হঠাৎ করেই একদিন নিজের জীবনে ঘঠে যাওয়া কিছু মুহুর্তের কথা পোস্ট আকারে সেয়ার করি।।
💐💐💐৯০০ তম দিনের অনুভুতি প্রকাশ💐💐💐
👉নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন, উৎদ্যোক্তা তৈরীর কেন্দ্র👈প্লাটফর্মের একটা অনবদ্য সেক্টর হচ্ছে SOD. যার মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন গল্প ও গল্পকার পরিচিতি পাচ্ছে সকলকের সাথে।।।আজ SOD কার্যক্রম এর ৯০০ তম দিন।তারই সেলিব্রেশন সরুপ আয়োজিত এই উৎদ্যোগ 🔸900 তম দিনের অনুভুতি প্রকাশ🔸
এত সুন্দর উৎদ্যোগ গ্রহণ ও সকলকে অংশগ্রহনের সুযোগ করে দেওয়া জন্য অসংখ্য ধন্যবাদ SOD টিমের সদস্যদের।।শ্রদ্ধা ও ভালবাসা নিবেদনে শুরু করছি আমার💐 ৯০০ তম দিনের অনুভুতি প্রকাশ
👉SOD
শুরুতেই আসছি SOD কি সেটা নিয়ে।যারা নতুন জয়েন হয় প্লাটফর্মে,কিংবা অনেক পুরোনো সদস্যও জানেনা এই বিষয়ে।তাই কখনোই তারা অংশগ্রহন করতে পারেনা এই সেক্টরে।।।
SOD Full meaning "Statas of the day"
অর্থাৎ ১দিনের সেরা লেখাগুলোই হলো SOD .
প্রতিদিন গ্রুপে হাজার হাজার পোস্ট আপলোড হয়,সেইসব লেখাগুলো থেকে সেরা লেখা নির্বাচন করেই সেটা SOD বলে প্রকাশিত হয়।
SOD টিম তাদের নিরলস প্রচেস্টার মাধ্যমে এতগুলো পোস্ট থেকে সেরা লেখাটি ঠিকই নির্বাচন করে।কৃতজ্ঞতা ও ভালবাসা তাদের এই নিখুত কাজের প্রতি💕
👉SOD হওয়ার অনুভুতিঃ
যদিওবা আমরা কেউই এখানে প্রফেশনাল লেখক/ লেখিকা নই।কিন্তু তারপরও দিনের সেরা হিসেবে নির্বাচিত হলে একটা আলাদা অনুভুতি তৈরী হয়।ভাললাগার শিহরণ প্রভাবিত হয় মনের মাঝে।।
SOD হওয়ার সাথে সাথে তাকে প্লাটফর্মের " Community volunteer " পদে দায়িত্ব দেওয়া হয়।
এটাও অনেক বড় একটা অর্জন।কমিউনিটি ভলান্টিয়ার হলো প্লাটফর্মের মাঠ পর্যায়ের খেলোয়াড়। তারা প্লাটফর্মের একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে,প্লাটফর্মকে এগিয়ে নিয়ে চলার লক্ষ্যে।
এছাড়াও প্রতিটা SOD পোস্ট নিয়মিত আমার প্লাটফর্মের ওয়েবসাইটে আপলোড করা হয়।যারাই ওয়েবসাইট ভিজিট করবে,তারা সকলেই সেই পোস্টগুলো দেখতে পাবে।ওয়েবসাইটে আজীবন এর জন্য স্থায়ীত্ব লাভ করে সেই লেখাটি।।এটাও অনেক বড় প্রাপ্তি।কেননা প্রতিদিন ওয়েবসাইট অনেক অনেক সদস্য ভিজিট করে থাকে।
👉 আমার ১ম SOD হওয়ার অনুভুতিঃ
প্রিয় প্লাটফর্মে জয়েন হই ১৩ ই ফেব্রুয়ারি ২০২১ সাথে।টুকটাক গ্রুপে প্রতিদিনই ভিজিট করতাম।কিন্তু কিভাবে পোস্ট লিখবো জানতাম না।।
মার্চের শুরুতে জয়েন হই কেরানীগঞ্জ জোনে। সকলের সাথে পরিচিত হই।জোন থেকেই সকল রুলস ও গাইডলাইন নিয়ে শুরু হয় পথচলা।
লেখালেখি করতে অনেক আগে থেকেই ভাললাগতো।গল্প পড়া, বই পড়া এগুলোর অভ্যাসের ফলেই লেখতে ভাল পারতাম। জোন থেকেও সকলের সাপোর্ট পেতাম এই টপিকে।।
কিন্তু প্লাটফর্মে যে SOD বলে কোন সেক্টর বা কার্যক্রম আছে,সেটা জানতাম না।।কোন আইডিয়াও ছিলোনা এই বিষয়ে তাই।
হঠাৎ করেই একদিন নিজের জীবনে ঘঠে যাওয়া কিছু মুহুর্তের কথা পোস্ট আকারে সেয়ার করি।।
দুপুরের দিকে জোনের একটা ভাইয়া জানায়,আজকে আমার পোস্টটি SOD হতে পারে।।
তখন জানতে চাই তার নিকট,SOD কি?
ভাইয়া ডিটেইলস জানায়,এবং বলে আজকের লেখাটি সেরা লেখা হিসেবে নির্বাচিত হতে পারে।।তবে সিওর নন।অপেক্ষা করতে বললো।
অতঃপর রাতে সকলেই অভিবাদন জানায়।সকলের শুভেচ্ছা ও অভিনন্দন এর মাধ্যমেই জানতে পারি আমার লেখাটি SOD হয়েছে।।অজানা একটা ভাললাগা তৈরী হয়েছিলো তখন।এত এত পোস্টের মধ্যে নিজের পোস্টটি সেরা বলে গন্য হওয়া,এটা একটা বিশাল পাওয়া নিজের নিকট।
তারপর আবার কমিউনিটি ভলান্টিয়ার দায়িত্ব অর্পন প্লাটফর্ম থেকে।পুরোটা যেন সোনায় সোহাগা।।
👉প্লাটফর্মে আমার অগ্রযাত্রাঃ
শুরুটা তখন থেকেই হয়েছিলো।লিখতে আরো বেশি অনুপ্রেরণা পেতাম। সকলে উৎসাহিত করতো।ভাল লাগতো এসব খুব।
পরপর নিয়মিত SOD হতে লাগলাম প্রায় প্রতি মাসেই।।ভাল লাগতো এই বিষয়টি।পোস্ট প্রতিদিনই করতাম,কিন্তু কখনো সেই পোস্টটি সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হওয়া।এটা সত্যি বিশাল পাওয়া আমার কাছে।
প্লাটফর্মের SOD Queen হলেন নিঝুম আমিন আপু।তাকে ফলো করতাম, তার লেখাগুলোও, Sagar Banik দাদার পোস্ট গুলোও।
প্রতিদিন Md Iqbal Hossain ভাইয়ার SOD নির্বাচিত হওয়া পোস্ট গুলোও পরতাম।অনেক বেশি অনুপ্রেরণা পেতাম সেই গল্পগুলো পড়ে।
SOD মানেই জীবনের গল্প কিংবা অনুপ্রেরণা বা শিক্ষনীয় পোস্ট, যা অনেক বেশি অনুপ্রাণীত করতো এগিয়ে চলার পথে।।।বিশেষ করে আমাকে বেশি এফেক্ট করেছে এই SOD পোস্ট গুলো।
যদিওবা মাত্র ১৫ বারই SOD হয়েছি আমি।কিন্তু তারপরও SOD নিয়ে মনে অনেকটা দূর্বলতা ও ভাললাগা আছে।।আর এরকম একটা সেক্টর চালু করার জন্য প্রিয় স্যার ও SOD টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
প্লাটফর্মে আমার পরিচিতিঃ
নামঃ সোনিয়া সালমান
ব্যাচ নংঃ ১৩
রেজিষ্ট্রেশন নংঃ ৫৭২১৪
24/7 লাইভ সাপোর্ট টিম মেম্বার
কেরানীগঞ্জ জোন
কাজ করছি " ইসলামিক গিফট প্যাকেজ" ও Seasonal goods- মৌসুমি পন্য নিয়ে।।।
কিন্তু কন্টেন্ট / পোস্ট আমার ভাললাগার একটা জায়গা।যা তৈরী হয়েছিলো এই SOD পোস্টের মাধ্যমেই।নিয়মিত লেখার চেষ্টা করি।কখনো ভাল হয়,কখনো খারাপ।তবে চলছে এরকমই।।।
অনেক অনেক বেশি কৃতজ্ঞতা SOD টিমের প্রতি।আমার মত আরো অনেককেই এভাবে অনুপ্রাণীত করার জন্য লেখালেখির ক্ষেত্রে।হয়তো এভাবেই আমাদের মাঝ হতে বেড়িয়ে আসছে এবং আসছে অনেক অনেক ভাল লেখক / লেখিকা।
আজ আমাদের SOD কার্যক্রমের ৯০০ তম দিন চলছে।এভাবেই সকলেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং SOD টিমের পরিশ্রমে সচল থাকুক এই সেক্টরটি প্রিয় প্লাটফর্মে।শ্রদ্ধা, ভালবাসা ও অভিনন্দন সকলের জন্য।।
👉আমার প্রথম SOD পোস্ট লিংকঃ
https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1233104800494207/?app=fbl
সকলের ভালবাসা ও সাপোর্ট নিয়ে এভাবেই এগিয়ে চলতে চাই আমি।।সকলের মনে একটা আলাদা জায়গা,আলাদা পরিচয় তৈরী করতে চাই আমি। Sonia Salman নামটা শুনলেই যেন প্লাটফর্মের সকলের আমার কথাই মনে আছে,একরকম একটা পরিচয়।।সকলের মাঝে,সকলকে নিয়েই পথচলা আমার।ইনশাআল্লাহ একদিন আমার স্বপ্ন ও লক্ষ্য পূরন হবেই।