করুণ গল্পের বিভীষিকা মুহুর্ত গুলোকে আমি আমার একান্ত করে রাখতে চাই
💝 ৯০০ তম দিনের অনুভূতি প্রকাশ
✒️আমি'তো হেরে গেছি।কারণ আমি ব্যার্থ।আমি ব্যার্থ,কারণ আমি অযোগ্য!
✒️কিভাবে শুরু করব।কোথা থেকে শুরু করব,কারন জীবনটা যখন এলোমেলো হয়,তখন চলার পথটা থাকে উদ্দেশ্যহীন।তবে আমি বিশ্বাস করি অচেনা পথই নতুন পথের দেখা দেয়।
✒️উদ্যোক্তা হওয়া কি খুব সহজ!?
সফল হতে গেলে কি হারতেই হবে।
বারবার হোঁচট খেয়ে উঠতে কতটা শক্তির প্রয়োজন একজন উদ্যোক্তার?
✒️একজন উদ্যোক্তার জন্য অর্থ কখনোই প্রধান বাঁধা না।একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে,সবচেয়ে বড় প্রয়োজন মানুষিক শক্তি,ধৈর্য আর অনুপ্রেরণা-উৎসাহ্ দেওয়ার জন্য কিছু মানুষ,বন্ধু,
শুভাকাঙ্ক্ষী।
অথচ আমাদের পরিমন্ডলে আজ একজন হেরে যাওয়া উদ্যোক্তাকে মানুষিক শক্তি,অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার মতো,কাছে থাকার মতো মানুষের,বন্ধুর,
শুভাকাঙ্ক্ষীর বড়ই অভাব!একজন উদ্যোক্তা যখন হেরে যায় তখন সে খুব একা হয়ে যায়, বড্ড একা হয়ে যায়। তার পৃথিবীটা ক্রমেই ছোট থেকে ছোট হয়ে যায়।আমি মনে করি আমাদের উদ্যোক্তারা হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে পারে না,শুধু মাত্র উৎসাহ আর অনুপ্রেরণার অভাবে।
✒️আজ আমাকে দেখেন আমি খুব সফলতা থেকে হেরে গিয়েছিলাম।
প্রথম হেরে যাওয়াটা ছিলো আমার অপরিপক্ক সময়ের ধারন করতে না পারার বিশালতা।
সেই প্রথম থেকেই আমি থেমে যেতে পারতাম। কিন্তু আমি থেমে যাইনি।কারন আত্বস্বাধীনতা ছিলো আমার নেশা।আমি কঠোর পরিশ্রম,সততা,আর ধৈর্য নিয়ে এগিয়ে গিয়েছিলাম।
এবং আমার সমস্ত অতীতকে মুছে
আমি আমার সোনালী দিন তৈরি করতে প্রস্তুত হয়েছিলাম।
আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কে বাস্তব রুপ দিতে আমি তৈরি করেছিলাম"মারওয়া ন্যাচারাল" ট্রেডমার্ক ব্রান্ড!
ভোক্তার সন্তুষ্টি আর প্রতিযোগি মার্কেটে জায়গা না থাকা সেল্ফে আমি আমার অবস্থান করে নিয়েছিলাম।
৩০ জন কর্মী আর নতুন নতুন ভৌগোলিক প্রান্তে আমার উপস্থিতি আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল।আমি সরকারের রুলস আব রেগুলেশন মেনেই উদ্যোক্তা হিসেবে নিজেকে দ্বার করিয়েছিলাম
এবং দেশের রাজস্বে আমার অংশগ্রহণ ছিলো সম্মান জনক।
✒️কিন্তু আমি হেরে গেলাম কেন?
আমার প্রতিষ্ঠান বন্ধ করতে হলো কেন?উদ্যোক্তার খাতা থেকে আমার নামটা মুছে যাচ্ছে কেন?
✒️এই কেন?কেন-র উত্তর খুঁজতে গিয়ে আমি পেয়েছি আমার অনেকগুলো ভূলের উদহারন!
সেগুলো আজ নাই বললাম।তবে অবশ্যই একদিন বলব?
এজন্যই বলব?এই আমার মতো ভুল গুলো যেন কোন উদ্যোক্তা কখনো না করে।
✒️আমার ইতিটা এখানেই শেষ হয়ে যেতে পারতো।সময়ের স্রোতে গা ভাসিয়ে, হয়তোবা আমিও হারিয়ে যেতাম কালের গর্ভে!
✒️ কিন্তু না,আমি আমাকে হারিয়ে যেতে দিইনি।
☑️আমি দেখতে চাই সফলতার সংজ্ঞাটা কাকে বলে?
☑️আমি দেখতে চাই সফলতার রং দেখতে কেমন!
☑️আমি আমার সাথে একটু দেখা করতে চাই,কারন আমি জেনেছি বারবার উঠে দাঁড়াতে পারলেই,আমি একদিন দাঁড়ানোটা শিখে যাবো!
☑️আমি শিখেছি মাত্র একটি কাজ বা একটি চেষ্টা করার জন্য আমার জন্ম হয়নি।আমার জন্ম হয়েছে হাজারটা কাজ আর চেষ্টা করার জন্য।
✒️আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যখন যুক্ত হই
তখন সময়টা ২৪ জানুয়ারি ২০২০ইং।তার আগের ভাবনা ছিলো
উদ্যোক্তা হবো।কিন্তু উদ্যোক্তা হতে গেলে তো আরও শিক্ষার প্রয়োজন আছে,সেটা এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে বুঝতে পারি।এবং বুঝতে পারি উদ্যোক্তা হওয়াটা খুব সহজ কিছু না!উদ্যোক্তা হওয়া সবচেয়ে কঠিন থেকে কঠিন কিছু কাজ।
যেখানে নিজেকে সকল স্তরের অভিজ্ঞতা নিজের ভিতরে আয়ত্ত করতে হয়!
✒️বারবার হেরে গিয়ে হয়তোবা থেমে যেতাম কিন্তু আমি থামতে চাইলেও আমার শিক্ষা আমাকে থামতে দেয়নি!আমি যখন ফাউন্ডেশনের হাজারো উদ্যোক্তার গল্প পড়ি, তখন আমি আরও অনুপ্রাণিত হই।আরও বেশি শক্তি খুঁজে পাই উঠে দাঁড়ানোর জন্য।
✒️৩০মে ২০২০ ইং আমার লেখা প্রথম SOD হই। (স্টাটাস আফ দ্যা ডে) হই।সেই লেখাটিতে আমার জীবনের সারাংশ আমি লিখেছিলাম।সেদিনের অনুভুতিটা ছিলো বিশ্ব জয়ের আনন্দ। সবার অনুপ্রেরণা ও শুভকামনা আমাকে উজ্জীবিত করেছিলো নতুন করে।অর্থের চেয়েও মনের জোড় আর আত্মবিশ্বাসে আমি অনেক সাহসী হয়ে এগিয়ে গিয়েছিলাম আমার নতুন পথে চলার প্রয়াসে।
✒️তবে আজ আমি নিঃস্ব!একেবারে নিঃস্ব।হেরে যাওয়া কিংবা কোন অপরাধীর মতো আজ আমি ফেরারি!খুব অবাক হচ্ছেন হয়তো আমার শুভাকাঙ্ক্ষীরা।কিন্তু এটাই সত্য!জীবনের বাঁকে বাঁকে অনেক গল্প লুকিয়ে থাকে,কেউ খোঁজ রাখে না।সবাই এড়িয়ে যায়,কারণ হেরে যাওয়া মানুষ টা অকর্মা,অপদার্থ,
মূল্যহীন,অপ্রয়োজনীয় এক বস্তু!
জীবনের কত যে রুপ,সেটা হেরে না গেলে বোঝা যায় না।মানুষ গুলো কত দ্রুতই পাল্টে যায় সেটা বুঝা যায় হেরে গেলে।
✒️তুমি যখন সফল থাকবে তখন তোমার আসন,বক্তব্য,উপস্থিতি,
সিন্ধান্ত গ্রহণ সবকিছুই মূল্যবান।
কিন্তু তুমি হেরেছ মানে তুমি মূল্যহীন!➡️একজন উদ্যোক্তার জীবনে এমন উপলব্ধি আসাটা খুব জরুরী এবং প্রয়োজন।
✒️তবে আমি আজ আমার প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের সেই শিক্ষাটা কাজে লাগাচ্ছি "শুধু মাত্র একটি কাজ করার জন্য তোমার জন্ম হয়নি"।
তাইতো আমি আজ এমন একটা কাজ করছি যেটা আমার উদ্যোক্তার সময়ের চেয়েও আরও কঠিন ও পরিশ্রমের।
➡️কারন আমি আমাকে ব্যাস্ত রাখতে চাই।আমি আমার অতীত সোনালিটা ভুলে থাকতে চাই। আমি পাগল হতে চাই না।করন আমি জানি,আমি কে,কি,কতটুকু।
✒️আমি অসময়ের সময়টাকে পার করতে চাই।
সময়ের কাছে থাকা প্রিয় মুখগুলোকে অসময়ে চিনতে চাই।পৃথিবীর স্বার্থপরতা আর আত্মকেন্দ্রিক মুখগুলো ভালোভাবে চিনতে চাই।অসময়ের সময়টা কেটে গেলে আমি আবার নতুন করে জেগে উঠতে চাই।
✒️আমার প্রথম স্টাটাস আফ দ্যা ডে'এর অনুপ্রেরণা আমাকে আজও
চলার পথে সাহস দিয়ে যায়।
আমি এই ফাউন্ডেশনের শিক্ষা ও প্রেরনা নিয়ে নতুন করে জেগে উঠতে চাই।আমার করুণ গল্পের বিভীষিকা মুহুর্ত গুলোকে আমি আমার একান্ত করে রাখতে চাই।
যা কখনো লেখা হয়নি,প্রকাশ হয়নি
কিংবা কাউকে বুঝতে দিইনি।
এগুলো একান্ত আমারই থাক।
আমি চাই সবার থেকে উৎসাহ আর অনুপ্রেরণা।
✒️যে গানের ছন্দ হারিয়ে ফেলে,
সে আবার ছন্দ ফিরাতে পারে!
যে গড়তে জানে,
সে আবার সৃষ্টি করতে পারে!
যে হাঁটতে গিয়ে পড়ে যায়,
সে-তো আবার উঠে দাঁড়াতে পারে!কারন,সে জানে কিভাবে হাঁটতে হয়!
✒️সবার দোয়া ও অনুপ্রেরণা আমাকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে,আমার অতীত সোনালি সেই মুহুর্তের মতো
করে।আবার নতুন করে নতুন রুপে
আমি ফিরে আসব আমার"মারওয়া ন্যাচারালে"র সাথে।
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং
➡️মোঃ-ইব্রাহিম খলিল রুপক
➡️৯/১০৫১৯
➡️ডিস্ট্রিক্ট এম্বাসাডর
➡️কুষ্টিয়া