আমার অনেক না বলা কথা অনেকে জেনেছে , আমার পাশে দাঁড়িয়েছে।
❤️❤️❤️স্ট্যাটাস অব দ্যা ডে এর ৯০০ তম দিন উপলক্ষ্যে অনুভূতি প্রকাশ!❤️❤️❤️❤️
আসসালামু আলাইকুম।
শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমি এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন,আলহামদুলিল্লাহ্।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যার কথা না বললেই নয় আমাদের মতো লাখ লাখ তরুণ তরুণীদের স্বপ্ন -দ্রষ্টা, স্বপ্ন বাস্তবায়নের অগ্রনায়ক, একজন ভালো মানুষ,মেন্টর, শিক্ষক আমাদের প্রাণপ্রিয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি।যার ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমরা পেয়েছি এক সুবিশাল প্লাটফর্ম,স্বপ্নপূরণের বিশাল সিঁড়ি,সফলতার সবশেষ চূড়ায় আহরণের রাস্তা,'নিজের বলার মতো একটি গল্প' প্লাটফর্ম।
❤️❤️❤️আমাদের প্রিয় স্যারের একটি শিক্ষা, "সফল হতে হলে কাজের প্রেমে পড়তে হবে,ভালোবাসতে হবে।"❤️❤️❤️❤️
এই শিক্ষা নিয়েই কাজের প্রেমে পড়ার পাশাপাশি এই গ্রুপটার প্রেমে পড়ে গেছি আমি।গ্রুপটা আমার ভালোলাগার গ্রুপ ভালোবাসার গ্রুপ।দিনের বেশ সময় আমার এ গ্রুপেই কাটে।
করোনাকালীন পুরো পৃথিবী যখন স্থবির তখন আমি আমার শিক্ষকতা আমার কাজ সবকিছুই স্থবির।হতাশার সাগরে নিমজ্জিত আমি সন্ধান পাই ভালো মানুষ গড়ার এই প্লাটফর্মের।
গ্রুপে জয়েন করি আর গ্রুপের কার্যক্রম দেখে মুগ্ধ হতে থাকি!!!ভাবতে থাকি এতো এতো ভালো মানুষ এখনও আছে পৃথিবীতে। গ্রুপের একজন সদস্য হতে পেরে আমি উৎফুল্ল, গর্বিত, আনন্দিত।
৯০ দিনে ৯০ টা সেশন,ব্যবসায়িক আইডিয়া,ফান্ড তৈরির উপায়,ফান্ড স্টার্ট আপ করা,নেটওয়ার্কিং,সেল বৃদ্ধির উপায়,পরস্পরের সাথে আত্মিক সম্পর্ক তৈরি এত সব শিক্ষা এই কঠিন জগতে আমাকে আর কে দিবে এই 'নিজের বলার মতো একটি গল্প' গ্রুপ ছাড়া?আমি অভিভূত এই গ্রুপটা এখন আমার কাছে শুধু একটা নাম নয় আমার স্বপ্ন,সফলতার পথে আমার দিক নির্দেশক,আমার প্রাণের গ্রুপ, আমার ভালোবাসা।
# কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার স্বপ্ন:❤️❤️❤️❤️
আস্তে আস্তে জানতে লাগলাম গ্রুপের নিয়ম নীতি সম্বন্ধে। ভাইয়া আপুদের নামের পাশে বিভিন্ন পদবী দেখে আমারও আগ্রহ জাগতো আমাকেও কোনো একটা পদবী পেতে হবে।কমিউনিটি ভলান্টিয়ার হতে হবে আমাকে। খোঁজ করতে লাগলাম,কিভাবে কমিউনিটি ভলান্টিয়ার হওয়া যায়।একদিন দেখলাম স্যারের ৫ টি সেশনভিত্তিক কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে তিনজনকে কমিউনিটি ভলান্টিয়ার করা হয়।কুইজে অংশ নিলাম। ভাবলাম এটাতো ভাগ্যের ব্যাপার! দেখি, বিকল্প কোনো পথ আছে কিনা।
❤️❤️❤️স্ট্যাটাস অব দ্যা ডে ফিচার:❤️❤️❤️
গ্রুপে সার্চ করে জানতে পারলাম স্ট্যাটাস অব দ্যা ডে নামে একটি ফিচার আছে।নিজের পোস্ট SOD হলে তাৎক্ষণিক কমিউনিটি ভলান্টিয়ার করে নেয়া হয়।নিজের অজান্তেই নিজেকে বললাম,ইয়েস! কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার পথ পেয়েছি। শুরু করলাম অনুসন্ধান কিভাবে স্ট্যাটাস অব দ্যা ডে হওয়া যায়।গ্রুপেই ইকবাল বাহার জাহিদ স্যার কত সুন্দর করে লিখে দিয়েছেন কিভাবে স্ট্যাটাস অব দ্যা ডে হওয়া যায়।স্যারের নির্দেশনা অনুযায়ী শুরু হলো আমার স্ট্যাটাস অব দ্যা ডে লেখা।দুদিন আগেই (০৩/১২/২০২০)লিখলাম,গ্রুপে পোস্ট করলাম।আমার টাংগাইলের প্রাণপ্রিয় ভাইবোন ছাড়াও গ্রুপের অনেককেই পাশে পেলাম।
❤️❤️❤️স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হওয়ার অনুভূতি:❤️❤️❤️
মস্তিষ্কে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। হবে তো আমার স্ট্যাটাস আজকের স্ট্যাটাস অব দ্যা ডে???আমার তর যেন আর সইছেই না,একটু পরপর গ্রুপে যাই,সবার সাড়া দেখি। মনে আশা অনেক।
রাত্রি তখন ১১ টা বেজে ৪০ মিনিট।আমার পোস্টে নতুন করে কমেন্ট আসছে অভিনন্দন লিখা!!হৃদস্পন্দন বেড়ে গেলো। কিছু একটা হয়তো ঘটেছে।জি আমাদের অদম্য টাংগাইল গ্রুপে Abirul Hasan Sohel ভাইয়া আমাকে অভিনন্দন জানিয়েছেন স্ট্যাটাস অব দ্যা ডে'র লিঙ্ক দিয়ে।আমি যে কতটা আনন্দিত হয়েছিলাম তা জানানোর মতো কোনো ভাষা আমার জানা নেই।আনন্দে সে রাতে ঘুম হয়নি আমার।
❤️❤️❤️আমার যে কয়টি পোস্ট স্ট্যাটাস অব দ্যা ডে হয়েছে❤️❤️❤️
আমি আপ্লূত যে একটি নয়, পরপর দুইটি পোস্ট স্ট্যাটাস অব দ্যা ডে হওয়া ছাড়াও আমার বেশকয়েকটি পোস্ট স্ট্যাটাস অব দ্যা ডে হয়েছে।লিঙ্কগুলো হলোঃ১.https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1359911827813503/
২.https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1305261169945236/
৩.https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1426728457798506/
❤️স্ট্যাটাস অব দ্যা ডে আমাকে যা দিলো❤️
স্ট্যাটাস অব দ্যা ডে আমাকে দিয়েছে অশেষ ভালোবাসা,সম্মাননা,স্বীকৃতি। গ্রুপে লাখ লাখ মানুষের ভীড়ে একটা কোণে আমি পড়ে ছিলাম।সেখান থেকে উঠিয়ে নিয়ে আমাকে দিয়েছে একটা জায়গা, একটা পদবী।আমি আজ আমার টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাঝে ক্ষুদ্র একজন,আমি আজ তাদের সান্নিধ্যে অনেক অনেক বিষয় শিখছি,জানছি যা আমার সফলতার জন্য অপরিহার্য।
স্ট্যাটাস অব দ্যা ডে নির্বাচিত হওয়ায় আমার পার্সোনাল ব্র্যান্ডিং হয়েছে, আমার অনেক না বলা কথা অনেকে জেনেছে , আমার পাশে দাঁড়িয়েছে।
আস্থা ও বিশ্বাসের একটা জায়গা করে নিতে সমর্থ হয়েছি আমি।
আমার যেকোনো পোস্ট রিচ হচ্ছে খুব শীঘ্রই।আজ এই সকালে উত্তরা থেকে অজানা অচেনা এক ছোট ভাইয়া শুধু বিশ্বাসের উপরে রসুনের আচারের অর্ডার কনফার্ম করেই পুরো টাকা পেমেন্ট করলেন।কৃতজ্ঞতা ছোট ভাইয়ার প্রতি। আগের চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি।আরও বেশি ভালোবাসায় সিক্ত আমি।
তাই সবাইকে বিনীত অনুরোধ করবো,জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের এই ভালো মানুষের গ্রুপটা আপনাকে নিঃস্বার্থভাবে সব দিয়ে যাবে।বিনিময়ে এক পয়সাও নেবেনা।
তাই লিখুন,ভিডিও পোস্ট করুন,সবাইকে পাশে থেকে উৎসাহ দিন,এতে লাভ আপনারই।আল্লাহ্ যেন আমাদের স সবার স্বপ্ন পূরণ করেন।আমীন
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
আমি খাদিজা
ব্যাচ :১১
রেজি:৩৬৮৬২
উপজেলা প্রতিনিধি মধুপুর
ব্যাচঃ১১
রেজিঃ৩৬৮৬২
জেলাঃটাংগাইল
পেইজঃপ্রতিশ্রুতি