম বড়দের সম্মান করতাম এটা আমার মা বাবার শিক্ষা আর বেশিরভাগ সময়ই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম।কি করে স্কুল ফাঁকি দেওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত থাকতাম।
✍️✍️ ছাত্র জীবন, ✍️✍️
আমাদের নিজ গ্রামের প্রাইমারি স্কুল সেখান থেকে পঞ্চম শ্রেণি পাস করি।তারপর মা বাবার কথা অনুযায়ী মাদরাসায় ভর্তি হয়ে বাড়ি থেকে কিছুটা দূরে পায়ে হেঁটে যেতে হতো মাদরাসায়।
মাদরাসায় পড়া অবস্থায় একটা কোম্পানিতে কাজ নিয়ে পড়াশোনার খরচ চালানোর জন্য। আমার বাবার পক্ষে পড়াশোনার খরচ চালানো কষ্ট হয়ে যায়তো তাই নিজের টাকা দিয়ে পড়াশোনা খরচ চালাতাম ছোটবেলা থেকে পজেটিভ চিন্তা ভাবনা করতাম এভাবে অনেক কষ্ট করে ইন্টার পাস করি ভালো একটি চাকরি পাওয়ার আশায় প্রথমে ইচ্ছা ছিল সরকারি চাকরি করবো। নিয়তির পরিহাসে পড়াশোনা শেষ হয়ে যায় আর্থিক সংকটের কারণে সম্ভব হয়নি।
🛍️ কর্ম জীবন শুরু🛍️
২০১৯ সাল থেকেই আমার কর্মজীবন শুরু হয়েছে তখন লেখাপড়া শেষ হয়ে গেছে পুরোপুরি দমে।আগে কোম্পানিতে কাজ করতাম সে কোম্পানিতে নতুন করে কর্ম জীবন শুরু করি সেখানে অল্প টাকা বেতন পেতাম সে টাকা দিয়ে চলা অনেক কষ্ট হয়ে যেত কিন্তু মনে মনে ভাবতাম এভাবে হবে না ভালো কিছু করতে হবে তখন এক বন্ধুর কথা অনুযায়ী ইউটিউব চ্যালেন খুলি অনেকের মুখে শুনি অনেক টাকা ইনকাম যায় ইউটিউবে তখন থেকে এভাবে দুই বন্ধু মিলে ভিডিও করা শুরু করলাম আমি ক্যামেরা ধরি আমার বন্ধু বক্তব্য দেয় প্রথমে ভিডিও করি আমার মামার নাসারি তারপরে ঘুঘুর খামার এভাবে চলতে থাকি ইউটিউব এর কাজ। আমার বন্ধর কম্পিউটার সব কিছু ছিল তার।আমি শুধু তার সাথে কাজ করতাম টাকা দিয়ে হেল্প করতাম। ক্যামেরা পরিচালনা করতে আমি যেতাম।আমি আমার বন্ধু কাজ করতাম ওর কাজ থেকে কোন টাকা নিতাম না কথা ছিল।
ইউটিউব থেকে টাকা ইনকাম হলে দুইজনে ভাগ করে নিবো। কিন্তু সেখান থেকে প্রতারনার শিকার হলাম। যখন টাকা ইনকাম শুরু হলো তখন আমাকে আর নেয় না অন্য জনকে নিয়ে ব্যাবসা শুরু করে। তখন ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম হয়।তখন আমাকে চেনেনা ওখান থেকে শিক্ষা নিয়ে ভাবলাম নিজে কিছু করতে হবে। ফেসবুক চালাতে গিয়ে দেখি একটি গ্রুপে বিভিন্ন পন্যের এড দেখি সেল পোস্ট দেওয়া তখন থেকে ভাবলাম গ্রুপে ব্যাবসা করতে হবে। অল্প টাকা দিয়ে শুরু করি আমের ব্যাবসা প্রথমে বছরে ভালো সাড়া পেয়ে ছিলাম।
আমার অনেক টাকা সেল হয়েছে বর্তমান কাজ করছি রাজশাহীর বিখ্যাত আম খেজুরের গুড় মধু ঘি নিয়ে। আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার পেয়েছি অনেক
সময়ের সাথে সাথে আমি অনেক কাষ্টমার তৈরি করেছি।তাদের সাথে আমি ফ্যামিলির মতো সম্পর্ক তৈরি করে ফেলেছি এবং তাদের চাওয়া পূর্ণ করতে গিয়ে আমের সঙ্গে খেজুরের গুড় মধু ঘি এড করেছি ।
আমি আমার পণ্য বাড়ায়নি শুধু কাস্টমারের চাওয়াটাই পুর্ণ করেছি এতে করে আমার পন্য বেড়েছে।
বর্তমানে রাজশাহীতেই আমার অনেক জন রেগুলার কাস্টমার।
আমি আমার ব্যবসাকে ব্যবসা মনে করিনা মনে করি আমি একটা সন্তান জন্ম দিয়েছি যেই সন্তানের নাম দিয়েছি "রাজশাহীতে আমের বাজার আমি সন্তানের মতোই খুব যত্ন করে বড় করছি।তাকে আমি পোশাক পড়েছি সে এখন একটু বড় হয়েছে আমার সন্তান এখন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে।
সবাই আমার আমার সন্তান অর্থত "রাজশাহীতে আমের বাজার " এর জন্য দোয়া করবেন আমি জেনো আমার ব্যবসা প্রতিষ্ঠান কে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারি।
💎 যেভাবে নিজের বলার মতো একটা ফাউন্ডেশন যুক্ত হয়েছি 💎
যেহেতু আমি ফেসবুক চালাই এবং আমার একটা ফেসবুক পেইজ আছে "রাজশাহীতে আমের বাজার " নামে এর জন্য অনেক সময় দিতে হয় সোসাল মিডিয়া।
সোস্যাল মিডিয়া চালাতে চালাতেই "নিজে বলার মত একটি গল্প" ফাউন্ডেশন গ্রুপ আমি দেখতে পাই এবং এই নামটা আমার মন ছুঁয়ে যায়। বিশেষ করে ফাউন্ডেশন এর "শপথ বাক্য" যে ফাউন্ডেশন এর শপথ বাক্যে এত সুন্দর কথা ফুটে উঠে।তাই মাঝে মাঝে গ্রুপের ভিতরে যাই গ্রুপের পোস্ট গুলা খুব মনোযোগ দিয়ে পড়ি পোস্ট গুলো খুবই ভালো লাগে আমার কাছে কেননা আমি নিজেও তো একজন উদ্যোক্তা প্রতিটা পোস্ট টি মনোযোগ সহকারে পড়ি।খুবই গুরুত্বপূর্ণ সেই পোস্টগুলো করে থাকে।খুব চেষ্টা করি এ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কিন্তু পারিনা। এক পর্যায়ে রেজিস্ট্রেশন টিমের কাছ থেকে আমি রেজিষ্ট্রেশন লিংক পাই এবং নিজে নিজেই রেজিষ্ট্রেশন করি।
আমাদের সকলের প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের ছায়াতলে এসে যেন স্যারের প্রতিটি বাক্য নিজেকে গড়ে তুলতে পরি সেই প্রত্যাশায় আস্তে আস্তে রাজশাহী জেলা টিমে যুক্ত হয়।
🎁🎁উদ্যোক্তা জীবন🎁🎁
সবাই চায় বেকার জীবন থেকে মুক্তি পেতে। তাই অনেক চেষ্টা করেও অনেকে বেকার জীবন থেকে মুক্তি পায় না।
যে নিজেকে ভালো রাখে এবং অন্যকেও ভালো রাখে তিনি একজন ভালো মানুষ। শুধু ভালো মানুষের প্রতিযোগিতা হোক।নিজে বলার মত গল্প ফাউন্ডেশন
অনলাইন হাটের জনক ইকবাল বাহার জাহিদ স্যারের চেষ্টায়।
তাই স্বপ্ন দেখি কিছু ভাইবোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে
আলহামদুলিল্লাহ।
একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পেয়েছি।
প্রতিষ্ঠানের নাম "রাজশাহীতে আমের বাজার
® মূলধন দুই হাজার টাকা থেকে এখন এক লক্ষ+
উদ্যোক্তা জীবন গ্রহণ করতে গিয়ে অনেক কষ্ট অপমানজনক কথা শুনতে হয়েছিল।
চাকরি ছেড়ে কেনো উদ্যোক্তা পথ বেছে নিলাম।
আমি বিশ্বাস করি চাকুরী করলে একজন জীবিকা গ্রহণের সুযোগ পেল কিন্তু আমি উদ্যোক্তা হলে আমি সহ অসংখ্য ব্যাক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করার জায়গা হবে।আল্লাহকে খুশি করার জন্য কিছু ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ করে নেওয়ার জন্য এই উদ্যোক্তা পথ বেছে নিয়েছি।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৯৪
তারিখ ০৪-১১-২০২২ইং
শুভেচ্ছান্তে
✅নাম: মোঃইমরান হোসাইন
✅ব্যাচ:১৮
✅রেজিঃ৯৯৮৭৬
✅থানা:বেলপুকুর
✅জেলা: রাজশাহী
✅ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গর্বিত আজীবন সদস্য।